Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

KIFF

KIFF: অবিশ্বাস্য জনপ্রিয় সলমন খান

প্রসূন গুপ্ত: মঙ্গলবারের একটিই খবর বাংলায় যে, শাহরুখ খান এবারের কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আসবেন না তবে কি হবে? এ ছিল খবরওয়ালাদের প্রশ্ন মাত্র। কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বই সফরে গেলে তাঁকে বাড়িতে আমন্ত্রণ জানান অমিতাভ বচ্চন। কিছু গল্পগুজবের পরে অমিতাভ নাকি তাঁর শারীরিক কারণ দর্শিয়ে এ বছর ফিল্ম উৎসবে আসতে পারবেন না জানিয়েছিলেন। অমিতাভের যথেষ্ট বয়স হয়েছে। তিনি অনেকটাই কাজ কমিয়ে ফেলেছেন এবং খুব একটা বাইরে শুটিং করছেনও না কিন্তু বাংলার ব্র্যান্ড এম্বাসেডর শাহরুখ খানও আসছেন না এটা হয়তো বোঝা যায়নি। জানা গেল ইদানিং শাহরুখ প্রচন্ড ব্যস্ত তাঁর ছবির প্রচারে এবং অন্য ব্যবসায়ে। মমতা সময়ের সঙ্গে চলতে পটু কাজেই দেরি করেন নি, বাণিজ্য মেলাতেই সৌরভ গাঙ্গুলিকে বাংলার ব্র্যান্ড এম্বাসেডর ঘোষণা করলেন। সেই সাথে এবারের সিনেমা উৎসবে চমক দিলেন বলিউডের আর এক সুপারস্টার সলমন খানকে আমন্ত্রণ জানিয়ে।

কে বেশি জনপ্রিয় একেবারে অতি সাধারণ জনতার কাছে তা কিন্তু পরিষ্কার হলো মঙ্গলবারই। সলমন। মুখ্যমন্ত্রীর সাথে নেতাজি ইনডোরে প্রবেশের আগেই ধর্মতলা চত্বরে প্রবল ভিড় শুধু একবার 'ভাইজান'কে দেখার জন্য। বাস্তবে সকলেই তো আর প্রবেশ পত্র পায় না। বিশাল হর্ষধ্বনি নিয়ে সলমন অনেকটা চুলবুল পান্ডের মতোই প্রবেশ করলেন। হলে প্রবেশের পরে কয়েক হাজার নানান পেশার দর্শকের ফের হল কাঁপিয়ে চিৎকার। এ যেন ইডেনে সচিন টেন্ডুলকারের ব্যাট করতে নামার মতোই। যখনই সলমন কিছু করছেন তখন আর ঘোষকের কথা বা অন্য প্রসঙ্গ চাপা পরে যাচ্ছে। বিগত বছরগুলির মতো নিয়ম মেনে সময়োপযোগী অনুষ্ঠান এবারে আর দেখা গেলো না কারণ ওই সলমন। হাসি ঠাট্টা মজা করেই কাটিয়ে দিলেন সময়টা। সলমন হয়তো অমিতাভ বা শাহরুখের মতো কলেজের ডিগ্রি নিয়ে ছবির জগতে আসেন নি, কিন্তু তাঁর পরিবার চিরকাল মুম্বই সিনেমাকে দিয়ে এসেছে নানান প্রতিভা। বাবা সেলিমতো শোলে থেকে ডন হয়ে নানান ছবির কাহিনীকার। সেলিম অন্তত সলমনকে শিখিয়েছেন ব্যক্তি জীবনের চিত্রনাট্য কি হতে পারে। একই সাথে কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কেও, তিনি জানেন প্রয়োজনে কীভাবে রাজনীতির চিত্রনাট্য বদলাতে হয়।

5 months ago
Film Festival: শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে 'বাদশা' নয় ভাইজান

আজ, মঙ্গলবার থেকে শুরু হয়েছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সন্ধেবেলায় নেতাজি ইন্ডোরে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে গাওয়া হল রাজ্য সঙ্গীত। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়েই এবার উদ্বোধনী মঞ্চে হাজির হয়েছেন বলিউড তারকা সলমান খান। এছাড়াও উপস্থিত ছিলেন অনিল কাপুর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা করলেন সলমন খান। আজ, অর্থাৎ ৫ ডিসেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই কলকাতায় আসেন সলমন খান। মঙ্গলবার সকাল ৬.৪৫ নাগাদ বিমানবন্দরে নামতেই মিলল উষ্ণ অভ্যর্থনা। অনুষ্ঠানের উদ্বোধনে গাওয়া হল রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি বাংলার জল’। সকলে উঠে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একত্রে গলা মেলালেন এই গানে। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে রাজ্য সঙ্গীত গাওয়া হবে, সেকথা সোমবারই মুখ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছিলেন।

মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ থেকে এদিন বলেন, 'বাংলার মানুষ সিনেমা ভালোবাসে। সিনেমার কদর করতে জানে। বাংলা দেশের সাংস্কৃতিক রাজধানী। বাংলা কাউকে ভয় পায়না, দেশকে ভালোবাসি।'

5 months ago
KIFF: 'বিগ বি', 'বাদশাহ' আসছেন না চলচ্চিত্র উৎসবে! তবে সলমানের সঙ্গী কে কে

আর মাত্র কয়েকদিন, তার পরই শুরু হবে বহু প্রতীক্ষিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রত্যেকবারই কলকাতার চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট বসে শহরে। জানা গিয়েছিল, ২৯তম চলচ্চিত্র উৎসবেই একই মঞ্চে দেখা যাবে বিগ বি, কিং খান ও ভাইজানকে। কিন্তু ভাইজান আসলেও অমিতাভ বচ্চন ও শাহরুখ আসতে পারবেন না চলচ্চিত্র উৎসবে, এমনটাই খবর। তবে শুধুমাত্র সলমান খান নয়, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সলমানের সঙ্গী হচ্ছেন সোনাক্ষী সিনহাও।

৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। প্রত্যেকবারের মতো এবারও এই উৎসব উপলক্ষ্যে চাঁদের হাট বসতে চলেছে শহরে। বেশ কয়েক বছর ধরেই মমতার আমন্ত্রণে উৎসবের উদ্বোধনী মঞ্চে থাকেন 'বিগ বি'। কিন্তু এবারে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ ও অমিতাভ না আসার সম্ভাবনা বেশি থাকলেও উপস্থিত থাকবেন সলমান খান। ফলে তাঁকে দেখার জন্য উৎসুক হয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। সলমানের সঙ্গে দেখা যাবে সোনাক্ষী সিনহাকেও। অতিথি তালিকায় আরও দুই বলিউড সুপারস্টারের নাম শোনা যাচ্ছে।

5 months ago


KIFF: কুন্তল প্রযোজিত ছবির স্ক্রিনিং কলকাতা চলচ্চিত্র উৎসবে, টাকা সাদা করার ফন্দি?

কুন্তল ঘোষ (Kuntal Ghosh) প্রযোজিত একটি ছবি এখন রাজ্য রাজনীতির চর্চায়। ঘটনাচক্রে 'স্পেয়ার কি' নামের ওই ছবি ২০১৯ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF 2019) প্রদর্শিত হয়। নবকথা প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি এই ছবিতে অভিনয় করেন সৌরভ দাস এবং দর্শনা বণিক। সেই সময় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান ছিলেন বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। 

তাঁকে ক্যালকাটা নিউজের তরফে চলচ্চিত্র উৎসবে স্পেয়ার কি প্রদর্শনীর প্রসঙ্গে ফোনে ধরা হলে রাজ জানান, 'কেউ যদি ফেস্টিভেলে অনলাইনে ছবি পাঠিয়ে থাকেন তখন কি এসব খতিয়ে দেখা হবে। কুন্তল ঘোষকে সেই সময় চিনতাম না কেউ। এখন কোনওকিছু আসলে ভেবে দেখবো। সত্যি কথা বললে আমরা সেই সময় এভাবে খুটিয়ে দেখিনি।' 

বিরোধী শিবিরের দাবি, এভাবেই প্রোডাকশনের নামে কালো টাকা সাদা হয়েছিল টলিউডে। এদিকে বনি সেনগুপ্তকে ইডি তলবের পর আরও তিনটি নাম টলিউডের অন্দরে ঘুরছে। তাঁরা কুন্তলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসূত্রে ইডির তলব পেতে পারেন বলে সম্ভাবনা তৈরি হয়েছে। সেই তিন জনের মধ্যে রয়েছেন বড় পর্দার এক অতি পরিচিত অভিনেত্রী, এক প্রযোজক-অভিনেত্রী এবং বাংলা ওটিটি জগতের বেশ জনপ্রিয় এক অভিনেতা। অপরদিকে কুন্তলের প্রযোজনা সংস্থায় অভিনেতা-অভিনেত্রী কলাকুশলী যারাই কাজ করেছেন তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি।  

one year ago
Arijit: মমতার সামনে 'গেরুয়া' গাওয়ায় ইকো পার্কে বাতিল অরিজিতের শো? প্রশ্ন দুই বিজেপি নেতার

ইকো পার্কে বাতিল জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিত সিংয়ের (Arijit Singh Concert) কনসার্ট। বেশিরভাগ টিকিট বিক্রির পর হিডকোর (Hidco) কেন এই সিদ্ধান্ত? আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) উদ্বোধনী মঞ্চে 'রং দে তু মোহে গেরুয়া'গাওয়ার জন্যই কি এভাবে সরকারি কোপে সঙ্গীত শিল্পীর ইকো পার্কের কনসার্ট? এই প্রশ্নগুলো তুলে দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। দলের দুই নেতা অনুপম হাজরা এবং তরুণজ্যোতি তিওয়ারি। বুধবার নিজের ফেসবুক পেজে কয়েকটি প্রশ্ন তুলে ধরেছেন পেশায় আইনজীবী তথা রাজ্য বিজেপির পরিচিত মুখ তরুণজ্যোতি তিওয়ারি। সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন খোদ তরুণজ্যোতিবাবু। পাশাপাশি একইভাবে ফেসবুক পোস্টের মাধ্যমে বিতর্ক উসকে দিয়েছেন রাজ্যের প্রধান বিরোধী দলের যুব মুখ অনুপম হাজরা।

তরুণজ্যোতি তিওয়ারি ফেসবুকে লেখেন, 'কয়েকটি প্রশ্ন, ১) কেন হিডকো আয়োজকদের বুকিং বাতিল করলো? ২) এই ধরনের কাজ এখন করা হল, যখন আয়োজকরা বেশিরভাগ টিকিট বিক্রি করে দিয়েছেন? ৩) কেন অরিজিতের অনুরাগী, যারা টিকিট কেটেছেন' তাঁরা বঞ্চিত?'

জবাবে তিনি সেই পোস্টের তলায় লেখেন, 'আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২-র মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রং দে তু মোহে গেরুয়া গেয়েছেন অরিজিত সিং।' অপরদিকে, অনুপম হাজরা ফেসবুক পোস্টে লেখেন, 'অরিজিত সিংয়ের ইকো পার্কের প্রোগ্রাম বাতিল? দিদিমনির সামনে গেরুয়া গাওয়ার খেসারত?'

এ প্রসঙ্গে উল্লেখ্য, আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে অন্যদের সঙ্গে আমন্ত্রিত ছিলেন অরিজিত সিংও। সংবর্ধনা পালা শেষে তাঁকে একটা গান গাওয়ার অনুরোধ জানান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তিনি 'বোঝে না সে বোঝে না' এবং 'রঙ দে তু মোহে গেরুয়া'--এই দুটি গানের এক কলি গান। 

one year ago


FILM: ঢাকে কাঠি ২৮তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের! উপস্থিত অমিতাভ, জয়া, শাহরুখ-রানী আর কারা

২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) উদ্বোধনের মঞ্চে দেখা গেল চাঁদের হাট। বৃহস্পতিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বাংলার জামাই তথা বিগ-বি অমিতাভ বচ্চন, জয়া বচ্চন (Amitabh-Jaya), শাহরুখ খান, রানি মুখার্জি (Shahrukh-Rani), চঞ্চল চৌধুরী। ছিলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট, সৌরভ গঙ্গোপাধ্যায়, অরিজিৎ সিং,কুমার শানু, সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়া ছিলেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা। উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গোটা উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঋষিকেশ মুখার্জির 'অভিমান' সিনেমা দিয়ে শুরু চলচ্চিত্র উৎসব। ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর চলবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।




কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসা অমিতাভ বচ্চনকে  স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। আর জয়া বচ্চনকে স্বাগত জানাতে বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও শাহরুখ খানকে স্বাগত জানাতে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন। ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিচালার উদ্বোধনী নৃত্য দিয়ে শুরু অনুষ্ঠান। এরপর প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন অমিতাভ বচ্চন। 

one year ago