Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Jutemill

Fire: সাতসকালে আগুনের গ্রাসে কাদাপারার জুটমিল, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

সাতসকালে কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। মঙ্গলবার সকালে কাদাপারার একটি জুটমিলের গুদামে আগুন লাগে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে রয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। দমকল আধিকারিকরা জানিয়েছেন, আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। দমকল কর্মীদের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারাও। গুদামের নিজস্ব গাড়ি দিয়েই পাটগুলো বার করার চেষ্টা করা হচ্ছে। আতঙ্কিত ওই জুটমিলের শ্রমিকরা। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় হু হু করে ছড়িয়ে পড়ে আগুন। মাত্র কিছুক্ষণের মধ্যে গোটা গুদামঘরটিকে আগুনের লেলিহান শিখা গ্রাস করে। এখনও পর্যন্ত কোনওরকম হতাহতের খবর পাওয়া যায়নি।

2 months ago
Jute mill: ভোরেই জোড়া বিপত্তি হাওড়ায়, একদিকে জুটমিলে আগুন, অন্যদিকে জুটমিল ভেঙে মৃত্যু শ্রমিকের

হাওড়া জুটমিলে বিধ্বংসী আগুন। ধনতেরাসের দিন সাত সকালেই বিপদ চোখ রাঙাচ্ছে হাওড়ার পাটকলে। কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে চেয়ে গিয়েছে গোটা এলাকায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পাশেই পেট্রল পাম্প, যেকোনও সময় বিপদ আরও কয়েকগুণ বাড়তে পারে বলে আশঙ্কা। জরুরি ভিত্তিতে বন্ধ করা হয়েছে পেট্রল পাম্প।

ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের ১২ টি ইঞ্জিন। জোরকদমে চলছে উদ্ধারকার্য এবং আগুন নেভানোর কাজ। ক্ষয়ক্ষতির হিসেবে এখনও প্রকাশ্যে আসেনি। আগুন ছড়িয়ে পড়ে পাশের বস্তা তৈরির কারখানা, প্লাস্টিকের ব্যাগ তৈরির কারখানা এবং পিচ কারখানায়। দমকল সূত্রে জানা গেছে, সকাল ৬টা নাগাদ আগুন লাগে।

ওদিকে হাওড়ার ঘুসুরিতে জুটমিল ভেঙে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। জানা গিয়েছে সকালে ওই কারখানার একাংশ ভেঙে পড়ে, আর তাতেই চাপা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। জানা গিয়েছে, ওই ঘটনায় আহত হয়েছে আরও কিছু শ্রমিক।

6 months ago
Bhatpara: পুজোর আগেই গুজবের জেরে বন্ধ ভাটপাড়া রিলায়েন্স জুট মিল!

কথায় আছে, গল্পের গরু গাছে চড়ে। আর সেই কথাই ফের প্রমাণিত। সাত সকালেই গুজব ছড়ায় ভাটপাড়াতে (Bhatpara)। আর সেই গুজবের জেরেই বন্ধ হয়ে যায় ভাটপাড়ার রিলায়েন্স জুট মিল (Reliance Jute Mill)। কাজে যোগ দেওয়া শ্রমিকরা বাড়ি ফিরে যান। তবে পরে জানা যায় আদতে ঘটেনি কিছুই। কিন্তু ঘটল কী?

সোমবার সকালে ভাটপাড়া রিলায়েন্স জুটমিলে জোর কদমে উৎপাদন চলছিল, তারই মধ্যে হঠাৎ রটে যায় মিলের প্রাক্তন মালিক পবন কুমার কানোরিয়া মারা গিয়েছেন। খবর পেয়ে সোমবার সকাল থেকে মিলের সমস্ত বিভাগের উৎপাদন বন্ধ করে দেন শ্রমিকরা। ফলে উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ভাটপাড়া রিলায়েন্স জুটমিল। শ্রমিকরা শোকাহত মনে আস্তে আস্তে বাড়ি ফিরে যান। এরপরই শুরু হয় শ্রমিক ইউনিয়নের তরফ থেকে খোঁজখবর নেওয়া। জানা যায়, মিলের প্রাক্তন মালিক পবন কুমার কানরিয়া (Paban Kumar Kanoria) সুস্থ শরীরেই জীবিত আছেন। কোনও ঘটনা ঘটেনি তাঁর সঙ্গে। এরপরই মিলের শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান শ্রমিক সংগঠনের নেতারা।

শ্রমিকদের পুনরায় ফিরিয়ে আনতে সংগঠনের তরফ থেকে মিলের গেটে নোটিশও দেওয়া হয়। ফের পড়ে রিলায়েন্স জুট মিলে কাজে যোগদান শ্রমিকরা। অন্যদিকে খবর পাওয়ার আগে, শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখেন মিল বন্ধ। অবিলম্বে মিল খোলার দাবিতে মিলের গেটের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান শ্রমিকেরা।ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

2 years ago