Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Jersey

Swaminarayan Akshardham: মার্কিন মুলুকে তৈরি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির, তাক লাগাবে স্থাপত্য ও কারুকার্য

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির স্বামীনারায়ণ অক্ষরধাম (Swaminarayan Akshardham) খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশের বাইরে। জানা গিয়েছে অন্যতম বৃহৎ মন্দিরটি তৈরি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে (New JerSey)। ৮ অক্টোবরেই এই মন্দির উদ্বোধন করা হবে ও সাধারণ মানুষের জন্য মন্দিরের দ্বার খোলা হবে আগামী ১৮ অক্টোবর। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মন্দির হতে চলেছে এই মন্দিরটি। ইতিমধ্য়েই স্বামীনারায়ণ অক্ষরধামের ছবি প্রকাশ্যে এসেছে। এই মন্দিরের ছবিগুলি দেখেই মন জুড়িয়ে যাচ্ছে, এমনই তাঁর কারুকার্য, স্থাপত্য।

বিশ্বের বৃহত্তম মন্দির কম্বোডিয়ার আঙ্কোর ওয়াট। কার্যত তারপরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির হতে চলেছে এই স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির। ১৮৩ একর জমির ওপর নির্মিত এই মন্দির তৈরি করতে ১২ বছর সময় লেগেছে। মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় ১২৫০০ জন মিলে এই নির্মাণটি শেষ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরটি প্রাচীন ভারতীয় সংস্কৃতি অনুসারে তৈরি করা হয়েছে। মন্দিরের বাইরে থেকে ভিতর, ছাদ থেকে প্রতিটি মিনার চোখধাঁধানো, নজরকাড়া কারুকাজে সাজানো। নিঁখুতভাবে খোদাই করা হয়েছে হিন্দু ধর্মের বিভিন্ন গল্প ও চরিত্রদের। মন্দিরের গায়ে ১০ হাজার মূর্তি খোদাই করা আছে। এছাড়াও ভারতের বাদ্যযন্ত্র, ঐতিহ্য, নৃত্যের অঙ্গি-ভঙ্গি মন্দিরের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে।

7 months ago
East Bengal: পুরোনো রং, নতুন নকশায় আইএসলের আগে নয়া জার্সিতে ইস্টবেঙ্গল

দশম আইএসএল-এর (Indian Super League) আগে নতুন রূপে ইস্টবেঙ্গল। নয়া জার্সি প্রকাশ্যে আনল লাল-হলুদ শিবির। পুরনো রং, নতুন নকশায় তৈরি হল ইস্টবেঙ্গলের (East Bengal) আইএসএল-এর জার্সি।

সম্প্রতি, ইস্টবেঙ্গলের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিওর মাধ্যমে নতুন জার্সি প্রকাশ্যে এনেছে লাল-হলুদ। যেখানে, দেখা গেল আলো-আঁধারিতে নতুন জার্সির যেন আগুনের মতো তেজ। নতুনত্ব কী রয়েছে জার্সিতে? দেখা গেল, রং একই আছে, ডিজাইন পরিবর্তন করা হয়েছে। হাতের অংশে দু’রকম রং-ই ব্যবহার করা হয়েছে। জার্সির দু’পাশের নকশাতেও আনা হয়েছে পরিবর্তন। নতুন স্পনসর ‘ব্যাটারি’র নাম লেখা থাকছে। জার্সির পিছনে স্পনসর হিসেবে থাকছে ইমামির নাম।

8 months ago
India: বিশ্বকাপের আগে নতুন জার্সিতে ভারত, জার্সি অপছন্দ নেটিজেনদের

বুধবার ডোমিনিকা থেকে শুরু হচ্ছে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন লড়াই। তার আগে সামনে এল টিম ইন্ডিয়ার নতুন জার্সি। যা দেখে খুশি হতে পারলেন না নেটিজেনরা। পোলো নেক জার্সির একদিকে বোর্ডের লোগো এবং আর এক দিকে নতুন স্পনসর অ্যাডিডাসের লোগো। কাঁধের উপরে থাকছে ব্লু স্ট্রিপ। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু নেটিজেনদের আপত্তি গাঢ় লাল রঙে লেখা ড্রিম ইলেভেনকে নিয়ে।  অনেক নেটিজেন মনে করেন, যে জার্সিতে অ্যাডিডাসের মতো ব্র্যান্ড থাকে, সেখানে ড্রিম ইলেভেনের জায়গা পাওয়া উচিত নয়।

ভারতের আগে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের স্পনসর ছিল জার্মান এই কোম্পানি। অতি সদ্য ভারতীয় বোর্ডের সঙ্গে চুক্তি করেছে তারা। প্রাথমিক ভাবে পাঁচ বছরের চুক্তি হয়েছিল বিসিসিআই এবং অ্যাডিডাসের সঙ্গে। তারপরেই অবশ্য ড্রিম ইলেভেনের সঙ্গে চুক্তি করে ভারতীয় বোর্ড। সেই চুক্তির দিন থেকেই ভারতীয় ক্রিকেটে ড্রিম ইলেভেনের অন্তর্ভুক্তি নিয়ে অনেকেই আপত্তি তুলেছিলেন।

এবার নতুন জার্সিতে সেই লোগো প্রকাশ পেতে সমালোচনা আর তীব্র হল। অনেকের অভিযোগ, অ্যাডিডাসের সঙ্গে ড্রিম ইলেভেনের কোনও প্রয়োজন ছিল না। টিম ইন্ডিয়ার জার্সির ডিজাইন আরও ভেবে করা প্রয়োজন ছিল বলেও অভিযোগ অনেকের।

10 months ago


LSG: মোহনবাগানের জার্সি গায়ে খেলবে লখনউ, উদ্বোধন হল জার্সির

বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্টের (LSG) নতুন জার্সি (Jersey) উদ্বোধন করলেন লখনউ কতৃপক্ষ। এবার যেন একই মঞ্চে আইপিএল (IPL) ও আইএসএল (ISL)। এই প্রথম কোনও ভারতীয় ফুটবল ক্লাবের জার্সি পরে মাঠে নামবে কোনও আইপিএল দল। এবার আইএসএলে নতুন নামে আত্মপ্রকাশ করবে মোহনবাগান। বুধবার সবুজ-মেরুন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ১ জুন থেকে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করবে মোহনবাগান সুপার জায়ান্টস। 

শনিবার ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টসের জার্সি পরে খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টস। বৃহস্পতিবার কলকাতায় সেই নতুন জার্সির উদ্বোধন করল লখনউ টিম ম্যানেজমেন্ট। আগেই ঠিক ছিল, ইডেনে কলকাতার বিরুদ্ধে এই জার্সি পরে মাঠে নামবে লখনউ। সেই জার্সিরই আনুষ্ঠানিক উদ্বোধন করল লখনউ টিম।

12 months ago