Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

JayaBachchan

Mamata-Amitabh: রাখিবন্ধনের সন্ধ্যায় অমিতাভকে ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধবেন মমতা, সম্পর্কের নতুন অধ্যায়

দেশের বিরোধী মহা জোট 'ইন্ডিয়া'-র বৈঠকে যোগ দিতে, বুধবার মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর মুম্বইতে মহা জোটের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। কিন্তু ঠিক তার একদিন আগে মুখ্যমন্ত্রীর মুম্বই যাওয়ার পিছনে বিশেষ কারণ রয়েছে। বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং তাঁর স্ত্রী তথা অভিনেত্রী তথা বাংলার মেয়ে জয়া বচ্চনের (Jaya Bachchan) সঙ্গে মমতার সম্পর্কের সমীকরণ কে না জানেন। মুখ্যমন্ত্রীর ডাকে নানা অনুষ্ঠানে অমিতাভ ও জয়া উপস্থিত হয়েছেন কলকাতায়। কিন্তু এর আগে মুম্বই গেলেও অমিতাভর বাড়িতে যাওয়া হয়নি মমতার।

এইবার মমতা মুম্বই যাবেন শুনেই, মুখ্যমন্ত্রীকে ফোন করে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন অমিতাভ। মমতা সেই আমন্ত্রণ রক্ষা করার কথা জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় মুম্বই নেমেই, বিমানবন্দর থেকে সোজা অমিতাভ বচ্চনের বাড়ি 'জলসা'য় যাবেন মুখ্যমন্ত্রী। এদিকে বুধবার দিনটি আরও একটি কারণে বিশেষ। রাখিবন্ধন। তাই বিগ বি-কে ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধবেন মমতা।  তাঁর হাতে পরিয়ে দেবেন রাখি।

মুখ্যমন্ত্রী, আগামী কলকাতা চলচ্চিত্র উৎসবের জন্য অমিতাভ বচ্চন ও জয়াকে আমন্ত্রণ জানিয়ে আসবেন বলেও জানা গিয়েছে। এর আগে কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে বচ্চন দম্পতির সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক কেমন তা বোঝা গিয়েছিল। জয়া, অমিতাভকে 'বাংলার জামাই' বলে সম্বোধন করেছিলেন। প্রকাশ্য মঞ্চে মমতার উদ্দেশে জয়া বলেছিলেন, 'দিদি আমি জানি আপনি আমাদের পাশে আছেন। আপনিও জানেন যেকোনও সময়ে আমি আপনার পাশে আছি।'

8 months ago
Amitabh-Jaya: অমিতাভ-জয়ার বিয়ের ৫০ বছর পার, দীর্ঘ বিবাহ জীবনের রহস্য ফাঁস কন্যা শ্বেতার

৫০ তম বিবাহবার্ষিকী (Wedding Anniversary) উদযাপন করছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও জয়া বচ্চন (Jaya Bachchan)। ১৯৭৩ সালের ৩ জুন অর্থাৎ আজকের দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। তাঁদের এই বিশেষ দিনে শুভেচ্ছা জানালেন তাঁদের কন্যা শ্বেতা বচ্চন (Shweta Bachchan)। সঙ্গে শেয়ার করলেন বাবা-মায়ের এক অদেখা ছবি। এর পাশাপাশি তাঁদের এই দীর্ঘ সম্পর্ক টিকে থাকার পিছনে কী রহস্য রয়েছে, তাও ফাঁস করলেন শ্বেতা।

View this post on Instagram

A post shared by S (@shwetabachchan)

শ্বেতার শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে জয়া ও অমিতাভ একের অপরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। একে অপরের চোখে তাকিয়ে তাঁরা কোথায় যেন হারিয়ে গিয়েছেন! বিগ বি-এর পরনে রয়েছে প্রিন্টেড শার্ট ও পুরনো স্টাইলের ঢিলেঢালা প্যান্ট। আবার জয়া বচ্চনের পরনে রয়েছে শাড়ি। শ্বেতা ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'হ্যাপি ৫০, বাবা-মা। তোমরা এখন থেকে গোল্ডেন হলে।' এই পোস্টের পাশাপাশি তিনি জানালেন তাঁর বাবা-মায়ের দীর্ঘ সম্পর্কের নেপথ্যে কী কারণ রয়েছে। তিনি বলেন, 'আমি একবার মাকে জিজ্ঞেস করেছিলাম, এতদিন বিয়ে টিকিয়ে রাখার গোপন রহস্য কী? উত্তরে মা বলেছিলেন ভালোবাসা। আর বাবা? তাঁর উত্তর ছিল বউ যা বলে তাই ঠিক। এটাই বিয়ে টিকিয়ে রাখার মূল মন্ত্র।'

১৯৭৩ সালের ৩ জুন জয়া বচ্চনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অমিতাভ বচ্চন। খুবই সাধারণ ছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। অনস্ক্রিন ও অফস্ক্রিন, দু'জায়গাতেই তাঁদের জুটি মানুষের থেকে অনেক ভালোবাসা পেয়েছে। একাধিক ওঠা-নামার মধ্যে অবশেষে তাঁরা একে অপরের সঙ্গে ৫০ বছর কাটিয়ে দিলেন। একাধিক তারকা শ্বেতার এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন।

11 months ago
KIFF: ডিসেম্বরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উপস্থিত থাকছেন সস্ত্রীক বিগ-বি

সিনেমাপ্রেমী (Cinema) মানুষদের কাছে বরাবরই বাড়তি আকর্ষণ হয়ে রয়েছে বিভিন্ন ঐতিহ্যমণ্ডিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলি। সেক্ষেত্রে শহর তিলোত্তমায় (Kolkata) আয়োজিত চলচ্চিত্র উৎসব ঘিরে সব সময় উন্মাদনা থাকে তুঙ্গে। কিন্তু গত বছরগুলিতে করোনার (Corona) জন্য তাল কেটেছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival)। কিন্তু আবার মারণ ভাইরাসের প্রভাব কাটিয়ে ফের ধীরে ধীরে নিউ নর্মালে ফিরেছে পৃথিবী। আর তাই পুনরায় চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন উৎসব উপলক্ষে দেখা যাচ্ছে সেই পুরনো আমেজের ছবি। তার ব্যতিক্রম নয় চলচ্চিত্র উৎসবের ক্ষেত্রেও।

২৮ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আনন্দে মেতে উঠতে চলেছে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিকের শহর। ডিসেম্বরের ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর প্রতিবারই কিছু না কিছু নয়া চমক থাকে ফিল্ম ফেস্টিভ্যালকে ঘিরে। সেই মোতাবেক এই বছরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন বিগ বি অমিতাভ বচ্চন এবং সেই সঙ্গে থাকবেন জয়া বচ্চনও। উল্লেখ্য, জয়া হলেন লেখক তরুণ ভাদুরির কন্যা এবং বাংলার সঙ্গে তাঁর সম্পর্ক জন্ম এবং পরিবার সূত্রেই। সেক্ষেত্রে জয়া বচ্চনের উপস্থিতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে এক অন্য মাত্রা দেবে বলেই আশা উদ্যোক্তাদের।

বিভিন্ন দেশ বিদেশের একগুচ্ছ ছবি প্রদর্শিত হতে চলেছে চলচ্চিত্র উৎসবে। ১৫ ডিসেম্বর থেকে এই উৎসব চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত।

one year ago