
করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express) ঘটনার পর থেকে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। এবারে দুর্ঘটনাস্থল মধ্যপ্রদেশের (MadhyaPradesh) জবলপুর (Jabalpur)। মঙ্গলবার রাতে একটি রান্নার গ্য়াসবোঝাই ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়। তবে এই দুর্ঘটনার জেরে মেন লাইনের কোনও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি বলে জানা গিয়েছে।
রেলসূত্রে খবর, মঙ্গলবার রাতে লাইনচ্যুত হয় দু'টি ওয়াগন। জবলপুরের শাহপুরা ভিটোনি স্টেশনে একটি পণ্যবাহী ট্রেনের এলপিজি রেকের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে বলেই জানা গিয়েছে। যদিও এর প্রভাবে মেন লাইনে ট্রেন চলাচলে কোন প্রভাব পড়েনি। এই আবহে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা। তবে মেন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রাতের দুর্ঘটনার পর বুধবার সকালে সেই লাইন মেরামতির কাজ শুরু হয়। সকাল থেকেই শুরু হয়েছে মালগাড়ী পুনরুদ্ধারের কাজ। তবে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালগাড়ির ওয়াগন কীভাবে লাইনচ্যুত হল, তা এখনও স্পষ্ট নয়। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।