Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Interview

Deepika: সাক্ষাৎকার চলাকালীন দীপিকার ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন রণবীরের, লজ্জায় লাল বাজিরাওয়ের 'মস্তানি'

বলিউডের অন্যতম চর্চিত দম্পতি দীপিকা পাডুকোন (Deepika Padukone) ও রণবীর সিং (Ranveer Singh)। তাঁদের মতো মিষ্টি কাপল বিটাউনে খুব কমই দেখা যায়। কিন্তু তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়েও শুরু হয়েছিল জল্পনা। কিন্তু এবারে সেই সমস্ত জল্পনায় জল ঢেলে তাঁদের আমার সেই চেনা ছন্দে দেখা গেল। রণবীরকে প্রায় সবসময়ই নিজের স্ত্রীয়ের প্রতি ভালোবাসা উজার করে দিতে দেখা যায়। এবারেও ঠিক তেমনটাই ঘটেছে। কিন্তু এবারে ভালোবাসা দেখাতে গিয়ে এমনই এক অদ্ভূত কাণ্ড করে বসলেন, যার ফলে লজ্জায় রাঙা দীপিকা। তবে নেটিজেনরা এটাকে ভালোভাবেই নিয়েছেন। কী এমন করলেন রণবীর।

সম্প্রতি এক আন্তর্জাতিক ম্যাগাজিন টাইম-এর কভার পেজে দেখা গিয়েছে দীপিকা পাডুকোনকে। সেই ম্যাগাজিনের এক সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি। আর তাঁর পাশের ফ্লোরেই শ্যুট ছিল রণবীরের। কিন্তু শ্যুট করতে যাওয়ার আগেই স্ত্রীয়ের সঙ্গে দেখা করতে আসলেন রণবীর। আর এসেই স্ত্রীয়ের ঠোঁটে ঠোঁট রেখে আলতো চুম্বন করলেন বাজিরাও। এদিকে লজ্জায় লাল মস্তানি। রণবীরকে দেখে অবাকই হয়েছিলেন দীপিকা। কারণ তাঁর দেখা করতে আসাটা সত্যিই সারপ্রাইজ ছিল দীপুর জন্য।

View this post on Instagram

A post shared by TIME (@time)

তবে তাঁদের একসঙ্গে পেয়ে তাঁদের বিয়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন করতে করা হয়। তাঁদের জিজ্ঞাসা করা হয়, কত বছর হলো তাঁদের সম্পর্কের। তখন দীপিকা বলেন  সাড়ে ৪ বছর হতে চলল,এরপর রণবীর বলেন প্রায় ১১ বছর হতে চলল তাঁদের সম্পর্কের। এতে সায়ও দেয় দীপিকা। এরপরই নিজের শ্যুটের জন্য বেরিয়ে যান রণবীর। তবে রণবীরের এই সারপ্রাইজ ভিজিট মুখে হাসি এনেছে দীপিকার।

12 months ago
Bengaluru: গুগলে চাকরি পরীক্ষায় পাশ করলেও ভাড়াটিয়া ইন্টারভিউতে ফেল! মজাদার অভিজ্ঞতার কথা জেনে নিন

আপনারা নিশ্চয় মনে করেন কোনও চাকরি পাওয়ার ক্ষেত্রে ইন্টারভিউ (Interview) পাশ করা খুবই কঠিন। তবে আপনি ভুলও ভাবতে পারেন। কারণ এর থেকেও কঠিন ইন্টারভিউ হল ঘরভাড়া পাওয়ার ইন্টারভিউ (Tenant Interview)। এখন মনে প্রশ্ন জাগতেই পারে, ভাড়ার জন্যও আবার ইন্টারভিউ দিতে হয় নাকি? তবে এমনটাই অবাক করা ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে (Bengaluru)। এক ব্যক্তি জানিয়েছেন, তিনি গুগলের ইন্টারভিউ পাশ করে গুগলে চাকরি পেয়েছেন। কিন্তু ভাড়াটিয়ার ইন্টারভিউ পাশ করতে না পারায় বাড়ি ভাড়া পাননি তিনি।

কোনও নতুন জায়গায় গিয়ে সেখানে থাকার জন্য বাড়ি পাওয়া কোনও যুদ্ধের থেকে কম নয়। বাড়ি খোঁজা, দালালকে টাকা দেওয়া, জিনিস গোছানো, নতুন অফিসে জয়েন করা-এ যেন এক লড়াই। আর সেই বাড়ি খোঁজা নিয়েই এক ব্যক্তি তাঁর অভিজ্ঞতা লিঙ্কডইন-এ শেয়ার করেছেন। 


তিনি একটি পোস্ট করে জানিয়েছেন, তিনি গুগলে চাকরি করেন। বাইরে থেকে ২০২২ সালে বেঙ্গালুরুতে এসে থাকার জন্য বাড়ি খোঁজেন। কিন্তু তখন কোভিড পরিস্থিতির জন্য বাড়ির মালিকরা ঘর ভাড়া দেওয়ার জন্য ইন্টারভিউ নিতে শুরু করেন। তখন তিনি তাঁর প্রথম ইন্টারভিউ পাশ করতে পারেননি। বুঝতে পারেন যে, গুগলের ইন্টারভিউ থেকেও কঠিন ভাড়াটিয়ার ইন্টারভিউও হতে পারে। তিনি জানিয়েছেন, এক বাড়ির মালিক তাঁকে বলেছেন, তিনি যখন গুগলে চাকরি করেন, তবে তাঁর নিজের বাড়ি কেনার যোগ্যতা রয়েছে। এই কথা শুনে তিনি জানান যে, তিনি কখনও ভাবতে পারেননি, গুগলে কাজ করাটাও এত বড় সমস্যায় ফেলতে পারে তাঁকে।

তিনি আরও জানিয়েছেন, এভাবে তিনি বারবার ইন্টারভিউ পাশ করতে না পারলে পরে তিনি বাড়ির মালিকদেরকেই সরাসরি জিজ্ঞেস করতেন তাঁর ইন্টারভিউ দেওয়ার উপরে ফিডব্যাক দিতে। যাতে পরের বারের জন্য আরও ভালো করে তৈরি হয়ে যেতে পারেন। তিনি মজা করে বলেছেন, যে কেউ ঘর ভাড়া পাওয়ার জন্য ইন্টারভিউ অভিজ্ঞতার জন্য আসতে পারেন তাঁর কাছে। 

তবে এই পোস্ট দেখে সবার মনে প্রশ্ন উঠছিল যে, শেষপর্যন্ত তিনি থাকার জন্য কোনও বাড়ি পেয়েছেন কিনা, ফলে সেই ব্যক্তি জানিয়ে দেন যে তিনি পরে একটি ইন্টারভিউ পাশ করে শেষপর্যন্ত থাকার জন্য ঘর খুঁজে পান।

one year ago
Recruitment: ৬ বছরের প্রতীক্ষার অবসান! শুরু আপার প্রাইমারি নিয়োগের ইন্টারভিউ

দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুরু হল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া (Primary teacher recruitment process)। এবার ৮ বছরের অপেক্ষার পর নিয়োগ প্রক্রিয়া শুরু হল আপার প্রাইমারিতে (upper primary)। ইন্টারভিউতে (Interview) বসার সুযোগ পেয়েছেন ১,৫৮৫ জন। শুক্রবার অর্থাৎ ২১ অক্টোবর থেকে আচার্য সদনে (Acharya Sadan) ইন্টারভিউ নেওয়া হবে। ইতিমধ্যেই ১২ হাজারের বেশি চাকরিপ্রার্থীর ইন্টারভিউ নেওয়া শেষ হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী ১,৫৮৫ জনের ইন্টারভিউ শুরু হচ্ছে। মোট আটটি টেবিল রয়েছে। আটটি টেবিলে এই ইন্টারভিউ প্রক্রিয়া হচ্ছে প্রতিদিন গড়ে ২০০ করে। ইন্টারভিউ হবে ৪ তারিখ পর্যন্ত। জানা যায়, সকাল ১০ টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও, প্রথমদিন ১১টা নাগাদ এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলেছে বিকেল ৫টা পর্যন্ত।

প্রসঙ্গত, ২০১৪ সালে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ২০১৫ সালের পরীক্ষা হয় ২০১৬ সালের রেজাল্ট বের হয়। ৬ বছর কেটে গেল এখনও কোনও নিয়োগ হয়নি। ২০২০ সালে একবার প্যানেল প্রকাশিত হয় দুর্নীতির দায় হাইকোর্ট সেই প্যানেল বাতিল করে। ২০২১ সালে একবার ইন্টারভিউ হয়, কিন্তু মেরিট লিস্টে নাম থাকায় যারা ইন্টারভিউতে ডাক পায়নি তাঁরা আবার হাইকোর্টের নির্দেশে গ্রিভেন্স সেলে নির্দিষ্ট নথি জমা দেয়। এরপর ১৫৮৫ জনের আজ থেকে ইন্টারভিউ শুরু।

এদিকে, ২০১৪ টেট নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের আন্দোলনের মাঝেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রথমিক শিক্ষা পর্ষদের। আজ থেকেই ১১৭৬৫ শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। বিকেল ৪টে থেকে অনলাইন করা যাবে আবেদন। ১৪ই নভেম্বর পর্যন্ত করা যাবে আবেদন। সঙ্গেই জেলাভিত্তিক শূন্যপদের তালিকাও প্রকাশ করেছে পর্ষদ।

2 years ago


TET: সুখবর! ২০১৪ উচ্চ প্রাথমিক টেটের প্রায় ১৬০০ প্রার্থীকে ইন্টারভিউতে ডাকছে এসএসসি

২০১৪ উচ্চ প্রাথমিক টেটে (Primary TET) যারা পাশ করেও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেনি, তাঁদের জন্য সুখবর। প্রায় ১৬০০ জনের ১,৫৮৫ জনের ইন্টারভিউ নেওয়া হবে। পর্ষদ সূত্রে খবর, ১৫৮৫ জনের কাছে ইন্টারভিউ (Interview) লেটার যাবে। নিয়োগ দুর্নীতি ইস্যুতে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এই পদক্ষেপ স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র (SSC)। শুক্রবার এ খবর জানান এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।

জানা গিয়েছে, কল লেটার শুক্রবার বিকেল থেকেই দেওয়া শুরু করেছে এসএসসি। ৭ দিন বাদে ২১ তারিখ থেকে শুরু ইন্টারভিউ পরীক্ষা। ৮ বছর ধরে নিয়োগ জটে আটকে এই চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ। এদিকে, প্রাথমিক টেটের আবেদন পত্র শুক্রবার অর্থাৎ আজ বিকেল থেকেই দেওয়া শুরু করছে শিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে জানানো হয়েছে, শুক্রবার বিকেল চারটের পর থেকেই অনলাইনে আবেদনপত্র দেওয়ার কাজ শুরু হবে। এই প্রক্রিয়া চলবে ৩রা নভেম্বর ২০২২ পর্যন্ত। চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

অন্যদিকে বৃহস্পতিবার প্রাথমিকের টেটের নিয়মে বড়সড় বদল এনেছে শিক্ষা পর্ষদ। সংরক্ষণ তালিকাভুক্ত প্রার্থীরা এই বদলের সুবিধা পাবেন। বিজ্ঞপ্তিতে বলা, প্রার্থীদের মধ্যে যারা তপশিলি জাতি, উপজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণী, তাঁদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে। দ্বাদশ স্তরের পরীক্ষা বা স্নাতকস্তরে ৫ শতাংশ কম নম্বর পেলেও এই শ্রেণীভুক্তরা আবেদন করতে পারবেন। অর্থাৎ সাধারণদের জন্য যেখানে ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক, সেখানে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে নম্বরের উর্ধ্বসীমা ৪৫ শতাংশ। সংরক্ষণ তালিকাভুক্তদের পাশাপাশি শারীরিক দিক থেকে বিশেষভাবে অক্ষম, প্রাক্তন সেনাকর্মী ছাড়াও আরও বেশ কয়েকটি শ্রেণীর প্রার্থীরা এই সুবিধা পাবেন। এই মর্মে বৃহস্পতিবারই প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করেছে।

2 years ago