Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Interlocking

Train: রবিবারও অব্যাহত ট্রেন বিভ্রাট, চরম ভোগান্তি যাত্রীরা

শনিবারের মতো রবিবারেও একইভাবে রেল বিভ্রাট শিয়ালদহ উত্তর শাখায়। দমদমে নন ইন্টারলকিং-এর কাজের জেরে শনিবার থেকে বাতিল করা হয়েছে ১৪৩ টি লোকাল ট্রেন। এদিন সকাল থেকে বিপর্যস্ত শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-হাসনাবাদ ও শিয়ালদহ ডানকুনি শাখার ট্রেন চলাচল। এরফলে গন্তব্য পৌছঁতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে নিত্য় যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষদের। রাজ্যের নানা প্রান্ত থেকে আসা যাত্রীরা তো বটেই ভোগান্তির শিকার বাংলাদেশ থেকেও কাজের সূত্রে কলকাতায় আসা বহু যাত্রী। 

নিত্যযাত্রীদের অভিযোগ, ট্রেনের লাইনে প্রযুক্তিগত কাজের জন্য থমকে গিয়েছে ট্রেন পরিষেবা, বাতিল একাধিক ট্রেন। এই পরিস্থিতি তৈরির আগেই কেন যাত্রীদের বিষয়টি সম্পর্কে অবগত করা হল না? রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন যাত্রীরা। পরপর সব ট্রেন বাতিল করে দেওয়া হচ্ছে। শিয়ালদহ মেন লাইন মোটের উপর স্বাভাবিক। বনগাঁ, ডানকুনি, হাসনাবাদ, এসব শাখার ট্রেনগুলি দমদম ক্যান্ট অবধি যাচ্ছে। শিয়ালদহ যেতে পারছে না।

হাতে গোনা কয়েকটি ট্রেন রয়েছে যাত্রীদের জন্য। যে ট্রেন গুলিরও নেই নির্দিষ্ট সময়ের বালাই। বাধ্য হয়ে অনেকেই ঘুরপথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন।ফলে ট্রেনে যেমন ভীড় বাড়ছে। তেমনই নিত্যযাত্রীদের ভীড় বেড়েছে অন্যান্য গাড়িতেও। তবে পূর্ব রেল সূত্রে খবর, আধুনিক সিগন্যালিং ব্যবস্থার জন্য দমদম জংশনে ৫২ ঘণ্টার নন ইন্টারলকিং-র কাজ। ১৬ মার্চ শনিবার রাত ১২টা থেকে ১৮ মার্চ সোমবার ভোর ৪ টে পর্যন্ত এই কাজ চলবে। সোমবারের পর থেকেই স্বাভাবিক ছন্দে ফিরবে শিয়ালদহ উত্তর শাখার ট্রেন পরিষেবা , সেই আশাতেই রয়েছেন নিত্যযাত্রীরা।  


2 months ago
Train: ইন্টারলকিংয়ের কাজ, এই রবিবার বন্ধ হাওড়া-ব্যান্ডেল কর্ড শাখায় লোকাল

বেলানগর স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজের জন্য ২৬ মার্চ অর্থাৎ রবিবার হাওড়া-বর্ধমান (কর্ড শাখায়) সব ট্রেন বাতিল। এই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পূর্ব রেলওয়ে। রবিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও কর্ড শাখায় সব ট্রেন বাতিল, ফলে যাত্রীরা দুর্ভোগের মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন অনেকে। ওই দিন ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের প্রাথমিক পর্যায়ের পরীক্ষা। তাই পরীক্ষার্থীদের সুবিধার্থে স্পেশাল ট্রেন চালাবে রেল। জানা গিয়েছে, বর্ধমান স্টেশন থেকে একটি ট্রেন ছাড়বে সকাল ৮টা ১০ মিনিটে। অন্যটি ছাড়বে ৯টা ১৫ মিনিটে। তবে সাধারণ লোকাল ট্রেন পরিষেবা শনিবার রাত ১২টার পরেই বন্ধ, পরিষেবা আবার চালু হবে রবিবার রাত ১২টার পর। 

জানা গিয়েছে, এই কাজ চলার জন্য রবিবার ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস, হাওড়া-মুম্বই এক্সপ্রেস, দুন এক্সপ্রেসের মতো ট্রেনকে মেন লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। জানা গিয়েছে, যাত্রীদের সুবিধার জন্য হাওড়া-বালি, ডানকুনি-বর্ধমানের মধ্যে মেন লাইনে বেশ কিছু ট্রেন চলবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেন চালানো হলেও অন্য যাত্রীরাও এই ট্রেনগুলিতে চাপতে পারবেন।

one year ago