Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

IndiraAwasYojana

Awas: প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেতে গুচ্ছ নির্দেশিকা নবান্নের, দেখুন কী বলছে রাজ্য

প্রধানমন্ত্রী আবাস যোজনায় (PMAY) অগ্রাধিকারে নাম চিহ্নিত করতে ১৫ দফা নির্দেশিকা দিল রাজ্য সরকার (Bengal Government)। উপভোক্তার নাম চিহ্নিত করার আগে দেখতে হবে সেই পরিবারের কোনও পাকা বাড়ি রয়েছে কিনা। পরিবারের কেউ অতীতে ইন্দিরা আবাস যোজনা (Indira Awas Yojana), প্রধানমন্ত্রী আবাস যোজনা, গীতাঞ্জলী বা অনুরূপ কোনও সরকারি আবাসন প্রকল্পের সুবিধা পেয়েছেন কিনা। সুবিধা পেয়ে থাকলে কোনওভাবেই এবার আবাস যোজনা প্রকল্পের সুযোগ পাবে না।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার রাজ্যের ১১ লক্ষ ৩৬ হাজার ৪৮৮টি বাড়ি গ্রামাঞ্চলে গরিব মানুষের জন্য তৈরি করার অনুমতি দিয়েছে। ১০ হাজার টাকার বেশি পরিবারের কারও মাসিক আয় হলে এই আওতায় আসবে না। পরিবারের কেউ সরকারি চাকরি করলে‌ বা আয়কর, বৃত্তি কর পরিবারের কেউ দিয়ে থাকলে তাঁদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে।

৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ক্ষমতা সম্পন্ন কিষান ক্রেডিট কার্ড থাকলেও আবাস যোজনার প্রকল্পে আসবে না। একশো দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে পাওয়া জব কার্ড সঠিক না নকল, তা যাচাই করতে হবে। কোনও ধরনের অনিয়ম পেলেই তা পোর্টালে গিয়ে জব কার্ড ব্লক করতে হবে। প্রতিটি গ্রামের আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, প্রাণী বন্ধু, গ্রামীণ পুলিস ও গ্রাম পঞ্চয়েতের কর্মীদের নিয়ে এই দল তৈরি করে তালিকার নাম চিহ্নিত করতে হবে।

সরকারি নির্দেশিকার মতো কাজ হয়েছে কিনা ২ শতাংশ ক্ষেত্রে জেলাশাসক নিজে যাচাই করে দেখবেন জেলাশাসক। ৩ শতাংশ ক্ষেত্রে মহকুমা শাসকের অফিস থেকে এবং ১০ শতাংশ ক্ষেত্রে বিডিও অফিস থেকে বাধ্যতামূলকভাবে যাচাই করতে হবে। অভিযোগ পাওয়া মাত্রই প্রয়োজন আধিকারিকরা সরজমিনে তদন্ত করে দেখবে।

নাম বাতিল করা হলে ও নতুন নাম অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে গ্রামসভা ডেকে অনুমোদন করাতে হবে। থানার ওসি বা আইসি বিডিও অফিসের সঙ্গে আলোচনা করে র‍্যানডম চেকিং করবে সমীক্ষার সাহায্যে যাচাই করে জমা পড়ে তথ্য কতটা সঠিক। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার রাজ্যের ১১ লক্ষ ৩৬ হাজার ৪৮৮টি বাড়ি গ্রামাঞ্চলে গরীব মানুষের জন্য তৈরি করে করার অনুমোদন দিয়েছে।

one year ago