Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

IndigoFlight

Flight: ২৪ ঘণ্টার মধ্য়ে দ্বিতীয়বার, যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি অবতরণ রাঁচিগামী বিমানের

২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মাঝ আকাশে ফের বিমানে (Flight) বিপত্তি। উড়ানের এক ঘণ্টার মধ্যেই দিল্লির বিমানবন্দরে (Delhi Airport) এক রাঁচিগামী বিমানের জরুরি অবতরণ করা হল। সূত্রের খবর, শনিবার সকালে দিল্লির বিমানবন্দর থেকে রাঁচির উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগো (Indigo) সংস্থার বিমান। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই বিমানে দেখা গেল যান্ত্রিক গোলযোগ। আর তার কারণেই উড়ানের এক ঘণ্টার মধ্যে বিমানের জরুরি অবতরণ করা হল। শুক্রবারও ইন্ডিগোর বিমানে একই ধরণের সমস্যায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। আরও আজও একই ঘটনা।

সূত্রের খবর, শনিবার সকাল ৭ টা ৪০ মিনিট নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে রাঁচির উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগো বিমান। কিন্তু ৮টা ২০ মিনিট নাগাদ বিমানটি ফের দিল্লি বিমানবন্দরেই ফিরে আসে ও বিমানটির জরুরি অবতরণ করা হয়। এক যাত্রীর জানিয়েছেন, উড়ানের কিছু পরেই বিমানের মধ্যে ঝাঁকুনি অনুভূত হয়। এরপর বিমানকর্মীর এসে জানান যে, বিমানের কিছু যান্ত্রিক গোলোযোগের কারণে বিমানটিকে ফের দিল্লি বিমানবন্দরেই নিয়ে যাওয়া হবে ও এর জরুরি অবতরণ করানো হবে। তাঁদের আরও জানানো হয় যে, যাত্রীদের জন্য অন্য বিমানের ব্যবস্থা করা হবে, তবে তাতে কিছুক্ষণ সময় লাগবে।

গত শুক্রবারও ইন্ডিগোর বিমানে ইঞ্জিনের কিছু সমস্যা হলে উড়ানের তিন ঘণ্টার মধ্যেই জরুরি অবতরণ করা হয়। ফলে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এর ফলে চরম ভোগান্তির শিকারও হতে হচ্ছে যাত্রীদের।

9 months ago
Flight: উড়ানের ৩ মিনিটের মধ্য়েই জরুরি অবতরণ দিল্লিগামী বিমানের! তারপর...

মাঝ আকাশে ফের বিপত্তি। উড়ানের মাত্র তিন মিনিটের মধ্য়েই বিমানের (Flight) জরুরি অবতরণ করা হল। সূত্রের খবর, শুক্রবার সকালের ঘটনাটি পাটনার (Patna)। আজ সকালে পাটনার বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওয়া দেয় ইন্ডিগো (Indigo) সংস্থার বিমান। কিন্তু উড়ানের কিছু মিনিটের মধ্য়ে বিমানকে ফের বিমাবন্দরে অবতরণ করানো হয়। জানা গিয়েছে, যান্ত্রিক কিছু গোলোযোগের কারণে দিল্লিগামী বিমানটির জরুরি অবতরণ করা হয়।

সূত্রের খবর, শুক্রবার সকাল ৯ টা ১১ মিনিটে পাটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরে ইন্ডিগোর ৬ই ২৪৩৩ নম্বরের দিল্লিগামী বিমানটিকে নিরাপদে অবতরণ করানো হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, বিমানটি উড়ান নিয়েছিল ৯ টা ৮ মিনিট নাগাদ। ফলে উড়ানের ৩ মিনিটের মধ্যেই সেটির জরুরি অবতরণ করা হয়। বিমানে উপস্থিত ছিলেন মোট ১৮১ জন যাত্রী।  জানা যায়, বিমান উড়ে যাওয়ার পর দেখা গিয়েছে বিমানের একটি ইঞ্জিন কাজ করছে না। এরপরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হয় ও তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, জরুরি অবতরণের পর যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। এমনকি যাত্রীদের কথা ভেবেই কোনও ঝুঁকি না নিয়ে বিমানের জরুরি অবতরণ করা হয়।

9 months ago
Indigo: মা-মেয়ে দুজনেই কেবিন ক্রু, মেয়ের কথাতে কেঁদে ভাসালেন মা, কী এমন বললেন তিনি

১৪ মে সারা বিশ্বজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃ দিবস (International Mother's Day)। রবিবার নেটদুনিয়ায় দেখা গিয়েছে, মায়েদের সম্মান ও শ্রদ্ধা জানাতে একাধিক ছবি-ভিডিও শেয়ার করা হয়েছে। কিন্তু এবারে আরও এক ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে আপনার চোখে জল আসবেই। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মা-মেয়ে একই বিমানের কেবিন ক্রু ও মায়ের কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করছেন মেয়েও। এই মা-মেয়ের মিষ্টি মুহূর্তের ভিডিও শেয়ার করা হয়েছে ইন্ডিগোর (Indigo) ট্যুইটার অ্যাকাউন্টে।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রাবিরা সাশমি নামের বিমানের এক ক্রেবিন ক্রু যাত্রীদের কাছে তাঁর মায়ের বিষয়ে কিছু ঘোষণা করছেন। এরপর তিনি তাঁর মাকে কাছে ডেকে নেন ও তাঁকে পরিচয় করিয়ে দেন। রাবিরা জানান, এই প্রথম বিমান ক্রু হিসাবে তাঁর মাকে একই ইউনিফর্ম ও একই বিমানে পেলেন তিনি।

রাবিরা বলেন, 'আমি তাঁকে কেবিনের সব কাজ করতে দেখেছি। আর আজ আমি তাঁরই সঙ্গে একই দায়িত্বে আছি। গত ছয় বছর ধরে, আমি তাকে এই পিএ-তে কথা বলতে দেখেছি। অবশেষে আজ আমার হাতে সেটি। আশা করি আজ আমি তাঁর গর্বের কারণ হয়ে উঠতে পারব।' এই বলার পর তাঁর মা আর চোখের জল ধরে রাখতে পারলেন না। আনন্দে কেঁদে ফেললেন তিনি। এরপর তাঁর মা তাঁকে কাছে টেনে স্নেহে ভরা চুম্বন করলেন। তাঁদের এমনভাবে দেখে বিমানযাত্রীরাও হাততালি দেন ও তাঁরাও আবেগপ্রবণ হয়ে পড়েন।

12 months ago


Flight: মাঝ আকাশে মহিলা বিমানকর্মীর শ্লীলতাহানি! গ্রেফতার অভিযুক্ত 'মদ্যপ' যুবক

ফের বিমানে (Flight) ধুন্ধুমার কাণ্ড! মাঝ আকাশে বিমানের মধ্যে এক মহিলা বিমানকর্মীকে শ্লীলতাহানির (Harrassment) অভিযোগে গ্রেফতার করা হল এক যাত্রীকে। সূত্রের খবর, ঘটনাটি রবিবারের। ইন্ডিগো বিমান (Indigo Flight) সংস্থার ৬ই ১৪২৮ দুবাই থেকে অমৃতসরগামী বিমানে এই ঘটনাটি ঘটেছে। এরপর বিমানটি অমৃতসর বিমানবন্দরে অবতরণ করতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিসি হেফাজতে রয়েছেন। এই ঘটনার তদন্তও করছে পুলিস।

সূত্রের খবর, অভিযুক্ত ওই ব্যক্তির নাম রজিন্দর সিং। রবিবার সন্ধ্যার দিকে ইন্ডিগো বিমান করে দুবাই থেকে অমৃতসরে ফিরছিলেন তিনি। অভিযোগ উঠছে, তিনি অত্যধিক মদ্যপান করেন এবং মদ্যপ অবস্থায় মহিলা বিমানকর্মীর সঙ্গে অশ্লীল ব্যবহার করেন। এরপরেই বিমানকর্মী সেই বিষয়ে জানালে বিমানের বাকি কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিসেও খবর দেওয়া হয়। তারপর অমৃতসরে বিমান অবতরণ করতেই রজিন্দরকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাঁকে পুলিসি হেফাজতেই রাখা হয়েছে। বিমানে ঠিক কী কী ঘটেছিল, সেই বিষয়েও তদন্ত করছে পুলিস।

উল্লেখ্য, গত কয়েকমাস থেকেই বিমানে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে। কখনও সহযাত্রী গায়ে প্রস্রাব, আবার কখনও বিমানকর্মীদের সঙ্গে অশ্লীল ব্যবহার আবার কখনও সহযাত্রীদের সঙ্গে হাতাহাতি, এগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরও এমন ঘটনা ঘটেই চলেছে।

12 months ago
Indigo: ফের বিমানের শৌচাগারে ধূমপান! গ্রেফতার ইন্ডিগোর যাত্রী

বিমানের শৌচাগারে গিয়ে সিগারেট ধরানোর (Smoking) অপরাধে গ্রেফতার করা হয় এক বিমান যাত্রীকে (Passenger)। অসম থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমানের (Indigo Flight) এক ব্যক্তি নেশায় আসক্ত হয়ে পড়েন। যার ফলে বিমানের শৌচাগারে গিয়েই সিগারেট ধরিয়ে ফেলেন বলে অভিযোগ।

জানা গিয়েছে, শুক্রবার রাত দেড়টা নাগাদ রানওয়ে ছেড়ে বিমান আকাশে উড়তেই ওই ব্যক্তি আসন ছেড়ে ধীরে ধীরে শৌচাগারের দিকে যেতে থাকে। ঠিক সেই সময় পাশের কেবিনের একজন সহযাত্রীর বিষয়টি নজরে পড়ে। ওই ব্যক্তিকে সিগারেট হাতে পাকড়াও করেন ওই সহযাত্রী। রবিবার একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, ইন্ডিগো সিক্স ই সেভেন ওয়ান সিক্স বিমানের যাত্রী ছিলেন ওই অভিযুক্ত।

উল্লেখ্য, কয়েক দিন আগেই একইরকম ঘটনা ঘটে লন্ডনে। তাঁর বিরুদ্ধে বিমানের শৌচাগারে সিগারেট খাওয়ার অভিযোগ ওঠে। এছাড়াও যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ছিল। বেঙ্গালুরু বিমানবন্দরে নামতেই বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় ওই ব্যক্তিকে।

one year ago