Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

IndianGovernment

Cyber: ফের সরকারি ওয়েবসাইটে সাইবার হানার আশঙ্কা! কী জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

দেশজুড়ে সাইবার হানার (Cyber Attack) আশঙ্কা। বৃহস্পতিবার ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের তরফে জানানো হয়েছে, দেশের প্রায় ১২ হাজার সরকারি ওয়েবসাইটগুলোতে (Indian Government Website) সাইবার অ্যাটাক হতে পারে। এই সতর্কবার্তার (Cyber Security) পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফেও জানানো হয়েছে, ইন্দোনেশিয়ার সাইবার অ্যাটাক গ্রুপ সাইবার হানার জন্য ছক কষেছে।

সূত্রের খবর অনুযায়ী, সাইবার হানার জন্য বিশেষ করে দেশের সরকারি ওয়েলবসাইটগুলোকেই লক্ষ্য করা হয়েছে। সাইবার হানার খবর ছড়িয়ে পড়তেই সরকারি কর্মচারীদের ওয়েবসাইটগুলোতে বিশেষ নজর দিতে বলা হয়েছে। কীভাবে ওয়েবসাইটগুলোকে হ্যাকার করতে পারে সে বিষয়েও জানানো হয়েছে। জানা গিয়েছে, হ্যাকারদের পরিকল্পনা অনুযায়ী, প্রথমে কম্পিউটার নেটওয়ার্কে বেশি করে ট্রাফিক নিয়ে এসে নর্মাল অপারেশনে বাধার সৃষ্টি করবে।

ফলে একাধিকবার দেশের সরকারি কর্মীদের সতর্ক করা হচ্ছে, যাতে তাঁরা কোনওরকমের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নেটওয়ার্কের ফাঁদে না পড়েন বা কোনও অজানা লিঙ্ক বা ইমেলে ক্লিক না করেন। যেগুলো ওয়েবসাইটকে ক্ষতি করতে পারে।

সরাসরি হামলা না করে এখন দেশের উপর সাইবার হানা করা হচ্ছে। দেশের ওয়েবসাইটগুলোকে হ্যাক করে বিভিন্ন তথ্য হাতানো ও সমস্ত পরিষেবা ক্ষতিগ্রস্থ করাই হ্যাকারদের প্রধান উদ্দেশ্য। এর আগে মালয়েশিয়ার হ্যাকার গোষ্ঠী 'DragonForce' দেশের সরকারি ওয়েবসাইগুলোকে হ্যাক করেছিল। ফলে এবারে যাতে ইন্দোনেশিয়ার হ্যাকার গোষ্ঠী সাইবার সন্ত্রাস না ঘটাতে পারে তার জন্য সতর্ক করা হচ্ছে।

one year ago
Sundar Pichai: পদ্মবিভূষণ হাতে পেলেন সুন্দর পিচাই, বললেন, 'ভারত আমার জীবনের অংশ'

পদ্ম ভূষণ (Padma Award) সম্মান তুলে দেওয়া হল গুগল সিইও সুন্দর পিচাইকে (Sundar Pichai)। ব্যবসা-শিল্প বিভাগে পিচাইয়ের অবদানের জন্য তাঁকে এই সম্মান দিয়েছে ভারত সরকার (Indian Government)। শুক্রবার সান ফ্রান্সিসকোয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে সুন্দরের হাতে এই সম্মাননা তুলে দেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত (Indian Ambassador to USA) তরণজিৎ সিংহ সান্ধু। এই সম্মান প্রদান প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন,'সুন্দরের যাত্রা অনুপ্রেরণামূলক। উদ্ভাবনী শক্তিতে বিশ্বব্যাপী ভারতীয় প্রতিভার এক উজ্জ্বল প্রকাশ তিনি।'

টুইটারে সিন্ধু যোগ করেন, 'সান ফ্রান্সিসকোয় গুগলের সিইও সুন্দর পিচাইকে পদ্মভূষণ হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত। মাদুরাই থেকে মাউন্টেন ভিউ পর্যন্ত তাঁর অনুপ্রেরণামূলক যাত্রা ভারত-আমেরিকার অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সম্পর্ককে শক্তিশালী করেছে। তিনি বিশ্বব্যাপী উদ্ভাবনে ভারতীয় প্রতিভার অবদানকে নিশ্চিত করেছেন।'

এই সম্মান পেয়ে অভিভূত খড়্গপুর আইআইটির প্রাক্তনী পিচাই লেখেন, 'ভারত আমার জীবনের একটা অংশ। যেখানেই যাই, এ দেশ আমার বুকে থাকে। আমি ভাগ্যবান যে, এমন একটি পরিবারে জন্মেছি যাঁরা শিক্ষার উপর আলাদা গুরুত্ব দিতেন। আমি কৃতজ্ঞ আমার বাবা-মায়ের কাছে। আমার ভবিষ্যতের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তাঁদের। এই সম্মানের জন্য ভারত সরকার এবং প্রতিটি ভারতবাসীর কাছে আমি কৃতজ্ঞ। যে দেশ আমায় তৈরি করেছে, তার কাছে এমন সম্মান পাওয়া বিরাট ব্যাপার।'

সুন্দর পিচাইয়ের নাম পিচাই সুন্দর রাজন, তাঁর জন্ম ১৯৭২-র ১২ জুলাই তামিলনাড়ুর মাদুরাইয়ে। খড়্গপুর আইআইটির এই প্রাক্তনীর গুগলে যাত্রা শুরু ২০০৪ সালে। প্রথমে গুগল ক্রোম, ক্রোম ওএস ইত্যাদি নিয়ে কাজ শুরু করে পরে ওই সংস্থারই সিইও নিযুক্ত হন। পদ্মভূষণে সম্মানিত পিচাই বলেন, 'ভারত এবং গুগল সংস্থার মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার উদ্যোগ অব্যাহত থাকবে।'

one year ago