Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

IndianCricket

WC: কমছে প্লেটলেট কাউন্ট, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল শুভমনকে

বিশ্বকাপের শুরুতেই শুভমন গি‌লকে নিয়ে অনিশ্চয়তার অন্ধকার ক্রমশ প্রকট হচ্ছে। সোমবারই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছিল আফগানিস্তান ম্যাচে খেলতে পারবেন না দলের তারকা ক্রিকেটার। এমনকি অসুস্থতার জন্য দলের সঙ্গে দিল্লিও যেতে পারেন‌নি গিল। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে এল আরও বড় দুঃসংবাদ। ডেঙ্গি আক্রান্ত শুভমনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রের খবর, প্লেটলেট কমে যাওয়ায় গিলকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিস্থিতি যা তাতে পাকিস্তান ম্যাচেও খেলার সম্ভাবনা আরও কমে গেল গিলের। চেন্নাইয়ের হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে বোর্ডের মেডিকেল টিমের পর্যবেক্ষণেও আছেন শুভমান‌। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত বিসিসিআইয়ের পক্ষ থেকে সরকারিভাবে কোনও কিছু জানানো হয়নি।

চেন্নাইয়ে আসার পরই বুধবার থেকে জ্বর আসে শুভমন গিলের। বৃহস্পতিবার জ্বর আরও বাড়ে। জ্বরে কাবু তারকা ক্রিকেটারের তড়িঘড়ি রক্ত পরীক্ষা করানো হয়। সেখানেই জানা যায় যে শুভমন গিল ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ফলে ভারতীয় দলের তারকা ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে দলের সঙ্গে মাঠেই আসতে পারেননি। প্রথম ম্যাচে গিলের পরিবর্তে প্রথম ম্যাচে ভারতীয় দলের হয়ে ওপেন করতে ‌নেমেছিলেন ঈশান কিষাণ। কিন্তু তিনি সম্পূর্ণ ব্যর্থ হন। ফলে ওপেনিং জুটি ব্যর্থ হলে চাপ বাড়বে মিডল ওর্ডারের উপর। এই পরিস্থিতিতে সোমবারই জয় শাহ বিবৃতি দিয়ে জানিয়েদেন আফগানিস্তান ম্যাচে খেলতে পারবেন না গিল।

7 months ago
Final: কোন অঙ্কে ভারত-পাক এশিয়া কাপ ফাইনাল!

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ (Asia Cup) জয় ভারতের। গত ৩৯ বছরে এমন শিরোনাম কখনও হয়নি। তাহলে কী এবার কলম্বোর মাঠে তা হতে পারে? মঙ্গলবার ভারত জিততেই তেমন সম্ভাবনা তৈরি হল। এখন অপেক্ষা পাকিস্তান যদি তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে, তাহলেই কেল্লাফতে।

সম্প্রতি কলকাতায় ডুরান্ড কাপের ফাইনালে প্রায় একই ঘটনা ঘটেছিল। সূচির বৈচিত্র্যে ফাইনাল খেলেছিল মোহনবাগান-ইস্টবেঙ্গল। দু'দেশের ক্রিকেট প্রেমীরাই চাইছেন বিশ্বকাপের আগে একটি ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে। চার পয়েন্ট নিয়ে এশিয়া কাপে পয়েন্ট টেবলে শীর্ষে ভারত। দু পয়েন্ট নিয়ে এক সারিতে শ্রীলঙ্কা ও পাকিস্তান। যদিও রান রেটে শ্রীলঙ্কা এগিয়ে।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার এশিয়া কাপের কার্যত সেমিফাইনাল। পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই ম্যাচের দিকে আর তাকিয়ে থাকতে হবে না টিম ইন্ডিয়াকে। বরং রোহিতদের ফোকাসে এখন বাংলাদেশ ম্যাচ।

8 months ago
Virat: ইয়ো-ইয়ো টেস্টের ফলপ্রকাশ বিরাটের, সতর্কবার্তা বিসিসিআইয়ের

বিরাট কোহলির (Virat Kohli) ওপর কার্যত ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড (Indian cricketer)। এর নেপথ্যে রয়েছে, তারকা ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে ইয়ো-ইয়ো টেস্টের ফলপ্রকাশের সিদ্ধান্ত। ভক্তদের জন্য বিরাট এই টেস্টের যে ফলপ্রকাশ করেছিলেন তা একেবারেই ভালভাবে নেয়নি বিসিসিআই (BCCI)। বিরাটকে সতর্ক করেছে বিসিসিআই। শুধু তাঁকেই নয়, এমন ভুল যেন আর কোনও ক্রিকেটার কখনওই না করেন, সে বিষয়ে দলের সঙ্গে যুক্ত সবার কাছে কড়া বার্তা পাঠিয়েছে বোর্ড।

উল্লেখ্য, এতদিন পর্যন্ত ইয়ো-ইয়ো টেস্টের সেরা পারফরম্যান্স ছিল ১৬। করেছিলেন বিরাট কোহলিই। এবার নিজের সেই পুরনো রেকর্ডই ভেঙে দিলেন তিনি। বৃহস্পতিবার ১৭.২ ইয়ো-ইয়ো টেস্ট পূর্ণ করলেন বিরাট। যা শুধু ভারতের নয়, আন্তর্জাতিক মঞ্চেও একটি বিশেষ রেকর্ড।

9 months ago


ICC: অক্টোবরে ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ, প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ আইসিসি

৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু একদিনের বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি ম্যাচের বিস্তারিত সূচি প্রকাশ করল আইসিসি। সেখানেই জানিয়ে দেওয়া হয়েছে কোনও দুই টিমের সঙ্গে, আর কবে প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে ভারত।

আইসিসি জানিয়েছে, ভারতের প্রস্তুতি ম্যাচ রয়েছে ৩০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর। প্রথম দিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। আর ৩ অক্টোবর তিরুঅনন্তপুরমে ভারতের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। ভারতের পরিবেশের সঙ্গে যাতে মানিয়ে নিতে পারে দলগুলি, সেই কারণেই এই প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়েছে।

আইসিসি জানিয়েছে, ১০টি দেশ প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রত্যেক দেশের জন্য দু'টি ম্যাচ। গুয়াহাটি, হায়দরাবাদ ও তিরুবনন্তপুরম মোট তিনটি শহরে খেলা হবে। ভারতীয় সময় দুপুর ২টো থেকে ম্যাচ শুরু হবে।

প্রস্তুতি ম্যাচের সূচি একনজরে দেখে নিন...

২৯ সেপ্টেম্বর থেকে শুরু প্রস্তুতি ম্যাচ। প্রথম দিন গুয়াহাটিতে খেলবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, তিরুবনন্তপুরমে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান এবং তৃতীয় ম্যাচ রয়েছে হায়দরাবাদে, নিউজিল্যান্ড বনাম পাকিস্তান।

৩০ সেপ্টেম্বর খলবে ভারত ও ইংল্যান্ড। গুয়াহাটিতে ম্যাচ রয়েছে। অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডসের খেলা রয়েছে তিরুবনন্তপুরমে।

ইংল্যান্ড ও বাংলাদেশের খেলা রয়েছে গুয়াহাটিতে, ২ অক্টোবর। একই দিনে তিরুবনন্তপুরমে প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

ভারতের খেলা রয়েছে ৩ অক্টোবর। নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই ম্যাচ অনুষ্ঠিত হবে তিরুবনন্তপুরমে। এছাড়া, বাকি ম্যাচ রয়েছে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা (গুয়াহাটি), পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (হায়দরাবাদ)।

9 months ago
Rinku Singh: অবশেষে স্বপ্ন সত্যি, দেশের নীল জার্সিতে নাইট বাহিনীর হিরো রিঙ্কু

অবশেষে স্বপ্ন সত্যি হল রিঙ্কু সিং-এর (Rinku Singh) ! প্রত্যেক ভারতীয় ক্রিকেটারের যে স্বপ্ন থাকে, টিম ইন্ডিয়ার সেই নীল জার্সি এবার গায়ে উঠল রিঙ্কু সিং-এর। চলতি বছরের আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে দুর্ধর্ষ ফর্মে ছিলেন ২৫ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার। ঘরে ঘরে ছড়িয়ে পড়েছিল তাঁর নাম।

উল্লেখ্য, আয়ারল্যান্ডের মাঠে শুক্রবার ক্যাপ্টেন বুমরার ভারত। কলকাতা কিন্তু তাকিয়ে একজনের দিকে। তিনি রিঙ্কু সিং। এশিয়ান গেমসের আগে এই সিরিজেই তাঁর গায়ে উঠতে পারে ভারতের জার্সি। বুমরার যুবদলে অন্যতম ভরসার নাম উত্তরপ্রদেশের এই বাঁ-হাতি।

আয়ারল্যান্ড যাওয়ার পথেই মুখোমুখি হয়েছিল দুই নবাগত রিঙ্কু এবং উইকেট-কিপার ব্যাটার জিতেশ শর্মা। টুইটারে সেই ভিডিও শেয়ার করেছে বিসিসিআই। তাতে রিঙ্কু জানিয়েছেন, ভারতীয় দলের ডাক পাওয়ার খবর শুনে তিনি বেশ অবাক হয়েছিলেন।

9 months ago


BCCI: বিশ্বকাপের আগে ১৯০০ কোটি পেতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, কেন জানুন!

বিশ্বকাপের (World Cup) আগে লক্ষ্মীলাভ ভারতীয় ক্রিকেটের (Indian Cricket)। গত একবছর বিভিন্ন টুর্নামেন্ট (Tournament) থেকে লাভের একটা বড় অংশ ভারতীয় ক্রিকেট বোর্ডকে দিতে চলেছে আইসিসি। টাকার অঙ্কে তা ১৯০০ কোটি টাকা। এই ব্যাপারে প্রথমে আপত্তি জানিয়েছিল পাকিস্তান। সেই আপত্তি গ্রাহ্য হয়নি। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার ডারবানে রয়েছে আইসিসির বৈঠক। সেই বৈঠকেই এই সিলমোহর পড়ে যাবে।

এই প্রথম ঘরের মাঠে এককভাবে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। তারআগে বিরাট এই অঙ্ক আয়োজক ভারতকে আরও চাঙ্গা করবে বলেই মনে করা হচ্ছে। আইসিসির লাভের ৩৮.৫ শতাংশ পাচ্ছে বিসিসিআই। আইসিসির লাভের পরিমাণ ভারতীয় মুদ্রায় ৬০০০ কোটি টাকা।

আইসিসির বৈঠকে আরও যে বিষয়ে আলোচনা করার কথা তার মধ্যে অন্যতম আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। ২০২৮ থেকে ২০৩২ সাল পর্যন্ত বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সিরিজ়ের সূচি নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে।

10 months ago
BCCI: ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের দল ঘোষণা, বাদ শামি ও যাদব

ওয়েস্ট ইন্ডিজ সফরে দল ঘোষণা বিসিসিআইয়ের (BCCI)। ওয়ান ডে  ও টেস্ট সফরের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (Indian Cricket Board) । ওয়েস্ট ইন্ডিজ সফরে রাখা হয়নি চেতেশ্বর পূজারাকে। দলে নেই উমেশ যাদব ও মহম্মদ শামি (Mohammed Shami)। দুই দলেই টিমে সুযোগ পেলেন বাংলার মুকেশ কুমার।

ওয়ানডে টিমে অধিনায়ক রোহিত শর্মা। শুভমান গিল, রুতুরাজ গাইকোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, প্রত্যেকেই জায়গা পেয়েছেন। অলরাউন্ডার হিসেবে থাকবেন হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর ও রবীন্দ্র জাদেজা। বোলিং আক্রমণে থাকছেন যুজভেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দীপ উনাদকড়, মহম্মদ সিরাজ, উমরান মালিক ও মুকেশ কুমার।

টেস্ট টিমেও অধিনায়ক রোহিত শর্মা। সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভারত, রবিচন্দ্রন অশ্বিন, নবদীপ সাহানি, অক্ষর প্যাটেল।

11 months ago
Dhoni: সফল হাঁটুর অস্ত্রোপচার, দু-দিন হাসপাতালে কাটিয়ে ছাড় পাবেন মাহি

সফল হয়েছে ভারতীয় ক্রিকেট (Indian Cricket) দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) হাঁটুর অস্ত্রোপচার। সূত্রের খবর, আপাতত ভাল আছেন তিনি। চেন্নাইয়ের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার রেশ কাটতে না কাটতেই মুম্বইয়ের (Mumbai) কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে হাঁটুর অস্ত্রোপচার করালেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

বৃহস্পতিবার সকালেই সাফল্যের সঙ্গে ধোনির হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাসি বিশ্বনাথন। ধোনি সুস্থ রয়েছেন এবং দিন দুই হাসপাতালে কাটিয়ে ছাড়া পেয়ে যাবেন বলেও জানা গিয়েছে।

চলতি মরশুমের আইপিএল চলাকালীন মাহির বাঁ হাঁটুতে চোট লাগে। সেই চোট নিয়েই মাঠে নেমেছিলেন তিনি। আইপিএল শেষ হতেই বুধবার হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন ধোনি। চিকিৎসকেরা দেরি না করে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সেই মতো বৃহস্পতিবার অস্ত্রোপচার হয় তাঁর।

11 months ago


Sports: সীমিত ওভারের ক্রিকেটে ভারতের আগামি ক্যাপ্টেন কে? কী বলছে সানি গাভাসকার

প্রসূন গুপ্ত: সুনীল গাভাসকারকে ভারতীয় ক্রিকেটের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব হিসাবেই সম্মান করা হয়। করা হবেই বা না কেন, তাঁর আমলে তিনি ছিলেন বিশ্বসেরা ওপেনার। স্বয়ং স্যার ভিভিয়ান রিচার্ডস থেকে ইমরান খানের মতো বিশ্বসেরার বলেছেন যে তাদের আমলের সেরা ব্যাটার সানি গাভাসকার। সানি শুধু ক্রিকেটের মাঠেই পড়ে থাকেননি, তিনি দুর্দান্ত ভাষ্যকার এবং নানা টক শো-এর প্রধান মুখ। তাঁর ফ্লিক বা স্ট্রেট ড্রাইভের মতোই যেকোনও তর্কে সেরা বক্তা হতেই পারেন সানি গাভাসকার।

গাভাসকার অত্যন্ত বুদ্ধিমান, তিনি চিরকাল অন্য ক্রিকেটারদের তাঁর থেকে সেরা বলেছেন। যেমন কপিল দেব বা গুন্ডাপ্পা বিশ্বনাথ। কিন্তু ক্রিকেটে ত্রুটি দেখলে তিনি কাউকে ছেড়ে কথা বলেন না। সৌরভ দল থেকে বাদ পড়লে তিনি সমালোচনা করেন, আবার বিরাট কোহলি ফর্ম হারালে তাঁকে কটাক্ষ করতেও ছাড়েন না। ইদানিং তাঁর শহরের রোহিত শর্মার ফর্ম নিয়ে তিনি চিন্তিত। তিনি বলেছেন, বর্তমান অবস্থায় নতুন অধিনায়ক খোঁজার সময় এসেছে। অবশ্য তিনি সাদা বলের কথা বলেছেন অর্থাৎ ৫০ ও টি-২০-র নতুন অধিনায়ক।

বর্তমানে রোহিতের বয়স প্রায় ৩৬। এই বয়সে গাভাসকার খেলা ছেড়ে দিয়েছিলেন। সানি মনে করেন আগামী বিশ্বকাপ, যা কিনা ভারতে হতে চলেছে, ওই বিশ্বকাপ অবধি রোহিত অধিনায়ক থাকুন তারপর আসুন নতুন অধিনায়ক। ইদানিং ভারতীয় দলে এতো অধিনায়ক বদল হয়েছে, যা প্রায় রেকর্ড। এমন এক অধিনায়ক আসুক যিনি সব ধরণের ক্রিকেট পরিচালনা করতে পারবেন। কিন্তু তেমন ক্রিকেটার কোথায়?

কেএল রাহুল ভালোই খেলছিলেন কিন্তু এখন ফর্মহীন। গাভাসকার হয়তো চাইছেন রোহিত আরও দু-এক বছর টেস্টের অধিনায়ক থাকুন। কিন্তু তিনি বলেই ফেলেছেন যে ওয়ান ডে বা টি ২০-র অধিনায়ক করা হোক হার্দিক প্যাটেলকে। হার্দিক অলরাউন্ডার এবং ভালো ফিল্ডার। দল পরিচালনায় পটু তা আইপিএলে দেখা গিয়েছে। কাজেই হার্দিকের জন্যই হাত তুলেছেন সানি গাভাসকার।

one year ago
Fraud: প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে ১০ লক্ষ টাকা খোয়ালেন ক্রিকেটারের স্ত্রী! কারা অভিযুক্ত জানেন

ব্যবসা করার টোপ দিয়ে প্রায় ১০ লক্ষ টাকা প্রতারণার (Fraud Case) অভিযোগ। ভারতীয় ক্রিকেটার দীপক চাহারের (Dipak Chahar) স্ত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠছে দুই ব্যক্তির বিরুদ্ধে। প্রতারকদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে থানায় অভিযোগ দায়ের করেন চাহারের স্ত্রী জয়া ভরদ্বাজ। অভিযুক্ত দুই ব্যক্তির মধ্যে একজন একটি রাজ্য ক্রিকেট সংস্থার প্রাক্তন আধিকারিক।

পুলিসের কাছে চাহারের স্ত্রীর অভিযোগ, ২০২২ সালে ধ্রুব পারিক ও কমলেশ পারিক নামের দুই ব্যক্তির সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল। যারা জয়াকে ব্যবসার প্রস্তাব দেন। এদের মধ্যে কমলেশ আগে হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার আধিকারিক ছিলেন। ব্যবসা শুরু করার নাম করে ২০২২ সালের ৭ অক্টোবর জয়ার কাছ থেকে ১০ লক্ষ টাকা নেন, ওই দুই অভিযুক্ত। পরে বহুবার ফোন করে যোগাযোগ করার চেষ্টা সত্বেও খোঁজ মেলেনি ওই অভিযুক্তদের।

এরপরই আগ্রার হরি প্রভাত থানায় অভিযোগ দায়ের করেন চাহারের স্ত্রী জয়া। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। যদিও এখনও পর্যন্ত খোঁজ মেলেনি অভিযুক্তদের। উল্লেখ্য, দীর্ঘ দিন প্রেমের সম্পর্ক ছিল দীপক চাহার ও জয়া ভরদ্বাজের। ২০২২ সালের ২ জুন আগ্রায় বিয়ে সেরেছিলেন তাঁরা। ওই বছরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলেছিলেন চাহার। সেই ম্যাচে পায়ে চোট পাওয়ায় ২০২১ সালের আইপিএল থেকে বঞ্চিত হতে হয়েছিল তাঁকে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন না চাহার। এখনও সেই ধারা বজায় রেখে ভারতীয় ক্রিকেটের বাইরেই রয়েছেন দীপক চাহার।

one year ago


BCCI: লিঙ্গবৈষম্যের অবসান! পুরুষদের সমহারে ম্যাচ ফি এবার ভারতীয় মহিলা ক্রিকেট দলকেও

ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) ঐতিহাসিক মুহূর্ত। লিঙ্গবৈষম্য ধুয়েমুছে সাফ করলেন রজার বিনি, জয় শাহরা। বহুদিনের বঞ্চনা সরিয়ে ভারতীয় মহিলা ক্রিকেটে (indian womens cricket) আজ নতুন সূর্যোদয়। ম্যাচ ফি'র ক্ষেত্রে আর পুরুষ-মহিলা ভেদাভেদ করবে না বিসিসিআই (BCCI)। রীতিমতো ট্যুইট করে এই ঐতিহাসিক সিদ্ধান্ত জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ (Jay Shah)। জয়ের ট্যুইট থেকে জানা গিয়েছে বেতন ইকুইটি নীতি বাস্তবায়ন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

যে হারে এযাবৎকাল ম্যাচ ফি পেয়ে এসেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ শামিরা, একই হারে ম্যাচ ফি পাবেন হরমনপ্রীত, শেফালি বর্মা, স্মৃতি মন্দানারা। অর্থাৎ টেস্ট ম্যাচপিছু ১৫ লক্ষ টাকা, ওডিআইপিছু ৬ লক্ষ টাকা এবং টি-২০ বাবদ তিন লক্ষ টাকা। বোর্ডের এই সিদ্ধান্ত ট্যুইট করেছেন সচিব জয় শাহ।

এদিন ট্যুইটে জয় শাহ লেখেন, 'ভারতীয় ক্রিকেটে লিঙ্গবৈষম্য অবসানের ব্যাপারে বোর্ড অঙ্গীকারবদ্ধ ছিল। সেই প্রতিশ্রুতি পালন করতে পেরে আমরা খুশি।'

2 years ago
BCCI: বোর্ডের সভাপতি পদ থেকে সরতে পারেন সৌরভ, তাঁর উত্তরসূরি সম্ভবত রজার বিনি

BCCI-র সভাপতি পদ থেকে সরতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সূত্রের খবর, তাঁর জায়গায় বসতে পারেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার রজার বিনি (Roger Binny)। ১৮ অক্টোবর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক (AGM) সভায় এই রদবদলে চূড়ান্ত সিলমোহর পড়বে। বিসিসিআই-তে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহদের প্রথম দফায় তিন বছরের টার্ম শেষ। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে আরও একটা টার্ম অর্থাৎ ২০২৫ পর্যন্ত তাঁদের গদি নিশ্চিত ছিল। সেই মোতাবেক জয় শাহ বিসিসিআই সচিব থাকলেও, বোর্ড সভাপতি পদে রদবদল আসন্ন। সেই সম্ভাবনা ক্রমশ প্রবল। ভারতীয় ক্রিকেটের দাদার উত্তরসূরি হিসেবে উঠে আসছেন কর্নাটক ক্রিকেট অ্যাসোশিয়েশনকে প্রতিনিধিত্ব করা রজার বিনি।

জানা গিয়েছে, ইতিমধ্যে IPL-এর চেয়ারম্যান পদে ব্রিজেশ প্যাটেলের পরিবর্তে আসছেন অরুন সিং ধুমল। সব সিদ্ধান্ত চূড়ান্ত হবে ১৮-ই অক্টোবর বোর্ডের বার্ষিক সভায়। সূত্রের খবর, রাজধানীতে কেন্দ্রীয় সরকারের প্রভাবশালী মন্ত্রীর সঙ্গে বৈঠক করে মঙ্গলবার মুম্বই উড়ে যাচ্ছেন 'দাদা'।

সেখানে যোগ দেবেন বোর্ডের শীর্ষ পদাধিকারীদের বৈঠকে। এই বৈঠকের বিশেষ তাৎপর্য রয়েছে। ১৮ তারিখ বোর্ডের বার্ষিক সাধারণ সভার আগে এই বৈঠক কার্যত সেমিফাইনাল। বিসিসিআইয়ের পরবর্তী মুখ কে হবেন? তাঁর সঙ্গেই বা কে কে থাকবেন সেটা অনেকটা স্পষ্ট হয়ে যেতে পারে আজকের বৈঠকে।

2 years ago