Breaking News
Rujira: কয়লা পাচার মামলায় অভিষেক পত্নী রুজিরাকে তলব ইডির      Railway: অসংক্ষরিত টিকিটের ক্ষেত্রে পরিচয় পত্রের ব্যবস্থা থাকলে মৃতের পরিবার হয়ত টাকাটা পেত!      Railway: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় পরিবারের কেউ নিখোঁজ! সনাক্ত করতে বিশেষ ব্যবস্থা রেলের      Train Accident: ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! মৃত অন্তত ১০০      ED: মানিকের ফোন থেকেই কালীঘাটের কাকুর খোঁজ, ইডির কাছে হোয়াটসঅ্যাপ চ্যাটের তথ্য      DA: অবশেষে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়      Bayron: দলবদলু বিধায়ক বায়রন বিশ্বাসকে নিয়ে এবার উল্টো সুর মমতার গলায়      Congress: 'আমি তৃণমূলেরই লোক' দল পরিবর্তন করে দাবি সাগরদীঘির বিধায়ক বায়রনের      IPL: আইপিএল ফাইনালে চেন্নাই বনাম গুজরাত, বৃষ্টি হলে কে জিতবে!      Prerona: সোশ্যাল মিডিয়ায় প্রেরণার উদ্দেশে ভাষা সন্ত্রাস 'অনুপ্রেরণার'     

IndianActress

Priyanka: হলিউডেও প্রথম দিকে বৈষম্যের শিকার ছিলেন প্রিয়াঙ্কা, জানতেন?

আন্তর্জাতিক তারকা হিসাবে স্বীকৃতি পেয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। হলিউডে কাজ করছেন তিনি। ‘কোয়ান্টিকো’তে অভিষেক তারপর ‘বে-ওয়াচ’, ‘দা ম্যাট্রিক্স রিজ়ারেকশন্‌স’-এর মতো ছবিতে কাজ। এবার কল্পবিজ্ঞান ও স্পাই থ্রিলারের সিরিজ ‘সিটাডেল’-এ দেশি গার্ল। বহু ভাষার এই সিরিজ়ের মুখ্য চরিত্রে প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। আগামী এপ্রিলেই ওটিটি মুক্তি এই সিরিজের। মার্ভেল স্টুডিওর সঙ্গে কাজ করার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে প্রিয়ঙ্কা চোপড়াকে। প্রথম দিকে হলিউডে এসে বৈষম্যের সম্মুখীনও হয়েছেন তিনি, অকপট দাবি দেশী গার্লের। 

গোটা বিশ্বে ভারতীয় অভিনেত্রী বলেই পরিচিত প্রিয়ঙ্কা। জিতেছেন দু-দুটি জাতীয় পুরস্কার। তাও ভারতীয় অভিনেত্রী বলে তিনি নাকি একটি বিশেষ অঞ্চলের দর্শকের কাছেই গ্রহণযোগ্য। হলিউডে প্রথম দিকে এই ভাবনার শিকার হতে হয়েছে প্রিয়াঙ্কাকে। তবে অনেক পরিশ্রম করে, একাধিক অডিশন দিয়ে প্রযোজক ও পরিচালকদের ভরসা অর্জন করেছেন তিনি। তবেই এই সাফল্য, এমনটাই জানান পিগি চোপস। 

3 months ago