
গত শুক্রবারই পাকিস্তানে (Pakistan) পর পর দুটো আত্মঘাতী বোমা বিস্ফোরণ (Explosion) হয়। আর এই জোড়া ঘটনায় মৃত্যু হয় ৬৫ জনের। এই বিস্ফোরণের নেপথ্যে কারা বা কে রয়েছে, তা নিয়ে তদন্ত করা হচ্ছে। কিন্তু তারই মাঝে পাকিস্তানের মন্ত্রী সরফরজ বুগতি দাবি করেছেন, এই বিস্ফোরণের পিছনে হাত রয়েছে ভারতের। ভারতের গুপ্তচর সংস্থা 'র'-এর এজেন্টরাই এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি করেছেন তিনি। আর এই অভিযোগকে ঘিরেই শুরু হয়েছে নতুন করে বিতর্ক।
শুক্রবার বালুচিস্তানে (Balochistan) ভয়াবহ বিস্ফোরণের জেরে প্রাণ হারান ৫০ জনের বেশি। বালুচিস্তানের এক মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলা হয়। এর ১-২ঘণ্টা পরই খাইবার পাখতুনখোয়ায় ফের একই ধরনের বিস্ফোরণ হয়। এই ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়। ফলে জোড়া বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫-এ।
আর এই দুই ঘটনার পরই পাকিস্তানের মন্ত্রী শনিবার বালুচিস্তানের রাজধানী কোয়েটায় দাঁড়িয়ে বলেন, 'প্রশাসন, সেনা এবং অন্য সব প্রতিষ্ঠান যৌথভাবে আত্মঘাতী বোমা বিস্ফোরণের চক্রীদের বিরুদ্ধে পদক্ষেপ করছে। ভারতের গুপ্তচর সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং) এই আত্মঘাতী হামলায় জড়িত রয়েছে।' তবে ভারত সম্পর্কে এমন মন্তব্যের জেরে দুই দেশের সম্পর্কের মধ্যে আরও টানাপোড়েনের সৃষ্টি হতে পারে।
বিশ্ব হকিতে ইতিহাস গড়ে এশিয়ান গেমসের সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। শনিবার চিনের মাটিতে পাকিস্তানকে পুরুষদের হকিতে ১০-২ গোলে হারাল ভারত। প্রায় ৫০ বছরেরও বেশি সময়ে হকি খেলছে ভারত পাকিস্তান। এই জয় ভারতীয় হকির কাছে এক নতুন ইতিহাস।
ভারত-পাক হকি মানেই টানটান উত্তেজনা। কিন্তু এশিয়ান গেমসের মঞ্চে এদিন পাক দলকে দাঁড়াতেই দিলেন না হরমনপ্রীত, মনদীপ, বরুণ কুমাররা। এই ম্যাচে হ্যাটট্রিক সহ ৫ গোল ভারত অধিনায়ক মনপ্রীন সিংয়ের।
মনদীপের গোলে ম্যাচ শুরু করেছিল ভারত। আর শেষ করল বরুন কুমারের গোলে। ৪ কোয়ার্টারে পাক দলকে নিয়ে কার্যত ছেলেখেলা করলেন গ্রেড ফুলটনের ছেলেরা। এশিয়ান গেমস হকিতে ১৯৮২ সালে পাকিস্তানের কাছে ৭ গোলে হেরেছিল ভারত। ভারতের মাটিতে সেটাই ছিল দুদেশের হকির সবচেয়ে বড় রেজাল্ট। সেই ফলকেও এদিন ছাপিয়ে গেলেন গুর্জন্ত, নীলকান্তরা। ৪ ম্যাচে ৪৬ গোল ভারতের।
আজ বিশ্বকাপ অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। প্রস্তুতি ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড। এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের পর রীতিমতো আশাবাদী রোহিত ব্রিগেড।
উল্লেখ্য, গত বৃহস্পতিবারই বিশ্বকাপের জন্য চূড়ান্ত ১৫ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। আহত অক্ষর পটেলের জায়গায় দলে এসেছেন অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন। প্রাথমিক দলের বাকি ১৪ জনই আছেন চূড়ান্ত দলে।
গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবার উপমহাদেশের মাটিতেও খেতাবের দাবিদার। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স দেখে মত বদলেছে ক্রিকেটপ্রেমীদের। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে, ভারত কতটা নিজেদের শক্তি দেখাতে পারে, তার দিকে নজর থাকবে ক্রিকেটবিশ্বের।
খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জার খুনের ঘটনার পর ক্রমেই বাড়ছে বিতর্ক। যার জেরে বাড়ছে ভারতের বিরুদ্ধে কানাডার অভিযোগ। এবার তার আঁচ ব্রিটেনেও।
স্কটল্যান্ডের গুরুদ্বারে প্রবেশের মুখে খালিস্তানিদের বাধার মুখে পড়লেন গ্রেট ব্রিটেনের ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। যা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এমনকি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে স্থগিত করে দেওয়া হয় ভারতীয় হাইকমিশনারের অনুষ্ঠানও।
জানা গিয়েছে, ব্রিটেনের স্কটল্যান্ডের একটি গুরুদ্বারে আমন্ত্রিত ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। কিন্তু সেখানে পৌঁছতেই উপস্থিত কয়েকজন খালিস্তানি সমর্থকরা তাঁকে থামিয়ে দেয়। দেওয়া হয় স্লোগানও। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।
ভারতীয় ফুটবলের দলের কোচের পদে তিনি আর থাকবেন কীনা, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই জানিয়ে দেবেন ইগর স্তিমাচ। এশিয়ান গেমস ফুটবল থেকে ভারতের বিদায়ের পর এই হুঁশিয়ারি ভারতীয় কোচ স্তিমাচের। ম্যাচ শেষে স্তিমাচ জানিয়েছেন, ভারতের ফুটবল কর্তারা যদি সত্যি ফুটবল নিয়ে আগ্রহী হন, তাহলেই এই দেশে তিনি কাজ করবেন।
বৃহস্পতিবার সৌদি আরবের কাছে হেরে এশিয়ান গেমস ফুটবল থেকে বিদায় নিয়েছে ভারত। দীর্ঘ ১৩ বছর পর নকআউটে উঠে প্রথম ৪৫ মিনিট সৌদিকে আটকে রেখেছিলেন সুনীল ছেত্রীরা। কিন্তু দ্বিতীয়ার্ধে গোলের দরজা খুলে যায়। ভারতের বিরুদ্ধে জোড়া গোল করেন মহম্মদ খালি মারান। যিনি আল-নাসের ফুটবল ক্লাবে রোনাল্ডোর পাশে খেলেন।
ভারতীয় ফুটবল নিয়ে কর্তাদের আচরণে হতাশ ভারতের ক্রোট কোট স্তিমাচ। তাই ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, একজোট হয়ে কাজ করলেই সাফল্য আসে। তার জন্য সৌদির ফুটবলকেই উদাহরণ হিসাবে দেখান। তিনি জানান, মাত্র চার ম্যাচে ভারতের বিরুদ্ধে ২০টি গোল করেছে সৌদি আরব। অথচ, ১৯৮২ সালে এশিয়ান গেমসে এই সৌদি আরব ভারতকে হারিয়েছিল মাত্র ১-০ গোলে।
অস্ট্রেলিয়া অতীত। ফোকাসে এখন বিশ্বকাপ। আগামী বৃহস্পতিবার থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। তার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, তাঁর দল তৈরি। তাঁর দলের ১৫ জন ক্রিকেটার কী করবেন, তাও ঠিক হয়ে গিয়েছে। অপেক্ষা এখন মাঠে নামার।
আট তারিখ থেকে বিশ্বকাপে শুরু ভারতের অভিযান। চেন্নাই টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের আগে সিরিজ জিতে রোহিত জানিয়েছেন, যা হয়েছে ভালই হয়েছে। তাদের হাতে প্রস্তুতির সময় আছে।
বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তার আগে ব্যাটে রান ফিরে পেয়ে খুশি ভারত অধিনায়ক। রোহিতের মতে, তাড়াহুড়ো না করলে রাজকোটে একটা শতরান আসতে পারত।
বিএসএফ এর গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি পাচারকারীর। বুধবার নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত রাঙিয়া পোতা ভারত-বাংলাদেশ সীমান্তে ঘটনাটি ঘটেছে। এখনও মৃতের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৪০ বছর। বিএসএফ মৃতদেহটি কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সূত্রের খবর, বুধবার মাঝরাতে একদল বাংলাদেশি ভারতের ভীমপুর থানার রানিয়াপোতা বি ও পি অধীনস্থ এলাকা দিয়ে প্রবেশ করতে যাচ্ছিল। তখন ওই এলাকায় কর্মরত এক বিএসএফ কর্মী বাধা দিতে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালাতে যায়। এরপর ওই বিএসএফ কর্মী গুলি চালাতে শুরু করে। সেই সময় পালাতে গিয়ে বিএসএফের গুলিতে জখম হয় একজন।
এরপর আরও বিএসএফ কর্মীরা ঘটনাস্থলে এসে ওই এলাকার তল্লাশি চালায়। তখন সেই সময় একটি ঝোপের মধ্যে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে তাঁকে উদ্ধার করে বিএসএফ কর্মীরা এবং তল্লাশি চালাতের উদ্ধার হয় এক বস্তা নিষিদ্ধ কাশির সিরাপ। তারপর মৃতদেহ পুলিসমর্গে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। বিএসএফের পক্ষ থেকে ভীমপুর থানায় সীমান্ত দিয়ে নিষিদ্ধ মাদক পাচারকারী হিসেবে একটি মামলা রজু করা হয়। ওই ব্যক্তির পরিচয় কী এবং নিষিদ্ধ সিরাপ পাচারচক্রে আর কারা কারা ছিল সমস্তটা জানার চেষ্টা করছে ভীমপুর থানা পুলিস।
জল্পনার অবসান। সাত বছর পর ভারতের মাটিতে ক্রিকেট খেলতে এল পাকিস্তান। বুধবার দুবাই হয়ে হায়দরাবাদে এসে হাজির হলেন বাবর আজমরা। এই শহরেই তাঁরা প্রস্তুতি ম্যাচ খেলবেন। ২৯ সেপ্টেম্বর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম প্রস্তুতি ম্যাচ। ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান।
ভারতে আসার আগে পাক অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, এশিয়া কাপের পারফরম্যান্সের উপর তাঁদের বিচার করলে ভুল করা হবে। তিনি স্বীকার করেছেন, এশিয়া কাপে তাঁদের দলে অনেক ভুলভ্রান্তি হয়েছে। যার খেসারতও দিতে হয়েছে। তবে, বিশ্বকাপে অন্য পাকিস্তানকে পাওয়া যাবে বলে দাবি করেছেন পাক অধিনায়ক।
সাত বছর আগে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে গিয়েছেন মহম্মদ নওয়াজ এবং সলমান আলি। চোটের কারণে সেবার ভারতে আসতে পারেননি বাবর। ফলে এই প্রথম ভারতের ক্রিকেট খেলতে এলেন পাক অধিনায়ক বাবর আজম।
গুজরাতের রাজকোটে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচ। টসে জিতল অস্ট্রেলিয়া। ম্যাচে প্রথম ব্যাট করবেন প্যাট কামিন্সরা। অস্ট্রেলিয়ার প্রথম দুই ম্যাচে বিশ্রামে ছিলেন রোহিত শর্মা। দলকে নেতৃত্ব দিয়েছিলেন কে এল রাহুল। তৃতীয় ম্যাচে ফের দলের দায়িত্বে হিটম্যান।
ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ টিম ইন্ডিয়ার দখলে। আজ শুধু নিয়মরক্ষার ম্যাচ। এই ম্যাচে ৩-০ করতে চায় ভারত। এদিনের ম্যাচে, ভারতীয় দলে একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে একাধিক বদল আনা হয়েছে। রোহিতের পাশাপাশি, বিশ্রাম নিয়ে এদিন দলে ফিরছেন হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলিরা।
এদিকে, বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার ফর্ম দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তাঁর কথায়, বিশ্বকাপে ভারতকে যাঁরা হারাতে পারবেন, তাঁরাই ভারতের মাটিতে বিশ্বকাপ জিততে পারেন। এবারে বিশ্বকাপে রোহিতদের রোখা মুশকিল।
চিনের মাটিতে ইতিহাস ভারতের। ৪১ বছর পর ঘোড়সওয়ারি ইভেন্টে এশিয়াডে সোনার পদক জয় করল ভারত। এই দলে আছেন সুদীপ্তি হ্যাজেলা, দিব্যাকৃতি সিং, হৃদয় বিপুল চেড়া এবং অনুশ আগরওয়ালা। এই ইভেন্টে চিন ও জাপানকে পিছনে ফেলে সোনা ভারতের। ভারতীয় ঘোড় সওয়াররা সময় করেছেন ২০৯.২০৫।
প্রসঙ্গত, ৪১ বছর পর ঘোড়সওয়ারি ইভেন্টে এশিয়াডে সোনার পদক জয় করল ভারত। চিনের হাংঝুতে আয়োজিত ২০২৩ এশিয়ান গেমসের তৃতীয় দিনটা ভারতের জন্য বেশ ভালোই কাটছে। প্রথমে তো সেইলর নেহা ঠাকুর রুপোর পদক জয় করলেন। আর এবার সেইলিংয়ে ব্রোঞ্জ পদক জয় করলেন ভারতে ইবাদ আলি এবং বিষ্ণু সর্বানন। আর সেইসঙ্গে ভারতের ঝুলিতে মোট ১৪টি পদক এসে গেল। এরমধ্যে তিনটে সোনার পদক, চারটে রুপোর পদক এবং সাতটি ব্রোঞ্জ পদক রয়েছে। পাশাপাশি তৃতীয় দিন হকিতেও ভালো পারফরম্যান্স করেছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার সিঙ্গাপুরকে তারা ১৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে। ইতিপূর্বে তারা উজবেকিস্তানকে ১৬ গোলে পরাস্ত করেছিল।
আবার ১৬ গোলের নজির। এশিয়ান গেমস হকিতে নয়া রেকর্ড ভারতের। উজবেকিস্তানকে হারানোর পর মঙ্গলবার ১৬-১ গোলে সিঙ্গাপুরকে হারল ভারত। একইসঙ্গে গ্রুপের শীর্ষে থাকল হরমনপ্রীতরা। এদিন ম্যাচের হাফটাইমে ৬-০ গোলে এগিয়ে ছিল ভারত। দ্বিতীয়ার্ধে আরও ১০টি গোল হয়।
সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচের বারো মিনিটে খাতা খোলেন মনদীপ সিং। এরপর কার্যত মিনিটে মিনিটে ব্যবধান বাড়ায় ভারত। হাফটাইমে সিঙ্গাপুরের উপর হাফডজন গোলে বোঝা চাপিয়ে ড্রেসিংরুমে ফেরে ভারতীয় দল। এরমধ্যে জোড়া গোল করেন মনদীপ সিং। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে তিন মিনিটের ব্যবধানে পরপর গোল ভারতীয় দলের।
নিজেদের পুল থেকে ৬ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে ভারত। এই পুলেই ভারতকে খেলতে হবে বাংলাদেশ, পাকিস্তান ও জাপান। দুটি দল যাবে সেমিফাইনালে।
স্মৃতির ব্যাট আর তিতাসের বল। এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেটের সোনার স্বপ্ন পূরণ। এই প্রথমবার এশিয়ান গেমসে ক্রিকেট খেলতে এসে সোনা জিতলেন ভারতীয় মেয়েরা। সোমবার মেয়েদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতলেন হরমনপ্রীত কৌররা। প্রথম ব্যাট করে ২০ ওভারে সাত উইকেট ১১৬ রান করে ভারত। ৪৫ বলে ৪৬ রান করে স্মৃতি মান্ধানা
রানা তাড়া করতে নেমে বাংলার পেসার তিতাস সাধুর পেসের কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে শ্রীলঙ্কার টপ অর্ডার। ম্যাচে ৬ রান দিতে তিন উইকেট নেন তিতাস। গত কয়েক দিন আগে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-শ্রীলঙ্কা। সেই ম্যাচে দাপট দেখিয়েছিলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। সেই আবহে এদিন চিনের মাটিতে সোনার ম্যাচে মুখোমুখি হয় ভারত ও শ্রীলঙ্কা। দু ম্যাচের নির্বাসন কাটিয়ে ফাইনাল খেলতে নামেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
এদিকে চিনের মাটিতে সোনা জয়ের পর ভারতীয় মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। টুইট করে, বিশেষ ভাবে প্রশংসা করেছেন বাংলার ১৮ বছরের বোলার তিতাস সাধুর।
ইন্দোরে সিরিজ জেতা সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না হলেও বিশ্বকাপের আগে ক্রিকেটের সব ফরম্যাটে এক নম্বর টিম ইন্ডিয়া। এবার রাজকোটে সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। এই পাঁচ ক্রিকেটার হলেন, রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শার্দূল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণ ও তিলক ভার্মা।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাজকোট ভারতীয় দলে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা, সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি এবং কুলদীপ যাদব। ইন্দোর ম্যাচে ছিলেন না যশপ্রীত বুমরা। তিনি ফিরবেন রাজকোট ম্যাচে। ফলে তাঁর বদলি হিসাবে দলে জায়গা পাওয়া মুকেশ কুমারকে আপাতত আর কোনও প্রয়োজন হচ্ছে না।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, এটা রুটিন পরিবর্তন। বিশ্বকাপের আগে দলের উপর চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্রামের বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্ত ভারতীয় কোচ ও জাতীয় নির্বাচকদের।
ইন্দোরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৯ রানে জয় ভারতের। এই ম্যাচ জিতেই সিরিজ জয় রাহুল ব্রিগেডের। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের ৩৯৯ রান, ডাকওয়ার্থ লুইসে কমে যায় ৩১৭। ১৭ ওভার কাটছাঁট করার সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি। বৃষ্টির পর খেলা শুরু হলেও পরপর উইকেট হারিয়ে চাপ বাড়ে অস্ট্রেলিয়া শিবিরে। একা বুক চিতিয়ে অর্ধশতরান করেন সিন অ্যাবট। হাফ সেঞ্চুরি করে ডেভিড ওয়ার্নারও। কিন্তু ভারতীয় বোলারদের সামনে কার্যত ভেঙে পড়ে অস্ট্রেলিয়া। তিন উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। মোহালি ও ইন্দোরে জিতে সিরিজ পকেটে পুরল কে এল রাহুল ব্রিগেড।
এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ৪০০ রানের টার্গেট দেয় ভারত। প্রথম ওভার বল করতে এসে প্রথম দুই বলেই উইকেট পান প্রাসিদ কৃষ্ণা। প্রথম বলে ফেরান ম্যাথিউ শর্টকে। দ্বিতীয় বলে শূন্য রানে ফেরান স্মিথকে। ৯ ওভার নাগাদ ফের বৃষ্টি শুরু হয়। ডাকওয়ার্থ লুইসে অস্ট্রেলিয়ার টার্গেট দাঁড়ায় ৩১৭ রান। অশ্বিনের পরপর তিন উইকেটে কার্যত ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। রান আউট হয়ে ফেরেন ক্যামেরুন গ্রিন। কিন্তু ৩৬ বলে ৫৪ রানের ইনিংস আসে সিন অ্যাবটের ব্যাট থেকে। ১৬ বলে ২৩ রান করেন জোসে হ্যাজেলউড।
ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও অশ্বিন। ২ উইকেট প্রাসিদ কৃষ্ণার। ১ উইকেট পেলেন মহম্মদ শামি। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথমে ব্যাট করতে নেমে রুতুরাজ গাইকোয়াড় ফিরলেও শ্রেয়স আইয়ার ও শুভমান গিল বড় পার্টনারশিপ করেন। কেরিয়ারের ৬ নম্বর সেঞ্চুরি করেন শুভমান গিলও। দুই ব্যাটসম্যান আউট হলেও আক্রমণ থামায়নি ভারত। অধিনায়ক কে এল রাহুলের ব্যাটে আসে ৩৮ বলে ৫২ রানের ইনিংস। ইশান কিষাণ করেন ১৮ বলে ৩১ রান। ৩৭ বলে ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন সূর্যকুমার যাদব। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত তোলে ৩৯৯ রান।
ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জোড়া সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে ১১ মাস পরে সেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ার। সেঞ্চুরি করেই সিন অ্যাবটের ডেলিভারিতে ১০৫ রানে ফেরেন তিনি। এদিকে সেঞ্চুরি করে ফেললেন শুভমান গিলও। ভারতের রান ৫ উইকেটে ৩৭৫। পাশাপাশি শ্রেয়সের ও গিলের উইকেট হারানোর পর অধিনায়ক কে এল রাহুল ও সূর্য কুমার যাদবও হাফ সেঞ্চুরি করেন।
এদিন ইন্দোরে একাধিক পরিবর্তন করে ভারত, অস্ট্রেলিয়া দুই দলই। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে বিশ্রাম দেওয়া হয়। নেতৃত্ব দেন স্টিভ স্মিথ। ছিলেন না মিচেল মার্শও। ভারতীয় দলে দুই তারকা পেসার বুমরা ও সিরাজকেও বিশ্রামে পাঠানো হয়। রুতুরাজ গাইকোয়াড় শুরুতে আউট হলেও অধিনায়ক কে এল রাহুলের উদ্বেগ কমালেন দুই ব্যাটসম্যান। এই ম্যাচ জিতলেই সিরিজ জিতে নেবে টিম ইন্ডিয়া।
টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে একটা উইকেট গেলেও হাল ধরে গিল ও শ্রেয়স।দুজনেরই জোড়া সেঞ্চুরিতে রীতিমত কুপোকাত অস্ট্রেলিয়ার বোলাররা। গিল ৯৭ বলে ১০৪ এবং আইয়ার ৯০ বলে ১০৫ রান করে আউট হলে ম্যাচে আরও গতি আসে। এরপরে কিষান, রাহুল, ও যাদবের ঝড়ো ইনিংসের উপর ভর করে ৫ উইকেট হারিয়ে ভারত ৩৯৯ রান করে। এছাড়া সিন ও গ্রীন দুজনেই বলের ধারাবাহিকতা হারিয়ে ফেলে। অস্ট্রেলিয়াকে এখন জিততে হলে ৫০ ওভারে ৪০০ রান করতে হবে।