Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

ImanChakraborty

Iman: ইমনের জন্মদিন, গান গেয়ে-কেক কেটে উদযাপন করলেন বৃদ্ধাশ্রমে

গায়িকা ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) জন্মদিন ১৩ সেপ্টেম্বর, বুধবার। তবে জন্মদিন (Birthday) আসার আগেই শুরু হয়ে গেল উদযাপন। মঙ্গলবারই পাওয়া গেল সেই ঝলক। গায়িকাকে সারপ্রাইজ দিতে  চেয়েছিলেন তাঁরই ছাত্রছাত্রী এবং প্রোডাকশনের সহকর্মীরা। ইমনের রুচি তাঁরা জানেন, তাই তাঁকে নিয়ে গিয়েছিলেন বৃদ্ধাশ্রমে। ইমনও সেখানে গিয়ে খুব খুশি।


জন্মদিনের সকালে ইমনকে দেখা গেল একেবারে সাধারণ চেহারায়। সাদা রঙের টপের সঙ্গে সবুজ ট্রাউজার্সে দেখা গিয়েছে গায়িকাকে। তাঁকে পেয়ে ভীষণ খুশি বৃদ্ধাশ্রমের আবাসিকরা। ইমনকে তাঁরা নিজের করে নিয়েছিলেন। প্রবীণারা গান গেয়েছেন ইমনের জন্য। ইমনও গান শুনিয়েছেন তাঁদের। সেই মুহূর্তে সামাজিক মাধ্যমে লাইভও করেছিলেন গায়িকা।


জন্মদিনে খাওয়া দাওয়া হবে না, তা কি হয়! কেক কাটা থেকে দুপুরের ভোজ হয়েছে বৃদ্ধাশ্রমেই। গায়িকার জন্মদিন উপলক্ষে মেনু ছিল, ভাত, ডাল, বেগুন ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, সর্ষে ইলিশ, ফুলকপি আলুর তরকারি, পনির, চাটনি, পাঁপড়  এবং শেষ পাতে ছিল মিষ্টি। ইমন নিজেই পরিবেশন করে, যত্ন নিয়ে খাইয়েছিলেন সকলকে। 


ইমনের ছাত্রছাত্রী ও প্রোডাকশনের সদস্যরা তো ছিলেন। ইমনের স্বামী নীলাঞ্জনকেও দেখা গিয়েছে ইমনের পাশে। জন্মদিন এভাবে শুরু করে যে ইমনের মুখে হাসি ফুটেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।


8 months ago
Iman: ইমনের কণ্ঠে পছন্দের গান শুনতে না পেয়ে বিষণ্ণ খুদে, এরপর গায়িকা যা করলেন

শুধুমাত্র বয়সে পরিণতরা নয়, গায়িকা ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) কণ্ঠের জাদুতে মোহিত খুদেরাও। মাস কয়েক আগে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল একটি ভিডিও। তাতে দেখা গিয়েছিল ট্রেন সফরে বাবার কোলে রয়েছে ছোট্ট একটি শিশু। সে আবার ইমনের গলায় 'ইনি বিনি টাপা টিনি' না শুনলে ঘুমায় না। গায়িকা (Singer) ইমন চক্রবর্তী নিজেই সেই ভিডিও শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যমে। সম্প্রতি আরও একটি ভিডিও মুগ্ধ করেছে নেটিজেনদের।

সম্প্রতি ইমন গিয়েছিলেন এক কাজের একক অনুষ্ঠানে। সেখানে তিনি নিজের পছন্দের বেশ কিছু গান গেয়েছেন। দর্শকেরা ইমনের সুরের জাদুতে আচ্ছাদিত হয়েছেন। কিন্তু কনসার্ট শেষে অডিটোরিয়ামের কোণে মুখ ভার করে বসেছিল এক খুদে। তাঁর অনুযোগ, ইমন তার পছন্দের 'আলাদা আলাদা' গানটি মঞ্চে গাননি। প্রসঙ্গত এই গানটি 'অর্ধাঙ্গিনী' সিনেমার জন্য গেয়েছেন ইমন। এই খবর পৌঁছালো ইমনের কানে।

দেরি না করে ইমন ব্যাক স্টেজে ডেকে নেন খুদেকে। এরপর খুদের দু হাত ধরে কাছে ডেকে গেয়ে শোনান তার প্রিয় গানটি। ইমনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিল ছোট্ট শ্রোতা। আবার গলায় মিলিয়েছে ইমনের গানে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই ভাইরাল হয়েছে। এমন মুহূর্তেই তো ইমনের গায়িকা হিসেবে স্বার্থকতা। তাই জন্যই তো ইমনের জন্য শ্রোতাদের এত উজাড় করে দেওয়া ভালোবাসা।

11 months ago
Iman Chakraborty: আর বিলম্ব না করে ইমনের নতুন মিউজিক ভিডিওর ঘোষণা

গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty) অবশেষে সুখবর দিলেন। না না, যা ভাবছেন তা নয়। সামাজিক মাধ্যমে মুক্তি পেতে চলেছে ইমনের নতুন মিউজিক ভিডিও। গায়িকা নিজেই সামাজিক মাধ্যমে সেই ঘোষণা করেছেন। নতুন গানের নাম দিয়েছেন, 'তোমাকে দেখব বলে। ' গানটি গেয়েছেন ইমন নিজেই। গানের কথা লিখেছেন, দীপাংশু আচার্য। গানটির কিউরেটর ইমনের স্বামী তথা সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষ।

ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে শিডিউল হয়ে গিয়েছে গানের ভিডিওটি। বিকেল ৫টা বেজে ৩০ মিনিট থেকেই গানটি শোনা যাবে ও দেখা যাবে। গায়িকা হিসেবে যথেষ্ট সুনাম কামিয়েছেন ইমন। জাতীয় পুরস্কার সহ আরও একাধিক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। অন্যদিকে সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষও তাঁর কাজে সিদ্ধহস্ত। উপরি আগ্রহ বাড়ায় গানের সুরকার দীপাঞ্জন আচার্য। তাঁর লেখা 'কিচ্ছু চাইনি আমি' গানটি আজও শ্রোতাদের মুখে ফিরছে।

প্রসঙ্গত 'তোমাকে দেখব বলে' গানটির ঘোষণার আগে ইমনকে নিয়ে এক প্রস্থ চর্চা হয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। এই গানটির প্রচারের জন্যই ইমন সামাজিক মাধ্যমে লিখেছিলেন, 'আর বিলম্ব নয়'। নেটিজেনরা ধরে নিয়েছিলেন, গায়িকা বোধহয় পরোক্ষভাবে তাঁর সন্তানসম্ভবা হওয়ার কথা ঘোষণা করেছেন। যদিও ইমন পরবর্তীতে স্পষ্ট করে নেট মাধ্যমে লেখেন, কথাগুলি তিনি লিখেছিলেন নতুন গান আসছে বলে।

11 months ago


Iman Chakraborty: সন্তানসম্ভবা ইমন? জল্পনার জবাব দিলেন নিজেই

বাঙালি শ্রোতা ও নেটিজেনদের পছন্দের গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। ২০২১ সালের জানুয়ারি মাসে সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষকে বিয়ে করেছিলেন ইমন। সাংসারিক জীবন যে তাঁদের জমজমাট তা দর্শকেরা জানেন। এরই মাঝে ইমনের একটি ফেসবুক পোস্টে নেট দুনিয়ায় জল্পনা শুরু হয় গায়িকাকে নিয়ে। ইমন সন্তানসম্ভবা, এই গুঞ্জনা ছয়লাপ হয় সামাজিক মাধ্যম।

ইমন চক্রবর্তী সামাজিক মাধ্যমে একটি পোস্টে লেখেন, 'আর বিলম্ব না না।' এই পোস্ট দেখেই নেটিজেনরা ধরে নেন ইমন অন্তঃসত্বা। পোস্টের নিচে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে। এক নেটিজেন লেখেন, 'অনেক শুভেচ্ছা জগন্নাথ আসছে ইমনের ঘরে।' একশোর বেশি কমেন্টে কেবল 'কংগ্রাচুলেশন্স' মন্তব্য আসতে থাকে গায়িকার কাছে। গায়িকাকে নিয়ে যখন জল্পনা ক্রমশ গাঢ় হচ্ছে, তখনই সেই জল্পনার হাঁড়িতে ঢিল ছুড়লেন গায়িকা।

ইমন সামাজিক মাধ্যমে আবারও একটি পোস্ট দিয়ে লেখেন, 'বন্ধুগণ আমি আমার গানের কথা বলছিলাম। অন্য ভালো খবর হলে আমরা নিজেরাই আপনাদের দেব। দয়া করা অন্য কিছু ভাববেন না।' গায়িকার এই বক্তব্যে মন ভেঙেছে অনেক ভক্তের। ইমনের পোস্টের নিচে একজন কমেন্ট করেছেন, 'খবর হোক তাড়াতাড়ি।'


11 months ago
KK-Iman: 'ইয়াদ আয়েঙ্গে...', কেকে-র মৃত্যুবার্ষিকীতে বিষণ্ণ ইমন চক্রবর্তী

২০২২ সালের ৩১ মে সারা দেশবাসীর জন্য এক অভিশপ্ত দিন ছিল। গতবছরের এদিনই সবাইকে ছেড়ে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কেকে (KK)। তাঁর আকস্মিক প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই তাঁর অনুরাগীরা কান্নায় ভেঙে পড়েন। কেউ বিশ্বাসই করতে পারছিলেন না যে, তিনি আর এই দুনিয়ায় নেই। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী (Death Anniversary)।

কলকাতাবাসীদের কাছে তাঁর মৃত্যু আরও বেশি বেদনাদায়ক, কারণ তিনি এই 'সিটি অফ জয়'-এ এসেই তাঁর শেষ গান গেয়ে গিয়েছেন। তাঁর সেই মন জুড়নো হাসি শেষ দেখেছিলেন এই শহরবাসীই। ফলে তাঁর চলে যাওয়া যে একেবারেই মেনে নিতে পারে না এই শহর। আজকের দিনে সারা দেশজুড়ে অনুরাগীরা তাঁর কথা স্মরণ করেছেন। কেকে-এর অনুরাগীদের মধ্যে আরও একজন হলেন বাঙালি সংগীতশিল্পী ইমন চক্রবর্তীও। তিনি তাঁর ইনস্টাগ্রামে কেকে-এর কথা স্মরণ করে ছবি শেয়ার করেছেন।

কৃষ্ণকুমার কুন্নাথের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে পুরো বিনোদন জগত। এরপর বছর ঘুরতেই অর্থাৎ আজ, তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ করেছেন একাধিক সংগীতশিল্পী। পাপন, শান থেকে শুরু করে ইমন, জিৎ গাঙ্গুলি, অনুপম সবাই তাঁর কথা স্মরণ করে সমাজমাধ্যমে পোস্ট শেয়ার করেছেন। ইমন ইনস্টাগ্রামে কেকে-র ছবি শেয়ার করে লিখেছেন 'আমরা তোমাকে ভালোবাসি'। আর ছবিতে লেখা, 'ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল।'

11 months ago


Iman: মঞ্চে গান গাইতে উঠতেই নিভে গেল কারেন্ট, দর্শকদের ফোনের আলোয় গাইলেন ইমন

অনুষ্ঠান করতে গিয়ে বিপাকে পড়লেন গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। সম্প্রতি গায়িকা হলদিয়ায় গিয়েছিলেন অনুষ্ঠান করতে। প্রথমে সব ঠিকই ছিল। গান গাইতে শুরু করলেন ইমন। দর্শকেরা বারবার তাঁকে অনুরোধ করছিলেন, 'ইন্দুবালা ভাতের হোটেল' সিরিজের 'পাখিদের স্মৃতি' গানটি গাইতে। তাঁদের অনুরোধ রেখে ইমন যেই না গানটি গাইতে শুরু করেছেন, তখনই বিপত্তি। হঠাৎ করেই অডিটোরিয়ামের সমস্ত এল নিভে যায়। ইমন সামান্য বিপাকে পড়লেও দর্শকদের বুদ্ধিতে দারুণ মুহূর্ত তৈরি হল।

অডিটোরিয়ামে উপস্থিত দর্শকেরা নিজেদের ফোনের টর্চ লাইট জ্বালিয়ে দিলেন।জোনাকির মতো আলোয় সেজে উঠেছিল অডিটোরিয়াম। জেনারেটারে আগে থেকেই মিউজিক নেওয়া ছিল। তাই ইমন গান ধরলেন, 'বৃষ্টির স্মৃতি যুদ্ধ বিরতি ভিজে ওঠে অবরোধে, রাস্তার স্মৃতি সারমেয় ভীতি জেগে থাকে অপরাধে।'

সম্প্রতি ইমন নিজের সামাজিক মাধ্যমে সেই ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'পাখিদের স্মৃতি গানের মাঝেই হঠাৎ বাইরে প্রচন্ড ঝড়-বৃষ্টি শুরু হয়ে যায় আর তার সাথে অফ হয়ে যায় কারেন্ট। গোটা অডিটরিয়াম যখন অন্ধকারে আচ্ছন্ন, সেই সময় দর্শকরা যখন মোবাইলের ফ্ল্যাশ জ্বেলে তার শিল্পী কে আলো দেয়, এর চেয়ে আনন্দের মুহূর্ত আর কিছু হতে পারে না একজন শিল্পীর কাছে।'

12 months ago
Iman: 'কাঁথিতে আটক বাদ্যযন্ত্র শিল্পীরা', ফেসবুকে আর্তি ইমন-লোপামুদ্রার

শুভশ্রী মুহুরী: প্রভাবশালী জোর জুলুমে আটকে রয়েছেন বাদ্যযন্ত্র শিল্পীরা, তাঁদের বাঁচাতে এবার সামাজিক মাধ্যমের সহায়তা নিলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty) ও লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra)। করজোড়ে সকলের কাছে কাতর আর্তি জানাচ্ছেন 'আটক' সহকর্মীদের জন্য। গায়িকা লোপামুদ্রা মিত্র শনিবার সামাজিক মাধ্যমে লাইভ আসেন। তিনিই প্রথমে সহকর্মীদের দুরাবস্থার কথা জানান। এরপর লাইভে আসেন ইমন চক্রবর্তী। তিনিও আর্তি জানান সকলের কাছে।



লোপামুদ্রা মিত্র বলেন, 'খবর পেলাম আমার কয়েকজন মিউজিশিয়ান বন্ধু কাঁথিতে অনুষ্ঠান করতে গিয়ে আটকে রয়েছেন। ঠিক কী কারণে তাঁদের আটকে রাখা হয়েছে তা নিয়ে নিশ্চিত নই। তবে আমিও এরকম পরিস্থিতির মধ্যে পড়েছি তাই ধারণা করতে পারি নিশ্চয় অর্গানাইজার সংক্রান্ত সমস্যায় পড়েছে। আমি এই বিষয়ে কলকাতা পুলিস ও পশ্চিমবঙ্গের তথ্য-সংস্কৃতি বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।'


গায়িকা লোপামুদ্রার লাইভ দেখে ইমন চক্রবর্তীও লাইভে আসেন। তিনি বলেন, 'গানবাজনা করতে চাওয়ার পরিণাম কী এই যে একটা দলকে চার পাঁচদিন আটকে রাখা হবে? যারা এই কাজ করেছেন তাদের দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি পশ্চিমবঙ্গ সরকারকে করজোড়ে অনুরোধ করব যে যত তাড়াতাড়ি সম্ভব একটা ব্যবস্থা নিন।'

one year ago
Iman: ইউটিউব থেকে রাতারাতি গায়েব ইমন চক্রবর্তীর চ্যানেল! কোন নিয়ম লঙ্ঘন

রাতারাতি ইউটিউব (Youtube) থেকে সরে গেল গায়িকা ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) চ্যানেলের সমস্ত গান। বর্তমানে সামাজিক মাধ্যমগুলি শিল্পীদের জন্য এক বিরাট দুনিয়ার দরজা খুলে দিয়েছে। ফেসবুক-ইউটিউবের মতো প্ল্যাটফর্ম শিল্পকলার প্রচার এবং উপার্জনের সুযোগ করে দিয়েছে। অধিকাংশ শিল্পীরাই সেই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। তাঁদের মধ্যে অন্যতম ইমন। তিনি বহু গানের ভিডিও আপলোড করেছিলেন সামাজিক মাধ্যমে। সেই গানগুলি আর নেই ইউটিউবে।

মঙ্গলবার সকালে ইমন সামাজিক মাধ্যমে লেখেন, 'আজ সকালে ইউটিউব থেকে একটি মেইল পেলাম যে তারা আমার চ্যানেল সরিয়ে দিয়েছে। আমার কোনও ধারণা নেই আমি কী করেছি বা কোন নিয়ম আমি লঙ্ঘন করেছি। আমরা এতটা বিনিয়োগ করার পর হঠাৎ করেই এই মেইল আসে এবং চ্যানেলটি চলে যায়। এই বিষয়টি ভয়ঙ্কর। খুবই দুৰ্ভাগ্যজনক।'

এই খবর শুনে মন খারাপ ইমনের শ্রোতা ও দর্শকদের। ইমনের তরফে ইমেইলে যোগাযোগ করা হয়েছে ইউটিউব কর্তৃপক্ষের কাছে। তাঁরা জানতে পারছেন কোনও একটি নিয়ম লঙ্ঘন করাতেই এই শাস্তি। তবে তা কী এখনও জানা যায়নি।

one year ago


Iman: ফল কিনতে গিয়ে অশালীন ইঙ্গিতের শিকার গায়িকা ইমন! থানার দ্বারস্থ শিল্পী

মাঝরাতে গায়িকা ইমনকে (Iman Chakraborty) অশালীন ইঙ্গিতের অভিযোগ। পুলিসের দ্বারস্থ জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী। এই ঘটনায় (Lewd Comments) গ্রেফতার এক। খাস কলকাতায় (Kolkata Incident) একটি ফলের দোকানে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির শিকার হতে হয়েছে ইমন চক্রবর্তীকে। এমনটাই গায়িকার তরফে অভিযোগ। জানা গিয়েছে, প্রতিদিনই ইমন, তাঁর স্বামী এবং কিছু বন্ধু-সহ ব্যাডমিন্টন খেলতে যান। বৃহস্পতিবারও খেলতে গিয়েছিলেন তিনি। খেলা শেষ করে বাড়ি ফেরার পথে একটি ফলের দোকানে যান।

ফল কিনতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েন গায়িকা ইমন চক্রবর্তী। নানারকম ফলের নামকরণ করে ব্যঙ্গ করতে থাকেন এক ব্যক্তি। এমনকি শারীরিকভাবেও নানা কুরুচিকর ইঙ্গিত করেন অভিযুক্ত বলে খবর।

এই ঘটনার প্রতিবাদ ফেসবুক লাইভে এসে করেন সঙ্গীতশিল্পী। তিনি জানান, অশালীন অচরণ মেনে নিতে না পেরে সেই ব্যক্তির বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন। পুলিস অভিযুক্ত গ্রেফতার করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অশালীন,অসভ্যতা,নিকৃষ্টতর আচরণের বিরুদ্ধে অভিযোগ করেন গায়িকা। তিনি ফেসবুক লাইভে এসে নারী সুরক্ষা ব্যবস্থা নিয়ে সোচ্চার হয়েছিলেন।

এটাও বলেন, 'আমরা মেয়েরা বাইরে বেরোয়,রাস্তায় চলাফেরা করি তাই অনেক সমস্যার শিকার হতে হয়। তাই কখনও অন্যায়ের সঙ্গে আপস না করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন।' 

one year ago