Breaking News
Mahua Moitra: লোকসভায় খারিজ মহুয়ার সাংসদ পদ, পাশে মমতা, তোপ বিজেপিকে      ED: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষকের বাড়িতে ইডি হানা!      Ragging: যাদবপুরে ফের র‍্যাগিংয়ের অভিযোগ! প্রথম বর্ষের ছাত্রকে ফোন করে দেওয়া হত হুমকি...      Film Festival: শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে 'বাদশা' নয় ভাইজান      SSKM: বেড নেই এসএসকেএম-এ! দেড় বছরের শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে      BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন     

IPLMatch

Durgapur: আইপিএল ম্যাচে লক্ষ লক্ষ টাকা বেটিংয়ের অভিযোগে গ্রেফতার এক যুবক

আইপিএল ম্যাচ (IPL match) চলাকালীন অনলাইন বেটিংয়ের (Batting) অভিযোগ। ঘটনায় অভিযুক্ত এক যুবক। দুর্গাপুর (Durgapur) থানার পুলিসের জালে ধরা পড়েছে ওই অভিযুক্ত যুবক এবং বাজেয়াপ্ত করা হয়েছে চারটি মোবাইল ও দুটি ডাইরি সহ নগদ পাঁচ লক্ষ ৩০ হাজার ৭৪০ টাকা। 

বৃহস্পতিবার, রাতে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের সঙ্গে খেলা চলছিল। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতেও অনলাইন বেটিং শুরু করেছিল ধৃত যুবক। তখনই অনলাইন লোকেশন ট্র্যাক করে মেনগেটের নিউ স্টিল পার্কে পৌঁছে যায় দুর্গাপুর থানার পুলিস। হাতেনাতে ধরা পড়ে মহম্মদ নিয়াজ খান নামের ওই যুবক।

পুলিস সূত্রে জানা গিয়েছে, বেটিংয়ের নির্দিষ্ট অ্যাপে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই বেটিং চলে। অনলাইনে নগদ টাকা লেনদেন হয় অ্যাপের মাধ্যমে। এক অ্যাপে দেশের যে কোনও প্রান্ত থেকে বেটিংয়ে অংশ নেওয়া যায়। এই চক্র দুর্গাপুরের মেনগেট এলাকা থেকেও চলছিল বলে অভিযোগ উঠেছে। গোপন তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিস। মোবাইল লোকেশন ট্র্যাক করা শুরু করে পুলিস। তারপরেই পুলিসের জালে ধরা পড়ে এক যুবক। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে পুলিস। 


7 months ago
Eden: আইপিএল-র ম্যাচে টিকিটের কালোবাজারি! ৭০০ টাকার টিকিটের দর ২ হাজার টাকা

বিক্রেতা: দাদা আইপিএলের টিকিট লাগবে?

ক্রেতা: কত?

বিক্রেতা: কোন টিকিট লাগবে?

ক্রেতা: ১০০০ টাকার টিকিট!

বিক্রেতা : ৩৫০০ টাকা।

ক্রেতা: একটু কম হবে না।

বিক্রেতা: না।

তেমন কিছু না, এটা ইডেনে আইপিএল-র টিকিট নিয়ে দরদামের কথোপকথন সিএন ডিজিটালের প্রতিনিধি মণি ভট্টাচার্য ও একজন অসৎ ব্যবসায়ী অর্থাৎ টিকিটের কালোবাজারির সঙ্গে যুক্ত এক ব্যক্তির। কোথাও এই টিকিট বিক্রির চেষ্টা চলছে ৩০০০ টাকায়, কোথাও আবার ৩৫০০ টাকা। এই মরশুমের আইপিএলে ইডেনে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার। কলকতার ঘরের মাঠের বিপক্ষে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অর্থাৎ বিরাট কোহলির দল, ৮৩ দিন পর ইডেনে নামছেন কিং কোহলি। এছাড়া ২০১৯-এর পর এই ২০২৩, কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে আইপিএল খেলতে নামছে।  ফলে স্বাভাবিক কোহলির ঝড়ে এবং নাইট রাইডার্সের ভাবেই মেতে রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স। এরই মধ্যে ইডেনের টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ উঠল একদল অসৎ কারবারীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার ইডেনে খেলার আগে উন্মাদনা রয়েছে চোখে পড়ার মতো। স্বাভাবিক ভাবেই শহরের ক্রিকেটপ্রেমী জনতার মধ্যে বৃহস্পতিবারের ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। এরই মধ্যে অভিযোগ মাঠের পিছন দিকে ৭০০ টাকার টিকিট বিক্রি হচ্ছে কারও কাছে ২০০০ টাকা। আবার কারও কাছে ১৫০০ টাকা।

বুধবার গোটা দিন এভাবেই চললো আইপিএল টিকিটের কালোবাজারি। বৃহস্পতিবার আইপিএলে ইডেনে ৬৮ হাজার আসন যে টইটম্বুর থাকবে নিশ্চিত। কিন্তু এই কালোবাজারি নিয়ে অভিযোগ তুলছে সাধারণ ক্রিকেট প্রেমীরা। এ বিষয়ে নিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের ফোনে পাওয়া যায়নি।

8 months ago