Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

IPL2023

Shraddha: আইপিএল ফাইনালে বৃষ্টির নেপথ্যে রয়েছেন শ্রদ্ধা! কেন এমন দাবি নেটিজেনদের

২৮ মে, রবিবার অঝোরে বৃষ্টি পড়ে, আর এর জন্য একেবারে লন্ডভন্ড হয়ে যায় আইপিএলের (IPL) ফাইনাল ম্যাচ। আহমেদাবাদ মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ ছিল, আর সেই দিনটার জন্যে ভক্তরা কয়েক মাস ধরে মুখিয়ে বসেছিলেন। কিন্তু প্রাকৃতিক কারণে সবকিছুই ভেস্তে যায়। ফলে স্বাভাবিকভাবেই ম্যাচ বাতিল করা হয়। কিন্তু এই বৃষ্টি হওয়ার পিছনে নাকি হাত রয়েছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor)? শুনতে অবাক লাগলেও এমনটাই দাবি করছেন আইপিএল ফ্যানরা। কিন্তু কী এমন কারণ রয়েছে, যার জন্য শ্রদ্ধাকে দোষারোপ করা হচ্ছে ম্যাচ বাতিল হওয়ার জন্য?

দেখা গিয়েছে, রবিবার খেলা শুরু হওয়ার আগে জিও সিনেমা-র স্টুডিয়োতে এসেছিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বিজ্ঞাপনের জন্যই বলিউড অভিনেত্রীকে আনা হয়েছিল আইপিএলের অনুষ্ঠানে। আর এই শ্রদ্ধারই একাধিক গান রয়েছে, যা তিনি বৃষ্টিতে ভিজে ভিজে করেছেন। তাঁর জনপ্রিয় কিছু ছবি 'আশিকি টু', 'বাঘি', 'হাফ গার্লফ্রেন্ড', 'এক ভিলেন'। এই ছবির কিছু বিখ্যাত গান রয়েছে যেমন- 'তুম হি হো', 'ছম ছম', 'বারিশ' এগুলোতে শ্রদ্ধা বৃষ্টিতে ভিজে শ্যুট করেছেন। অর্থাৎ প্রতিটি গানেরই কমন ফ্যাক্টর হল বৃষ্টি ও শ্রদ্ধা। ঠিক এই কারণেই নেটিজেনরা শ্রদ্ধাকে দায়ী করেছেন। সমাজমাধ্যমে মিমে ছড়াছড়ি যে, 'ম্যাচের আগে শ্রদ্ধাকে নিয়ে আসলে বৃষ্টি তো হবেই।'

তবে শ্রদ্ধাও বিষয়টি মজার ছলেই দেখছেন। শ্রদ্ধা নিজেই তাঁর ইনস্টা স্টোরিতে হাসির ইমোজি দিয়ে ফ্যানের কমেন্ট পোস্ট করেছেন।


11 months ago
IPL: আইপিএলের প্লে-অফে ডট বল হলেই লাভ পরিবেশের! বিসিসিআই-এর অভিনব উদ্যোগ

চার-ছক্কা বা উইকেট নয়। আইপিএলের (IPL 2023) প্লে-অফে যত ডট বল হবে ততই লাভ পরিবেশের। এমনই অভিনব উদ্যোগ নিয়েছে বিসিসিআই (BCCI)। তিনটি প্লে-অফ এবং ফাইনাল, এই চারটি ম্যাচে ডট বল পিছু ৫০০টি করে চারাগাছ লাগাবে ভারতীয় বোর্ড।

এমনিতে ক্রোড়পতি লীগের খেলায় প্রচুর জল নষ্ট নিয়ে অতীতে বহু বিতর্ক হয়েছে। এমনকী মহারাষ্ট্রে খরার সময় খেলার মাঠে প্রচুর জল ‘নষ্ট’ নিয়ে মামলাও হয়েছে। কিন্তু এবার তেমন কোনও বিতর্ক দেখা যায়নি। উলটে বিসিসিআই (BCCI) অভিনব উদ্যোগ নিয়েছে যাতে বিশ্ব উষ্ণায়ণ রোধে কিছুটা হলেও সহযোগিতা করা যায়।

আইপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত, প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল, এই চারটি ম্যাচে যতগুলি ডট বল হবে তার জন্য চারাগাছ লাগাবে আইপিএল কর্তৃপক্ষ। প্রতিটি ডট বলের জন্য ৫০০টি চারাগাছ লাগানো হবে। অর্থাৎ মহম্মদ শামি বা দীপক চাহাররা যত ডট বল করবেন, ততই লাভ পরিবেশের। টুর্নামেন্ট শেষে গোটা দেশে এই চারাগাছগুলি লাগানো হবে। এগুলির রক্ষণাবেক্ষণও করবে বোর্ড।

আইপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত, প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল, এই চারটি ম্যাচে যতগুলি ডট বল হবে তার জন্য চারাগাছ লাগাবে আইপিএল কর্তৃপক্ষ। প্রতিটি ডট বলের জন্য ৫০০টি চারাগাছ লাগানো হবে। অর্থাৎ মহম্মদ শামি বা দীপক চাহাররা যত ডট বল করবেন, ততই লাভ পরিবেশের। টুর্নামেন্ট শেষে গোটা দেশে এই চারাগাছগুলি লাগানো হবে। এগুলির রক্ষণাবেক্ষণও করবে বোর্ড।

11 months ago
IPL: 'কোহলি ক্রিকেটের আইকন', বিরাট-গম্ভীর বিতর্কে প্রতিক্রিয়া দিলেন রবি শাস্ত্রী

বিরাট কোহলি (Virat Kohli) এবং গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সম্পর্ক বারবার আইপিএলের ময়দান উত্তপ্ত করছে। চলতি আইপিএল সিজনে চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস ম্যাচ জেতার পরই গম্ভীর মুখে আঙুল দিয়ে চুপ করার ইশারা করেছিলেন বিরাটের দিকে তাকিয়ে। কিন্তু বিরাট কি চুপ করে থাকার মানুষ! গত সোমবার একানা স্টেডিয়ামে প্রথম থেকেই আগ্রাসী ভূমিকায় দেখা গিয়েছিল বিরাটকে। ম্যাচের মাঝেই বিরাট এবং গম্ভীর একে অপরকে রক্তচক্ষু দেখান। অন্যদিকে নবীন-উল-হকের সঙ্গেও বিবাদে জড়িয়ে পড়েন বিরাট। এই নিয়ে বিতর্ক চলছেই। এরই মাঝে এই বিষয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।

প্রতিক্রিয়া দিয়ে রবি শাস্ত্রী বললেন, 'তাঁরা যথেষ্ট ক্রিকেট খেলেছেন। গৌতম দুই বার বিশ্বকাপ জিতেছেন। অন্যদিকে বিরাট একজন আইকন। দু'জনেই দিল্লি থেকে এসেছেন। আমার মনে হয়, সবচেয়ে ভালো হবে যদি দু'জন মুখোমুখি বসে বিষয়টি মিটিয়ে নেন। খুব তাড়াতড়ি তাঁদের রাগ কমে গেলে বুঝতে পারবেন, আরও ভালো করে বিষয়টি তাঁরা মিটিয়ে নিতে পারতেন।' 

অন্যদিকে, মাঠের মাঝেই খেলোয়াড়দের এই আচরণ মেনে নিতে নারাজ আইপিএল কর্তৃপক্ষ। বিরাট-গম্ভীর এবং নবীনকে এই বিষয়ে শাস্তিও ঘোষণা করা হয়েছে। বিরাট এবং গম্ভীরকে ম্যাচ ফি-র পুরো টাকা জরিমানা দিতে নির্দেশ দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ এবং নবীনকে তাঁর ম্যাচ ফি-র ৫০% জরিমানা দিতে হবে।


12 months ago


Dhoni: 'এই বছরই শেষ আইপিএল ধোনির?' প্রশ্ন শুনে রেগে আগুন শেহবাগ

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ (Virender Shehwag) এবং মহেন্দ্র সিং ধোনির সখ্যতার কথা কে না জানে! এবার ধোনির হয়েই সুর চড়ালেন শেহবাগ। ২০২৩ আইপিলের শুরু থেকেই মহেন্দ্র সিং ধোনিকে একটি প্রশ্নের মুখে বারংবার পড়তে হয়েছে, 'এই বছরই কি তিনি শেষ আইপিএল খেলবেন?' এই প্রশ্নে বেশ রেগে গিয়েছেন বীরেন্দ্র শেহবাগ। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ধোনির অবসর নিয়ে সরব হলেন প্রাক্তন ক্রিকেটার।

ধোনির অবসর প্রসঙ্গে শেহবাগ বললেন, 'আমি বুঝতে পারছি না কেন তাঁকে বারবার এই প্রশ্ন করা হচ্ছে? যদি এটা শেষ বছর হয়েও থাকে, এই নিয়ে প্লেয়ারকে প্রশ্ন করার কী আছে? এই সিদ্ধান্ত তাঁর নিজের। তাঁকেই এই সিদ্ধান্ত নিতে দিন। সম্ভবত ধোনির থেকে বলিয়ে নিতে চাওয়া হচ্ছে যে এই আইপিএলেই শেষ খেলছেন তিনি। শেষ বছর, নাকি শেষ বছর না, তা একমাত্র ধোনিই জানেন।'

অন্যদিকে আইপিএলের কমেন্টেটর ড্যানি মরিসন ধোনিকে এই একই প্রশ্ন করলে, তিনি বেশ বুদ্ধিদীপ্ত জবাব দেন। ধোনি বলেন, 'আমি এই বছরই শেষ খেলব, এই কথা বিশেষজ্ঞরা বলছেন। আমি বলছি না।'

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ চেন্নাই সুপার কিংসে ধোনির গুরুত্ব নিয়ে কথা বলেন। তিনি বলেন, 'ক্যাপ্টেন কুল কোনওভাবেই আর ক্রিকেটার হিসেবে খেলছেন না, পরামর্শদাতা হিসেবে খেলছেন।'

12 months ago
IPL: মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে নামছে গুজরাত, লড়াই জারি মুম্বইয়েরও

পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস পরপর তিন ম্যাচ জয়ের পর শনিবারই হেরেছে পঞ্জাব কিংসের কাছে। মূলত ডেথ ওভারে বোলারদের হতশ্রী পারফম্যান্সের জন্য কপালে ভাঁজ পড়তে বাধ্য অধিনায়ক রোহিত শর্মার। জফ্রা আর্চার, জেসন বেহরেনডর্ফ, অর্জুন তেন্ডুলকর সমৃদ্ধ বোলিং লাইন আপ ওভার প্রতি ১০ এর বেশি রান দিয়েছে। পীযূষ চাওলা, হৃতিক শোকিনরা অবশ্য আঁটসাঁট বোলিং করছেন। আজ, মঙ্গলবার তাই মুম্বইয়ের লক্ষ্য আমদাবাদে গুজরাত টাইটানসকে হারিয়ে আবার জয়ের সরণিতে ফেরা।

তবে মুম্বইয়ের জন্য সবচেয়ে ভাল খবর, সূর্যকুমার যাদবের ফর্মে ফিরে আসা। রোহিত শর্মা ও ঈশান কিষন খারাপ সময় অনেকটাই কাটিয়ে উঠেছেন। ক্যামেরন গ্রিন বল হাতে কার্যকরী ভূমিকা না নিলেও ব্যাট হাতে নিজের কাজ দলের প্রয়োজন অনুযায়ী ভালই করছেন।

সোমবার প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং ব্যাটসম্যান হিসেবে মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার তুলনা টেনে বলেন, 'শেষ তিন ওভারে ধোনি প্রচণ্ড ভয়ঙ্কর খেলোয়াড়। ও জানে কোন ম্যাচে কাকে কেমন করে খেলতে হবে। কিন্তু ধোনি যখন নামত আমার আর ওভার বাকি থাকত না।'

রোহিতের প্রসঙ্গে হরভজনের মন্তব্য, 'ব্যাটিং শৈলীর দিক থেকে সর্বোতভাবে রোহিত হল অন্যতম সেরা খেলোয়াড়। ফিনিশার হিসেবে ধোনি অতুলনীয়, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিংয়ের দিক থেকে বিচার করলে রোহিত হল এই মুহূর্তে বিশ্বের শ্রেষ্ঠ ক্রিকেটার।'

অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটানসের লক্ষ্য থাকবে পয়েন্ট টেবলে শীর্ষস্থানে উঠে যাওয়ার। এখনও পর্যন্ত তাদের সেরা আবিষ্কার মোহিত শর্মা। রীতিমতো চমক দিচ্ছেন হরিয়ানার এই মিডিয়াম পেসার। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে গত ম্যাচে শেষ ওভারে ১২ রান আটকে নায়ক হয়ে ওঠেন। মাঝের দিকে রশিদ খান, গত ম্যাচে অভিষেক হওয়া নুর আহমেদ রান আটকে উইকেট তুলে নিচ্ছেন। ঘরের মাঠে তাঁকে দিয়েই বাজিমাতের ভাবনা গুজরাত শিবিরের।

12 months ago


Aamir: 'লাল সিং চাড্ডা'র ব্যর্থতা নিয়ে বুমরার সঙ্গে জোক, প্রশংসা কুড়োলেন আমির

বলিউডের তিন খানের মধ্যে অন্যতম আমির খান (Aamir Khan)। বর্তমানে তাঁকে হাতে গোনা ছবিতে দেখা যায়। 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha) ছবিতে তাঁকে শেষ বার দেখা গিয়েছিল। 'ফরেস্ট গাম্প' ছবিটি অবলম্বনে তৈরী হয়েছিল 'লাল সিং চাড্ডা'। নাম ভূমিকায় অভিনয় করেছিলেন আমির খান। কিন্তু এই সিনেমা দর্শকের মনে ধরেনি। আমিরের অভিনয় তেমন ছাপ ফেলতে পারেনি। জনতা জনার্দনের ভালো লাগেনি, ফলে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি। ব্যর্থতার কথা স্বীকার করেই এবার নেটিজেনদের থেকে প্রবল প্রশংসা কুড়োলেন আমির।

আইপিএল চলাকালীন মাঝেমাঝেই টেলিভিশন বা ওটিটির পর্দায় একটি বিজ্ঞাপন দেখা যাচ্ছে। সেই ভিডিওতে আমির খান বুমরাকে বলছেন, 'বল সাবধানে ফেলো। আমি বড় বড় হিট মারি'। অন্যদিকে বুমরা তাকে বলছেন, 'এত হিট মারেন স্যার? তাহলে লাল সিংয়ের কী হল?' বুমরার এই মন্তব্যের কোনও প্রতিবাদ করেননি আমির খান। বরং লাল সিংয়ের ব্যর্থতার কথা ঢোক গিলে সামলে নিয়ে আমির বলেন, 'তুমি ময়দানে দেখা করো।'

অনেক অভিনেতা নিজের ব্যর্থতা মেনে নিতে পারেন না। কিন্তু আমির খান যে সেখানেই আলাদা, তা বুঝিয়ে দিলেন এই বিজ্ঞাপনে। তাঁর এই ভিডিও দেখে আনন্দ পেয়েছে নেটিজেনরা। অনেকে লিখেছেন, 'আমির খান সত্যিই মিস্টার পারফেক্ট। না হলে লাল সিং চাড্ডার ব্যর্থতা নিয়ে মজা করতে পারতেন না।'


one year ago
Mumbai: রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে জয় মুম্বইয়ের! দিল্লির পরাজয়ের ধারা অব্যাহত

রুদ্ধশ্বাস ম্যাচে (IPL 2023) লাস্ট বলে জয় মুম্বইয়ের (MI versus DC)। দিল্লির বিরুদ্ধে মঙ্গলবার, দিল্লির ঘরের মাঠে ছয় উইকেটে জেতে মুম্বই। শেষ ওভারে প্রতিটি বলে নাটকীয় মোড়। শেষ বলে দুই রান নিয়ে মুম্বইকে জেতায় ডেভিড ও গ্রীন। শেষ ওভারে মুম্বইয়ের জিততে পাঁচ রান দরকার ছিল। নোকিয়ের অসাধারণ বোলিংয়ে, শেষ ওভারে কোন বড় শর্ট মারতে পারেনি, মুম্বইয়ের ব্যাটাররা।

টসে জিতে প্রথম বল করা সিদ্ধান্ত নেয় মুম্বই। প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি মোট ১৯ ওভার ৪ বলে ১০ উইকেট হারিয়ে ১৭২ রান করে। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই হয়েছিল মুম্বাইয়ের, কিন্তু স্লগ ওভারে রোহিত শর্মা, তিলক  বর্মা, সূর্য কুমার যাদবের উইকেট পড়ে যাওয়ায়, রীতিমতো চাপে পড়েছিলেন রোহিতরা। ১৯তম ওভারে মুস্তাফিজকে দুটো ছয় মেরে, ম্যাচ কিছুটা নিজের দিকে ঘুরিয়ে নিলেও লুকিয়ে অসাধারণ বোলিং পারফরমেন্সে জিততে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় মুম্বাইকে।

টসে জিতে দিল্লিতে প্রথম ব্যাট করতে পাঠায় রোহিতরা। প্রথমটা সামান্য ভালো হলেও, তারপরেই আস্তে আস্তে ভেঙে পড়তে থাকে দিল্লির ব্যাটিং। দায়িত্বে থাকা অধিনায়ক ওয়ার্নারের ব্যাটে আসে রান। গুরুত্বপূর্ণ অর্ধশতরান আসে অক্ষর প্যাটেলের ব্যাট থেকে। মঙ্গলবার অক্ষর প্যাটেল ২৫ বলে ৫৪ রান করে এবং ৫১ রান করে ঘরে ফেরে ডেভিড ওয়ার্নার ও সঙ্গ দেয় মনীশ পান্ডেরা। ১৭৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে, রোহিত-ইসান কিসনের ব্যাটে ও আসে গুরুত্বপূর্ণ কয়েকটি রান। তারপরে ম্যাচের হাল ধরে নেয় তিলক বর্মা ও রোহিত দুজনেই। রোহিত আউট হলে, মোক্ষম সময় প্রথম বলেই থার্ড ম্যানের কাছে ক্যাচ দেন সূর্যকুমার যাদব। শেষে ডেভিড ও গ্রিনের ব্যাটে আসে ম্যাচ জয়ের জন্য প্রয়োজনীয় রান।

টসে জিতে প্রথম বলের সিদ্ধান্ত নেয় মুম্বই। একটি উইকেট নেয় ঋত্বিক ও দুটো উইকেট নেয় মেরিট। ওদিকে দিল্লির পক্ষে দুজন বলার ছাড়া কারোর ঝুলিতেই নেই কোন উইকেট গুরুত্বপূর্ণ উইকেট। নোকিয়ে ও মুস্তাফিজুর রহমান ও দুটো উইকেট নেয় মুকেশ কুমার। মঙ্গলবার তিনটে ম্যাচ খেলে প্রথম জয় পেল মুম্বাই এবং টানা চারটে ম্যাচ হারতে হলো সৌরভের দল অর্থাৎ দিল্লি ডেয়ার ডেভিলসকে। 

one year ago
RCB: বিরাট বনাম রাহুল! ঘরের মাঠে লখনউয়ের বিরুদ্ধে বেঙ্গালুরুর অগ্নিপরীক্ষা

এবারের আইপিএল মরশুমে ১৫ তম ম্যাচে সোমবার বিরাটের সামনে রাহুলরা। বেঙ্গালুরু অর্থাৎ বিরাটদের ঘরের ম্যাচে এই ম্যাচ জিততে মরিয়া হবে বিরাটরা। শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স-এর কাছে হেরে কিছুটা অস্বস্তিতে রয়েছেন বিরাটরা। এই অবস্থায় বিরাটদের দলে আজ, সোমবার যোগদান করবে ওয়াইন পার্নেল। যদিও ওয়াইন পার্নেল প্রথম একাদশে সুযোগ পাবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। পাশাপাশি লখনউয়ের হয়ে খেলতে পারেন মার্ক উড, ফিটনেস সংক্রান্ত কারণে গত ম্যাচ খেলেননি তিনি।

ব্যাঙ্গালোর এবং লখনউ দুটি দলেই সমান ভারসাম্য রয়েছে। সোমবারের ম্যাচের আগে লখনউ লীগ টেবিলে তিন নম্বর জায়গা এবং ব্যাঙ্গালোর সাত নম্বর জায়গায় রয়েছে। লখনউ তিনটি ম্যাচ খেলে দুটি জিতেছে এবং একটি ম্যাচ হেরেছে। শেষ ম্যাচে কলকাতার কাছে হেরে অবশ্যই এই ম্যাচ জিততে চাইবে বিরাটরা। এবং চেন্নাইয়ের কাছে শেষ ম্যাচে হেরেছে লখনউও। ফলে রাহুলরাও এই ম্যাচ জিততে মরিয়া হয়ে রয়েছে।  ব্যাঙ্গালোরের তরফে প্লেসিস এবং বিরাট ফর্মে থাকলেও চিন্তায় রয়েছে ব্যাঙ্গালোরের বোলিং নিয়ে। কারণ স্পিনার করণ শর্মা ছাড়া কাউকেই তেমন ফর্মে পায়নি ব্যাঙ্গালোর।

ব্যাঙ্গালোররের বিরুদ্ধে বারোটি ইনিংসে খেলে কে এল রাহুল সংগ্রহ তিনটে অর্ধশত রান এবং একটি শত রান। বিশেষত এবারের মরশুমে ব্যাঙ্গালোরের প্রথম পাওয়ার প্লের ইকোনমি রেট ৬.৩৩, যা নিয়ে কিছুটা চিন্তায় থাকবে রাহুলরা।

one year ago


Rinku: 'অবিশ্বাস্য', রিঙ্কু সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ-কার্তিক আরিয়ান

শুভশ্রী মুহুরী : রবিবার আইপিএলে (IPL 2023) ঝড় তুলল কলকাতা নাইট রাইডার্স (KKR)। রিঙ্কু সিংয়ের (Rinku Singh) শেষ মার, বাজিমাত করে গুজরাট টাইটান্সদের বিরুদ্ধে। ম্যাচের শেষ ওভারে পরপর পাঁচটি ছক্কায় নজির তৈরী করেন রিঙ্কু। ম্যাচের সেরা খেলোয়াড় হন তিনি। নেট মাধ্যমে শোরগোল পড়ে যায় তাঁকে নিয়ে। এক ম্যাচেই যেন ক্রিকেটার থেকে তারকা হয়ে উঠলেন রিঙ্কু। তাঁর এই অবিশ্বাস্য জয়ে, নিজের আনন্দ ধরে রাখতে পারেননি কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খান (Shahrukh Khan)।

অভিনেতা নিজের ট্যুইটার একাউন্ট থেকে রিঙ্কুকে শুভেচ্ছা জানান। রিঙ্কুর একটি এডিটেড ছবি দিয়ে শাহরুখ 'পাঠান' সিনেমার 'ঝুমে জো পাঠান' গানটি থেকে শব্দ ধার করে লেখেন, 'ঝুমে জো রিঙ্কু'। এখানেই শেষ করেননি শাহরুখ। তিনি আরও লেখেন, আমার সন্তান রিঙ্কু সিং, নীতিশ রানা এবং ভেঙ্কটেশ আইয়ার, তোমরা সুন্দর।' একইসঙ্গে শুভেচ্ছা জানান তাঁর দলকেও।


এইবার শাহরুখের মতোই রিঙ্কু সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেতা কার্তিক আরিয়ান। ইনস্টাগ্রামের স্টোরি থেকে একটি ছবি আপলোড করেন অভিনেতা। সেই ছবিতে দেখা গিয়েছে, জয়ের আনন্দে নীতিশ রানার কোলে রিঙ্কু সিং। কার্তিক এই ছবি পোস্ট করে লিখেছেন, 'পরবর্তী ধাপ, অবিশ্বাস্য। '

one year ago
Capitals: আইপিএল-র মাঝপথেই বিয়ে করতে দেশে ফিরছেন এই অস্ট্রেলিয়ান

সবে শুরু হয়েছে আইপিএল (IPL 2023), প্রতি দল কমবেশি দুটি করে ম্যাচ খেলেছেন। এই পর্বে আইপিএল-র দু’টি ম্যাচ খেলে দেশে ফিরছেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিদেশি অলরাউন্ডার মিচেল মার্শ। কারণ জানলে আপনিও অবাক হবে। চোট বা অসুস্থতা নয়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের এই বোলার (Mitchel Marsh) দেশে ফিরছেন বিয়ে করতে। ফলে ডিসির হয়ে আইপিএল-র কয়েকটি ম্যাচ খেলবেন না তিনি। 

এ প্রসঙ্গে চোট সারিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন মিচেল মার্শ। এবার সাত পাকে বাঁধা পড়তে কয়েক দিনের জন্য ক্রিকেট থেকে বিরতি। যেহেতু আইপিএল-র মাঝেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। তাই আপাতত তাঁকে পাবেন না ডেভিড ওয়ার্নাররা। দিল্লি ক্যাপিটালস আইপিএল-এ এখনও পর্যন্ত লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলেছে। প্রতি ম্যাচেই প্রথম একাদশে ছিলেন মার্শ। এই প্রসঙ্গে দিল্লির বোলিং কোচ জেমস হোপস বলেন, 'মার্শকে আমরা পরের কয়েকটা ম্যাচে পাব না। ও বিয়ে করতে দেশে ফিরছে।' যেহেতু মার্শ আগে থেকেই ছুটি চেয়ে রেখেছেন, তাই অনুপস্থিতিতে দিল্লি দলের অসুবিধা হলেও বিকল্প ভাবছে এই ফ্র্যাঞ্চাইজি।

চোট সারিয়ে ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে মাঠে ফিরেছেন মার্শ। দিল্লি দলের বোলিং কোচ হোপস বলেন, 'ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ় থেকে বল করছেন মার্শ। আরও আগেই বল করতে পারত। একটু দেরিই করেছে ও। আইপিএলের দুটো ম্যাচেই দারুণ বল করেছে। আশা করছি, আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে মার্শ।'

one year ago


KKR: লম্বা রেসের ঘোড়া, কেকেআরের হয়ে জয় ছিনিয়ে আনলেন শার্দুল ঠাকুর

শার্দুল ঠাকুর যে লম্বা রেসের ঘোড়া, কেকেআরের ঘরের মাঠে কিং খানের উপস্থিতিতে সেটা বুঝিয়ে দিলেন তিনি। শার্দুল ঠাকুরের ব্যাটে ভর করে, বৃহস্পতিবারের ম্যাচে ৮১ রানে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনল কলকাতা নাইট রাইডার্স। পাশাপাশি কেকেআরের নয়া অধিনায়ক নীতিশ রানার প্রশংসাও প্রাপ্য। খুব চেনা ছকেই যেন তিনি নিজেদের ঘরের মাঠে, বিরাটকে তাড়াতাড়ি ফিরিয়ে দিলেন ডগ আউটে।

বৃহস্পতিবার কেকেআরের ঘরের মাঠে টসে জিতে প্রথম বোলিং এর সিদ্ধান্ত নেয় বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বল হাতে ভালোই শুরু করেছিল আরসিবি। প্রথম ওভারে পরপর দুটি উইকেট নেন উইলি, কিন্তু ম্যাচের হাল ধরেন গুরবাজ তারপর গুরবাজ ও অধিনায়ক নীতিশ ও রাসেলের উইকেট পড়ে গেলে, ব্যাট হাতে ম্যাচের হাল ধরেন শার্দুল ঠাকুর ও রিঙ্কু সিং। শার্দুল ঠাকুর ২৯ বলে ৬৮ রান করেন, তাঁর ঝড়ো ইনিংসে বাউন্ডারির সংখ্যা নটি এবং ওভার বাউন্ডারি তিনটি। পাশাপাশি রিংকু সিং করেন ৩৩ বলে ৪৬ রান, তার ইনিংসে দুটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি। এছাড়া গুরবাজ উল্লেখিত ৫৭ রান করেন ৪৪ বলে। তার ইনিংসে ছটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি রয়েছে।

প্রথম ব্যাট করতে নেমে কলকাতা ৭ উইকেট হারিয়ে ২০৪  রান করে। ২০৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে বিরাটের দল ১২৩ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে শুরুতে বিরাট কোহলি এবং ডিউ প্লেসিস আউট হয়ে গেলে, তাসের ঘরের গুটিয়ে যায় আরসিবি টিম। ব্যাঙ্গালোরের পক্ষে বিরাট কোহলি ১৮ বলে ২১ রান করে এবং ডিউ প্লেসিস ১২ বলে ২৩ রান করে।

প্রথমে বল করতে নেমে শুরুটা ভালই করেছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। উইলি তার প্রথম ওভারেই ভেঙ্কটেশ আইয়ার এবং মন্দীপ সিংয়ের উইকেট ছিটকে দেয়। প্রথম ইনিংসে সিরাজ চার ওভারে ৪৪ রান দিয়ে একটি উইকেট উইকেট। এবং করণ শর্মা তিন ওভারে ২৬ রানে দুটো উইকেট তোলে। এছাড়া একটি করে উইকেট পেয়েছে ব্রেসওএল এবং হর্স প্যাটেল। দ্বিতীয় ইনিংসে ঠিক চেনা ছন্দেই নীতিশ রানা, তাদের ব্রহ্মাস্ত নারাইনকে ব্যবহার করে, এবং নারাইনের প্রথম ওভারেই বিরাট কোহলির উইকেট ছিটকে যায়। দ্বিতীয় ইনিংসে বল করতে এসে বরুণ চক্রবর্তী তিন ওভার চার বলে ১৫ রানে চারটি উইকেট তুলে নেয়। সুনীল নারাইন চার ওভারে ১৬ রানে দুটি উইকেট, সুয়াশ শর্মা ৪ ওভারে ৩০ রানে ৩ উইকেট নেয়। এদিনের ম্যাচে সেরা খেলোয়াড় শার্দুল ঠাকুর।

one year ago
Rishabh: 'ভাগ্যিস তুমি নেই', আইপিএল ম্যাচে ঊর্বশীর উদ্দেশে করা পোস্ট ঘিরে জোর চর্চা

ক্রিকেট তারকা ঋষভ পন্থকে (Rishabh Pant) নিয়ে কথা উঠলেই ঊর্বশী (Urvashi Rautela) প্রসঙ্গ উঠে আসে। তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন হয়েছে অনেক। ব্যক্তিগত জীবনে তাঁদের মধ্যে কি রসায়ন ছিল তা নেটিজেনরা জানতে না পারলেও, প্রকাশ্যে তাঁদের ঠান্ডা যুদ্ধ দেখেছে। নাম না করে প্রায়ই একে অপরকে তোপ দেগেছিলেন তাঁরা। ঋষভ -ভক্তর যে ঊর্বশীকে না পসন্দ, তা বোঝা গেল আইপিএলের ময়দানে।

বেশ কিছুদিন আগেই মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল ঋষভ পন্থের সঙ্গে। একের পর এক অপারেশন হয়েছে তাঁর শরীরে। ক্ষত এখনও সারেনি। তবে খেলা থেকে একেবারে দূরে থাকেন কীভাবে! না খেললেও মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন তিনি। সেই গ্যালারিতেই উপস্থিত এক দর্শকের প্ল্যাকার্ডে দেখা যায়, 'ধন্যবাদ ভগবান ঊর্বশী এখানে নেই। '

View this post on Instagram

A post shared by Urvashi Rautela (@urvashirautela)

এই পোস্ট ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। পোস্টটি দেখে চুপ থাকেননি ঊর্বশী। ওই পোস্ট নিজের ইনস্টাগ্রাম থেকে শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'কেন ?' পোস্টের কমেন্টবক্সে একেবারে হামলে পড়েছে ঋষভের ভক্তরা। তাঁরাও প্ল্যাকার্ডের সুরেই গাইছে। যদিও কোনও প্রতিক্রিয়া দেননি পন্থ।

one year ago
Match: আইপিএলের অষ্টম ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও পঞ্জাব কিং

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) অষ্টম ম্যাচ হবে রাজস্থান রয়্যালস (RR) ও পঞ্জাব কিংসের (PBKS) মধ্যে। বুধবার গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যে ৭টা ৩০ মিনিট থেকে শুরু হবে এই ম্যাচ। এই দুই দলই ২০২৩ আইপিএলের ওপেনিং ম্যাচে দুর্দান্ত ফলাফল করেছে। শিখর ধাওয়ানের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয় পায় পঞ্জাব কিংস। অন্যদিকে সান রাইজার্স হায়দরাবাদকে হারিয়ে জয়ী হয়েছিল রাজস্থান রয়্যালস। তাই আজ, বুধবার যে ম্যাচ জমে উঠবে, তা নিয়ে নিশ্চিত ক্রিকেটপ্রেমীরা।

ম্যাচের শুরু থেকে দুই দলই দারুণ ফর্মে রয়েছে। আগের ম্যাচে পঞ্জাব কিংসরা তাঁদের অন্যতম গুরুত্বপূর্ণ যোদ্ধা লিয়াম লিভিংস্টোন ও কাগিসো রাবাডার অনুপস্থিতিতেও ভালো ফল করেছে। অর্শদীপ সিং, রাহুল চাহার ও সিকান্দর রাজার বোলিং সাফল্যের চাবিকাঠি হয়েছে। অন্যদিকে রাজস্থান রয়্যালসের টপ অর্ডার ভালোই সাজিয়েছে। আগের ম্যাচে জোস বাটলার ও যশস্বী জয়সওয়াল খেলার শুরুতে গতি দিয়েছে। বুধবারের ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় থাকলে তা দেখার মতো হবে।

পঞ্জাব কিংসের হয়ে আজ প্রথম একাদশে মাঠে নামতে পারেন প্রভসিমরণ সিং, শিখর ধাওয়ান, ভানুকা রাজাপক্ষ, জিতেশ শর্মা, সিকান্দার রাজা, স্যাম কারেন, শাহরুখ খান, নাথান এলিস বা কাগিসো রাবাডা, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, এবং অর্শদীপ সিং। দলের সদস্যদের চোটজনিত সমস্যা নেই।

রাজস্থান রয়্যালসের হয়ে আজ প্রথম একাদশে মাঠে নামতে পারেন, জোস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, দেবদত্ত পাড়িক্কাল, রিয়ান পরাগ, সিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার, ট্রেন্ট বোল্ট, রবিচরণ অশ্বিন, কেএম আসিফ ও যুজবেন্দ্র চাহেল।  রয়্যালসদের দলে চোটজনিত সমস্যা নেই।

one year ago


MSD: ৪০ পেরিয়েছে বয়স, এখনও উইকেটের পিছনে কতটা সপ্রতিভ ধোনি

প্রসূন গুপ্ত: মহেন্দ্র সিং ধোনি, ভারতীয় ক্রিকেটের এক কিংবদন্তি। সর্বকালের অন্যতম সেরা অধিনায়কও বটে। তাঁর হাতেই উঠেছিল টি-২০ বিশ্বকাপ এবং সীমিত ৫০ ওভারের বিশ্বকাপও। আইপিএল ট্রফিও উঠেছে বেশ কয়েকবার তাঁর হাতে অর্থাৎ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে। মাঝখানে ১ বছর চেন্নাই দল না থাকায় অন্য দলে খেললেও ফের ফিরেছেন শ্রীনিবাসনের চেন্নাইতে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে খেলা শুরু সেই ২০০৪-এ, আজকে ২০ বছর বাদেও খেলে চলেছেন মাহি। ভারতের হয়ে ধাপে-ধাপে খেলা ছেড়েছেন প্রায় ৩-৪ বছর। বর্তমানে ধোনির বয়স ৪১-এর বেশি।

এই বয়সে সকলেই ক্রিকেট ছেড়ে দেন এমন নয়। কিন্তু ভেবে দেখার বিষয় তিনি ব্যাটার-উইকেট রক্ষক, যা তাঁকে ভয়ঙ্কর ব্যস্ত রাখে মাঠে। অনেকেই ভেবেছিলেন গত বছর হয়তো ধোনি খেলা ছেড়ে কমেন্ট্রি বক্সে চলে যাবেন। কিন্তু তিনি পরিষ্কার জানিয়েছিলেন তিনি খেলবেন। ওই যে বার্তা আছে 'যেতে পারি কিন্তু কেন যাবো'। এ বছর ধোনিকে মাঠে খুবই ক্লান্ত লেগেছে। প্রথম খেলা পড়েছিল গুজরাত দলের বিরুদ্ধে। উল্টো দিকের অধিনায়ক তথা ভারতীয় দলের তরুণ তুর্কি হার্দিক পান্ডিয়াকে যতটা চনমনে লেগেছিল, ততটাই ক্লান্তি ছিল গুরু ধোনির মধ্যে।

ওই ম্যাচে হেরেছিল কিন্তু সোমবারের লখনৌ ম্যাচে জিতেছে চেন্নাই। খেলাটি যারা দেখেছেন তারা নিশ্চিত বলবেন, ধোনি কেন ৮ নম্বরে ব্যাট করতে নামলেন। এটা ঠিক তিনি বিশ্বের অন্যতম সেরা ফিনিশার। কিন্তু ফিনিশার মানে অন্তত ২০ ওভার ম্যাচে ১৫ ওভারের মধ্যে নামা উচিত, যা আগে নামতেন। কিন্তু এ বছর কোথায় তাঁর অবস্থান। যদিও ১২ রান করলেন দু'বলে এবং শেষ বলে আউট হলেন। তাই আরও আগে নামলে কী হতো জানা গেল না। এছাড়া উইকেটরক্ষক উইকেটের পিছনে বারবার বসবেন-উঠবেন। কিন্তু দেখা গেল ধোনি মোটামুটি দাঁড়িয়ে কিপ করছেন। এটা থেকে মনে হওয়া স্বাভাবিক বয়স তো হলো এবার নোঙ্গর ফেলো ধোনি।

one year ago
IPL: ঘরের মাঠে খেলবে দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটানসের সামনে চ্যালেঞ্জ?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) চলতি সিজনে এই প্রথম ঘরের মাঠে খেলবে দিল্লি ক্যাপিটালস (DC)। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০মিনিটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাট টাইটানসের (GT) বিরুদ্ধে আইপিএল-র সপ্তম ম্যাচ খেলবে তাঁরা। ৩১ মার্চ লখনউ সুপার জায়ান্টদের বিরুদ্ধে সুবিধা করতে পারেনি ক্যাপিটালসরা। ৫০ রানে হেরে গিয়েছিল সুপার জায়ান্টদের বিরুদ্ধে। তাই হোম ম্যাচে টাইটানসদের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব নিয়েই ময়দানে নামবে দিল্লি ক্যাপিটালসরা।

অন্যদিকে গুজরাট টাইটানস, তাদের ওপেনিং ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪ উইকেটে জিতেছে। টাইটানসরা যদি মঙ্গলবারের ম্যাচেও একই ফর্মে থাকে, তবে ঘরের ম্যাচেও সমস্যায় পড়তে পারে দিল্লি ক্যাপিটালসরা। শুভমন গিল, মহম্মদ সামিরা জোর টক্কর দেবে দিল্লি ক্যাপিটালসকে। আজকের ম্যাচ নিয়েও তাঁরা আশাবাদী।

দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে ডেভিড ওয়ার্নার। প্রথম একাদশে মাঠে নামতে পারেন পৃথ্বী সাউ, মিচেল মার্শ, মনীশ পান্ডে, রোভম্যান পাওয়েল, রিলি রসউ, উইকেটকিপার সরফরাজ খান, উইকেটকিপার ফিল সল্ট, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, কূলদীপ যাদব, ললিত যাদব, রিপাল প্যাটেল, ইশান্ত শর্মা, চেতন সাকারিয়া, খলিল আহমেদ, আমন হেকিম খান, পারভিন দুবে, কমলেশ নগরকোটি, জোশ ধুল, মুকেশ কুমার ও  ভিকি অস্টওয়াল।

অন্যদিকে গুজরাট টাইটানসের হয়ে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। তাঁর সঙ্গে প্রথম একাদশে ময়দানে নামতে পারেন, শুভমন গিল, কোনা ভারত, ঋদ্ধিমান সাহা, রাহুল তেউটিয়া, অভিনব মনোহর, মহম্মদ সামী, প্রদীপ সাংওয়ান, আর সাই কিশোর, বিজয় শংকর, সাই সুদর্শন, রশিদ খান, শিবম মাভি, ম্যাথিউ ওয়াডে, ওডিয়ান স্মিথ, উরভিল প্যাটেল, দর্শন নালকাণ্ডে, ডেভিড মিলার, জোশ লিটল, যশ দয়াল, জয়ন্ত জাভেদ , ওডিয়ান স্মিথ, নূর আহমেদ এবং আলজারি জোসেপ।

ঘরের মাঠে ম্যাচ হলেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুজরাট টাইটানসদের প্রথম ম্যাচে জয় তাঁদের পালে বাড়তি হাওয়া যোগাবে। অন্যদিকে পেসারদের নিয়ে দিল্লি ক্যাপিটালসের কপালে চিন্তার ভাঁজ রয়েছে। শেষ পর্যন্ত বাড়ির মাঠে দিল্লিকে গুজরাটরা প্রতিহত করে, নাকি আগের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ায় দিল্লি ক্যাপিটালসরা এখন সেটাই দেখার।

one year ago