Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Howrah

Howrah: বালি ব্রিজে বাইক রেখে গঙ্গায় 'মরণঝাঁপ' যুবকের, তলিয়ে গেল দেহ

বিজ্রের উপর বাইক রেখে গঙ্গায় ঝাঁপ মারল যুবক। বুধবার সাত সকালে ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে হাওড়ার বালি ব্রিজে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে বালি থানার পুলিস। এখনও পর্যন্ত জলে তলিয়ে যাওয়া ওই যুবকের কোনও পরিচয় জানা যায়নি।  

সূত্র মারফত খবর, সকাল থেকে প্রচুর মানুষই প্রাতঃভ্রমণ করেন এই বালি ব্রিজে। এর ফলে বাইকে বসে থাকা যুবককে দেখে কারোর সন্দেহ হয়নি। হঠাৎ প্রাতঃ ভ্রমণকারীরা দেখেন, ওই যুবক বাইকের উপর উঠে গঙ্গায় ঝাঁপ মারেন। তারপর স্থানীয়রা খবর দেন বালি থানার পুলিসকে। এরপর বালি থানার তরফ থেকে খবর দেওয়া হয় দক্ষিণেশ্বর থানা এবং রিভাক ট্রাফিক পুলিসকে।

ইতিমধ্য়ে গঙ্গায় তলিয়ে যাওয়া ওই যুবকের তল্লাশি শুরু করেছে পুলিস। পাশাপাশি ঠিক কী কারণে ওই যুবক আত্মঘাতীর সিদ্ধান্ত নিলেন সেটাও খতিয়ে দেখছে পুলিস। 

2 days ago
Howrah: হাওড়ায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তে দাসনগর থানার পুলিস

হাওড়ার দাসনগরে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। সোমবার ভোর রাতে দাসনগর থানার অন্তর্গত বিরাজময়ী রোডে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিস এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দাসনগর থানার পুলিস।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রাজকুমার রাম (৫৫)। তিনি দাসনগর এলাকার বাসিন্দা ছিলেন। পেশায় ট্রলি ভ্যান চালক। ক্যাটারিং-এর বিভিন্ন ধরনের জিনিসপত্র ভ্যানে চাপিয়ে নিয়ে যেতেন। রবিবার রাতে জন্মদিন উপলক্ষে একটি বাড়িতে অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের পর সেখান থেকে বাসনপত্র নিয়ে যাওয়ার জন্য ভ্যান নিয়ে গিয়েছিলেন। তারপর সোমবার ভোর রাতে স্থানীয়দের থেকে তাঁর স্ত্রী খবর পান যে রাজকুমার সিড়ির পাশে পড়ে রয়েছেন। ঘটনাস্থলে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর স্ত্রী।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দাসনগর থানার পুলিস। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে পুলিস উদ্ধার করে হাওড়া হাসপতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এটি নিছক একটি দুর্ঘটনা নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

4 days ago
Death: টোটোর ধাক্কায় মৃত্য়ু তৃতীয় শ্রেণির পড়ুয়া, চাঞ্চল্য় ডোমজুড়ে

স্কুলে যাওয়ার পথে টোটোর ধাক্কায় মৃত্য়ু হল এক স্কুল পড়ুয়ার। শনিবার সকালে ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে হাওড়া ডোমজুড় থানার অন্তর্গত ভান্ডারদহ শীতলাতলা এলাকায়। অভিযোগ, টোটোয় ওভারলোড থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই স্কুল ছাত্রীকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডোমজুড় থানার বিশাল পুলিস বাহিনী।

প্রত্য়ক্ষদর্শী সূত্রে খবর, এদিন স্কুল যাওয়ার জন্য় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল তৃতীয় শ্রেণির পড়ুয়া। সেই সময় দ্রুতগামী একটি টোটো এসে ধাক্কা মারে তাকে। টোটোর ধাক্কায় গুরুতর জখম হয়ে পড়ে ওই ছাত্রী। এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় হাসপাতালের সামনেই ক্ষোভ উগড়ে দেন মৃতার পরিবার। তারপর হাসপাতালে ডোমজুড় থানার পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

a month ago


Metro: হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটের মেট্রোর উদ্বোধন মোদীর, এবার গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো

কলকাতার মেট্রোর মুকুটে নয়া পালক। দেশের প্রধামমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অবশেষে উদ্বোধন হল হাওড়া-ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো রুট। এই রুটের মধ্যেই রয়েছে গঙ্গার তলা দিয়ে মেট্রো রেলের অংশ। গঙ্গার তলা দিয়ে এসপ্ল্যানেড এসে পৌঁছবে এই মেট্রো রুট। দেশে এই প্রথম জলের তলা দিয়ে ছুটবে মেট্রো। এদিন সকালে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে নয়া রুটের মেট্রোর উদ্বোধন করেন তিনি। এরপরই প্রায় ৫০০ স্কুল পড়ুয়াকে সঙ্গে নিয়ে গঙ্গার নিচ দিয়ে মেট্রো সফরে মোদী।

উল্লেখ্য, দেশের গভীরতম রেল স্টেশন হাওড়া-মেট্রো স্টেশন। প্রায় ১১৪ ফুট মাটির তলায় রয়েছে এই স্টেশন। যার মাধ্যমে ৮ মিনিটে হাওড়া থেকে ধর্মতলা এবং ১১ মিনিটে হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছে যাওয়া যাবে এমনটাই মেট্রো রেল সূত্রে খবর। সাধারণ নাগরিকদের জন্য আরও সহজ হবে যাতায়াত। প্রধানমন্ত্রীর হাতে বুধবার এই মেট্রো রুটের উদ্বোধন হলেও সাধারণের জন্য দ্রুত পরিষেবা চালু করতে চায় মেট্রো রেল, এমনটাই মেট্রো রেল সূত্রে খবর।

দেশের গভীরতম রেল স্টেশন হতে চলেছে হাওড়া মেট্রো স্টেশন। প্রায় ১১৪ ফুট মাটির তলায় স্টেশন। যার মাধ্যমে ৮ মিনিটে হাওড়া থেকে ধর্মতলা এবং ১১ মিনিটে হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছে যাওয়া যাবে এমনটাই মেট্রো রেল সূত্রে খবর।

হাওড়া মেট্রো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাওড়া মেট্রো উদ্বোধনের পর যাত্রী পরিষেবা শুরু হবে হোক শীঘ্রই এমনটাই কিন্তু মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে। তবে এই মেট্রো পরিষেবা যাত্রীদের একটা আলাদা মাত্রায় তুলে ধরবে বলেই আশা মেট্রো রেল কর্তৃপক্ষের।

মেট্রোরেল সূত্রে খবর, একই টিকিটে বা একই স্মার্টকার্ডে উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম মেট্রোতে পরিষেবা পাওয়ার পাশাপাশি যাতায়াত করা যাবে।

টিকিটের মূল্য-

হাওড়া থেকে হাওড়া ময়দান-৫ টাকা

হাওড়া থেকে মহাকরণ, এসপ্ল্যানেড পৌঁছে যাওয়া যাবে ১০ টাকায়

হাওড়া থেকে সেন্ট্রাল, চাঁদনি চক, পার্কস্ট্রিট এবং ময়দানের ভাড়া ১৫ টাকা

হাওড়া থেকে শোভাবাজার-সুতানটি, গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধী রোডের ভাড়া ২০ টাকা হাওড়া থেকে রবীন্দ্র সদন, নেতাজি ভবন এবং যতীন দাস পার্কের ২০ টাকা

হাওড়া থেকে দমদম, বেলগাছিয়া এবং শ্যামবাজারের ভাড়া ২৫ টাকা

আপাতত এই ভাড়াই নির্ধারণ করা হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে। গ্রিন লাইনের এই মেট্রো রুটে জলের ৩২ মিটার নীচ দিয়ে গন্তব্যে পৌঁছবেন যাত্রীরা।

2 months ago
Howrah: মায়ের হাতে মার খেয়ে মৃত্য়ু মেয়ের! দানা বাঁধছে রহস্য হাওড়ার বেলুড়ে

মায়ের হাতে মার খেয়ে মৃত্য়ু হল ষষ্ঠ শ্রেণির ছাত্রীর। শুক্রবার ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে হাওড়ার বেলুড়ে। জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম অনন্যা সৃষাম। স্থানীয়দের অভিযোগ, মায়ের হাতে মারধর খেয়েই মৃত্যু হয়েছে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকাল থেকেই বেলুড়ের বাজার সংলগ্ন এলাকার একটি ফ্ল্যাটে ঝগড়া অশান্তির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। তারপর বেলা গড়াতেই মায়ের কান্নার আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে এসে দেখেন অচৈতন্য অবস্থায় মায়ের সামনে মেঝেতে লুটিয়ে পড়ে রয়েছে বছর বারোর মেয়ে অনন্যা। 

এরপর তড়ঘড়ি ওই ছাত্রীকে লিলুয়া রেল হাসপাতালে নিয়ে গেলে সেখানের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ছাত্রীর হঠাৎ মৃত্য়ুতে চাঞ্চল্য় ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্য়ে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে বেলুড় থানার পুলিস।

2 months ago


Derailed: হাওড়া-খড়গপুর শাখায় লাইনচ্যুত মালগাড়ি, আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল

হাওড়া থেকে খড়গপুর যাওয়ার সময় আপ লাইনে লাইনচ্যুত মালগাড়ি। শনিবার ভোর সাড়ে চারটা নাগাদ ঘটনাটি ঘটে হাওড়া-খড়গপুর শাখার নন্দাইগাজন রেল স্টেশনের কাছে। প্রায় চার পাঁচ কিলোমিটার সিলপাড়ের ওপর দিয়ে ছোটে মালগাড়িটি বলে জানা যায়। স্টেশন পর্যন্ত এভাবেই বিপদজনকভাবে ছুটে যায় ওই মালগাড়িটি। যার জেরে হাওড়া-খড়গপুর শাখার আপ লাইনে বন্ধ হয় ট্রেন চলাচল। ঘটনার জেরে দুর্ভোগে পড়েন হাওড়া-খড়গপুর শাখার নিত্যযাত্রীরা।

এরপর খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। তারপর মালগাড়িটিকে লাইন থেকে সরানোর কাজ শুরু করে। এদিকে এই ঘটনার জেরে হাওড়া-খড়গপুর শাখার আপ লাইনে বন্ধ হয়ে যায় রেল চলাচল। ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের। বিপজ্জনকভাবে তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে ব্যাপক ক্ষতি হয়েছে রেলপাতের। তবে কী কারণে লাইনচ্যুত হল মালগাড়িটি, তা এখনও এখনও পর্যন্ত জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

3 months ago
Howrah: টাকার দাবিতে রোগীকে প্রাণে মারার হুমকি! অভিযোগ হাওড়ার বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে

'টাকা মাটি, মাটি টাকা'। মানুষের চরিত্র নির্মাণে মাইলফলক রামকৃষ্ণ পরমহংস দেবের এই বাণী। কিন্তু জীবনের ইঁদুর দৌড়ের কাঠিন্যতায় একটু একটু করে করে যেন মুছে যাচ্ছে সেই সব বাণী। সত্যিই কি টাকা ছাড়া জীবনযুদ্ধ জেতা সম্ভব? সেই প্রশ্নই ফের উস্কে দিল হাওড়ার এই ঘটনা। নগদ টাকা পায়নি হাসপাতাল। বকেয়া বিলের নগদ টাকা চেয়ে রোগীকেই প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ বেসরকারি এক হাসপাতালের বিরুদ্ধে। উত্তর হাওড়ার গোলাবাড়ি এলাকার ঘটনা।

জানা গিয়েছে, গত বছরের ১৮ ডিসেম্বর, ইউটিআই ইনফেকশন ও নিউরো সমস্যা নিয়ে হাওড়ার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন হাওড়ার রামেশ্বর মালিয়ালিনের বাসিন্দা হিতাংশ আগরওয়াল। হিতাংশ আগরওয়ালের ১০ লক্ষ টাকার মেডিক্লেম থাকা সত্ত্বেও চিকিৎসা খরচ বাবদ ইন্সুরেন্স কোম্পানির তরফে অ্যাপ্রুভ্ড হয়েছিল শুধুমাত্র ১ লক্ষ টাকা। হাসপাতালের দাবি, মেডিক্লেমের টাকা বাদে বাকি টাকা ক্যাশে মিটিয়ে দিতে চাপ দেয় ওই নার্সিংহোম। অভিযোগ, এরপর গত ১২ জানুয়ারি দুপুরে বকেয়া টাকা চেয়ে হিতাংশ আগরওয়ালকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় হাসপাতালের OPD IPD প্রধান এম কিউ রাজা নামের এক ব্যক্তি। শুধুমাত্র তাই নয়। জোর করে ডিসচার্জ শিটে সই করিয়ে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ খোদ রোগীর।

ওষুধের ভুল ডোজ দেওয়া, রোগীর পরিবারকে কেবিনেই আটকে রাখার অভিযোগও ওঠে হাসপাতালের বিরুদ্ধে। এর আগেও অভিযোগ মিলেছিল ওই নার্সিং হোমের বিরুদ্ধে, তদন্তের আশ্বাস প্রশাসনের।

কিছু দিন আগেই এ রাজ্যের চিকিৎসা ব্য়বস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। খোদ মুখ্যমন্ত্রীর চিকিৎসাতেও নাকি গড়বড়! সেখানে সাধারণের অবস্থা কতটা তলানিতে? টাকা ছাড়া তবে স্বাস্থ্যের চাকা এতটুকুও এগোয় না এ রাজ্যে?

3 months ago
Death: হাওড়ার জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা, পেট্রোলিংয়ের সময় মৃত্য়ু ২ পুলিস কর্মীর

পেট্রোলিং করার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্য়ু হল দুই পুলিস কর্মীর। গাড়ির চালক সহ আরও দুুজন পুলিস কর্মী আহত। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান ১৬ নম্বর জাতীয় সড়ক বরুন্দার কাছে। মৃত দুই পুলিস কর্মীর মধ্য়ে একজন সাব ইন্সপেক্টর ও একজন হোম গার্ড। জানা গিয়েছে, মৃতদের নাম সুজয় দাস (এ এস আই), পলাশ সামন্ত (হোম গার্ড)। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে হাওড়ার বাগনানের বরুন্দায় পুলিসের পেট্রোলিং গাড়িটি বাগনানের দিকে ফিরছিল। সেই সময় পিছন দিক থেকে একটি বড় ট্রাক সজোরে ধাক্কা মেরে চলে যায়। ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় পেট্রোলিংয়ের গাড়িটি। এরপর আশপাশের লোকজন ছুটে এসে ওই পুলিস কর্মীদের উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত দুজনকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আর একজনকে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মনে করা হচ্ছে ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

4 months ago


Death: হনুমানের তাণ্ডবে ছাদ থেকে পড়ে মৃত্য়ু ব্যক্তির! ঘটনায় চাঞ্চল্য় হাওড়ায়

হনুমানের তাণ্ডবে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত দীপা এলাকায়। জানা গিয়েছে, মৃত ব্য়ক্তির নাম আলম হাজারী (৬৩)। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ আলম হাজারী নামের ওই ব্যক্তি তাঁর বাড়ির ছাদে ঘোরাঘুরি করছিলেন। সেই সময় হঠাৎই পিছন দিক থেকে একটি হনুমান এসে ধাক্কা দেয় তাঁকে। যার ফলে ওই ব্যক্তি ছাদ থেকে নিচে পড়ে যান। এরপর ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এরপর ওই ব্যক্তির অবস্থার অবনতি হওয়ায় আমতা গ্রামীণ হাসপাতাল থেকে কলকাতার পিজি হাসপাতালের স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ মৃত্যু হয় ওই ব্যক্তির। শুক্রবার ওই ব্যক্তির মৃতদেহটি ময়না তদন্তের পর তাঁর নিজের বাড়িতে নিয়ে আসা হবে বলে জানান তাঁর পরিবারের লোকজন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি আরও জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে এলাকায় হনুমানের তাণ্ডবে বেশ কয়েকজন আহত হয়েছেন।

4 months ago
Howrah Carnival: মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করে মন্ত্রী অরূপের সামনেই হাওড়ায় মনোজ ও সুজয়ের হাতাহাতি!

এবারে হাওড়া কার্নিভাল নিয়েই শাসকদলের অন্দরের কোন্দল প্রকাশ্যে! কার্নিভাল নিয়ে প্রথম বারের জন্য সেজে উঠেছিল হাওড়া। কিন্তু বুধবার গাড়ি পার্কিং নিয়ে বিধায়ক মনোজ তিওয়ারি ও হাওড়া কর্পোরেশনের চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর দ্বন্দে মাঝপথে থামিয়ে দিতে হয় কার্নিভাল। আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দেগঙ্গা থেকে ঐক্যের বার্তা দিলেন খোদ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ঠিক তার পরেই ফের উল্টো ছবি হাওড়ায়। খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করেই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই রীতিমতো হাতাহাতি জড়িয়ে পড়লেন বিধায়ক-চেয়ারম্যান।

বেআইনি পার্কিং ফি নিয়ে বুধবার রাতে হাওড়ায় ক্রিসমাস কার্নিভাল ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, বিধায়ক মনোজ তিওয়ারি ও হাওড়া কর্পোরেশনের চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর গোষ্ঠীর মধ্যে। যার জেরে সময়ের আগে বন্ধ হয়ে যায় কার্নিভাল। এরপরই আসরে নামেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। কিছুক্ষণ পরেই মনোজ তিওয়ারি ও সুজয় চক্রবর্তীকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে করেন অরূপ বিশ্বাস। বার্তা আসে, সব মিটে গেছে।

উল্লেখ্য, ভাটপাড়ায় অর্জুন সিং-সোমনাথ শ্যামের বাকযুদ্ধে গত কয়েকদিন ধরেই তপ্ত ছিল বঙ্গ রাজনীতি। দেগঙ্গা যাওয়ার পথে মুখ্যমন্ত্রী যেমন বার্তা দিয়েছিলেন হাওড়া নিয়ে তেমনই দেগঙ্গার অনুষ্ঠান মঞ্চ থেকেও বার্তা দেন দলীয় কর্মীদের উদ্দেশে। তিনি বলেন, 'আমি কোনও ঝগড়া অ্যালাউ করব না।' কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেওয়াই সার। যখন দেগঙ্গার সভামঞ্চ থেকে বার্তা দিচ্ছেন তখনই উল্টো ছবি দেখা গেল হাওড়ায়। লোকসভার আগে কোন্দলের ঠেলায় আসরে নামতে হচ্ছে খোদ সুপ্রিমোকে। তারপরও কোন্দল থামছে কোথায়?

4 months ago


Train: চলন্ত ট্রেনের উপর বিদ্যুতের খুঁটি! বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা

সাতসকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল বিকানের-হাওড়া এক্সপ্রেস। মঙ্গলবার সকালে আসানসোলের কাছে চলন্ত ট্রেনের উপর হেলে পড়ে বিদ্যুতের একটি খুঁটি। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি ব্রেক কষেন ট্রেনের চালক। ট্রেনের এক যাত্রী জানান, আসানসোল স্টেশন ছাড়িয়ে ট্রেনটি একটু এগোতেই বিকট শব্দ করে সেটি দাঁড়িয়ে পড়ে।

আসানসোলের ডিপো পাড়া এলাকায় রেল সাইডিং-এর কাছে ঘটে এই ঘটনা। জানা গিয়েছে, ২১১ বাই ২ নম্বর ইলেকট্রিক পোলটি আচমকাই হেলে পড়ে। খবর পেয়ে রেলের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ২ ঘণ্টা পর ট্রেনটি আবার হাওড়ার দিকে রওনা হয়।

গত জুন মাসের ২ তারিখে ওড়িশার বালেশ্বরের কাছে বাহানাগা বাজার স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে সজোরে ধাক্কা মেরেছিল করমন্ডল এক্সপ্রেস। এর জেরে করমন্ডল এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকের ওপর গিয়ে পড়েছিল। এরপর উল্টো দিক থেকে আসা যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস সেই বগিগুলোতেই ধাক্কা মারে। এর জেরেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। সেই ঘটনায় তিন শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন। জখম হয়েছিলেন বহু মানুষ। 

সেই ঘটনার স্মৃতি মানুষের মনে এখনও টাটকা। মঙ্গলবারের ঘটনায় সেই ভয়াবহ রেল দুর্ঘটনার স্মৃতি আবার ফিরে এল ট্রেন যাত্রীদের মনে।

4 months ago
Body Rescue: বস্তাবন্দী অবস্থায় উদ্ধার মৃতদেহ, ঘটনায় উত্তেজিত হাওড়ার সাঁকরাইল

সাতসকালে উদ্ধার হল বস্তাবন্দী একটি বাচ্চার মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য় হাওড়ার সাঁকরাইলে। খবর পেয়ে ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিস গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত বাচ্চাটির আনুমানিক বয়স ৬। এছাড়াও রবিবার সকালে রাজ্য়ের একাধিক জেলায় দেহ উদ্ধারের ঘটনা প্রকাশ্য়ে এসেছে। 

নিহত বাচ্চার পরিবার জানিয়েছে, ওই বাচ্চা মেয়ে নিখোঁজ হওয়ার পর তাকে খোঁজার জন্য এলাকায় তল্লাশি চালানো হয়। কিন্তু তার কোনও সন্ধান পাওয়া যায়নি। তারপর শনিবার রাত সাড়ে দশটা নাগাদ তার বাড়িতে খবর দেওয়া হয় গঙ্গার ধারে একটি বস্তাবন্দী বাচ্চার দেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তার বাড়ির লোক ও স্থানীয় লোকজন। এরপর খবর দেওয়া হয় সাঁকরাইল থানা পুলিসকে। 

যদিও উদ্ধার হওয়া বাচ্চাটি অর্ধনগ্ন অবস্থায় ছিল। তবে এর পিছনে কোনও দুষ্কর্ম জড়িত রয়েছে কিনা তা ময়নাতদন্তের আগে বোঝা যাচ্ছে না। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাচ্চাটির সঙ্গে খারাপ ব্যবহার করার পর তাকে মেরে ফেলা হয়েছে। ইতিমধ্য়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন হাওড়া সিটি পুলিসের সাঁকরাইল থানার আধিকারিকরা। এখনো অবধি এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

অন্য়দিকে, রবিবার সকালে চাপড়া থানার অন্তর্গত পদ্মামালা এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মাসুদ শেখ। গুলি করে তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। ঘটনার তদন্তে চাপড়া থানার পুলিস। আবার ভারত বাংলাদেশ সীমান্তে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। মৃতদেহটি উদ্ধার করে সীমান্তরক্ষী বাহিনী। জানা গিয়েছে, সীমান্তের তারকাটার মধ্যেই পড়ে ছিল দেহটি। কিভাবে মৃত্যু হয়েছে ওই যুবকের তা এখনো স্পষ্ট নয়। তদন্তে চাপড়া থানার পুলিস। পুলিস সূত্র খবর, মৃত যুবকের নাম আলীবুদ্দিন শেখ। বেতবেড়িয়া এলাকার বাসিন্দার। তাঁর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় চাপড়া থানার পুলিস।

4 months ago
Raid: হাওড়ার পেপার মিলে আয়কর অভিযান, টানা ৪৪ ঘণ্টা তল্লাশির পর বেরোলেন আধিকারিকরা

রাজ্য়জুড়ে ছেয়ে গিয়েছে একাধিক দুর্নীতি মামলা। আর সেই দুর্নীতিমুক্ত রাজ্য় তৈরী করতে তৎপর হয়েছে ইডি ও সিবিআই। এছাড়াও সক্রিয় আয়কর দফতরের আধিকারিকরা। বুধবার সকাল সাড়ে ৬ টা নাগাদ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে হানা দেন আয়কর আধিকারিকরা। এরপর টানা ১৯ ঘণ্টা তল্লাশি চালানোর পর বাইরন বিশ্বাসের বাড়ি থেকে বেরোয় আয়কর দফতর। উদ্ধার করা হয় লক্ষ লক্ষ টাকা ও কিছু নথি এরপর বুধবার দুপুরের পর থেকে হাওড়ার একটি পেপার মিলে অভিযানে নামে আয়কর দফতর। বাগনানের বরুণদা কৃষ্ণা পেপার মিলে হানা দেয় আয়কর আধিকারিকরা। তারপর দীর্ঘ ৪৪ ঘণ্টা ধরে তল্লাশির পর বাগনানের বরুণদা কৃষ্ণা পেপার মিল থেকে বেরোলেন আয়কর দফতরের আধিকারিকরা। 

তবে কী কারণে দীর্ঘক্ষণ ধরে মিলে তল্লাশি চলল তা জানা যায়নি। এছাড়াও এতক্ষণ ধরে তল্লাশিতে কী কী মিলল তার এখনও পর্যন্ত কোনো খোঁজ খবর মেলেনি। এই ঘটনায় ব্য়াপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। 


4 months ago


Fire: হাওড়ার পেপারমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর

হাওড়ার একটি পেপারমিলে ভয়াবহ আগুন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে হাওড়া রানিহাটি এলাকার ওই পেপার মিলের কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের অধিকারিকরা।

জানা গিয়েছে, পেপার সহ অন্যান্য দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, কী কারণে বা কীভাবে আগুন লেগেছে তা এখনও অস্পষ্ট। দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। কাগজ থাকায় আগুন খুবই তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। তবে আগুন নেভানোর পর কোথা থেকে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।

4 months ago
Howrah-Burdwan: চলন্ত ট্রেনে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী জিআরপির কনস্টেবল

লোকাল ট্রেনের মধ্য়ে চলল গুলি। আচমকা গুলির আওয়াজে আতঙ্কে কেঁপে উঠল ট্রেনে থাকা সকল যাত্রী। সূত্রের খবর, নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন জিআরপির এক কনস্টেবল। বৃহস্পতিবার রাতে ব্য়ান্ডেল-বর্ধমান লোকাল ট্রেনে পালসিট রেল স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মৃতের নাম শুভঙ্কর সাধুখাঁ। বাড়ি বর্ধমান শহরের বড়নীলপুর মোড় এলাকায়।

পুলিস সূত্রে জানা গিয়েছে, বর্ধমান জিআরপিতে পোস্টিং ছিল শুভঙ্কর সাধুখাঁ নামে ওই কনস্টেবলের। বৃহস্পতিবার রাতে তিনি হাওড়া-বর্ধমান আপ লোকালের মহিলা কামড়ায় কর্তব্যরত অবস্থায় ছিলেন। শীতের জন্য় যাত্রী বেশি না থাকায় রাতের ট্রেনগুলি বেশ ফাঁকাই থাকে। এরপর পালসিট স্টেশনের কাছে ট্রেনের মধ্যে হঠাৎ নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি। গুলির শব্দ পেয়ে ভয়ে আঁতকে ওঠে সকল মহিলা যাত্রীরা। এরপর ট্রেন থামিয়ে পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় নিয়ে যায়। 

পুলিসের প্রাথমিক অনুমান, পারিবারিক কোনো সমস্যার কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে। পারিবারিক অশান্তি নাকি অন্য় কোনও কারণ রয়েছে এর পিছনে তা নিয়ে দ্বন্ধে রয়েছে পুলিস। ইতিমধ্য়ে বর্ধমান জিআরপি তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

4 months ago