Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Hospitalized

Suvendu: সুকান্ত অসুস্থ থাকলেও, সন্দেশখালি কাণ্ডে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে মাঠে শুভেন্দু

সুকান্ত অসুস্থ থাকলেও সন্দেশখালি কাণ্ডে ঝাঁঝ বাড়াতে মরিয়া বিজেপি। বুধবার সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে পুলিসি বাধার মুখে পড়ে অসুস্থ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অসুস্থ সুকান্তকে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সল্টলেক সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। ওদিকে এরপর আজ বৃহস্পতিবার সন্দেশখালি কাণ্ডে বসিরহাটএসপি অফিস ঘেরাওয়ের জন্য রওনা দিয়েছে শুভেন্দু। সূত্রের খবর আজও তাঁকে পথেই আটকে দেওয়ার চেষ্টা করেছে পুলিশ। যেমনটা গত মঙ্গলবার হয়েছিল। পুলিশি বাধার মুখে পড়ে রীতিমত বসিরহাট এসপি অফিস ঘেরাও বাতিল করতে হয় শুভেন্দুকে।

ওদিকে সুকান্তর মাথায় ও কোমরে চোট রয়েছে বলে সূত্রের খবর। তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে ৪ সদস্যের মেডিক্যাল বোর্ড। অসুস্থ সুকান্তকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। সেখানে তিনি সুকান্তর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পরে হাসপাতাল থেকে বেরনোর সময় তিনি জানান, আমি এখনও কোনও রিপোর্ট পেশ করিনি। রাজ্য সরকারের থেকে রিপোর্ট চেয়েছি, সেটি দেখে কেন্দ্রকে পাঠাব। পরে হাসপাতালে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


2 months ago
Kabir Suman: গুরুতর অসুস্থ কবীর সুমন, ভর্তি হাসপাতালে, কেমন আছেন?

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে 'গানওয়ালা' কবীর সুমন। তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। সোমবার দুপুর তিনটে নাগাদ তাঁকে ভর্তি করা হয় মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে। হাসপাতাল সূত্রে খবর, হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। শিল্পীর চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে গঠন করা হয় মেডিক্যাল বোর্ড। ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি।

কবীর সুমন সজাগ রয়েছেন। আপাতত অক্সিজেন সাপোর্টে রয়েছেন। ৪ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তার মধ্যে একজন জেনারেল মেডিসিন, ক্রিটিকাল কেয়ার স্পেশালিস্ট, পালমনোলজিস্ট বা চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ রয়েছেন।

এর আগে, ২০২১ সালের জুন মাসেও একবার শ্বাসকষ্ট নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই বিশিষ্ট গায়ক-সঙ্গীতকার। সেবার ভোর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেবার অক্সিজেন সাপোর্টে রাখতে হয় তাঁকে। জানা গিয়েছে, ৭২ বছরের এই প্রবীণ সংগীত শিল্পীর গলায় প্রবল ব্যাথা ছিল, কথা বলতেও কষ্ট ছিল তাঁর। র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছিল কবীর সুমনের। সেই টেস্ট রিপোর্ট নেগেটিভ এলেও তাঁর আরটি পিসিআর টেস্ট করা হয়।স দিন বিকেলেই অসুস্থ সঙ্গীতশিল্পীকে দেখতে এসএসকেএমে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

3 months ago
Hina Khan: হাসপাতালে ভর্তি 'বিগ বস' খ্যাত অভিনেত্রী হিনা খান! হঠাৎ কী হল তাঁর

হাসপাতালে ভর্তি অভিনেত্রী হিনা খান (Hina Khan)। সোশ্যাল মিডিয়ায় হাসপাতাল থেকে ছবি শেয়ার করতেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। কী হল তাঁর, এই নিয়েই একাধিক প্রশ্ন জাগে নেটিজেনদের মনে। শুক্রবার তাঁর সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন হিনা।


জানা গিয়েছে, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হিনা খান। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। যেখানে হাসপাতালে রোগীর পোশাকে দেখা গেল তাঁকে। হাতে স্যালাইনের ব্যান্ডেজ। তবে হাসপাতালে ভর্তি থাকলেও হিনার চোখেমুখে কিন্তু অসুস্থতার ছাপ দেখা গেলেও ছবিটি হাসিমুখেই তুলেছেন তিনি। তাছাড়া অসুস্থ থাকার সত্ত্বেও যে তিনি ভালো থাকার চেষ্টা করছেন তা তাঁর ক্যাপশনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন হিনা খান। ক্যাপশনে তিনি লেখেন, 'কিছু যায় আসে না, আপনি কোথায় আছেন কিংবা আপনার মানসিক পরিস্থিতি কীরকম? তবে সামনে আয়না পেলে, একটা মিরর সেলফি তোলার সুযোগ ছাড়বেন না!' বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। তবে ঠিক কী হয়েছিল তাঁর, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

6 months ago


Shehnaaz Gill: সিনেমার প্রচারে গিয়ে বিপত্তি শেহনাজের, হাসপাতালে অভিনেত্রী

সম্প্রতি মুক্তি পেয়েছে শেহনাজ গিল (Shehnaaz Gill) অভিনীত সিনেমা, 'থ্যাঙ্ক ইউ ফর কামিং'। সিনেমায় ভূমি পেদনেকারের পাশে গুরুত্বপূর্ণ সিনেমায় দেখা যাবে শেহনাজকে। সেই সিনেমাটির জন্য এতদিন জমিয়ে প্রচার করেছেন শেহনাজ। কিন্তু এই প্রচারে যাওয়ায় কাল হল অভিনেত্রীর জন্য। অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। বাড়াবাড়ি এতটাই যে তাঁকে একেবারে হাসপাতালে ভর্তি করতে হল।

হাসপাতালে ভর্তি হয়েও চুপ করে বসে নেই শেহনাজ। সামাজিক মাধ্যমে লাইভ এসেছিলেন অভিনেত্রী। ভক্তদের অভিনেত্রী বলেছেন, 'দেখ সবার দিন আসে, সবার দিন যায়। আমার সঙ্গেও তাই হয়েছে। কিছুদিন পরে আবারও তাই হবে। আমি এখন ভালো আছি। আমার ইনফেকশন হয়ে গিয়েছিল। আমি স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম। আমার খাবার থেকেই ইনফেকশন হয়ে গিয়েছিল।

অভিনেত্রীর অসুস্থতায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন তাঁর ভক্তরা। নেটিজেনদের খুব পছন্দের শেহনাজ গিল। অভিনেতা সালমান খানের সঙ্গে 'কিসি কা ভাই কিসি কি জান' সিনেমায় ডেবিউ করেছিলেন শেহনাজ। সম্প্রতি তাঁর সিনেমা 'থ্যাঙ্ক ইউ ফর কামিং' মুক্তি পেয়েছে।  সিনেমাটিতে প্রশংসা পেয়েছেন শেহনাজের অভিনয়।

7 months ago
Budhadeb: গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, শ্বাসকষ্ট জনিত সমস্যায় হাসপাতালে চিকিৎসাধীন

হঠাৎ অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, ইতিমধ্যেই তাকে আইসিইউতে রেখে চিকিৎসা শুরু হয়েছে। এর পূর্বেও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্বাসকষ্ট জনিত সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেবার চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। বাড়িতেই প্রাথমিক চিকিৎসার মধ্যে ছিলেন তিনি। এমনটাই বুদ্ধদেব ভট্টাচার্যর পরিবার সূত্রে খবর।

বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবার সূত্রে আরও খবর, আজ অর্থাৎ শনিবার হঠাৎ তার শ্বাসকষ্ট জনিত সমস্যা বাড়ায় তাকে বাইপাসের পাশে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসক সূত্রে খবর, আইসিইউতে রেখে প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়েছে প্রাক্ত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের।

9 months ago


Mouni Roy: ৯ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন মৌনী, এখন কেমন আছেন তিনি

টানা নয় দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন মৌনী রায় (Mouni Roy)। হাতে স্যালাইন, শুকনো মুখ দেখেই বোঝা যাচ্ছে, কতটা অসুস্থ ছিলেন তিনি। ছোট পর্দা থেকে তাঁর কেরিয়ারের যাত্রা শুরু করলেও বর্তমানে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। দাপিয়ে ছবি করে চলেছেন বলিপাড়ায়। গত বছর পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিব' ছবিতে কাজ করে দর্শকের মন জয় করেছেন মৌনী। ফলে তাঁর অভিনয়ে মুগ্ধ হয়ে অনুরাগীও হয়েছে অগুনতি। তাঁর অসুস্থতার খবর শুনতেই দুঃশ্চিন্তায় তাঁর ভক্তরা।

শনিবার হঠাৎ অভিনেত্রী ইনস্টাগ্রামে পোস্ট করলেন তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর। এদিন তিনি একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে মৌনী, হাতে তাঁর স্যালাইন চলছে। তাঁর হাত ধরে রয়েছেন এক প্রিয়জন। আবার এক ছবিতে দেখা গিয়েছ, কখনও পোষ্যের কাছে,  আবার অনলাইনে লুডো খেলে সময় কাটাচ্ছেন তিনি। তবে এই কঠিন সময়ে তাঁর পাশে ছিলেন স্বামী সূরজ নাম্বিয়ার। তাই তাঁকে ধন্যবাদ জানিয়েছেন সবসময়ে পাশে থাকার জন্য।

তবে তাঁর আসলে কী হয়েছে সেই বিষয়ে কিছু বলেননি মৌনী। তবে ছবির ক্যাপশনে লেখেন, '৯ দিন ধরে হাসপাতালে। এখন বাড়ি ফিরতে পেরে খুব খুশি। ধীরে ধীরে সুস্থ হচ্ছি। আমার প্রিয় বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যাঁরা এই সময়ে আমার সঙ্গে সময় কাটিয়েছে। আমার খেয়াল রেখেছে। আমার আরোগ্য কামনা করে পাশে থেকেছে।'

View this post on Instagram

A post shared by mon (@imouniroy)

মৌনীর এই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয় ও ধেয়ে আসে আরোগ্য বার্তা। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে কমেন্ট করেছেন দিশা পাটানি, ম্রুণাল ঠাকুর, নিয়া শর্মা, সায়ন্তী ঘোষ, মাশাবা গুপ্তার মতো অনেক বলিউড তারকা। টলিপাড়ার বন্ধু শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও তাঁকে কমেন্ট করে লিখেছেন, 'তোমাকে ভালোবাসি।'

9 months ago
Parimoni: আচমকা অসুস্থ বাংলাদেশের অভিনেত্রী পরীমণি, হাসপাতালে থেকেই সন্তানের দেখাশোনা

আচমকা অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশের অভিনেত্রী পরীমনি (Parimoni)। গত শুক্রবার নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে লিখেছিলেন, তাঁর ১০৩ জ্বর। তারপর পরিস্থিতি আরও গুরুতর হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে ৯ মাসের সন্তান রাজ্য একেবারে ছোট। মায়ের মন সন্তানকে ছেড়ে থাকতে পারেনি। তাই হাসপাতালে মায়ের বিছানাতেই সঙ্গী হয়েছে একরত্তি। সামাজিক মাধ্যমে পরীমণি নিজেই সেকথা শেয়ার করেছেন।

মাতৃ দিবসে একটি ছবি শেয়ার করে পরীমণি লিখেছিলেন, 'মায়েদের জীবন সত্যিই সুন্দর কঠিন'।  ছবিতে দেখা গিয়েছে, হাসপাতালে চিকিৎসার জন্য পরীর হাতে চ্যানেল করা হয়েছে। এদিকে তাঁর পাশে শুয়ে নিশ্চিন্ত ঘুমে রাজ্য। এই ছবি দেখে অবশ্য মন গলেছে নেটিজেনদের। তাঁরা পরীমণির মায়ের কর্তব্য পালন করতে দেখে প্রশংসা করেছেন। একসঙ্গে পরীমণির আরোগ্য কামনা করেছেন নেটিজেনরা।

বাংলাদেশের অভিনেত্রী হয়েও এই বাংলাতেও বেশ জনপ্রিয় পরীমণি। ফেলে আসা বছরগুলোয় পরীর ডানায় এত বিতর্ক এসে লেগেছে যে তাঁকে নিয়ে দিকে দিকে আলোচনা হয়েছে। তাঁর সম্পর্ক নিয়ে চর্চা, তাঁকে গ্রেফতারি নিয়ে চর্চা। নেট মাধ্যমে তাঁর দিকে নেটিজেনরা কুমন্তব্য ঢেলে দিলেও, দিন শেষে পরীর সৌন্দর্যে সকলেই ঘায়েল।

12 months ago
Papon: হাসপাতালে ভর্তি গায়ক পাপন, ১৩ বছরের ছেলে পুহর অতন্দ্র প্রহরী

বাংলা এবং হিন্দি সংগীত জগতের জনপ্রিয় গায়ক অঙ্গরাগ মোহান্ত ওরফে পাপন (Papon) হাসপাতালে ভর্তি। এই সপ্তাহের শুরুর দিকেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একথা জানিয়েছেন গায়ক। সঙ্গে একটি ছবিও আপলোড করেছেন তিনি। ছবিতে দেখা গিয়েছে, হাসপাতালের (Hospitalized) বিছানায় শুয়ে রয়েছেন পাপন। পাশে বসে রয়েছে গায়কের ১৩ বছরের ছেলে। পাপন জানিয়েছেন, ছেলেই এখন হাসপাতালে তাঁর পাশে প্রহরীর মতো বসে রয়েছে।

ইনস্টাগ্রামে পাপন জানিয়েছেন, শারীরিক অসুস্থতা নিয়ে তিনি কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি রয়েছেন। ছেলে পুহর তাঁর সঙ্গে রয়েছেন। পাপন লিখেছেন, 'আমরা একাই এই ছোট ছোট যুদ্ধগুলির সঙ্গে লড়াই করি। আমি ব্যক্তিগতভাবে এইসব লড়াইয়ের কথা সমাজিক মাধ্যমে শেয়ার করি না। কিন্তু গত রাত অন্যরকম ছিল। প্রথমবার আমার ১৩ বছরের ছেলে আমার প্রহরী হয়েছিল সারা রাত। আমার জন্য এই মুহূর্ত খুবই ইমোশনাল।'

View this post on Instagram

A post shared by Papon (@paponmusic)

পাপন আরও লিখেছেন, 'আমার মনে পড়ে মা বাবার জন্য আমিও এমন মুহূর্ত কাটিয়েছি। আফসোস হয়, যদি আমার মা বাবা পুহরের এই দৃশ্য দেখতে পারতেন। নিজেকে ধন্য মনে করি।'


12 months ago


Raj: মূত্রনালীতে সংক্রমণ, হাসপাতালে ভর্তি রাজ! 'আমার সবকিছু' বলছেন শুভশ্রী

একদিকে পরিচালনা অন্য দিকে রাজনৈতিক দায়িত্ব। এসবের মাঝে আচমকা অসুস্থ হয়ে পড়লেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। খবর পেয়েই উদ্বেগে তাঁর ভক্তরা। কী হয়েছে তাঁর? প্রশ্নে ছয়লাপ নেট দুনিয়া। জানা গিয়েছে, কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন রাজ। রুটিন চেকআপের জন্য বেসরকারি হাসপাতালে যান তিনি। পরীক্ষায় ধরা পড়ে তাঁর মূত্রনালীতে সংক্রমণ হয়েছে। এর চিকিৎসার জন্যই আপাতত হাসপাতালে (Hospitalized) রাজ।

জানা গিয়েছে, সংক্রমণ তেমন গুরুতর নয়। আপাতত তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।  বুধবার তাঁকে ছেড়ে দেওয়া হবে বলেই খবর। এদিকে রাজকে বোধহয় খুব মিস করছেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী শুভশ্রী। সামাজিক মাধ্যমে রাজ্যের সঙ্গে কাটানো একাধিক মুহূর্তের ছবির একটি কোলাজ ভিডিও দিয়েছেন। ছবিগুলিতে অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে যুগলকে। ভিডিও পোস্ট করে শুভশ্রী ক্যাপশনে লিখেছেন, 'আমার সবকিছু'।

View this post on Instagram

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

রাজ চক্রবর্তী সেরে উঠেই কাজে ফিরবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই শেষ হয়েছে, 'আবার প্রলয়' সিনেমার শ্যুটিং। ওটিটিতে কবে মুক্তি পাবে ছবিটি তা এখনও জানা যায়নি। তাঁর শেষ দুটি ছবি, 'হাবজি গাবজি' এবং 'ধর্মযুদ্ধ' বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। তাঁর নতুন সিনেমা প্রলয় আনতে পারে কিনা তা দেখতে অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।


one year ago
Madhumita: হাসপাতালের বেডে শুয়ে 'চিনি', কী অসুস্থতা অভিনেত্রীর?

আজ সকালেই নেটমাধ্যমে দুঃসংবাদ দিলেন 'চিনি' খ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। হাসপাতালের বেড়ে শুয়ে ছবি দিয়েছেন তিনি। হাতে চলছে স্যালাইন। হাসপাতালের দেওয়া পোশাক পরে রয়েছেন মধুমিতা। চোখে বড় চশমা। চাদরের আড়ালে দেখা গিয়েছে বই। এই ছবি দেখেই চিন্তায় পড়ে গিয়েছেন নেটিজেনরা।  মধুমিতাকে নিয়ে তারা রীতিমতো উদ্বিগ্ন। কী হয়েছে তাঁর? এই প্রশ্নে ছয়লাপ হয়েছে নেট দুনিয়া।

জানা গিয়েছে, দিন কয়েক আগে শ্যুটিং চলাকালীন অভিনেত্রী আচমকাই পেটে ব্যথা অনুভব করেন।  চিকিৎসকের কাছে গেলে তিনি বলেন, এই ব্যথা এপেনডিক্সের। দ্রুত একে শরীর থেকে নির্মূল না করলে এই ব্যথা থেকে মুক্তি পাওয়া অসম্ভব। এরপরেই মধুমিতার শরীরে অস্ত্রপ্রচার করা হয়। সেই কারণেই হাসপাতালে অভিনেত্রী। ছবিতে দেখা গিয়েছে, হাসপাতালের পোশাকেই বেডে শুয়ে রয়েছেন অভিনেত্রী।  চোখে মোটা ফ্রেমের চশমা। হাসপাতালের এই সময়টুকু বই পড়েই কাটাচ্ছেন মধুমিতা।

View this post on Instagram

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)

নিজের সামাজিক মাধ্যমে সেই ছবিটি পোস্ট করে মধুমিতা লিখেছেন, 'গুরুতর কিছু ঘটেছিল, আদুরেভাবে সেরে উঠেছি।' দিন কয়েক পরেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে অভিনেত্রী মধুমিতা সরকারের ওয়েব সিরিজ 'জাতিস্মর'। সেই সিরিজ দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকেরা। অন্যদিকে 'খুব তাড়াতাড়ি সেরে উঠুন মধুমিতা', এই প্রার্থনা করছেন ভক্তরা।

one year ago