Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Horse

Ms Dhoni: পোষ্যকে আদর করছেন মাহি, মুহূর্তে ভাইরাল ভিডিও

মহেন্দ্র সিং ধোনিকে শেষ কবে দেখা গিয়েছিল! ঘরের মাঠে বিশ্বকাপ কেটেছে। কিন্তু একবারের জন্য কোনও মাঠে দেখা যায়নি মাহিকে। সম্প্রতি চেন্নাই সুপার কিংস জানিয়েছে, ধোনিকে রেখেই দল ঘোষণা করছে তাঁরা। তিনিই নেতৃত্ব দেবেন। তবে ক্রিকেট থেকে অনেক দূরে মাহি। নিজের খামার বাড়িতে রয়েছেন তিনি।

সম্প্রতি ধোনির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাঁর কালো ঘোড়া চেতক-কে খাবার খাওয়াতে দেখা যায় ক্যাপ্টেন কুলকে। ধোনির সঙ্গে দেখা যায় আরও কয়েকজনকে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে।

ধোনির ফার্ম হাউজে ঘোড়া ছাড়াও একাধিক পশু আছে। কুকুর, মুরগি, রাজহাঁসও আছে। এর আগেও তাঁর প্রিয় ঘোড়া চেতকের সঙ্গে ধোনির ভিডিয়ো দেখা যায়। এবার সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো দেখা গিয়েছে।

5 months ago
Horse: ইডেনের বাজি প্রদর্শনীতে মৃত কলকাতা পুলিশের ঘোড়া

ম্যাচ শেষে বাজি প্রদর্শনীর সময় বাজির শব্দে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কলকাতা মাউন্টেড পুলিশের একটি ঘোড়ার। ইডেনের ক্লাব হাউসের গেটের বাইরে বঙ্গবাসী গ্রাউন্ডে বাইরে ডিউটিরত ছিল ওই ঘোড়াটি। বাজির শব্দে আতঙ্কে নিয়ন্ত্রণ হারিয়ে দৌড়োতে থাকে ঘোড়াটি। তাঁকে নিয়ন্ত্রণে এনে মাউন্টেড পুলিশের অফিসে নিয়ে গেলে সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় ঘোড়াটি। ঘটনায় আহত হয় ২ পুলিশ কর্মী (ঘোড়ার সওয়ারি ও এক কনস্টেবল) ও এক দম্পতি।কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত সওয়ার নিরঞ্জন প্রসাদ সিং ও কনস্টেবল অনিমেষ চক্রবর্তী। আহত দুই পুলিশ কর্মী কোঠারি হাসপাতালে চিকিৎসাধীন।

পাশাপাশি কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘোড়ার দ্বারা আক্রান্ত দম্পতি বাঁকুড়া থেকে খেলা দেখতে এসেছিলেন গৌরাঙ্গ রক্ষিত ও সঞ্চিতা রক্ষিত। তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে,  ৫ বছর বয়সী, মৃত ওই মহিলা ঘোড়ার নাম "voice of the reason"। 

6 months ago
Smuggling: ৫ কেজির দুর্লভ সি-হর্স পাচারের অভিযোগ, নকশালবাড়িতে গ্রেফতার এক

প্রায় কয়েক লক্ষ টাকার দুর্লভ প্রজাতির সি-হর্স বা সিন্ধু ঘটক (Sea Horse Smuggling)) পাচারের আগে ঘোষপুকুর বন দফতরের (Forest Department) কর্মীদের জালে এক পাচারকারী। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় নকশালবাড়ি (Naxalbari Darjeeling) থেকে সন্দেহজন একজন ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর ব্যাগের ভিতর থেকে ৫ কেজির বিলুপ্তপ্রায় প্রাণী সি-হর্সের দেহ উদ্ধার হয়েছে।

সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে গ্রেফতার করে ঘোষপুকুর বন দফতরে নিয়ে আসা হয়েছিল জিজ্ঞাসাবাদ জন্য। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম ফৈয়াজ আহমেদ। তাঁর বাড়ি উত্তর দিনাজপুরের ধুলিগাও গ্রামে। তল্লাশির পর ওই ব্যক্তির কাছ থেকে একাধিক জায়গার রেসিডেন্ট সার্টিফিকেটও পাওয়া গিয়েছে। অনুমান, নকশালবাড়ি হয়ে নেপালে পাচারের ছক ছিল এই সিন্ধু ঘটকগুলোকে। বুধবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে। 

সম্প্রতি এসএসবি ও বন দফতরের যৌথ উদ্যোগে লক্ষাধিক টাকার মূল্যের হাতির দাঁত উদ্ধার হয়েছিল। ফাঁসিদেওয়া ঘোষপুকুর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। বহু মূল্যের এই দাঁত পাচারের অভিযোগে তিন জন গ্রেফতারও হয়েছিল। বন দফতর সূত্রে জানা গিয়েছিল, বৃহস্পতিবার রাতে খরিবাড়ির ইন্দো-নেপাল সীমান্তে এসএসবির জওয়ানরা তিন জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন। তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি জওয়ানরা তল্লাশি চালালে বহুমূল্যের দুটি হাতির দাঁত উদ্ধার হয়।

one year ago


Hooda: হর্স রাইডিংয়ের সময় পড়ে গিয়ে সংজ্ঞাহীন রণদীপ হুডা, এখন কেমন আছেন অভিনেতা

হর্স রাইডিংয়ের সময় ঘোড়া থেকে পড়ে গিয়ে গুরুতর আহত (Actor Injured) অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda)। দিন কয়েক আগে এভাবে ঘোড়া থেকে পড়ে গিয়ে সংজ্ঞা হারান তিনি। তখন থেকেই হাসপাতালে চিকিৎসাধীন বড়পর্দার সর্বজিৎ (Movie Sarbjit)। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।

গত বছর সলমন খান অভিনীত রাধে ছবির এক অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় হাঁটুতে চোট পান হুডা। পরিস্থিতি জটিল হওয়ায় তাঁর অস্ত্রোপচার হয়েছিল। হাসপাতাল থেকে তখন নিয়মিত সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করতেন রণদীপ। যদিও এবার দুর্ঘটনার পর কয়েক দিন কাটলেও অভিনেতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই মুহূর্তে বিনায়ক দামোদর সাভারকর বায়োপিকের নাম ভূমিকায় কাজ করছেন তিনি। ইতিমধ্যেই তিনি বাইশ কেজি ওজন কমিয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে রণদীপের ওয়েব সিরিজ় ‘ক্যাট’। সিরিজ়ে তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

one year ago