
পথকুকুরকে খাওয়াতে গিয়ে গুরুতর জখম (Injured) হলেন বছর ২৫-এর এক তরুণী। কুকুরের আক্রমণে তিনি আহত হননি, বরং দ্রুতগতিতে আসা একটি গাড়ি চাপা দিয়ে পালায়। খানিকটা দিল্লির হিট অ্যান্ড রান কাণ্ডের মতো। মর্মান্তিক এই দুর্ঘটনা রবিবার রাতে ঘটেছে চণ্ডীগড়ে (Chandigarh)।
পুলিস সূত্রে খবর, তেজস্বিতা নামে ওই তরুণী রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ পথকুকুরদের খাওয়াতে বেরোন। রাস্তার এক পাশে দাঁড়িয়ে নিচু হয়ে খাবার দিচ্ছিলেন তিনি। সে সময় দ্রুতগতিতে ছুটে আসে একটি গাড়ি। কিছু বুঝে ওঠার আগেই তেজস্বিতাকে ধাক্কা মেরে বেরিয়ে যান চালক। আহত অবস্থায় রাস্তায় পড়ে ছটফট করতে থাকেন আর কুকুরদের চিৎকারে এক পথচারীর নজর পড়েন তেজস্বিতা। তিনি দেখেন, ওই আলো-আঁধারি রাস্তার পাশে পড়ে রয়েছে এক তরুণী।
সঙ্গে সঙ্গে তিনি পুলিসে খবর দেন। পুলিসের টহলদারি ভ্যান এসে তেজস্বিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। খবর দেওয়া হয় তাঁর পরিবারকেও। জানা গিয়েছে, তাঁর মাথার দু’পাশে সেলাই পড়েছে। তবে জ্ঞান রয়েছে এবং কথাও বলতে পারছেন।
তেজস্বিতার বাবা ওজস্বী কৌশল এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ বের করে সেক্টর ৬১ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত চালককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিস। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।
দিল্লির (Delhi) তরুণীর মৃত্যুর ঘটনার ভয়াবহতা এখনও কাটেনি। তার মধ্যেই ফের সামনে এল এমনই এক হিট-এন্ড-রান কেস। বর্ষবরণের রাতে সকলে যখন আনন্দে মেতে উঠেছিলেন, তখন নিজের কাজ নীরবে করছিলেন ডেলিভারি বয়রা। তেমনই এক ডেলিভারি বয় বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিতে বেরিয়েছিলেন সেদিন। রাস্তায় তাঁর বাইকের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই পড়ে যান তিনি। কোনওভাবে ওই ডেলিভারি বয়ের দেহ গাড়ির তলায় আটকে যায়। সেই অবস্থায় তাঁর দেহ প্রায় ২০০ মিটার টেনেহিঁচড়ে নিয়ে যায় ঘাতক গাড়ি।
পুলিস সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, ওই ডেলিভারি বয়ের নাম কৌশল যাদব। রবিবার রাত ১টা নাগাদ নয়ডার সেক্টর-১৪ এলাকার কাছে একটি উড়ালপুলের কাছে এই দুর্ঘটনা ঘটেছে।
রাস্তায় এক প্রত্যক্ষদর্শীর নজরে পড়লে সঙ্গে সঙ্গে গাড়িটি থামান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি মন্দিরের কাছে গিয়ে চালক গাড়ি থামায়। কৌশলের মৃতদেহ ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। রবিবার বেলা ১টায় কৌশলের ভাই অমিত তাঁকে ফোন করলে এক পথচারী ফোন ধরেন। এরপর তাঁর ভাইকে দুর্ঘটনার কথা জানান।
অমিত থানায় অভিযোগও দায়ের করেছেন। পুলিশ সূত্রের খবর, তাদের তরফে তদন্ত শুরু করা হয়েছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিস।
ঘুমন্ত অবস্থায় ফুটপাথবাসীদের পিষে দিল বেপোরোয়া ট্রাক (truck)। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের। জানা গিয়েছে, বেশ কয়েকজন ফুটপাথের উপর শুয়েছিলেন। তখনই একটি ট্রাক চলে যায় তাঁদের উপর দিয়ে। ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু (Death) হয়। আর একজন চিকিৎসা চলাকালীন মারা গিয়েছে। বাকি ৩ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটে রাজধানী দিল্লির (Delhi) সীমাপুরী এলাকায়।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত দু'টো নাগাদ রাস্তার ডিভাইডারে লাইন দিয়ে শুয়ে ঘুমোচ্ছিলেন ফুটপাথবাসী। তখনই প্রচণ্ড গতিতে আসা একটি ট্রাক পিষে দেয় তাঁদের। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ঠিক রাত ১টা ৫১ মিনিটে সীমাপুরীর ডিটিসি ডিপো রেডলাইটের কাছে ঘটনাটি ঘটে।
ট্রাকটি না দাঁড়িয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখনও অবধি হদিশ মেলেনি ট্রাক ও ট্রাক চালকের। ইতিমধ্যে দিল্লি পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।