Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Hills

landslide: ভারী বৃষ্টির জেরে পাহাড়ে ধস, প্রমাদ গুনছে শৈল শহর গুলি

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বেশ কিছু জেলায় বৃষ্টির দাপট। বুধবার রাত থেকে বৃষ্টি শুরু হলেও শনিবার রাতে বৃষ্টির দাপট অনেকটাই বেড়েছে দুই বঙ্গেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ উত্তরের ৮ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আছে।

শনিবার পাহাড় ও সমতলে ফের বৃষ্টিতে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশে ধস নামে। রবিবার সকাল থেকে শিলিগুড়ি থেকে ঘুরপথে সিকিমের গাড়ি চলছে। সিকিম থেকে শিলিগুড়ির গাড়িও ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফলে যান চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। শনিবার রাতের বৃষ্টিতে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সেই জল যদিও নেমে গিয়েছে।

সিকিমের আবহাওয়া দফতর সূত্রে খবর, আরও ২৪ ঘণ্টা বৃষ্টি চলবে। তারপর থেকে বৃষ্টির পরিমাণ কমবে।

8 months ago
Strike: ছাত্রী মৃত্যুর প্রতিবাদ, ছয় বছর পর ফের বনধ পাহাড়ে

ছ বছর পর ফের স্তুব্ধ হল পাহাড়। ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে শনিবার পাহাড়ে বনধের ডাক দিয়েছে গোর্খা সেবা সেনা। তার জেরে শনিবার সকাল থেকে বনধ চলছে। ফলে বেড়াতে বিপাকে পড়েছে পর্যটকরা। কারণ, বন্ধ রয়েছে দোকান এবং যান চলাচল।

শিলিগুড়ির মাটিগাড়ায় দিন কয়েক আগে উদ্ধার হয়েছিল এক নাবালিকা ছাত্রীর দেহ। অভিযোগ ধর্ষণ করে খুনের। তার প্রতিবাদে গোর্খা সেবা সেনার এদিনের বনধকে সমর্থন করেছে গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টি এবং বিজেপি। বনধের পাশাপাশি টানা বৃষ্টির জেরেও বিপর্যস্ত পাহাড়ের অবস্থা।

পুলিশ জানিয়েছে, গত সোমবারের ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তও স্কুল পড়ুয়া বলেই জানিয়েছে পুলিশ। থাপড়াইল এলাকার বাসিন্দা ওই নাবালিকা ওইদিন অভিযুক্তের সঙ্গেই স্কুল থেকে বাড়ি ফিরছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ইটের আঘাতেই মৃত্যু হয়েছে ওই নাবালিকার।

9 months ago