Breaking News
Abhishek: দিল্লির থানা থেকে বেরিয়ে কলকাতায় রাজভবন অভিযানের ডাক অভিষেকের      Dengue: ডেঙ্গির থাবায় মৃত্যু আরও তিন জনের, নয়া পদক্ষেপ নবান্নের      ED: ইডিকে আগেই জানানো উচিত ছিল, অভিষেকের মামলায় মন্তব্য ডিভিশন বেঞ্চের      Abhishek: নিজের কথাই রাখছেন অভিষেক, যাচ্ছেন না ইডির তলবে      Delhi: লাঠি উঁচিয়ে তাড়া করে রাজঘাট থেকে তৃণমূলকে বের করে দিল দিল্লি পুলিস      Meeting: একদিকে ইডি, অন্যদিকে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, সোম-মঙ্গলের প্লান কষতে দিল্লিতে বৈঠকে অভিষেক      Abhishek: দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজরে ৩ অক্টোবর      Accident: দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, আশঙ্কাজনক ১১ জন      Justic Sinha: জলে কুমির ডাঙায় বাঘ! রনংদেহী জাস্টিস সিনহার নির্দেশে মহাফাঁপরে ইডি ও অভিষেক      Delhi: তৃণমূলের বিশেষ ট্রেনের আবেদন খারিজ, বাসেই দিল্লি যাওয়ার ঘোষণা অভিষেকের     

HeartDisease

Heart: পুরুষদের থেকেও মহিলাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি! কী বলছেন চিকিৎসকরা

হৃদরোগের (Heart Disease) ঝুঁকি প্রতিদিন বেড়েই চলেছে। আপনাদের হয়তো একটা ভুল ধারণা রয়েছে যে, মহিলাদের (Women) তুলনায় পুরুষদের হার্ট অ্যাটাক (Heart Attack) বা হৃদরোগের ঝুঁকি বেশি। কিন্তু নতুন সমীক্ষায় দেখা গিয়েছে, মহিলাদেরই বেশি মাত্রায় হৃদরোগের ঝুঁকি বেশি। সবথেকে চিন্তার বিষয় আরও হলো যে, তাঁরা যখন জানেনও না যে তাঁরা সত্যিই হৃদরোগে আক্রান্ত। এমনকি হার্ট অ্যাটাক হওয়ার বিভিন্ন লক্ষণ পুরুষদের লক্ষণের থেকেও অনেকটা আলাদা হয়ে থাকে। তাই জেনে রাখা দরকার, মহিলাদের কোন কোন লক্ষণে বুঝবেন যে তাঁদের হার্ট অ্য়াটাক হওয়ার সম্ভাবনা রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, বুক ভারি অনুভব করা, শ্বাস নিতে সমস্যা, উদ্বেগ, বুক জ্বালা ইত্যাদি লক্ষণ হৃদরোগের লক্ষণ হতে পারে। আর এর চিকিৎসা না করালেই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। এছাড়াও ডায়াবেটিস, মানসিক চাপ, মেনোপজ, গর্ভাবস্থায় বিভিন্ন সমস্যা, পর্যাপ্ত ঘুম না হওয়া, ধূমপান, ইত্যাদি লক্ষণগুলো প্রধান কারণ কার্ডিওভাসকুলার রোগের। কাজের চাপ এবং ঘুমের সমস্যাগুলি উল্লেখযোগ্যভাবে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি বাড়িয়ে তুলছে। ফলে এর চিকিৎসা হলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তেই থাকে।

5 months ago