Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

HarishChatterjeeStreet

Mamata: দীর্ঘ ১২ বছর পর মুখ্যমন্ত্রীর পাড়ায় সরকার বিরোধী মিছিল, আগামী ২ মাস ১৪৪ ধারা জারি

দীর্ঘ ১২ বছর পর হরিশ মুখার্জি স্ট্রিটে সরকার বিরোধী মিছিল। সেই মিছিলে 'চোর চোর' শ্লোগান ওঠার অভিযোগ। এরপরেই অতি সক্রিয় কলকাতা পুলিস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার জন্য জারি করা হলো ১৪৪ ধারা। এমনটাই কলকাতা পুলিস সূত্রে খবর। কলকাতা পুলিস সূত্রে জানা গিয়েছে, হাজরায় ডিএ আন্দোলনকারীরা একটি বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে এবং ওই কর্মসূচির মাধ্যম দিয়ে একটি মিছিল হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে যায়। অভিযোগ ওই মিছিলে অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়ির সামনে 'চোর চোর' স্লোগান দেওয়া হয়।

এমন অভিযোগের পরেই মুখ্যমন্ত্রীর বাড়তি সুরক্ষা নিশ্চিত করতেই আগামী দু মাস মুখ্যমন্ত্রীর বাড়ি সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করল কলকাতা পুলিস। কলকাতা পুলিসের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছে, ওই এলাকায় আগামী দু'মাস সমস্ত যান নিয়ন্ত্রণ করা হবে। এবং আরও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

12 months ago
Protest: মমতা-অভিষেকের পাড়ায় 'চোর চোর' স্লোগান, ডিএ মঞ্চে বাম কংগ্রেস-বিজেপি এক হল তিন হাত

একেই দীর্ঘ ১২ বছর পর হরিশ চ্যাটার্জী স্ট্রিটে (Harish Chatterjee Street) সরকার বিরোধী মিছিল। অন্যদিকে কলকাতার হাজরায় ডিএ (DA) মঞ্চে একসঙ্গে দেখা গেল রাজ্যের সব বিরোধীদের। পাশাপাশি শনিবার আদালতের অনুমতিতে ডিএ আন্দোলনকারীদের মিছিলে আদালতের নির্দেশ ভঙ্গের অভিযোগ ওঠে। সব মিলিয়ে শনিবারের বেলা যেন কেবল রাজনৈতিক বেলা। শনিবার হাজরায় ডিএ মঞ্চে একসঙ্গে দেখা গেল বিজেপি, বাম ও কংগ্রেসকে। এই দৃশ্য সচরাচর মেলেনা বলেই দাবি সাধারনের। 

ডিএ বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিলেন সরকারী কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। উভয় পক্ষেরই বিভিন্ন আবেদন হাইকোর্টে পৌঁছেছে। এছাড়া রাজ্যের তরফে এই মামলা পৌঁছেছে সুপ্রিম কোর্ট অবধি। সম্প্রতি দু'পক্ষের মধ্যস্থতার জন্য আদালত  নির্দেশ দিয়েছিলেন, দুপক্ষকেই আলোচনায় বসতে হবে। নির্দেশ মতো দ্বিপাক্ষিক বৈঠকে কোনও লাভ না হলে, বৈঠক সেরেই সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়ে দিয়েছিল আন্দোলনের ১০০ তম দিন, অর্থাৎ ৬ই মে কলকাতা জুড়ে মহামিছিল হবে। 

সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল ম্যাপ দেখেই আপত্তি জানায় পুলিস, কারণ হিসেবে কলকাতা পুলিসের অতিরিক্ত পুলিস কমিশনার ১ মুরলি ধর সিএন ডিজিটালকে জানিয়েছিল, সংগ্রামী যৌথ মঞ্চের এই মিছিল হরিশ চ্যাটার্জী স্ট্রিট দিয়ে যাবে, যা এই মিছিলের জন্য অতিরিক্ত স্পর্শকাতর। এই একই কারন দেখানো হয় আদালতেও। কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা দু'পক্ষেরই কথা শুনে ওই এলাকায় মিছিল করার অনুমতি দেয়। কিন্তু স্বর্ত ছিল কোনোভাবেই কোনো কটূক্তি করা যাবে না, এবং ওই মিছিল হতে হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। যদিও সকাল থেকেই বিশৃঙ্খলা ঠেকাতে সক্রিয় ছিল প্রশাসন। যদিও সরকারি কর্মীরা আদালতের নিয়ম মানেন নি বলে অভিযোগ। অভিযোগ অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়ির সামনে ওই মিছিল আসতেই 'চোর চোর' স্লোগান ওঠে। যদিও ওখানে কর্তব্যরত পুলিস এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করে এবং স্লোগান কারীদের হটিয়ে দেয়। 

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সংগ্রামী যৌথ মঞ্চ। এ বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের এক আধিকারিক কিঙ্কর অধিকারী সিএন-ডিজিটালকে জানান, 'এরকম কোনও ঘটনা ঘটে নি।'

one year ago