Breaking News
BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!      Jyotipriya: এসএসকেএম-এও নেই স্বস্তি! সিসিটিভি ক্যামেরার নজরাধীন রাখার নির্দেশ আদালতের      CBI: কোথাও বিধায়ক, কাউন্সিলর, কোথাও ব্যবসায়ীর বাড়িতে হানা, রাজ্যজুড়ে ফের সক্রিয় সিবিআই      Mamata Banerjee: 'অনেক বিধায়কের কোটি কোটি টাকা', বিজেপি বিধায়কদের চাঁচাছোলা আক্রমণ মমতার      Amit Shah: লোকসভার আগে বিজেপির শাহী সভা যেন প্রেস্টিজ ফাইট, সভার লাইভ আপডেট     

GreaterNoida

PUBG: পাবজি-র মাধ্যমে ভালোবাসা, পাকিস্তান থেকে বেআইনিভাবেই ভারতে পাড়ি এক মহিলার!

ভালোবাসার টানে বেআইনি ভাবে পাকিস্তান (Pakistan) থেকে ভারতে (India) পাড়ি দিলেন এক বিবাহিত মহিলা। জানা গিয়েছে, সেই মহিলা অনলাইন গেমিং অ্যাপ পাবজি-এর (PUBG) মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে প্রেমে পড়েন। শুধু তাই নয়, তিনি তাঁর আগের পক্ষের চার সন্তানদের নিয়েই এই দেশে চলে এসেছেন। এমনকি সেই ব্যক্তির সঙ্গে গ্রেটার নয়ডাতেই থাকতেন বলে সূত্রের খবর। বেআইনি ভাবে এই দেশে প্রবেশের অভিযোগে সেই মহিলাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, পাকিস্তানি সেই মহিলার নাম সীমা গুলাম হায়দার। তিনি বেআইনিভাবে এই দেশে প্রবেশ করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে, তিনি নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছেন। সচীন নামে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় পাবজি-তে। এরপর সীমা চলে আসেন এই দেশে। এরপর সচীনের সঙ্গে দেখা করে ও তাঁর সঙ্গেই থাকতে শুরু করেন গ্রেটার নয়ডার এক ভাড়া বাড়িতে। এরপর কোনওমতে এই খবর পুলিসের কাছে পৌঁছলে তাঁদের খুঁজতে শুরু করে পুলিস। কিন্তু তাঁরা সেখান থেকে পালিয়ে যান। তবে অবশেষে তাঁদের গ্রেফতার করেছে পুলিস।

5 months ago
Accident: গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে মুখোমুখি সংঘর্ষ দুটি বাসের, মৃত্যু তিনজনের

রবিবার সকালে পথ দুর্ঘটনা (Road Accident)। নলেজ পার্কের অধীনে গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে (Greater Noida Expressway) দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে তিনজন মারা (Death) গিয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সূত্রের খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গ্রেটার নয়ডা পুলিস এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে,"নলেজ পার্কের অধীনে গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে দুটি বাসের মধ্যে সংঘর্ষে তিনজন মারা গিয়েছে। পুলিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।" প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,  একটি বাস আনন্দ বিহার থেকে প্রতাপগড় যাচ্ছিল এবং অন্য বাস দিল্লি থেকে শিবপুরির দিকে যাচ্ছিল।

তিনজন আহত গ্রেটার নয়ডার ইয়াথার্থ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া দশজনকে দুর্ঘটনার পর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যান চলাচল আবার শুরু হয়েছে, পুলিস দুর্ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকাজ চালায়। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিস।

12 months ago