Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

GreaterNoida

PUBG: পাবজি-র মাধ্যমে ভালোবাসা, পাকিস্তান থেকে বেআইনিভাবেই ভারতে পাড়ি এক মহিলার!

ভালোবাসার টানে বেআইনি ভাবে পাকিস্তান (Pakistan) থেকে ভারতে (India) পাড়ি দিলেন এক বিবাহিত মহিলা। জানা গিয়েছে, সেই মহিলা অনলাইন গেমিং অ্যাপ পাবজি-এর (PUBG) মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে প্রেমে পড়েন। শুধু তাই নয়, তিনি তাঁর আগের পক্ষের চার সন্তানদের নিয়েই এই দেশে চলে এসেছেন। এমনকি সেই ব্যক্তির সঙ্গে গ্রেটার নয়ডাতেই থাকতেন বলে সূত্রের খবর। বেআইনি ভাবে এই দেশে প্রবেশের অভিযোগে সেই মহিলাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, পাকিস্তানি সেই মহিলার নাম সীমা গুলাম হায়দার। তিনি বেআইনিভাবে এই দেশে প্রবেশ করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে, তিনি নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছেন। সচীন নামে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় পাবজি-তে। এরপর সীমা চলে আসেন এই দেশে। এরপর সচীনের সঙ্গে দেখা করে ও তাঁর সঙ্গেই থাকতে শুরু করেন গ্রেটার নয়ডার এক ভাড়া বাড়িতে। এরপর কোনওমতে এই খবর পুলিসের কাছে পৌঁছলে তাঁদের খুঁজতে শুরু করে পুলিস। কিন্তু তাঁরা সেখান থেকে পালিয়ে যান। তবে অবশেষে তাঁদের গ্রেফতার করেছে পুলিস।

10 months ago
Accident: গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে মুখোমুখি সংঘর্ষ দুটি বাসের, মৃত্যু তিনজনের

রবিবার সকালে পথ দুর্ঘটনা (Road Accident)। নলেজ পার্কের অধীনে গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে (Greater Noida Expressway) দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে তিনজন মারা (Death) গিয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সূত্রের খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গ্রেটার নয়ডা পুলিস এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে,"নলেজ পার্কের অধীনে গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে দুটি বাসের মধ্যে সংঘর্ষে তিনজন মারা গিয়েছে। পুলিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।" প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,  একটি বাস আনন্দ বিহার থেকে প্রতাপগড় যাচ্ছিল এবং অন্য বাস দিল্লি থেকে শিবপুরির দিকে যাচ্ছিল।

তিনজন আহত গ্রেটার নয়ডার ইয়াথার্থ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া দশজনকে দুর্ঘটনার পর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যান চলাচল আবার শুরু হয়েছে, পুলিস দুর্ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকাজ চালায়। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিস।

one year ago