Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

GoogleMap

Google: ইন্ডিয়া-ভারত বিতর্কের মধ্যেই বড় পদক্ষেপ গুগলের, ম্যাপ খুললেই চমকে যাবেন আপনিও

দেশের নাম ‘ইন্ডিয়া’ না 'ভারত'? এই নিয়ে বিতর্ক যতদিন যাচ্ছে আরও জোরালো হচ্ছে। তার উপর বড় চমক দিল গুগুল। আচমকাই গুগল ম্যাপে  ‘ভারত’ লিখে সার্চ করলেই চলে আসছে তেরঙা পতাকা-সহ দক্ষিণ এশিয়ার এই দেশটি। দেশের পতাকার ‘ডিজিটাল কোড’ সহ তা ফুটে উঠছে মোবাইল স্ক্রিনে। আবার ‘ইন্ডিয়া’ লিখলেও একইভাবে দেশের মানচিত্র (Indian map) খুলে যাচ্ছে। যা বর্তমান সময়ে বিশেষ তাৎপর্যপূর্ণ।

আগে গুগল ম্যাপে ‘ইন্ডিয়া’ লেখা হলে দেখা যেত আমাদের দেশের মানচিত্র। এখন গুগল ম্যাপে হিন্দি বা ইংরেজিতে 'ভারত' লিখলেই দেখা যাচ্ছে ইন্ডিয়া। একই সঙ্গে এটা যে ‘দক্ষিণ এশিয়ার একটি দেশ’ তাও দেখা যাচ্ছে। সাধারণত, দেশের নাম বাংলায় 'ভারত ও ইংরেজিতে 'ইন্ডিয়া' বলা হয়। সম্প্রতি অবিজেপি জোট 'ইন্ডিয়া' নাম রাখার পর থেকেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজকর্মে ভারত নাম ব্যবহার করার প্রবণতা দেখা যায়। সম্প্রতি রেলমন্ত্রী দেশের নাম 'ইন্ডিয়া'-র পরিবর্তে 'ভারত' ব্যবহার করার ব্যাপারে মন্ত্রিসভায় প্রস্তাবও দিয়েছেন।

বলা যায়, কেন্দ্রীয় সরকার ধীরে ধীরে অফিসিয়াল তথ্যে "ইন্ডিয়া" এর পরিবর্তে "ভারত" এর ব্যবহার বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে হোমওয়ার্কও করছে গুগল। এর প্রভাব শুধু গুগল ম্যাপে নয়, গুগলের সব পণ্যেই দেখা যায়। গুগল ট্রান্সলেট থেকে শুরু করে গুগল সার্চ এবং গুগল নিউজ, ব্যবহারকারীদের "ইন্ডিয়া" এবং "ভারত" উভয়ই ব্যবহার করার বিকল্প দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে গুগলের পক্ষ থেকে এখনো কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

7 months ago
Google Map: গুগল ম্যাপের ভরসায় সপরিবারে বাড়ি ফেরার পথে খালে গিয়ে পড়লেন চিকিৎসক

আমাদের দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে গুগল (Google)। প্রায়শই অনেকেই গুগল ম্যাপ (Google Map)-এর ভরসায় বেরিয়ে পড়েন। বিশেষ করে অজানা জায়গায় যাওয়ার জন্য ভরসা সেই গুগল ম্যাপই। কিন্ত গুগল ম্যাপ কি সবসময় সঠিক রাস্তাই (Right navigation) দেখায়? একেবারেই না। অন্ধের মত গুগলের ম্যাপের উপর ভরসা করে ম্যাপে দেওয়া ডিরেকশনে এগোতে এগোতে ভুল রাস্তায় এসে পড়েন এক মহিলা। গাড়ি গিয়ে পড়ে খালে। ঘটনাটি ঘটেছে কেরলে (Kerala)।

পুলিস সূত্রে খবর, রাত সাড়ে ১০টায় এই দুর্ঘটনাটি ঘটে। এরনাকুলম থেকে কুমবানাদে নিজের বাড়ি ফিরছিলেন সোনিয়া নামের ওই মহিলা। পেশায় তিনি একজন চিকিৎসক। সঙ্গে ছিল তাঁর তিন মাসের শিশুকন্যা, মা ও এক আত্মীয়। তিনি পথ ভুলে যেতেই গুগল ম্যাপের সাহায্য নেন। আর সেটাই হয়েছে কাল। গাড়ি সোজা গিয়ে পড়ে খালে।

তবে গাড়িতে বিপদকালীন সঙ্কেত হওয়া মাত্রই স্থানীয়রা ছুটে আসেন। উদ্ধার করেন সকলকে। তবে ডুবে যায় গাড়িটি। তবে এই দুর্ঘটনা প্রথমবার নয়। গুগল ম্যাপ-এর ভরসায় বেশ কয়েকবার একই রকম সমস্যায় পড়েছেন মানুষজন।

2 years ago