Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Funeral

Deepika: জিয়া খানের শেষযাত্রায় পরেছিলেন, সেই পোশাক বিক্রি করে কটাক্ষের মুখে দীপিকা

সাধারণত তারকাদের তাঁদের জামা-কাপড় বারবার পরতে দেখা যায় না। তবে তাঁদের মধ্যে অনেকেই পোশাক রিপিট করেন। কিন্তু এমন তারকা হাতে গোনা। অনেকে আবার তাঁদের জামা-কাপড় চ্যারিটির জন্য বিক্রি করেন। আর এবারে এই পোশাক বিক্রি নিয়েই কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone)। দাবি করা হয়েছে, জিয়া খানের শেষযাত্রায় যে পোশাক পরে গিয়েছিলেন দীপিকা, সেটিই নাকি ওয়েবসাইটে বিক্রি করা হয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই ধেয়ে আসে কটূক্তি।

কিছুদিন আগেই জিয়া খানের আত্মহত্যা মামলায় প্রেমিক সুরজ পাঞ্চোলিকে নির্দোষ বলা হয়েছে। ফলে জিয়া খানের মামলা খবরের শিরোনামে আসতেই দীপিকা পাডুকোনের এই কাণ্ডও ফের খবরে উঠে এসেছে। আসলে ঘটনাটি ২০২১ সালের, যখন দীপিকার সেই জামাটি ওয়েবসাইটে বিক্রি করা হয়েছিল। জানা গিয়েছিল, সেই ওয়েবসাইটে বিক্রি করা পোশাকের টাকা সমাজের ভালোর জন্য কাজে লাগানো হয়। শুধুমাত্র জিয়া খানের শেষযাত্রার ছোট কুর্তি নয়, প্রিয়াঙ্কা চোপড়ার বাবার শেষযাত্রায় যে কুর্তি পরেছিলেন, সেটিও নাকি বিক্রি করা হয়েছে সেই ওয়েবসাইটে। এগুলো ২ হাজার থেকে ৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

দীপিকার পোশাকের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ফের শুরু হয়েছে সমালোচনা। ধেয়ে আসে একের পর এক কটূক্তি। তাঁর মানসিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়। নেটিজেনরা কটাক্ষ করে বলেন, 'এগুলো শেষযাত্রায় যাওয়ার কালেকশন।'

one year ago
Bizzare: ক্যুরিয়র সংস্থার ভুল, শেষ কৃত্যের পর পরিবার জানল মৃতদেহ অদল-বদল হয়েছে

শেষকৃত্যের (Funeral) পর জানা গেল প্রিয়জনের দেহ মনে করে অন্য এক জনের দেহ শনাক্ত (Identified) করা হয়েছে। সোমবার, শেষকৃত্যের পর নেমালোর (Nemalo Ps) থানার পুলিস মৃতের পরিবারকে জানায়, যাঁর দেহ চিতায় তোলা হয়েছিল, সেটি আসলে অন্য একজনের দেহ ছিল। যদিও এক্ষেত্রে ওই পরিবারের কোনও দোষ নেই বলে জানিয়েছে পুলিস। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে রোগে ভুগছিলেন বিলাস ভুঁইয়া নামে এক ব্যক্তি। তার পর কয়েক সপ্তাহ আগে মুম্বইয়ে মৃত্যু হয়েছিল তাঁর। একটি গাড়ির শোরুমের কর্মী ছিলেন তিনি। বিলাসের মৃত্যুর পর তাঁর দেহ বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল এক ক্যুরিয়র সংস্থাকে। সোমবার, বিলাসের শেষকৃত্য করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর পরিবার। তবে শেষকৃত্যের পর পুলিস তাঁর পরিবারকে জানায়, যাঁর দেহ তারা চিতায় তুলেছিল, সেটি আসলে রাজস্থানের এক বাসিন্দার দেহ ছিল। মৃতের পরিবার জানিয়েছেন, রাজস্থানের ওই বাসিন্দাও বিলাসের মতো মুম্বইয়ে কর্মরত ছিলেন। বিলাসের মতো তাঁরও মৃত্যুর হয়েছিল। এরপর মৃত দেহ তাঁদের বাড়িতে পৌঁছতে গিয়ে গন্ডগোল করেছে ক্যুরিয়র সংস্থা। ওই সংস্থার কর্মীদের গাফিলতির কারণেই মুম্বইয়ে কর্মরত দু’জনের দেহ অদলবদল হয়ে গিয়েছে।

পুলিস জানিয়েছে, ক্যুরিয়র সংস্থার কর্মীরা ভুল ঠিকানা লেখায় বিলাসের দেহের জায়গায় রাজস্থানের ওই বাসিন্দার দেহ পাঠিয়ে দিয়েছে। অন্য দিকে, রাজস্থানের ওই বাসিন্দার দেহ পৌঁছেছে কটকে। রাজস্থানের বাসিন্দার পরিবার সেই দেহের শেষকৃত্য করতে গিয়ে লক্ষ্য করে যে, সেটি তাদের পরিবারের সদস্যের নয়। এর পর থানায় অভিযোগ করে তাঁরা। 

one year ago
Budgebudge: অসুস্থ বাবাকে দেখতে স্বামীকে নিয়ে বাপের বাড়ি বধূ, ফাঁকা বাড়ির সুযোগে সর্বস্ব চুরি

ফাঁকা বাড়ির সুযোগে ফের বজবজে (Budgebudge) চুরি। নাসিমা বিবি নামক এক ভদ্রমহিলার বাড়িতে চুরি হয়েছে। বজবজ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মর্ডান এসপি ক্লাবের সংলগ্ন এলাকায় বাড়ি তাঁর।  ঘটনাচক্রে জানা গিয়েছে, নাসিমা বিবির বাবার শরীর অসুস্থ হওয়ায় শনিবার তিনি স্বামীকে নিয়ে বাপের বাড়ি চলে যান। সেই সময় বাড়ি ফাঁকাই ছিল। পরে নাসিমা বিবির বাবা মারা যাওয়ায় শেষকৃত্যের (Funeral) কাজ সম্পন্ন করে মঙ্গলবার বাড়িতে এসে দেখেন সমস্ত জিনিস লণ্ডভণ্ড অবস্থায় পড়ে। আলমারির লকারও ভেঙে ফেলা হয়েছে। নগদ প্রায় ১০ হাজার টাকা চুরি গিয়েছে।

পাশাপাশি সোনার গয়না ও অন্য জিনিস মিলিয়ে প্রায় ৪০-৫০ হাজার টাকা চুরি গিয়েছে বলে জানান নাসিমা বিবি। বাড়ি সম্পূর্ণ ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে এই চুরি হয়েছে বলে জানা গিয়েছে। বাড়ির এই অবস্থা দেখে তড়িঘড়ি খবর দেওয়া হয় বজবজ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার পুলিস। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে (Budgebudge PS)পুলিস।

উল্লেখ্য, এর আগে আরামবাগের গোঘাটেও চোরদের হুজ্জুতি বেড়েছিল। কেন দিনের পর দিন বিভিন্ন জায়গায় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে চলেছে সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।


one year ago


Queen: সোমবার দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য, শনিবার লন্ডন যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

সোমবার সদ্য প্রয়াত রানী এলিজাবেথের (Queen Elizabeth II) শেষকৃত্য অনুষ্ঠান। শনিবার সেই অনুষ্ঠানে (Funeral) যোগ দিতে ব্রিটেন (Britain) যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। বুধবার এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। মন্ত্রকের বিবৃতিতে বলা, 'রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বের ৭০ বছরে ভারত-ব্রিটেন সম্পর্ক নিবিড় এবং দৃঢ় হয়েছে। ভারতের তরফে প্রয়াত রানির প্রতি শ্রদ্ধা দেখাতে যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে প্রয়াত হয়েছেন নবতিপর রানী। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গত ১১ সেপ্টেম্বর জাতীয় শোক পালিত হয়েছে ভারতে।'

জানা গিয়েছে, রানির শেষকৃত্যে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আমন্ত্রণ পত্র পেয়েছেন। ১০ ডাউনিং স্ট্রিট থেকে এসেছে সেই আমন্ত্রণ পত্র। তবে সূত্রের খবর, এই অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রীর ব্রিটেন সফরের সম্ভাবনা কম। তিনি সে সময়ে এসসিও বৈঠকে যোগ দিতে উজবেকিস্তানের সমরখণ্ডে থাকবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর। তবে ২৭ সেপ্টেম্বর জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী।

এদিকে, দ্বিতীয় এলিজাবেথকে শেষ বিদায় জানাতে সোমবার লন্ডনে হাজির থাকছেন প্রায় ১০০ জন রাজা-রানি এবং রাষ্ট্রনেতা। পশ্চিম লন্ডনের এক অজ্ঞাত স্থান থেকে তাঁদের  ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আনতে করা হয়েছে বিশেষ বাসের ব্যবস্থা। কেবল মাত্র নিরাপত্তার কারণে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ, ইজরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এবং জাপানের সম্রাট নারুহিতোর জন্য আলাদা গাড়ির ব্যবস্থা থাকবে। এমনটাই ব্রিটেন সরকারকে উদ্ধৃত করে জানিয়েছে সে দেশের একাধিক সংবাদ মাধ্যম।

2 years ago