Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

France

Eiffel tower: আইফেল টাওয়ারে বোমা বিস্ফোরণের হুমকি! নেপথ্যে কারা

প্যারিসের (Paris) ঐতিহ্যবাহী আইফেল টাওয়ারে (Eiffel tower) বোমা বিস্ফোরণের (Bomb Threat) হুমকি দেওয়ার খবর এবার প্রকাশ্যে এল। আচমকা এমন হুমকি আসায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্যারিসে। সূত্রের খবর, শনিবার এই হুমকির খবর প্রকাশ্যে আসতেই তৎক্ষণাৎ সেখান থেকে সরিয়ে ফেলা হয় পর্যটকদের। জানা গিয়েছে, পর্যটকদের নিরাপত্তার জন্য এর তিনটি তলা ও সামনের চত্বর খালি করে ফরাসি পুলিস।

আন্তর্জাতিক সংবাদ সূত্রে খবর, বোমা হামলার আশঙ্কা থাকায় স্থানীয় সময় শনিবার দুপুর দেড়টার পর আইফেল টাওয়ারের নিচ থেকে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়। টাওয়ারের তিনটি তলায়ও লোকজন ছিল, তাদেরও সরিয়ে নেওয়া হয়।  প্যারিসের এই আইফেল টাওয়ারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে SETE নামের একটি সংস্থা। শনিবার বিস্ফোরণের হুমকি মিলতেই বম্ব স্কোয়াডকে খবর দেয় তারা। এর পরই গোটা এলাকা ঘিরে ফেলে ফরাসি পুলিস। শুরু হয় চিরুনি তল্লাশি। আইফেল টাওয়ার-সংলগ্ন হোটেল, রেস্টুরেন্টও খালি করে তল্লাশি চালায় বম্ব স্কোয়াড ও প্যারিস পুলিস।

SETE সংস্থার মুখপাত্র বলেন, 'এটা একটা অদ্ভুত ঘটনা। এই ধরনের পরিস্থিতির মুখোমুখি আমরা কখনও হইনি।' অন্যদিকে প্যারিস পুলিসের মুখপাত্র জানান, এই ধরনের ঘটনা বিরল। তবে বোমাতঙ্ক কীভাবে ছড়াল, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। শেষ পাওয়া খবর পর্যন্ত, আইফেল টাওয়ার বা সংলগ্ন এলাকায় বোমা বা বিস্ফোরক জাতীয় কিছু মেলেনি। তবে এর নেপথ্যে কাদের হাত রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে ফরাসি পুলিস।

9 months ago
R.Madhavan: ফ্রেঞ্চ প্রেসিডেন্ট এবং নরেন্দ্র মোদীকে নিয়ে হৃদয় বিদারক লেখা মাধবনের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব দরবারে সমাদৃত। সম্প্রতি তিনি গিয়েছিলেন ফ্রান্সের প্যারিসে। সেই দেশের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরণ নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে ফ্রান্সের বিখ্যাত মিউজিয়াম লুভরাতে নৈশভোজের আয়োজন করেন। কেবল প্রধানমন্ত্রী নন, ভারতের জনপ্রিয় অভিনেতা আর মাধবনও (R. Madhavan) আমন্ত্রণ পেয়েছিলেন সেই নৈশভোজে। ১৪ জুলাই অভিনেতা (Actor) সেই নৈশভোজে উপস্থিত থেকেছিলেন। ছোট ছোট রিলস আগেই পোস্ট করেছিলেন তিনি। এবার ভারত এবং ফ্রান্সের দেশ প্রধানের উদ্দেশে হৃদয় বিদারক লেখা লিখলেন তিনি।

মাধবন তাঁর লেখায় দুই দেশ প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন। এতটা সময় ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে কাটিয়ে যে তিনি আপ্লুত, সেই মনের কথা জানিয়েছেন ইনস্টাগ্রামের পোস্টে। অভিনেতা লিখেছেন, 'ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মানে লুভরাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরণের আয়োজিত নৈশভোজে আমন্ত্রিত হয়ে আমি সম্মানিত। দুই বিশ্ব নেতাই আবেগের সঙ্গে দুই দেশের ভবিষ্যৎ নিয়ে তাঁদের ভাবনার কথা জানিয়েছেন। পজেটিভিটি এবং পারস্পরিক সম্মান পরিবেশকে ভালোবাসায় পরিপূর্ণ করেছিল। আমি প্রার্থনা করি তাঁদের মনোবাঞ্ছা এবং পরিকল্পনা যেন আমাদের সঠিক সময়ে ফসল দেয়।'

View this post on Instagram

A post shared by R. Madhavan (@actormaddy)

তবে ফ্রান্সের মাটিতে দাঁড়িয়ে অভিনেতা ভুলে যাননি ভারতকে। ১৪ জুলাই ভারতের জন্যও একটি বিশেষ দিন ছিল। সেই দিনই চাঁদের উদ্দেশ্যে যাত্রা করেছে চন্দ্রযান থ্রি। অভিনেতা ভারতের এই বিশেষ পদক্ষেপেও সম্মান জানিয়েছেন সামাজিক মাধ্যমে। তিনি লিখেছেন, '১৪ জুলাই চন্দ্রযান থ্রিয়ের উৎক্ষেপণের জন্য আরও সুন্দর দিন হিসেবে চিহ্নিত হয়েছে। এই গুরুত্বপূর্ণ এবং অসাধারণ মিশনের সাফল্যের প্রার্থনা করি।'

10 months ago
UPI: ইউপিআই ব্যবহার করা যাবে ফ্রান্সের আইফেল টাওয়ারে! বড় ঘোষণা মোদীর

ফ্রান্স (France) সফরে যেতেই বড় ঘোষণা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি প্যারিসে দাঁড়িয়েই ঘোষণা করলেন, এবারে ফ্রান্সেও শুরু হবে ইউপিআই (UPI)। প্যারিসে গিয়ে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বক্তৃতা দেন মোদী। সেখান থেকেই তিনি  এই খুশির খবর দিয়েছেন। তিনি বলেছেন, ফ্রান্সে ইউপিআই ব্যবহার করতে সম্মত হয়েছে ভারত ও ফ্রান্স।

মোদী সরকারের জমানায় দেশে ছড়িয়ে পড়েছে ডিজিটাল লেনদেন। সর্বত্র এখন ইউপিআই-ই ব্যবহৃত হয়ে থাকে। ফলে এবারে এই পদ্ধতি শুরু করতে চলেছে ফ্রান্সও। আর এটি প্যারিসের আইফেল টাওয়ারেই প্রথম চালু হতে চলেছে। প্যারিসে ভারতীয় বংশোদ্ভূত এবং অনাবাসী ভারতীয়দের সভায় শুক্রবার মোদী বলেন, 'ইউপিআই ব্যবস্থা গ্রহণ করছে ফ্রান্স। আগামী দিনে আইফেল টাওয়ারে তা চালু হবে। এর ফলে ভারতীয় পর্যটকরা ফ্রান্সে রুপিতেই লেনদেন করতে পারবেন।'

ফলে ভারত ও ফ্রান্সের এই সিদ্ধান্তে ভারতীয়রা উপকৃত হবেন। কারণ ফ্রান্সে ইউপিআই ব্যবহার করা হলে ভারতীয়রা অনায়াসেই রুপিতে লেনদেন করতে পারবেন ও নগদ বহনের ঝামেলাও কমবে। উল্লেখ্য, এই অনুষ্ঠানে 'মোদী মোদী' ধ্বনির মধ্য দিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ফ্রান্সের স্থানীয়রা। এরপর অনুষ্ঠানে এই ইউপিআই পেমেন্টের কথা ঘোষণা করার পর তাঁর প্রশংসায় পঞ্চমুখ প্রত্যেকে।

10 months ago


Modi: মোদীর মুকুটে ফের নয়া পালক! ফ্রান্সের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী

দু'দিনের ফ্রান্সের (France) সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ১৩ জুলাই ফ্রান্সের মাটিতে পা রাখতেই ওরলি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সেদেশের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন। তাঁকে দেখতে প্যারিসের রাস্তায় উপচে পড়ে প্রবাসী ভারতীয়দের ভিড়। এরপরই তাঁকে সম্মানিত করা হয় ফ্রান্সের সর্বোচ্চ সম্মানে। নরেন্দ্র মোদীকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান 'গ্র্যান্ড ক্রস অব দ্য লিজিয়ন অব অনার'-এ (Grand Cross of the Legion of Honour) ভূষিত করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁঁ।

ফ্রান্সের 'ন্যাশনাল ডে' বা 'ব্যাস্টিল ডে' উদযাপনের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এরপর তিনি ১৩ জুলাই বৃহস্পতিবার এসে পৌঁছন ফ্রান্সে। এরপর দেখা করেন সেদেশের প্রেসিডেন্ট ইমানুয়েলের সঙ্গে। এরপরই প্যারিসে তাঁকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সেই সম্মানে ভূষিত হলেন মোদী।

মোদীকে সম্মানিত করার ছবি টুইটে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। বিদেশ মন্ত্রক বলেছে, '১৩ জুলাই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফ্রান্সের সর্বোচ্চ পুরষ্কার 'গ্র্যান্ড ক্রস অব দ্য লিজিয়ন অব অনার'-এ ভূষিত করেছেন। প্রধানমন্ত্রী এই সম্মানের জন্য ভারতের জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে ধন্যবাদ জানিয়েছেন।'

10 months ago
France: প্যারিসে পৌঁছতেই মোদীকে স্বাগত জানালেন ফ্রান্সের প্রধানমন্ত্রী, দেওয়া হল 'গার্ড অফ অনার'

দু'দিনের ফ্রান্স সফরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার বিকেল ৪ টে নাগাদ ফ্রান্সের (France) রাজধানী প্যারিসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ওরলি বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিমান। এরপর বিমানবন্দরেই তাঁকে স্বাগত জানানো হয়। ওরলি বিমানবন্দরে হাজির ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন। এরপর ওরলি বিমানবন্দরেই ভারতের প্রধানমন্ত্রীকে 'গার্ড অফ অনার' দেওয়া হয়। আবার তাঁকে স্বাগত জানাতে উভয় দেশের জাতীয় সংগীতও বাজানো হয়।

ফ্রান্সের জাতীয় দিবস বা বাস্তিল ডে-তে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্যারিস সফর উপলক্ষে সেখানকার প্রবাসী ভারতীয়রা আনন্দে আপ্লুত। প্রধানমন্ত্রী প্যারিসে পৌঁছনোর আগে ভারতীয় পতাকা হাতে নিয়ে প্রবাসীদের 'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়' বলেও স্লোগান দিতে দেখা যায়। এরপর প্রধানমন্ত্রী মোদী প্যারিসে পৌঁছনোর পর 'ভারত মাতা কী জয়' বলেও স্লোগান দেন ভারতীয়রা। পাশাপাশি বন্দে মাতরম বলেও স্লোগান দিতে শুরু করেন প্রবাসী ভারতীয়রা। ফলে তাঁদের এই উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত মোদীও। হাসিমুখে তাঁদের সংবর্ধনা গ্রহণ করলেন। ছোটদের আশীর্বাদ দিতেও দেখা যায় তাঁকে ও বড়দের থেকে হাতজোড় করে সংবর্ধনা গ্রহণ করলেন নমো।

ফলে প্রধানমন্ত্রী প্যারিসে পৌঁছতেই তাঁর এক ঝলক দেখার জন্য রাস্তায় ভিড় জমান আট থেকে আশি। প্যারিসের রাস্তায় উপচে পড়ে ভিড়। আর সেই সব ভিডিওই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এককথায়, প্যারিসের রাস্তায় একপ্রকার মোদী ঝড় দেখা গেল এদিন।

10 months ago


Rafale: ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান ও সাবমেরিন কিনতে চলেছে ভারত, অনুুমোদন করল প্রতিরক্ষা মন্ত্রক

পূর্বেই জানা গিয়েছিল যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ফ্রান্স (France) সফরে শক্তিশালী হবে ভারতের নৌবাহিনী (Indian Navy)। ফ্রান্সের মাটিতে পা রাখতেই এদিকে রাফাল যুদ্ধবিমান (Rafale Jet Fighter) কেনার জন্য সবুজ সঙ্কেত দিল প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry)। প্রধানমন্ত্রীর ফ্রান্স সফরের দিনই ভারতীয় নৌবাহিনীর জন্য ফ্রান্স থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান এবং তিনটি অতিরিক্ত স্কর্পেন-শ্রেণির সাবমেরিন কেনার প্রস্তাব অনুমোদন করল ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল বা প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল। ফলে এবারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর দেশের সঙ্গে চুক্তিবদ্ধ হবে ভারত।

বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর সেই ছাড়পত্র মিলল। এর ফলে নৌবাহিনীর রণতরী আইএনএস বিক্রান্তের জন্য যুদ্ধবিমান কেনা একপ্রকার পাকা হয়ে গেল। আজকের এই বৈঠকে নেতৃত্ব দেন রাজনাথ সিং। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, ভারতের তিন বাহিনীর প্রধান এবং সেনার উচ্চপদস্থ কর্তারা।

প্রসঙ্গত, ২৬টি রাফাল-এম যুদ্ধবিমানের জন্য ৯০ হাজার কোটি টাকার চুক্তি হবে ফ্রান্স-ভারতের। এর মধ্যে ২২টি ‘সিঙ্গল সিটার’, বাকি চারটি ‘ফোর সিটার’ যুদ্ধবিমান প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হবে।

10 months ago
Modi: এবার দু'দিনের ফ্রান্স সফরে মোদী, বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই সফর...

চলতি বছরের গত মাসেই অর্থাৎ জুনেই মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আর সেই সফর যে নজির গড়েছিল তা বলাই বাহুল্য। এবার প্যারিস (Paris)) সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেই সফরও যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর (Emmanuel Macron) আমন্ত্রণে দুই দিনের (১৩ জুলাই ও ১৪ জুলাই) সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ব্যাস্টিল দিবস উপলক্ষে সেখানে বিশেষ অতিথি হয়ে যাচ্ছেন তিনি। ফ্রান্স সফর সেরে ফেরার পথে এক দিনের জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে যাবেন প্রধানমন্ত্রী।

ব্যাস্টিল ডে-কে ফ্রান্সের ন্যাশনাল ডে-ও বলা হয়ে থাকে। এটি ফ্রান্সের এক বিশেষ দিন। সেই অনুষ্ঠানে কোনও না কোনও বিদেশি অতিথি উপস্থিত থাকেন প্রতিবারই। এবার সেখানেই হাজির থাকবেন নরেন্দ্র মোদী। এমনকী বিভিন্ন দেশের বিমানও অংশ নেয় সেই অনুষ্ঠানে। ফ্রান্স সফরে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী মোদী। দুই রাষ্ট্রনেতার মধ্যে একাধিক বৈঠক হবে। তাঁরা যোগ দেবেন নৈশভোজেও। ফ্রান্সের বিখ্যাত লুভর মিউজিয়ামে মোদীকে আপ্যায়ন করবেন ম্যাক্রোঁর। একাধিক সংস্থার সিইও-দের সঙ্গেও দেখা করবেন মোদী। ফরাসি প্রেসিডেন্ট ছাড়াও প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্ন, সেনেট প্রেসিডেন্টের সঙ্গেও আলোচনায় বসার কথা প্রধানমন্ত্রীর। বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা হবে তাঁদের।

বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশ কীভাবে একযোগে কাজ করতে পারে, সে বিষয়েও আলোচনা হবে। অনুমান করা হচ্ছে, তাঁদের আলোচনায় উঠে আসতে পারে প্রযুক্তি, প্রতিরক্ষা, নির্মাণকাজ, পরিবেশ রক্ষা, খেলাধুলা বা সংস্কৃতি সংক্রান্ত বিষয়গুলি।

ফ্রান্স সফরের পর আগামী ১৫ জুলাই আবু ধাবি যাবেন মোদী। সেখানে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন। সে দেশেও মোদী কথা বলবেন শিক্ষা, খাদ্য সুরক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, সংস্কৃতির মতো বিষয়ে।

10 months ago
Modi: আরও শক্তিশালী হতে চলেছে নৌবাহিনী, ফ্রান্স থেকে রাফাল জেট কিনতে পারে ভারত!

চলতি মাসেই ফ্রান্স (France) সফরে যাবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর সেই সফরের জন্যই আরও শক্তিশালী হতে চলেছে ভারতের নৌবাহিনী (Indian Navy), এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে, এবারে ফ্রান্স থেকে নয়াদিল্লি কিনতে চলেছে ২৬টি রাফাল-এম ফাইটার জেট (Rafale M Fighter Jet) এবং তিনটি সাবমেরিন। সব কিছু ঠিকঠাক চললে আগামী বছর নৌবাহিনীতে যুক্ত হতে পারে এই অত্যাধুনিক যুদ্ধবিমান এবং সাবমেরিনগুলি।

সূত্রের খবর, আগামী ১৩ জুলাই ২ দিনের ফ্রান্স সফরে যাচ্ছেন প্রধানন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরের সময় ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রঁর সঙ্গে রাফাল এবং সাবমেরিন কেনার চুক্তি হতে পারে বলে খবর। মোট ২৬টি অত্যাধুনিক যুদ্ধবিমান ও তিনটি সাবমেরিন কেনার চুক্তি হতে পারে। জানা গিয়েছে, আনুমানিক ৯০ হাজার কোটি টাকার চুক্তিতে ২২টি একক সিটার এবং চারটি ডাবল-সিটার সহ ২৬টি রাফাল এম জেটবিমান ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও তিনটি সাবমেরিন কিনতে চলেছে দেশ। এই জেটবিমানগুলি ভারতীয় নৌবাহিনী আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যে ব্যবহার করা হবে।

তবে জানা গিয়েছে, এই চুক্তির বিষয়ে ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার আগে আগামী কয়েক দিনের মধ্যে প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। এছাড়াও তিন বাহিনীর প্রধানরা ছাড়া বৈঠকে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা।

প্রসঙ্গত, প্রতি বছরের মতো এবারও ১৪ জুলাই বাস্তিল দিবস পালন করবে ফ্রান্স। সেই উপলক্ষে প্যারিসের রাস্তায় আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজের। আর সেখানেই প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রঁ।

10 months ago


Final: অন্তিম লগ্নে কাতার বিশ্বকাপ! সমাপ্তি অনুষ্ঠানে বলিউডের কে কোমর দোলাবেন, জানেন

কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) শেষ হচ্ছে ১৮ ডিসেম্বর, রবিবার। ভারতীয় সময় রাত ৮.৩০টা থেকে শুরু হবে ফাইনাল ম্যাচ, যুযুধান দুই দল ফ্রান্স-আর্জেন্টিনা (France-Argentina)। এই ম্যাচ যত না বিশ্বকাপ ফাইনাল, ততবেশি মেসি বনাম এমবাপে লড়াই। একদিকে, ফ্রান্সের কাছে পরপর দু'বার কাপ জেতার হাতছানি, অন্যদিকে ৩৬ বছর পর কাপ খরা কাটানোর সুযোগ নীল-সাদা ব্রিগেডের। পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপ্তিও (Closing Ceremony) জমকালো করতে চায় ফিফা(FIFA)।

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার বিবৃতি, ম্যাচ শুরু কাতারের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। অন্তত দেড় ঘণ্টা আগে অর্থাৎ বিকেল নাগাদ সবাইকে আসন গ্রহণ করতে বলা হয়েছে। সমাপ্তি অনুষ্ঠান এতটাই জমকালো হবে যা সারা জীবন মনে থাকবে।

কারা কারা অংশগ্রহণ করবে, সেই তালিকাও দিয়েছে ফিফা। অডিওয় একটি গানের সংকলন চলবে, সেখানে ভিডিওয় থাকবে এই বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলির কোলাজ। কাতার বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’ গাইবেন আমেরিকার গায়ক ডেভিডো এবং আইশা। এই অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউডের ডান্স ক্যুইন নোরা ফাতেহিও। ‘লাইট দ্য স্কাই’ গানের সঙ্গে নাচবেন তাঁরা। বলিউডে বহু সিনেমায় আইটেম গানের সঙ্গে নাচ করেছেন নোরা।

one year ago
World Cup: মরোক্কো হারলেও দিল জিতেছে উত্তর আফ্রিকার দেশ! নেপথ্যের কারিগর কোচ ওয়ালিদ, জানুন তাঁকে

মরোক্কোর রূপকথা থামিয়ে বিশ্বকাপ ফাইনালে (World Cup 2022 Final) ফ্রান্স (France)। এমবাপে (Kylian Mbappe), গ্রিজমান আর বিশ্বকাপের মাঝে দাঁড়িয়ে শুধু লিও মেসি (Lionel Messi)। ফরাসি বিপ্লবের মাঝেও মরক্কোর ফুটবলে মজে গিয়েছে বিশ্ব ফুটবল। হাকিমি, আমবারাতারা ফরাসি দূর্গে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন। শেষরক্ষা হয়তো হয়নি। তবে ওয়ালিদ রেগরেগুয়ের (Walid Regragui)দলকে নিয়ে প্রশংসার বন্যা বইছে। মরক্কো কোচ অবশ্য ম্যাচের আগে বেজায় ধর্ম সংকটে পড়েছিলেন। ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ ছিল ওয়ালিদের জন্মভূমি বনাম পিতৃভূমির ম্যাচ। জন্ম, বেড়ে ওঠা, ফুটবলের প্রথম পাঠ, সবটাই ফ্রান্সে। রাজধানী প্যারিস থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে কোবে ইয়েসেন। ওখানেই জন্ম ওয়ালিদের। দিজো, আজাকসিও সহ ফ্রান্সের পাঁচটি ক্লাবেও খেলেছেন।

উল্লেখ্য, ২০০৮ সালে খেলেছেন অলিভার জিরুডের সঙ্গে। সেই জিরুড এখন ৫৩টি গোল করে সর্বোচ্চ গোলদাতা ফ্রান্সের। টপকে গিয়েছেন থিওরি অঁরিকে। পরে অবশ্য মরক্কোয় পাড়ি ওয়ালিদের। খেলেছেন আটলাস সিংহের জার্সিতে। ম্যাচের আগে ওয়ালিদ মুখে কুলুপ এঁটেছিলেন। চাননি কোনওমতে ফুটবল থেকে ফোকাস সরে যাক। তিনি পেশাদার কোচ। ফ্রান্সকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন। কিন্তু দাপট দেখিয়েও হার মানতে হয়।

তবে আলোচ্য বিষয়, প্রথম আফ্রিকান দেশ হিসেবে শেষ চারে পৌঁছেছিল মরক্কো। ইতিহাসে লেখা থাকবে ওয়ালিদ আর তাঁর ছেলেদের নাম। তৃতীয় স্থান দখলের ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামবে মরক্কো। ম্যাচ জিতলে ওয়ালিদের মুকুটে নতুন পালক যুক্ত হবে। ফ্রান্সে জন্মানো মরোক্কান কোচ কি পারবেন আরও একটা মাইলস্টোন তৈরি করতে?

one year ago


Semi: বুধবার মধ্য রাতে বাঙালি সেন্টিমেন্ট কিন্তু মরক্কোর সঙ্গে, ফ্রান্সের আক্রমণ রোখাই লক্ষ্য

প্রসূন গুপ্ত: রাত ১২.৩০ মানেই আজ দ্বিতীয় সেমিফাইনাল। আয়েশি বাঙালি যতই ঘুমকাতুরে হোক না কেন রাতে বিশ্রাম নেই। আসলে রাতের খেলাগুলো কাতারে বড় দলগুলির খেলা ছিল বলেই, হয়তো রাত জাগাকে ভবিতব্য মেনে নিয়েছে খেলা পাগল এই জাতি। এখানেই শেষ নয় ব্রাজিল বিদায় নেওয়ার পর সাপোর্টারের ভিড় ছিল আর্জেন্টিনার দিকে। মঙ্গলবার মধ্যরাতে আর্জেন্টিনার খেলা দেখতে সবাই রাত জেগেছিলো। বাদ যাননি  ব্রাজিলের কোনও এক গোড়া সমর্থক। খেলায় একটি করে গোল হয়েছে আর টালিগঞ্জ বা দমদমে পটকা ফেটেছে। রাত আড়াইটার পর তো কালীপুজোর রাত হয়ে গিয়েছিলো, কলকাতা এবং শহরতলিতে যেন অকাল দিওয়ালি। আর তো মাত্র একটা রাত জাগার ব্যাপার। এরপর তৃতীয় স্থানের লড়াই আর ফাইনালের সময় তো চমৎকার, ভারতীয় সময় রাত ৮.৩০। ফিফা কমিটি স্বীকার করেছে ভারত, বাংলাদেশের মতো দর্শক সারা বিশ্বের কোথাও নেই। সুতরাং তাঁদের কথা ভেবে এবং বিজ্ঞাপনের ভাবনা থেকে সম্প্রচারকারী টিভি কোম্পানির দাবিই নাকি ছিল যে ভাবেই হোক ৮.৩০-এর সময়কে ফাইনালের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না।

ফলে মস্কো ফাইনাল এবং কাতার ফাইনাল এই সন্ধ্যারাতেই হচ্ছে। সে যাই হোক বুধবার মধ্যরাতের খেলায় এগিয়ে কে? অন্য সময় হলে নিশ্চই বলা যেত এমবাপের ফ্রান্স। ফ্রান্সের কিন্তু প্রচুর সমর্থক বাংলায়। জিদানের সময় থেকে এই ফ্রান্স ভক্তি। এবার তো আরও অনেকে আছে। ইংল্যান্ড ফ্রান্সের খেলায় ফ্রান্সের সমর্থক ছিল বেশি। এবারে হেরে যাওয়া ব্রাজিলের সমর্থকরা নিশ্চিত ফ্রান্সকে সমর্থন করবে এমনটাই ভাবা হয়েছিল।

কিন্তু জানা যাচ্ছে আফ্রিকার সিংহ হয়ে ওঠা মরোক্কোর দিকে আজ রাতে সমর্থন থাকবে বেশি। ফ্রান্সের আক্রমণ রোখা মুশকিল, তবুও বলা যেতে পারে উত্তর আফ্রিকার এই দেশের হারানোর কিছু নেই। তাই ৯০ মিনিট সেরা খেলাটাই খেলবে তাঁরা।


one year ago
England: হ্যারি কেনের পেনাল্টি নষ্টের খেসারত! ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ সেমিতে ফ্রান্স

১৯৯৪-র ইউএস বিশ্বকাপের (USA World Cup) পর থেকে রবার্তো বাজ্জো নিজেকে ক্ষমা করতে পারেননি। একইভাবে ২০২২-র কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) পর থেকে হ্যারি কেন নিজেকে ক্ষমা করতে পারবেন না। ২৮ বছর পর অদ্ভুত সমাপতন ফুটবল বিশ্বকাপে। প্রায় তিন দশক আগে বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি শুটআউট মিস করে ব্রাজিলের হাতে চতুর্থবার কাপ তুলে দিয়েছিলেন রবার্তো বাজ্জো। একইভাবে কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে খেলা শেষের ৫ মিনিট আগে ফ্রান্সের বিরুদ্ধে পেনাল্টি মিস করে ব্রিটিশদের চোখে এখন খলনায়ক হ্যারি কেন (Harry Kane)। আর ২-১ গোলে ফুটবল মাঠে চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে ফ্রান্স (France beats England)।

গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের হয়ে দু’টি গোল করেন অরেলিয় চুয়ামেনি এবং অলিভিয়ের জিরুড। ইংল্যান্ডের হয়ে ৫৪ মিনিটে একমাত্র গোল পেনাল্টি থেকে সেই হ্যারি কেনের। সেমিফাইনালে ফ্রান্সের সামনে মরক্কো। আগামী বুধবার ভারতীয় সময় সন্ধ্যায় মাঠে নামবে এই দুই দল। 

এদিকে, গোল্ডেন বুটের দাবিদার কিলিয়ান এমবাপের দিকে ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচে প্রথম থেকেই নজর ছিল। কিন্তু ব্রিটিশ কোচ গ্যারেথ সাউথগেট এই ম্যাচে এমবাপের দৌড় আটকে দিয়েছিলেন। ফলে দুই অর্ধ মিলিয়ে একাধিকবার বিপক্ষের ডি বক্সে পৌঁছেও ফিনিশিং করতে পারেনি দিদিয়ের দেশর ছেলেরা। তবে এমবাপে নিজে গোল করতে না পারলেও, প্রথম গোলের ক্ষেত্রেই তাঁর অবদান অনস্বীকার্য।  এই বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে প্রথম থেকে আক্রমণের রাশ ছিল ফ্রান্সের হাতেই। 

প্রথম অর্ধের ১৭ মিনিটের মাথায় দূরপাল্লার শটে চোখধাঁধানো গোল অরেলিয় চুয়ামেনির। প্রাথমিকভাবে কিছুটা চাপে থাকলেও, ধীরে ধীরে ফ্রান্স ডিফেন্সের ফাঁকফোকর খুঁজে ফেলে ইংল্যান্ড। বেশ কয়েকটি আক্রমণ করলেও বল জালে জড়াতে পারেননি কেন এবং র‍্যাশফোর্ডরা। খেলার ৫৪ মিনিটের মাথায় পেনাল্টি পায় ইংল্যান্ড। সেই পেনাল্টি থেকে সমতা ফেরান ব্রিটিশ ফুটবলের পোস্টার বয় হ্যারি কেন।

দু’দলই জয়ের জন্য মরিয়া হয়ে আক্রমণকে কৌশল বানায়। ইংল্যান্ডের দু’টি দারুণ আক্রমণ বাঁচান ফরাসি গোলরক্ষক লরিস। কিন্তু সেভাবে গোলমুখ খুলতে পারছিলেন না দেশ এবং সাউথগেটের ছেলেরা।

তবে প্রতি আক্রমণের সুযোগ নিয়ে ম্যাচের প্রায় ৮০ মিনিটের মাথায় গ্রিজম্যানের ক্রসে মাথা ছুঁয়ে গোল করেন জিরুড। সবাই যখন ভাবছে নব্বই মিনিটেই ফ্রান্সের সেমি ফাইনাল নিশ্চিত, তখন ম্যাচের প্রায় ৮৫ মিনিটের মাথায় ম্যাসন মাউন্টকে বক্সের মধ্যে পিছন থেকে ধাক্কা মারেন থিয়ো হের্নান্দেস। ভার-এর সাহায্য নিয়ে ইংল্যান্ডকে পেনাল্টি দেন রেফারি। কিন্তু হ্যারি কেনের শট এবার বারের উপর দিয়ে উড়ে যায়। আর তারপর মাঠের ক্যামেরা যখন এমবাপেকে ধরে, তাঁর মুখই বলে দিয়েছিল কী বড় ভুল করে ফেললেন হ্যারি কেন। ম্যাচে ফেরার এটাই ছিল ইংল্যান্ডের কাছে সেরা সুযোগ।

one year ago
Sterling: সবাইকে অবাক করে বিশ্বকাপের মাঝপথেই ইংল্যান্ড ফিরলেন স্টারলিং, কেন জানেন

দেশে ফিরলেন রাহিম স্টার্লিং (Raheem Sterling)। বিশ্বকাপ (World Cup) চলছে। কোয়ার্টার ফাইনালেও পৌঁছে গিয়েছে সাউথগেটের দল। এমন গুরুত্বপূর্ণ সময়ে কী এমন হল যে দেশে ফিরলেন স্টার্লিং? জানা গিয়েছে চাঞ্চল্যকর খবর।

স্টার্লিং-এর লন্ডনের বাড়িতে বড় ডাকাতি হয়েছে। ডাকাতির সময় ২৭ বছরের ফুটবলারের বান্ধবী, তিন সন্তান ও মা বাড়িতেই ছিলেন। একদল সশস্ত্র দুষ্কৃতী হামলা চালায়। লুঠপাটের পাশাপাশি বাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও জানা গিয়েছে। এই ঘটনার পর থেকেই আতঙ্কে রাহিম স্টার্লিংয়ের গোটা পরিবার। খবর পাওয়ার পরই তড়িঘড়ি শিবির ছাড়েন ম্যান সিটি থেকে চেলসিতে যোগ দেওয়া ইংল্যান্ড তারকা। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানা গিয়েছে। সবচেয়ে বড় কথা তিনি আর ফিরবেন কিনা, সেটাও অনিশ্চিত। কোচ সাউথগেট জানিয়েছেন, তিনি স্টার্লিংকে দলে ফেরার জন্য কোনও চাপ দেবেন না। সিনিয়র ফুটবলার হ্যারি কেন জানিয়েছেন, তিনি আশঙ্কা করছেন এমন কিছু ঘটেছে যার জন্য শিবির ছাড়তে বাধ্য হয়েছেনা রহিম।

সবচেয়ে বড় কথা ফ্রান্সের বিরুদ্ধে শেষ আটে খেলবে থ্রি লায়ন্স। ক্যাশ অফ কাটার বলা হচ্ছে ম্যাচটিকে। এমবাপেদের বিরুদ্ধে কাজে লাগতো স্টার্লিংয়ের অভিজ্ঞতা। এক কথায়, তাঁকে মিস করবে ইংল্যান্ড দল। ইংলিশ প্রিমিয়ার লিগে ভালো ফর্মে ছিলেন রাহিম। তিনটি গোল করেছেন চলতি মরসুমে। ইংল্যান্ডের হয়ে ১৯ গোলের মালিক এই স্টার্লিং। তাঁর মাঝ পথে না থাকা নিঃসন্দেহে ঝটকা ইংল্যান্ডের কাছে।

one year ago


FIFA: দাপটের সঙ্গে খেলায় ফিরল আর্জেন্টিনা, রিজার্ভ বেঞ্চ নিয়ে পরীক্ষায় ডুবল ফ্রান্স

প্রসূন গুপ্ত: বিশ্বকাপে বুধবারের রাত ছিল ঘটনাবহুল। চারটি খেলা ছিল গ্রুপ লিগের এবং গ্রুপের শেষ খেলাও বটে। কাজেই ভারতীয় সময় ৮.৩০-এ একইসঙ্গে দুটি এবং ১২.৩০-এ বাকি দুটি। বিশ্বকাপে এটাই দস্তুর কারণ কেউ বা কোনও দল যেন গড়াপেটা না করতে পারে। প্রথমেই আসা যাক ফ্রান্সের গ্রুপ অর্থাৎ গ্রুপ-ডি-তে। তিউনেশিয়ার সঙ্গে খেলা ছিল ফ্রান্সের (France Versus Tunisia)। অন্যদিকে ডেনমার্কের সঙ্গে অস্ট্রেলিয়ার। তিউনিশিয়ায় একসময় ফ্রান্সের কলোনি ছিল। শোনা যায় ফ্রান্স তিউনিশিয়ার পাশাপাশি আলজেরিয়ায় প্রবল অত্যাচার চালিয়েছে। পরে অবশ্য এই দুই দেশের বিভিন্ন খেলোয়াড় ফ্রান্স গিয়ে বসবাস শুরু করে এবং এই দেশের প্রতিনিধিত্ব করে বিভিন্ন মাধ্যমে।

জিদান, বেনজেমা এঁদের পূর্বপুরুষ আলজেরিয়া থেকে এসেছে এবং এমবাপেরা এসেছেন তিউনেশিয়া থেকে। ফলে মাঠে অসংখ্য তিউনিশিয়ার দর্শক উপস্থিত ছিল এবং তারা চেয়েছিলো ম্যাচ জিততে। হলোও তাই, দিদিয়ের দেশের প্রথম দলের ৯ জন নিয়মিতকে বাদ দিয়ে দল গড়েছিলেন। মাঠে ছিলেন না এমবাপে, হুগো লোরিস, জিরুড এমনকি গ্রিজম্যান। ফল হলো প্রথম থেকেই তিউনেশিয়া দলটি ক্রমাগত আক্রমণ শানিয়ে বিপর্যস্ত করে তুললো ফ্রান্সকে। একটি গোল পেয়েও গেলো। কিন্তু নতুন তৃতীয় রেফারির নিয়মে বাতিলও হলো সেই গোল। দ্বিতীয়ার্ধে গোল পেয়ে গেলো তিউনেশিয়া। মুহুর্মুহু আক্রমণ চালিয়ে গেলো তারা। বাধ্য হয়ে পরে এমবাপেদের মাঠে নামান দেশ। কিন্তু ততক্ষণে খেলা হাত থেকে বেরিয়ে গিয়েছে। যাই হোক ফ্রান্স পৌঁছলো পরের রাউন্ডে। সামনে গ্রুপ সি-র রানার্স আপ পোল্যান্ড।


পাশাপাশি রাত জাগা বাঙালির নজরে ছিল অবশ্যই আর্জেন্টিনা। এই ম্যাচে পোল্যান্ডের কাছে হারলে নিশ্চিত বিদায় ছিল মেসিদের ভাগ্যে। কিন্তু একপেশে দুরন্ত খেলা উপহার দিল আর্জেন্টিনা। প্রথম অর্ধে বিশ্বের সেরা স্ট্রাইকার লিওনডস্কির দলকে নাস্তানাবুদ করে ছাড়লো আর্জেন্টিনা। পেনাল্টি শটে মেসি কিন্তু হার মানাতে পারেনি জুভেন্টাসে খেলা স্কেজনিকে। দ্বিতীয়ার্ধে দুটি গোল পেল নীল-সাদা জার্সি। (যদিও এদিন তাদের চিরায়ত জার্সি ছিল না)। প্রথমটি ম্যাকঅ্যালিস্টার আর দ্বিতীয়টি আলভারেজের। কে গোল করলো বড় কথা নয়। মেসির নেতৃত্বে দল ভয়ঙ্কর গতিতে খেলে পোল্যান্ডকে পরাজিত করল। এবারে পরের রাউন্ডে সামনে এশিয়াকে প্রতিনিধিত্ব করা অস্ট্রেলিয়া।


one year ago
France: ডেনমার্কের বিরুদ্ধে ২-০ গোলে জয়, প্রথম দল হিসাবে শেষ ১৬য় ফ্রান্স।

হীরক বোস: ২০১৮ র রাশিয়া বিশ্বকাপে (Russia World Cup 2022) এক তারকা জন্ম নিয়েছিল। ২২শে কাতারের (Qatar WorldCup2022) মঞ্চে রাজত্ব শুরু এমবাপের (Mbape)। মেসি-রোনাল্ডো (Messi- World Cup) যুগের শেষ হতে চলেছে নিজের গতি আর স্কিল দিয়ে সেই জায়গা পূরণ করছেন ফরাসি তারকা। সিআর সেভেন ভক্ত এমবাপের দৌড় মুগ্ধ করছে ফুটবল অনুরাগীদের।

জোড়া গোল করে ড্যানিস ডিনামাইট ফাটালেন এমবাপে। ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের প্রথম দল হিসাবে শেষ ১৬ য় জায়গা করে নিলো ফ্রান্স। বিশ্বকাপের শুরুতে চোটের জন্য বেনজিমা ছিটকে গেলেও তার অভাব কোনভাবেই মাঠে বুঝতে দিচ্ছেন না গ্রিজম্যান, ডেমবালে, এমবাপেরা।

সামনে জিরুকে রেখে ৪-২-৩-১ ছকে ডেনমার্কের বিরুদ্ধে দল সাজিয়েছিল দিদিয়ার দেশ। তবে প্রথমার্ধে ডেনমার্কের টাফ ফুটবল কিছুটা অস্বস্তিতে ফেলেছিল ফরাসিদের। তবে ম্যাচের বয়স যত এগোতে থাকে ততই মাঝমাঠের দখন নিয়ে নেয় ফ্রান্স। সঙ্গে লেফ্ট উইং দিয়ে এমবাপের দৌড়। বেশ কিছু সুযোগ পেলেও সেগুলো নষ্ট করেন জিরু। তবে দ্বিতীয়ার্ধে ডেনমার্কও নিজেদের গুছিয়ে নিয়ে অ্যাটাকিং থার্ডে লোক বাড়াতে থাকে। আক্রমণ প্রতিআক্রমণে খেলা তখন জমজমাট।

উল্টোদিকে, মাঝমাঠে বল হোল্ড করছেন গ্রিজমান আর উইং স্ট্রেচ করে আক্রমনকে আারো ধারালো করছে এমবাপে। ৬১ মিনিটে তার ফলও পেলো ফ্রান্স। গোল করে ফরাসিদের এগিয়ে দেন এমবাপে। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ফ্রেঞ্চ ডিফেন্স। ম্যাচের ৬৯ মিনিটে গোল করে ডেনমার্ককে সমতায় ফেরান ক্রিস্টনসেন। এরপরেই জিরুকে তুলে থুরামকে নামিয়ে দেন ফ্রান্স কোচ। আর ড্যানিস ডিফেন্সে তখন ফরাসি বিপ্লব শুরু করে দিয়েছেন এমবাপেরা। ম্যাচের ৮৬ মিনিটে ফ্রান্সের হয়ে জয়সূচক গোলটি আসে সেই এমবাপের পা থেকেই।

২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই নকআউটে কোয়ালিফাই করলো ফ্রান্স। আর এমবাপে ঝড় রোজই মুগ্ধ করছে ফুটবল প্রেমিদের। ২ ম্যাচে ৩ গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এগিয়ে চলেছেন পিএসজি তারকা।

one year ago