Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Forbes

Ambani: বিশ্ব ধনীদের ক্রমতালিকায় ৯ নম্বরে আম্বানি, অনেক পিছনে আদানি!

রিলায়েন্স ইন্ড্রাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানির (Mukesh Ambani) মুকুটে নয়া পালক! এশিয়ার ধনীতমদের তালিকায় ফের সেরার সেরা হয়ে উঠলেন মুকেশ আম্বানি। এশিয়ার ধনীতম ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। সম্প্রতি ফোর্বস, অ্যানুয়াল ওয়ার্ল্ড বিলিওনারিস-এর ৩৭তম লিস্ট প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, বিশ্বের সমস্ত ধনকুবেরদের মধ্যে নবম স্থানে মুকেশ আম্বানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮৩.৪ বিলিয়ন ডলার।

এবারে ফোর্বস বিশ্বের ধনীতম ব্যক্তিদের যে তালিকা প্রকাশ্যে এনেছে, তাতে বড় পরিবর্তন দেখা গিয়েছে। কারণ এই তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে, মুকেশ আম্বানি নতুন রেকর্ড গড়েছেন। শেয়ার বাজার-কাণ্ডে জড়িয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন গৌতম আদানি। অন্যদিকে আম্বানি ছাপিয়ে গিয়েছেন মাইক্রোসফটের স্টিভ বলমার, গুগলের ল্যারি পেজ ও সার্জে ব্রিন, ফেসবুকের মার্ক জুকারবার্গ, ডেল টেকনোলজিসের মাইকেল ডেলকে।

ফোর্বসের তথ্য অনুসারে, বিশ্বের ধনীতম ব্যক্তি বার্নাড আর্নল্ট, দ্বিতীয় স্থানে রয়েছেন ইলন মাস্ক ও তৃতীয় স্থানে রয়েছেন জেফ বেজোস। গত বছর বিশ্বের ধনীতম ব্যক্তির ক্রমতালিকায় দশম স্থানে ছিলেন আম্বানি। তবে এবার এগিয়ে এসেছেন মুকেশ আম্বানি। অন্যদিকে আদানি চলে গিয়েছেন সাতাশ নম্বরে।

অন্যদিকে দেশের ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম স্থানে আম্বানি ও দ্বিতীয় স্থানে আদানি। আদানির মোট সম্পত্তির পরিমাণ ৪৭.২ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন এইচসিএল-র কর্ণধার শিব নাদার। এইচসিএল-র কর্ণধার বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় ৫৫ নম্বর স্থানে রয়েছেন।

one year ago
Goutam Adani: বিশ্বের দ্বিতীয় ধনকুবের হিসেবে উঠে এলেন গৌতম আদানি! প্রথম সেই এলন মাস্ক

নতুন রেকর্ড গড়লেন গৌতম আদানি (Goutam Adani)। বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি (World's 2nd Richest Man) হিসাবে উঠে এসেছে শিল্পপতি গৌতম আদানির নাম। বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় প্রথম স্থানে রয়েছেন এলন মাস্ক (Elon Mask)। ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, দ্বিতীয় স্থানে থাকা বার্নার্ড আর্নল্টকে (Bern Arnault) পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন আদানি। বিশ্বের প্রথম ১০ ধনকুবেরের তালিকায় রয়েছেন আরও এক ভারতীয়।  বর্তমান ভারতে আদানিদের মূল প্রতিপক্ষ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani)।

ব্লুমবার্গের বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ৬০ বছর বয়সী গৌতম আদানির মোট সম্পদ (নিট মূল্য) ১৫৫.৫ বিলিয়ন ডলার। বার্নার্ড আর্নল্টের মোট সম্পদও ১৫৫.২ বিলিয়ন ডলার। অন্যদিকে, টেসলার প্রধান এবং বিশ্বের সবচেয়ে ধনী এলন মাস্ক, যিনি তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন, তার মোট সম্পদ রয়েছে ২৭৩.৫ বিলিয়ন ডলার। যেখানে অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং সিইও জেফ বেজোসের মোট সম্পদ ১৪৯.৭ বিলিয়ন ডলার।

২০২২ সালে আদানি গ্রুপের সম্পত্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গৌতম আদানি এবং এলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় থাকা অন্যতম যাদের সম্পদ গত ২৪ ঘণ্টায় বেড়েছে অনেকটাই। এই সময়ের মধ্যে আদানির মোট সম্পদ ৪.৯ বিলিয়ন বেড়েছে। এই বছরের জানুয়ারি থেকে আদানির সম্পদ বেড়েছে ৬০.৯ বিলিয়ন ডলারেরও বেশি।

উল্লেখ্য, বর্তমান ভারতে সবথেকে ধনী গৌতম আদানি। দ্বিতীয় স্থানে রয়েছে মুকেশ আম্বানি। ফেব্রুয়ারি মাসেই মুকেশ আম্বানিকে টপকে ভারতের ধনীতম ব্যক্তি হয়ে উঠেছিলেন গৌতম আদানি। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত আদানির সম্পত্তি বেড়েছে সাত হাজার কোটি ডলার।

2 years ago