Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

FlashFloods

Sikkim: মৃত্যুপুরী তিস্তা! সিকিমে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬-এ

মেঘভাঙা বৃষ্টি-হড়পা বানে বিপর্যস্ত সিকিম (Sikkim)। হড়পা বানে (Flash Floods) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬-এ। সিকিম সরকারের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতিমধ্যে সিকিমে ২৬জনের মৃতদেহ উদ্ধার করেছে। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার তিস্তা নদীর অববাহিকা থেকে ৩০জনের মৃতদেহ উদ্ধার করেছে। তাই সিকিমে বন্যায় এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬।

সিকিমে বিপর্যয়ের প্রায় চারদিন পার, কিন্তু এখনও এর প্রভাব কাটেনি। প্রসঙ্গত, কয়েক মিনিটের বিপর্যয়ে তছনছ হয়ে গিয়েছে সিকিম। হড়পা বানে বিধ্বস্ত সিকিমের চুংথাং, রংপো, মানগান সহ একাধিক অঞ্চল। তিস্তার জলের তোড়ে ভেসে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। ফলে বিপর্যয়ের প্রভাব কাটিয়ে উঠতে এখনও বেশ খানিকটা সময় লাগবে। তিস্তার জলে এখনও ভেসে আসছে মৃতদেহ। কার্যত মৃত্যপুরীতে পরিণত হয়েছে তিস্তা।

সূত্রের খবর, সিকিম সরকারের মতে, মাঙ্গান থেকে ৪ জনের মৃতদেহ এবং গ্যাংটক থেকে ৫ জনের মৃতদেহ এবং পাকিয়ং জেলা থেকে ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের তিস্তা নদীর অববাহিকা শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলা থেকে ৩০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ জওয়ান সহ ১৪২ জন। সিকিমে আটকে বহু পর্যটক।

7 months ago
Sikkim: এবারে ধস সিকিমে, হড়পা বানে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন, নিখোঁজ শতাধিক

মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান (Flash Floods), ধসে একেবারে তছনছ হয়ে গিয়েছে সিকিম (Sikkim)। বুধবার তিস্তায় হড়পা বানের ভেঙে-চুরে যায় ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ। আবার এসবের মধ্যেই ফের ধস নামল সিকিমে। জানা গিয়েছে, ২৯ মাইল এলাকার কাছে বড়সড় ধস নামে। ধসের ফলে ১০ নম্বর জাতীয় সড়ক এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। তিস্তা ব্রিজ থেকে সিকিম যাওয়ার পথে বেশ কিছু জায়গায় ধস নামে। এর কারণে জাতীয় সড়ক নিচের দিকে বসে গিয়েছে। বুধবার দুপুর নাগাদ ২৮ মাইল এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কের রাস্তায় ধস নামে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংকে ফোন করে সিকিমের পরিস্থিতি নিয়ে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

সূত্রের খবর, বুধবারের মেঘভাঙা বৃষ্টিতে উত্তর সিকিমের লাচেন উপত্যকার লোনক হ্রদ উপচে পড়েছে। চুংথাম বাঁধ ভেঙে বিপুল পরিমাণ জল চলে আসে তিস্তা নদীতে। ওই জলের তোরেই ভেসে গিয়েছে একটি সেনা ছাউনি। এই ঘটনায়, ২৩ জন জওয়ান নিখোঁজ এখনও। পরে একজনের খোঁজ পাওয়া যায়। যদিও সিকিমের প্রশাসন সূত্রে খবর, ছোট ও বড় কংক্রিট ও লোহার মোট ১৪টি বাঁধ ভেঙেছে। অসমর্থিত সূত্রের খবর, এখন পর্যন্ত হড়পা বানে মৃত্যু হয়েছে ১৪ জনের, নিখোঁজ প্রায় ১০০ জনের বেশি। এছাড়াও প্রায় ৩ হাজারের মতো পর্যটক সিকিমে আটকে রয়েছে। সিকিম সেনা সূত্রে খবর, বিপর্যস্ত জায়গাগুলিতে আটকে থাকা পর্যটকদের নিরাপদে সরিয়ে সেনা ছাউনিতে রাখা হয়েছে। 

প্রশাসন সূত্রে খবর, এখনও সিকিমের পরিস্থিতি আগের মতই রয়েছে। বৃষ্টি এখনও কমেনি। ফলে আশঙ্কা করা হচ্ছে, বৃষ্টি না থামলে তিস্তার ভয়াবহতা আরও বৃদ্ধি পেতে পারে। মৃত এবং নিখোঁজের সংখ্যাও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিকিমের এই ভয়াবহ পরিস্থিতিতে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং-এর পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

7 months ago
Sikkim: গোটা দেশ থেকে বিচ্ছিন্ন সিকিম! তিস্তায় হড়পা বানে তলিয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ

মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে বিপর্যস্ত উত্তর সিকিম (Sikkim)। বুধবার সকালের মেঘভাঙা বৃষ্টির জেরে লোনক হ্রদ ফুলে ফেঁপে উঠেছে ও সেই জল নেমে আসে তিস্তায়। ইতিমধ্যেই জলের তোড়ে ভেসে গিয়েছে ২৩ জন জওয়ান। এবারে তিস্তার প্রবল জলোচ্ছাসের ফলে ভেঙে ডুবে গেল ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ। ফলে সড়কপথে গোটা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিকিম।

জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই উত্তর সিকিমে অনবরত বৃষ্টি হয়েই চলেছে। এরপর বুধবার হঠাৎ মেঘভাঙা বৃষ্টি নামে উত্তর সিকিমে। এর ফলে সেখানকার লাচেন উপত্যকার লোনক হ্রদ উপচে পড়ে ও তিস্তায় জল আসতে শুরু করলে হঠাৎ হড়পা বান দেখা যায়। তিস্তার এমন রুদ্র রূপ ধারণ করার পরই ভেসে গিয়েছে নদীর দু'পাশের সমস্ত কিছু। মেঘভাঙা বৃষ্টির জল ধরে রাখতে পারেনি লোনক হ্রদ। ফলে বাঁধ ভেঙে তিস্তায় জল প্রবল গতিতে নেমে আসে ও ধ্বংসলীলা চালায় তিস্তা। তিস্তার জল নিমেষের মধ্যে ভাসিয়ে নিয়ে যায় সিকিমের সঙ্গে অবশিষ্ট ভারতের মূল সংযোগরক্ষাকারী ১০ নম্বর জাতীয় সড়ক। ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ ভেঙে যাওয়ায় সড়কপথে দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিকিম। তিস্তার জলস্তর আরও বৃদ্ধি পেলে ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণভাবে জলের তলায় চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অবশিষ্ট ভারতের সঙ্গেও সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।

7 months ago


Sikkim: তিস্তার রুদ্র রূপ! মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান, নিখোঁজ ২৩ জওয়ান

ভয়ঙ্কর বিপর্যের মুখে উত্তর সিকিম (Sikkim)। মেঘভাঙা (Cloud Burst) বৃষ্টি শুরু হয়েছে সিকিমে। বুধবার ভোরে মেঘভাঙা বৃষ্টির জেরে লোনক হ্রদ ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে ও এর পরই সেই জল নেমে আসে তিস্তায়। আচমকাই হড়পা বান আসায় তিস্তার জলস্তর বেড়ে যায়। আর তাতেই ভেসে নিখোঁজ হয়ে যান সেনার ২৩ জওয়ান। শেষ খবর পাওয়া পর্যন্ত, মেঘভাঙা বৃষ্টি শুরু হওয়ার পর থেকে ওই ২৩ জন সেনা কর্মীর কোনও খোঁজ মিলছে না। ফলে ২৩ সেনা কর্মীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। সেই সঙ্গে সিকিম জুড়ে গোটা এলাকায় বহু বাড়ি জলের নীচে তলিয়ে যেতে শুরু করেছে।

জানা গিয়েছে, গতরাত থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে সিকিমে। মেঘ ভাঙা বৃষ্টিতে গতরাতেই ৬টি সেতু ধুয়ে যায়। প্রশাসন সূত্রে খবর, সিংথামে তিস্তার উপর একটি ফুটব্রিজ ছিল। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার জেরে সেই সেতুটি ভেঙে পড়েছে। আর আজ তিস্তা নদীর জলে তলিয়ে গেল সেনাবাহিনীর ৪১টি গাড়ি। মেঘভাঙা বৃষ্টিতে উত্তর সিকিমের লাচেন উপত্যকার লোনক হ্রদ উপচে পড়েছে। চুংথাম বাঁধ ভেঙে বিপুল পরিমাণ জল চলে আসে তিস্তা নদীতে। এর ফলে মুহূর্তে তিস্তার জলস্তর প্রায় ১৫ থেকে ২০ ফুট বেড়ে যায়। আর তিস্তার এই প্রবল জলোচ্ছাসেই ক্ষতিগ্রস্ত হয় সেনা ছাউনি। তিস্তা নদীর জলের তোড়ে ভেসে যান ২৩ জন জওয়ান।

ইতিমধ্যেই নিখোঁজ জওয়ানদের খোঁজে শুরু হল উদ্ধারকাজ। বৃষ্টি কমলে আরও জোরকদমে উদ্ধারকাজ চালানো হবে বলেই জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। তিস্তা, নামচিতে জারি করা হল লাল সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এখই কাটছে না দুর্যোগ।

7 months ago
Incident: 'হোম গার্ডের চাকরির জন্য মুখ্যমন্ত্রীকে আবদার', সংবর্ধনা পেয়ে আপ্লুত মহম্মদ মানিক

উত্তরবঙ্গে মাল নদী (Mal Incident) দুর্ঘটনায় সাহসিকতার পরিচয় দেওয়া মানিক-সহ ৭ জনকে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী। এই সাত জনই প্রাণের তোয়াক্কা না করে দশমীর (dashami Mishap) সন্ধ্যায় হড়পা বানের (Flash Floods) মধ্যেই নদীতে ঝাঁপ দিয়ে একাধিক প্রাণ বাঁচিয়েছেন। তাঁদের হাতে সাহসিকতার শংসাপত্র তুলে দেওয়ার পাশাপাশি এক লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়েছে।


এদিন মুখ্যমন্ত্রী সাহসী এই ৭ জনকে চাকরির প্রস্তাবও দেন। এই প্রসঙ্গে মাল দুর্ঘটনার পর সবচেয়ে বেশি প্রশংসিত হওয়া মহম্মদ মানিক জানান, আমি খুব আপ্লুত। মুখ্যমন্ত্রী আমার নাম ধরে ডাকবেন ভাবতেই পারিনি। উনাকে কাছ থেকে দেখতে পাবো ভাবতেই পারিনি। আগামি দিনেই সামাজিক কর্মে এগিয়ে যাবো। উনি চাকরির ব্যাপারে বলেছেন। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবদার করেছি যদি হোমগার্ডের চাকরি আমাকে দেওয়া যায়।

এ প্রসঙ্গে উল্লেখ্য, এদিন সরকারির চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে মাল-কাণ্ডে নিহতদের পরিবারের একজন করে সদস্যদের হাতে। মঞ্চে দাঁড়িয়ে থেকে মুখ্যমন্ত্রীর এই বিষয়টা তদারকি করেন।

2 years ago