Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Fired

Fired: আদালত অবমাননার দায়ে প্রাথমিক বোর্ডের ডেপুটি সেক্রেটারিকে বহিষ্কারের নির্দেশ জাস্টিস গাঙ্গুলির

ফের আদালতে ধাক্কা প্রাথমিক শিক্ষা পর্ষদের। আদালত অবমাননার দায়ে প্রাথমিক বোর্ডের ডেপুটি সেক্রেটারিকে বহিষ্কারের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে আদালতে নির্দেশ বিচারপতির। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগের ৬ প্রশ্ন ভুল মামলায় ওই নম্বর পরীক্ষার্থী সুমনা চট্টোপাধ্যাকে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রমান হিসেবে ওই পরীক্ষার্থী আদালতে ওএমআর জমা দেন। তার প্রেক্ষিতেই গত ২৩ অগাস্ট এই নির্দেশ দেন বিচারপতি। যদিও ওই পরীক্ষার্থীর অভিযোগ, আদালতের নির্দেশের পরেও ওই নম্বর দেয়নি পর্ষদ। যার ফলে ফের আদালতের দ্বারস্থ হন তিনি। সেই মামলাতেই এদিন এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বহিষ্কারের পাশাপাশি ২ সপ্তাহের মধ্যে ৫ হাজার টাকা আদালতে জমা করার নির্দেশ দিয়েছে আদালত।


8 months ago
Report: যাদবপুর কাণ্ডে চূড়ান্ত রিপোর্ট অভ্যন্তরীণ কমিটির, ৪ ছাত্রকে বহিষ্কারের সুপারিশ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুতে অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউয়ের কাছে বিস্তারিত একটি রিপোর্ট জমা দিল সেখানকার অভ্যন্তরীণ তদন্ত কমিটি। জানা গিয়েছে, ব়্যাগিংয়ের সঙ্গে জড়িত থাকায় চার জন পড়ুয়াকে আজীবন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে ওই রিপোর্টে। পাশাপাশি একাধিক পড়ুয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়েও জানানো হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী ব়্যাগিং বন্ধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে।

৯ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনায় অভ্যন্তরীন তদন্ত কমিটি গঠন করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার চূড়ান্ত রিপোর্ট জমা করল ওই কমিটি। সেখানেই দোষী পড়ুয়াদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার বিষয়ে জানানো হয়েছে।

ওই তদন্ত রিপোর্টে জানানো হয়েছে, ঘটনার দিন ওই হোস্টেলে যাঁরা ছিলেন তাঁরা অনেকেই ঘটনার সঠিক বর্ণনা দেননি। এমনকী ঘটনার মোড় অন্য দিকে ঘোরানোর চেষ্টা করেছিলেন তাঁরা।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র মারফত খবর পাওয়া গেছে, ব়্যাগিংয়ের ঘটনার সঙ্গে যুক্ত থাকার জন্য একাধিক পড়ুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার মধ্যে ১৫ জন পড়ুয়াকে একটি সেমিস্টার এবং ১১ জন পড়ুয়াকে ২টি সেমিস্টার থেকে  সাসপেন্ড করা হবে। এছাড়াও পাঁচজন পড়ুয়াকে মোট চারটি সেমিস্টারে বসতে দেওয়া হবে না। এমনকী এক গবেষক পড়ুয়াকে ক্যাম্পাসে আর ঢুকতে না দেওয়ার সুপারিশ করা হয়েছে ওই রিপোর্টে।

8 months ago
Fired: হিন্দিতে কথার বলার 'শাস্তি'! চাকরি খোয়ালেন এক ৭৮ বছরের ইঞ্জিনিয়ার

হিন্দিতে (Hindi) কথা বলায় চাকরি থেকেই বরখাস্ত (Fired) করা হল এক ৭৮ বছরের ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ারকে (Engineer)। জানা গিয়েছে, এই ব্যক্তির শ্যালক মৃত্যুশয্যায় ছিলেন, এই অবস্থায় তাঁর সঙ্গে কথা বলছিলেন মোবাইল ফোনে, তখনই পাশে থেকে এক সহকর্মী তাঁর কথা শুনে নেওয়ার পর অফিসে জানিয়ে দেন। এরপরই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ঘটনাটি আমেরিকার (America)। এভাবে চাকরি কেড়ে নেওয়ার বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেছেন তিনি।

সূত্রের খবর, গত বছর সেপ্টেম্বর মাসেই এই ঘটনাটি ঘটেছিল। ভারতীয় ইঞ্জিনিয়ার অনিল বর্শনি হান্টসভিলে পার্সন কর্পোনেশনে সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেন। একদিন তিনি কাজ করছিলেন, সেই সময় ভারত থেকে ফোন যায় তাঁর শ্যালকের। মৃত্যুশয্যায় ছিলেন তিনি। সেই সময় জামাইবাবু অনিলের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। এরপর তিনি ফোনে কথা বলতে গেলে তাঁদের মাতৃভাষা হিন্দিতেই কথা বলেন। কিন্তু এই কথা তাঁর এক সহকর্মী অফিসে জানিয়ে দেন। এরপরই খবর আসে, তিনি চাকরি হারিয়েছেন।

অফিসের এই ঘটনায় মামলা দায়ের করেছেন অনিল বর্শনি। তিনি জানিয়েছেন, 'গত বছর ২৬ সেপ্টেম্বরের আমার শ্যালক কেসি গুপ্ত ভিডিও কল করেছিলেন। ভারতে মৃত্যুশয্যায় পড়েছিলেন তিনি। শেষবারের মতো কথা বলার জন্যই ফোন করেছিলেন।' তিনি আরও জানান, আর হয়তো কখনও কথা হবে না। এই ভাবনা থেকেই অফিসে থাকাকালীনই ফোনটি রিসিভ করেছিলেন তিনি। কিন্তু তার জন্য কাজে বিন্দুমাত্র গাফিলতি করেননি। তা সত্ত্বেও শুধুমাত্র হিন্দিতে কথা বলার জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয় তাঁকে। তাই তাঁর দাবি, তিনি এই সংস্থার জন্য অনেক কিছু করেছেন। ফলে তিনি তাঁর চাকরি ফিরে পাওয়ার জন্য আইনি পদক্ষেপ নিয়েছেন। এছাড়াও তিনি সংস্থার থেকে ক্ষতিপূরণও চেয়েছেন।

10 months ago