Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Film

Film Festival: শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে 'বাদশা' নয় ভাইজান

আজ, মঙ্গলবার থেকে শুরু হয়েছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সন্ধেবেলায় নেতাজি ইন্ডোরে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে গাওয়া হল রাজ্য সঙ্গীত। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়েই এবার উদ্বোধনী মঞ্চে হাজির হয়েছেন বলিউড তারকা সলমান খান। এছাড়াও উপস্থিত ছিলেন অনিল কাপুর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা করলেন সলমন খান। আজ, অর্থাৎ ৫ ডিসেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই কলকাতায় আসেন সলমন খান। মঙ্গলবার সকাল ৬.৪৫ নাগাদ বিমানবন্দরে নামতেই মিলল উষ্ণ অভ্যর্থনা। অনুষ্ঠানের উদ্বোধনে গাওয়া হল রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি বাংলার জল’। সকলে উঠে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একত্রে গলা মেলালেন এই গানে। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে রাজ্য সঙ্গীত গাওয়া হবে, সেকথা সোমবারই মুখ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছিলেন।

মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ থেকে এদিন বলেন, 'বাংলার মানুষ সিনেমা ভালোবাসে। সিনেমার কদর করতে জানে। বাংলা দেশের সাংস্কৃতিক রাজধানী। বাংলা কাউকে ভয় পায়না, দেশকে ভালোবাসি।'

5 months ago
Film festival: মমতার চলচ্চিত্র উৎসবে এবারে নতুন চমক

প্রসূন গুপ্ত: আগামী ৫ ডিসেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর বসছে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য বিভাগের আয়োজনে প্রতি বছর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই সাত দিনব্যাপী চলচ্চিত্র উৎসব হয়ে থাকতো। কিন্তু এ বছর কালীপুজো সহ বিভিন্ন উৎসবের কারণে অনুষ্ঠান পিছিয়ে ডিসেম্বরের ৫ তারিখে আয়োজন করা হয়েছে।  চলবে ৭দিন ব্যাপী। ইদানিং এই উৎসবে পুরস্কার দেওয়াও হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মূল কান্ডারি হলেও এখন উৎসব কমিটির প্রধান পরিচালক রাজ চক্রবর্তী। সাধারণত এই উৎসবের প্রধান বক্তা থাকেন অমিতাভ বচ্চন এবং উপস্থিত থাকেন শাহরুখ খান সহ বিভিন্ন বলিউডের শিল্পীরা। বছরের পর বছর এর ব্যতিক্রম হয়ন। কিন্তু এবারের উৎসবে এমন অনেকে উপস্থিত হচ্ছেন, যাঁরা এর আগে কলকাতার এই উৎসবে আসেননি, চমক এখানেই। 

মুম্বই সিনেমায় দীর্ঘদিন রাজ করেছেন নিঃসন্দেহে অমিতাভ বচ্চন। দেখা গিয়েছে, বিগত বছর তিনেক বিগ বি তাঁর ছবি অনেকটাই কমিয়ে দিয়েছেন। করোনাকালে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। অন্য অসুস্থতায় ফের হাসপাতালমুখী হয়েছিলেন। তিনি ইদানিং খুব একটা শহরের বাইরে যান না। সম্প্রতি রাজনীতির এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বইতে গেলে তাঁকে বাড়িতে আমন্ত্রণ করেন অমিতাভ জয়া। মুখ্যমন্ত্রী সময় বের করে বচ্চন পরিবারে অনেকটা সময় কাটান। অমিতাভ যে এবারে আসতে পারবেন না শারীরিক কারণে তা জানতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়া বাংলার ব্র্যান্ড এম্বাসেডর শাহরুখ খান একেবারেই বাংলার জন্য সময় বার করতে পারছিলেন না, ব্যস্ততা অনেকটাই তাঁর সিনেমা ব্যবসা ইত্যাদিতে। মমতা দেরি করেননি। এবারের বাণিজ্য সম্মেলনে শাহরুখের পরিবর্তে সৌরভ গাঙ্গুলিকে বাংলার ব্র্যান্ড এম্বাসেডর করেন। তখনই আভাস ছিল শাহরুখ হয়তো বাদ পড়তে পারেন চলচ্চিত্র উৎসব থেকে। হলোও তাই। মুম্বইয়ের আরেক সুপারস্টারকে আগেই আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন এবং সেই স্টার সানন্দে আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। সলমন খান।

এবারে মঙ্গলবারে প্রধান অতিথি হিসাবে তাই ভাইজান 'দিদির' আমন্ত্রণ রক্ষা করতে আসছেন। সলমন খান ছাড়া আরও আসছেন সোনাক্ষী সিনহা, অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, পরিচালক মহেশ ভাট এবং কমল হাসান। এ ছাড়াও বাংলার প্রথম সারির সমস্ত অভিনেতা অভিনেত্রীরা থাকছেন এবং অবশ্যই সৌরভ গাঙ্গুলি। সলমনকে দেখার জন্য বাংলার সিনেমা প্রেমীরা আকুল দীর্ঘদিন ধরে। দেখার বিষয় কী বক্তব্য রাখেন সলমন সোনাক্ষী জুটি।

5 months ago
KIFF: 'বিগ বি', 'বাদশাহ' আসছেন না চলচ্চিত্র উৎসবে! তবে সলমানের সঙ্গী কে কে

আর মাত্র কয়েকদিন, তার পরই শুরু হবে বহু প্রতীক্ষিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রত্যেকবারই কলকাতার চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট বসে শহরে। জানা গিয়েছিল, ২৯তম চলচ্চিত্র উৎসবেই একই মঞ্চে দেখা যাবে বিগ বি, কিং খান ও ভাইজানকে। কিন্তু ভাইজান আসলেও অমিতাভ বচ্চন ও শাহরুখ আসতে পারবেন না চলচ্চিত্র উৎসবে, এমনটাই খবর। তবে শুধুমাত্র সলমান খান নয়, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সলমানের সঙ্গী হচ্ছেন সোনাক্ষী সিনহাও।

৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। প্রত্যেকবারের মতো এবারও এই উৎসব উপলক্ষ্যে চাঁদের হাট বসতে চলেছে শহরে। বেশ কয়েক বছর ধরেই মমতার আমন্ত্রণে উৎসবের উদ্বোধনী মঞ্চে থাকেন 'বিগ বি'। কিন্তু এবারে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ ও অমিতাভ না আসার সম্ভাবনা বেশি থাকলেও উপস্থিত থাকবেন সলমান খান। ফলে তাঁকে দেখার জন্য উৎসুক হয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। সলমানের সঙ্গে দেখা যাবে সোনাক্ষী সিনহাকেও। অতিথি তালিকায় আরও দুই বলিউড সুপারস্টারের নাম শোনা যাচ্ছে।

6 months ago


29th KIFF: শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, নতুন ভূমিকায় দেখা যাবে 'বুম্বাদা'কে

সিনেমাপ্রেমীদের জন্য দারুণ সুখবর। শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। চলতি বছর ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে আগামী ৫ ডিসেম্বর এবং চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। এবারের চলচ্চিত্র উৎসবে রয়েছে বিশেষ চমক। কারণ এবারের চলচ্চিত্র উৎসবে নতুন ভূমিকায় দেখা যাবে সবার প্রিয় 'বুম্বাদা'কে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হলেন টলিউডের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

উৎসবে মেতে রয়েছে শহরবাসী। তার মাঝেই আরও এক খুশির খবর এল মঙ্গলবার। সিনেমাপ্রেমী, আপামর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ মুখিয়ে থাকেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য। ফলে তাঁদের দীর্ঘ প্রতীক্ষার এবারে অবসান। আগামী মাসের ৫ তারিখ থেকেই শুরু হতে চলেছে চলচ্চিত্র উৎসব। ফলে শীতের শুরুতেই শহরের সিনেমা উৎসবে নন্দন-এ উপচে পড়বে ভিড়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও এবারে চলচ্চিত্র উৎসবে বিশেষ জাঁকজমক রয়েছে। তাছাড়াও প্রত্যেকবারের মতো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট বসতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

6 months ago
Sreelekha: মাথায় সিঁদুর, দ্বিতীয়বার বিয়ে করলেন শ্রীলেখা? নিজেই দিলেন উত্তর

মায়ানগরী মুম্বই গিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ফলে মুম্বইয়ে উড়ে যাওয়ার আগেই বিমানবন্দরেই নিজের এক ছবি শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে, তাঁরা মাথা ভর্তি সিঁদুর। আর সেই ছবি দেখতেই ধেয়ে আসে একাধিক প্রশ্ন। তিনি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন কিনা, তা নিয়ে শুরু হয় জল্পনা। কিন্তু ছবির ক্যাপশনেই পুরোটা জানিয়ে দেন তিনি।

শ্রীলেখা জানিয়েছেন, তিনি মুম্বই যাচ্ছেন, মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেওয়ার জন্য। জানা গিয়েছে, তাঁর ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বই’ প্রদর্শিত হবে সেখানে। ফলে তাঁর জন্যই তাঁর মুম্বই যাত্রা। কিন্তু মুম্বইয়ে উড়ে যাওয়ার আগেই তাঁর ছবি নিয়ে শুরু হয়ে সমালোচনা। তাঁর মাথা ভর্তি সিঁদুর দেখতেই অনেকের মনেই প্রশ্ন আসবে যে, তিনি দ্বিতীয় বিয়ে করেছেন কিনা। ফলে ক্যাপশনেই পুরোটা স্পষ্ট করে জানিয়ে দিয়ে লিখেছেন, 'মুম্বইয়ে যাচ্ছি মুম্বই চলচ্চিত্র উৎসবে যোগ দিতে। যদি মনে হয় সিঁদুর কেন পরেছি, তবে জানিয়ে রাখি, না, আমি আবার বিয়ে করিনি। সিঁদুর খেলেছিলাম। হয়েছে শান্তি?'


View this post on Instagram

A post shared by Sreelekha Mitra (@sreelekhamitraofficial)

7 months ago


Alia Bhatt: জাতীয় পুরস্কার নিতে গিয়ে আলিয়া বেছে নিলেন বিয়ের শাড়ি! কিন্তু কেন?

জীবনের প্রথম জাতীয় পুরস্কার (National Film Awards) পেয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) রাষ্ট্রপতি দ্রৌপদীর মুর্মুর হাত থেকে পুরস্কার নিয়েছেন তিনি। সেই পুরস্কার নিতে এসেই ভাইরাল তাঁর ছবি। পুরস্কার নিতে এসে বিয়ের শাড়ি পরেছিলেন তিনি, আর এই নিয়েই শুরু হয় জল্পনা। এবারে সেই বিষয়ে মুখ খুললেন খোদ আলিয়াই। তারকাদের সাধারণত এক জামা-শাড়ি 'রিপিট' বা পুনর্ব্যবহার করতে দেখা যায় না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একেবারেই ব্যতিক্রম আলিয়া। কেন তিনি তাঁর এই বিশেষ দিনে নতুন পোশাকের বদলে পুরনো পোশাক পরলেন, তা জানালেন নিজেই।

ভারতীয় ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা শাড়ি পরেই বিয়ের মণ্ডপে বসেছিলেন 'গাঙ্গুবাই'। আর এই চরিত্রের জন্যই আলিয়া জাতীয় পুরস্কার পেলেন। মূলত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারকাদের নতুন নতুন পোশাক পরতে দেখা যায়। কিন্তু আলিয়া ছক ভেঙে বেছে নেয়ে আইভরি রংয়ের বিয়ের শাড়ি। আর এই নিয়ে আলোচনা হতেই আলিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ছবি পোস্ট করে লিখলেন, 'বিশেষ দিনে বিশেষ পোশাক। যা আগে থেকেই আমার কাছে ছিল। যেটা এক দিন বিশেষ ছিল, তা আবারও বিশেষ হতে পারে। বার বার হতে পারে।' আবার পোস্টে ‘রিওয়্যার’, ‘রিইউজ’, ‘রিপিট’, এই তিনটি হ্যাশট্যাগও ব্যবহার করেন তিনি।


7 months ago
National Film Awards: রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিলেন আল্লু-আলিয়া-কৃতি

দিল্লিতে (Delhi) বিজ্ঞান ভবনে (Vigyan Bhavan) অনুষ্ঠিত হচ্ছে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান (69th National Films Award Ceremony)। দুপুর ১.৩০ টা থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। ২০২৩ এর অগাস্ট মাসে কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রক জাতীয় পুরস্কার প্রাপকদের নামের তালিকা প্রকাশ করে। যেখানে দেখা যায়, এই প্রথম তেলেগু অভিনেতা হিসেবে 'পুষ্পা' র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন আল্লু আর্জুন। তেলেগু সিনেমার জগতে এর আগে শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে কেউই জাতীয় পুরস্কার পাননি। ফলে আল্লু অর্জুনের হাত ধরেই তা সম্ভব হওয়ায় আজ তেলেগু সিনেমার জগতে উৎসবের মেজাজ। এছাড়াও বলিউডে একাধিক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, যাঁরা এই পুরস্কার জিতেছেন, তাঁদের মধ্যে রয়েছে আলিয়া ভাট, কৃতি শ্যানন, পঙ্কজ ত্রিপাঠী সহ একাধিক তারকা।

আজ, ১৭ অক্টোবর দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতী দ্রৌপদী মুর্মু এই পুরষ্কার সকল বিজয়ীদের হাতে তুলে দিলেন। পুরস্কার নিতে হাজির হয়েছেন অভিনেতা আল্লু অর্জুন। আবার ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট ও কৃতি শ্যানন। 'মিমি' ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কৃতি শ্যানন। 'গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি'-এর জন্য় পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। আবার পঞ্চমবার জাতীয়স্তরে সেরা গায়িকার পুরস্কার পেলেন গায়িকা শ্রেয়া ঘোষাল। 'মিমি' ছবির জন্য অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন।

'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট'  সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে। 'কাশ্মীর ফাইলস' ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জাতীয় সংহতির জন্য সেরা চলচ্চিত্রের জন্য নার্গিস দত্ত পুরস্কার জিতেছেন। 'আরআরআর' সিনেমার জন্য সেরা পরিচালক হিসাবে এসএস রাজমৌলি জাতীয় পুরস্কার জেতেন।  অপরদিকে ওয়াহিদার রহমান দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হলেন। এদিন এই বর্ষীয়ান অভিনেত্রী পুরস্কার গ্রহণ করেন রাষ্ট্রপতির হাত থেকে।

7 months ago
Oscar 2024: আগামী অস্কারের মঞ্চের প্রতিদ্বন্দ্বিতায় যেতে তৈরী এই ভারতীয় সিনেমাগুলি

২০২৪ অস্কারের (Oscar 2024) দামামা বেজে গেল। বছর ঘুরলেই ১০ মার্চ অনুষ্ঠিত হবে অস্কারের অনুষ্ঠান। তার আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া। কোন কোন সিনেমাকে প্রতিদ্বন্দ্বিতার জন্য অস্কারের মঞ্চে পাঠানো হবে সেই তালিকা তৈরী করার সময় এসেছে। ভারতীয় ফিল্ম ফেডারেশন বিবেচনা করে এই তালিকা তৈরি করবেন। সোমবার থেকেই চেন্নাইয়ে শুরু হয়েছে বেশ কিছু ছবির প্রদর্শন। এই প্রদর্শনী শেষেই ফেডারেশনের বিচারকেরা চূড়ান্ত তালিকা তৈরী করবেন। তবে সেই তালিকায় কোন কোন ছবিগুলি রয়েছে বা থাকতে পারে, তার কিছুটা আভাস পাওয়া গিয়েছে।

২০২৪ অস্কারের তালিকায় থাকতে পারে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি, 'দ্যা কেরালা স্টোরি'। সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগে কয়েকটি জায়গায় সিনেমার প্রদর্শনীতে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার।  তবে তা সত্বেও সিনেমার বক্স অফিস কালেকশন কম হয়নি। সারা দেশে প্রায় ২৪০ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি।

এই তালিকায় উঠে আসছে 'ঘুমড়'-এর নাম। চলতি বছরে অগাস্ট মাসে মুক্তি পেয়েছিল ছবিটি। মূল চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন এবং সাইয়ামি খের। এই ছবিটি দেখতে তেমন হলমুখী হননি দর্শক। বক্স অফিস কালেকশনেও তেমন ম্যাজিক দেখাতে পারেনি। তবে সমালোচকেরা প্রশংসা করেছেন ছবিটির। অস্কারের তালিকায় নাকি থাকতে পারে এই ছবিটির নাম।

নন্দিতা দাস পরিচালিত এবং কপিল শর্মা অভিনীত 'জুইগ্যাটো' ছবিটিও থাকতে পারে এই তালিকায়। তবে শেষ পর্যন্ত অস্কারের মঞ্চে কোন ভারতীয় ছবিগুলি যাবে তা জানা যেতে পারে ২৩ সেপ্টেম্বর।

8 months ago


Kriti: সুশান্তের স্মৃতিতেই নিজের প্রযোজনা সংস্থার নাম দিয়েছেন কৃতি? বললেন নিজেই

অভিনেত্রী কৃতি শ্যানন (kriti Sanon) সম্প্রতি নিজের প্রোডাকশন হাউজ অর্থাৎ প্রযোজনা সংস্থার ঘোষণা করেছেন। এরপর থেকেই সেই সংস্থার নাম নিয়ে শুরু হয়েছে আলোচনা। অভিনেত্রী তাঁর প্রযোজনা সংস্থার নাম দিয়েছেন 'ব্লু বাটারফ্লাই ফিল্মস' (Blue Butterfly Films)। এই নাম থেকে উঠে এসেছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রসঙ্গ। প্রসঙ্গত, একসঙ্গে ছবিতে কাজ করেছিলেন কৃতি এবং সুশান্ত। শোনা গিয়েছিল, রিল লাইফের রোম্যান্স গড়িয়েছিল ব্যক্তিগত জীবনেও। এই নীল প্রজাপতি নাকি সুশান্তের প্রিয়। তাই অভিনেত্রী প্রাক্তনের কথা মনে করে নিজের প্রযোজনা সংস্থার নাম দিয়েছেন বলে চর্চা শুরু হয়েছিল। সত্যিই কী তাই? অভিনেত্রীই উত্তর দিলেন।

কৃতিকে সম্প্রতি প্রশ্ন করা হয়, তাঁর প্রোডাকশন হাউজের নামের পিছনে কী ভাবনা রয়েছে ? অভিনেত্রী উত্তরে বলেন, 'আমি প্রজাপতি ভালোবাসি এবং নীল রং ভালোবাসি। আমার ইনস্টাগ্রামের বায়োতে লম্বা সময় ধরে সেটি রয়েছে। আমি এটি আমার ক্যাপশনে ব্যবহার করি এবং কবিতায় ব্যবহার করি। 'কৃতি আরও বলেন, এই নীল প্রজাপতি স্বপ্ন, বিমান, স্বাধীনতা, উদারতা ইতিবাচকতা এবং আনন্দের প্রতীক।

View this post on Instagram

A post shared by Kriti (@kritisanon)

কৃতি এখানেই শেষ না করে বলেছেন, 'আমি কাজ থেকেই সব কিছু শিখেছি। আমি ধীরে ধীরে এই জায়গায় পৌঁছেছি এবং আজকের এই মানুষে উত্তীর্ন হয়েছি। তুমি তোমার সংগ্রাম করো। কিন্তু মুভ অন করো। বড় হও। বদলাও এবং তোমার সুন্দর সত্বাকে খুঁজে পাও এবং তারপর তুমি উড়তে শেখো। এই জন্যই আমি আমার প্রযোজনা সংস্থার নাম ব্লু বাটারফ্লাই রেখেছি।'

10 months ago
Film: বৈধব্যের ছায়ায় বম্বের ছবিতে বাঙালি সুমনের উত্তরণ, গানে গলা শুভা মুদগল-কবিতা শেঠের

শুভশ্রী মুহুরী: সব কিছু ঠিক থাকলে আরও এক বাঙালি পরিচালক পেতে চলেছে মুম্বই সিনেমা জগৎ। কলকাতার চিত্র নির্মাতা সুমন অধিকারীর (Suman Adhikary) ছবি 'উইডোস শ্যাডো' (Widow's Shadow), বলিউডে তাঁর অবস্থান নির্ধারণ করতে পারে। তাই পরিচালক একটু বেশিই যত্নশীল এই সিনেমা নিয়ে। চিত্রনাট্য লিখেছেন সঙ্কলিতা রায়, যা পর্দায় প্রাণ পাবে সুমনের সৃজনশীলতায়। ছবিতে গানের ক্ষেত্রেও বজায় রাখতে চেয়েছেন মান। সুমনের সিনেমায় গান গেয়েছেন বিশিষ্ট গায়িকা শুভা মুদগল এবং কবিতা শেঠ।

এই ছবির নাম শুনেই বোঝা যাচ্ছে 'উইডোস শ্যাডো'-এর গল্প বৈধব্য নিয়ে। সিনেমার কেন্দ্রীয় চরিত্র দুটি। 'আঁখি' এবং 'কাজল' , এই সিনেমা আবর্তিত হবে এই দুই চরিত্রের জীবন নিয়েই। মাত্র ২৫ বছর বয়সে স্বামীকে হারিয়ে শ্বশুর বাড়ির গঞ্জনা সইতে না পেরে বাপের বাড়ি যায় আঁখি। কিন্তু সেখান থেকেও বিতাড়িত হয়ে বিধবা আশ্রমে ঠাঁই হবে আঁখির। অন্যদিকে অত্যাচারী স্বামীর হাত থেকে বাঁচতে কাজল পালিয়ে এসে মরা পোড়ানোর কাজে নিজের জীবিকা হিসেবে বেছে নেয়। জীবনের এমন পর্যায়ে এসে কাজলের সঙ্গে দেখা হবে আঁখির।

আঁখির সঙ্গে কাজলের মিল কেবল বৈধব্যে নয়, জীবনের ক্ষেত্রেও হবে। মাত্র ২৫ বছর বয়সে স্বামীকে হারিয়ে নিজেকে বাঁচিয়ে রাখার লড়াই, বন্ধুত্বের লড়াই, নিজেকে নতুন করে আবিষ্কারের লড়াই এবং ততোধিক বেশি গোঁড়া সমাজে নিজের পরিচয় প্রতিষ্ঠার লড়াই লড়বে আঁখি। সব মিলিয়ে সুমনের গল্পে নতুনত্ব রয়েছে। কিন্তু এতগুলো বিষয় নিখুঁতভাবে তুলে ধরতে পরিচালকের মুনশিয়ানা কতটা তা দেখা যাবে সিনেমাটি মুক্তি পেলে।

শুধুমাত্র সিনেমার পরিচালনা নয় গানের সম্পাদনাও করেছেন সুমন। এই ছবিতে থাকছে দুটি গান। পাধারো এবং রূহ এই দুটি গানের কথা এবং সুর সুমন অধিকারীর। প্রথম গানটি গেয়েছেন শুভা মুদগল। পরের গানটি গেয়েছেন কবিতা শেঠ। বর্তমানে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। খুব তাড়াতাড়ি গ্লোব চলচ্চিত্র উৎসবেও দেখানো হবে ছবিটি।



10 months ago


Cinema: প্রযোজনা সংস্থা খুলেই নতুন ছবি ঘোষণা নুসরাত-যশের

কেরিয়ার জীবনে একসঙ্গে নতুন অধ্যায়ে পা দিলেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta) এবং নুসরাত জাহান (Nusrat Jahan)। যৌথ উদ্যোগে নিজেদের প্রযোজনা সংস্থা খুলেছেন তাঁরা। নাম দিয়েছেন ওয়াইডি ফিল্মস (YD Films)। তবে তারপর সিনেমা মুক্তির জন্য খুব বেশি অপেক্ষা করাননি দর্শকদের। রবিবারেই ঘোষণা করেছেন তাঁদের নতুন সিনেমা 'মেন্টাল'-এর। এই সিনেমায় অভিনয় করেছেন যশ এবং নুসরাত নিজেই।

সামাজিক মাধ্যমে দুই তারকাই এই প্রথম ঝলক আপলোড করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'স্বভাবটা জেন্টল, দিল সে সেন্টিমেন্টাল বাট ফর দ্যা ডেভিল, হি ইজ মেন্টাল।' প্রসঙ্গত সিনেমা জগতে যশ, দর্শকদের তেমন মন জিততে পারেনি। টলিউডের অন্দরে কানাঘুঁষো প্রযোজকেরা নাকি যশকে সিনেমায় নিতে চাইছেন না। সেই কারণেই তাঁদের এই প্রযোজনা সংস্থা আনার সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে।

View this post on Instagram

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয়বার একসঙ্গে সিনেমার পর্দায় দেখা যাবে যশ এবং নুসরাতকে। এর আগে তাঁদের দেখা গিয়েছিল এসওএস কলকাতায়। তারপর যেন সাহার প্রযোজনায় তাঁরা একসঙ্গে আরও একটি ছবির শ্যুটিং করেছিলেন। তবে প্রযোজনা সংস্থার সঙ্গে যশের মতবিরোধ হলে সিনেমার মুক্তি আটকে যায়। দুই পক্ষ নিজেদের মতামত নিয়ে একই জমিতে না এলে সিনেমার মুক্তি অনিশ্চিত থেকে যাবে।

11 months ago
Priyanka: বলিউডের এক ছবিতে কাজ করতে অনিচ্ছা ছিল প্রিয়াঙ্কার, সাক্ষাৎকারে জানালেন তিনি

বলিউডের (Bollywood) গণ্ডি পেরিয়ে হলিউডেও রাজত্ব করছেন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। অভিনেত্রী হয়েও তিনি তাঁর এমন কিছু গোপন কথা প্রকাশ্যে এনেছেন, যেগুলো সাধারণত অন্য কোনও অভিনেত্রীদের বলতে শোনা যায় না। তিনি যেমন বলেছেন যে, বলিউডে কীভাবে কোণঠাসা করা হয়েছিল, তেমনি তিনি আবার জানিয়েছেন, তাঁর বাতকর্ম ও নাক ডাকার কথা। এবারেও এমন এক কথা তিনি প্রকাশ্যে জানালেন, যা শুনলে আপনি অবাক হতে বাধ্য। তিনি সম্প্রতি জানিয়েছেন, তাঁর নাকি বলিউড ছবিতে কাজ করতে ভালো লাগে না। তবে বলিউডের অভিনেত্রী হয়েও তাঁর মুখে এমন কথা, ফলে নেটিজেনদের মনে প্রশ্ন জাগছে, কেন এমন বললেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, বলিউডের কিছু একঘেয়ে ছবিতে কাজ করতে তাঁর ঘৃণা চলে এসেছিল। জানা গিয়েছে, এই সাক্ষাৎকারের মাঝে তাঁর এক লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছিল। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি কি কখনও এমন ছবিতে কাজ করেছেন, যেটি তাঁর অপছন্দ ছিল। সেই উত্তরে প্রিয়াঙ্কার জানিয়েছেন, তিনি সেই ছবির নাম বলতে পারবেন না। কিন্তু এমন এক ছবি ছিল, যেটার অভিজ্ঞতা একেবারেই খারাপ ছিল।

প্রিয়াঙ্কা বলেন, 'আমি আপনাকে বলতে পারি না এটি কোন সিনেমা ছিল তবে আমি আপনাকে বলতে পারি অভিজ্ঞতাটি বেশ ঘৃণ্য ছিল। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতাম। আমার লাইনের কোনও অর্থ ছিল না, আমি এমন একটি মেয়ে ছিলাম, যা আমি নই। তাই এটা কঠিন ছিল।'

12 months ago
Anushka Sharma: সাদা গাউনে, ছিমছাম সাজে কান-এ ডেবিউ অনুষ্কার, দেখুন ছবি

কান চলচ্চিত্র উৎসব (Cannes Film Festival) সারা বিশ্বের চর্চিত একটি অনুষ্ঠান। নির্ধারিত দিনে বাছাই করা সিনেমার প্রদর্শন করানো হয়। সারা বিশ্বের নানা দেশ থেকে বহু অভিনেতা অভিনেত্রীরা আমন্ত্রণ পেয়ে থাকেন সেই উৎসবে। আন্তর্জাতিক এই পরিচিতি অবশ্যই কেরিয়ারের জন্য মাইলফলক। চলতি বছরে বলিউড (Bollywood) থেকে বহু তারকারা আমন্ত্রণ পেয়েছিলেন কান-এ। এবার রেড কার্পেটে ধরা দিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)।

চলতি বছরেই অনুষ্কা প্রথমবারের জন্য ডেবিউ করেছেন কান চলচ্চিত্র উৎসবে। তবে নিজের স্বভাবচিত চেহারাতেই দেখা গিয়েছে অভিনেত্রীকে। জমকালো পোশাক পরেননি। বরং বেছে নিয়েছিলেন সাদা রঙের অফ শোল্ডার গাউন। মাথায় খোঁপা বেঁধেছিলেন অভিনেত্রী। সঙ্গে হালকা মেকআপ এবং গয়না পরেছিলেন। 'দা ওল্ড ওক' সিনেমার প্রিমিয়ারে গিয়েছিলেন অনুষ্কা।

View this post on Instagram

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

কান চলচ্চিত্র উৎসবে অনুষ্কা শর্মার আরও একটি লুক প্রকাশ্যে এসেছে। অভিনেত্রী হালকা গোলাপি রঙের টপ পরেছিলেন, কনট্রাস্ট কালো রঙের ডিজাইনার ট্রাউজার্সের সঙ্গে। নজর কেড়েছিল তাঁর কানের কার্টিয়ার গয়না প্রস্তুতকারক সংস্থার দুল।

View this post on Instagram

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

অনুষ্কা শর্মা ছাড়াও চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করেছেন, সারা আলি খান, ম্রুনাল ঠাকুর, মানুষী চিল্লার এবং এশা গুপ্তা। এছাড়াও ঐশ্বর্য রাই বচ্চন, ঊর্বশী রৌটেলা, সানি লিওনি সহ আরও অনেক বলি তারকে রেড কার্পেটে হেঁটেছেন।

12 months ago


Urvashi: কুমির নেকলেস থেকে নীল লিপস্টিক, চলচ্চিত্র উৎসবে চর্চায় ঊর্বশী

বলিউডের মডেল এবং অভিনেত্রী ঊর্বশী রৌটেলা (Urvashi Rautela) প্রায়ই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে সম্প্রতি তিনি প্রায় প্রতিদিনই নেট মাধ্যমে আলোচনার প্রসঙ্গে উঠে এসেছেন তাঁর ফ্যাশনের জন্য। ২০২৩ কান চলচ্চিত্র উৎসব (Cannes Film Festival 2023) অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সে। সারা বিশ্ব থেকেই তাবড় সেলেব্রিটি থেকে পরিচিত মুখ আমন্ত্রণ পেয়েছেন সেখানে। তবে এই কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত অতিথিদের পোশাক নিয়েই বেশি কথা হয়। ঊর্বশীও ইতিমধ্যে বেশ কয়েকবার চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নজর কেড়েছেন। তাঁর পোশাক নিয়ে রীতিমত চর্চা শুরু হয়েছে।


চলচ্চিত্র উৎসবে ঊর্বশী একটি দিন গোলাপি রঙের পোশাক পরেছিলেন। গাউনে তাঁকে সুন্দরী দেখতে লাগলেও তাঁর কানের দুল এবং গলার হারটি সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। সুবিশাল কুমিরের আদলের হার জড়ানো ছিল তাঁর গলায়, কানেও ছিল একইরকম কুমিরের আদলের দুল। অনেকে বলেছেন হারটি বিখ্যাত গয়না প্রস্তুতকারক সংস্থা কার্টিয়ারের কপি। এই গলার নিয়ে কম চর্চা হয়নি নেট দুনিয়ায়। 'শেষ পর্যন্ত কুমিরের মতো গলার হার!' এমন অনেক তির্যক মন্তব্য ছুটে এসেছিল তাঁর দিকে।


এরপর আরও একদিন ঊর্বশীকে দেখা গিয়েছিল পোশাকের সঙ্গে নীল রঙের লিপস্টিকে। সেইবারও ভাগ্যে জুটেছিল নেটিজেনদের সমালোচনা। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেখা গিয়েছে ঊর্বশী রৌটেলা সবুজ রঙের পোশাক পড়েছেন। মাথা থেকে পা পর্যন্ত সবুজ কাপড়ের ঢল নেমেছে। নেটিজেনদের একজন বলেছেন, 'স্কুলে একবার তোতাপাখি সেজেছিলাম এমন ধরণের পোশাক পরেই।' তবে লোকে যাই বলুক, তাতে থোড়াই কেয়ার করেন সুন্দরী!



12 months ago
Cannes: 'কান চলচ্চিত্র উৎসব, পোশাকের নয়', কাকে বিঁধলেন নন্দিতা?

চলতি বছরে কান চলচ্চিত্র উৎসব (Cannes Film Festival 2023) শুরু হয়েছিল ১৬ মে, উৎসব চলবে ২৭ মে পর্যন্ত। সারা বিশ্ব থেকে তাবড় অভিনেতা-অভিনেত্রীরা গিয়েছেন চলচ্চিত্র উৎসবে। তবে গত কয়েক বছরে তারকাদের থেকেও বেশি আকর্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে তাঁদের পোশাক। এই কদিন আগে চলচ্চিত্র উৎসবে ডিজাইনার পোশাক পরে ট্রোলড হতে হয়েছিল ঐশ্বর্য রাই বচ্চনকে। এই পোশাক প্রসঙ্গে মুখ খুললেন, টলিউড তথা বলিউড অভিনেত্রী নন্দিতা দাস (Nandita Das)। কান চলচ্চিত্র উৎসবে তিনিও গিয়েছেন বেশ কয়েকবার। যদিও এই বছর সেখানে যাননি, কিন্তু অতীতের কথা মনে পড়ছে তাঁর। অভিনেত্রী সামাজিক মাধ্যমে জানিয়েছেন নিজের মনের কথা।

ইনস্টাগ্রাম একাউন্ট থেকে অভিনেত্রী সম্প্রতি ২০০৫, ২০১৩, ২০১৬ এবং ২০১৮ সালের বেশ কিছু ছবি আপলোড করেছেন। সঙ্গে লিখেছেন, 'খুব দুঃখের সঙ্গে এই বছর কান চলচ্চিত্র উৎসবের কথা মনে পড়ছে। মানুষ ভুলে যায় এটি চলচ্চিত্র উৎসব, পোশাকের নয়। আমি আপনাদের সেই সময়ের বিশেষ সিনেমাগুলি দেখাতে পারব না, যে দুর্দান্ত কথোপকথন হয়েছে, সেগুলি শোনাতে পারব না। কিন্তু যেই বছর মান্টো মুক্তি পেয়েছিল, সেই সময়ে নিয়ে যেতে পারি।'

View this post on Instagram

A post shared by Nandita Das (@nanditadasofficial)

অভিনেত্রী আরও লিখেছেন, একমাত্র তিনিই শাড়ি পরে কান চলচ্চিত্র উৎসবে যেতেন। সেখানে এই নিয়ে কম আলোচনা হয়নি। কিন্তু তিনি শাড়িই বেছে নিতেন। নন্দিতার কথায়, 'শাড়ি আমি সবসময় পরতে পছন্দ করি। সাধারণ, সুন্দর এবং ভারতীয়। পরতেও সুবিধে, খুলতেও সুবিধে।'

12 months ago