Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

FilScreening

Movie: কলকাতায় সিনেমার আর্বিভাব কীভাবে (প্রথম পর্ব)

সৌমেন সুর: ঘোড়ার গাড়িতে করে সেদিন উড়িয়ে দেওয়া হলো ছাপানো হ্যান্ডবিল। তটস্থ হয়ে উঠলো সমগ্র কলকাতা। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ। উত্তর কলকাতার হাতিবাগানের মোড়ে মানুষের হাতে হ্যান্ডবিল, তাতে লেখা- 'অষ্টম আশ্চর্য দেখুন। যাহা কেহ কল্পনা করিতে পারেন নাই, তাহাই সম্ভব হইয়াছে। ছবির মানুষ, জীবজন্তু জীবন্ত হাটিয়ে চলিয়া বেড়াইতেছে।' ১৮৯৬ সাল, উত্তর কলকাতার হাতিবাগানে বাঙালি বাবুদের জমজমাটি ভিড়। কী নেই এ অঞ্চলে! নাটক থেকে কবিগান। পালা থেকে তরজা। স্টার থিয়েটারে গিরিশচন্দ্রের নতুন নাটক। পাশাপাশি রয়েছে রসরাজ অমৃতলালের নাটক। এখানে ওখানে চলছে তর্কবিতর্কের ঝড়। 

কোন নাটক কেমন, কে কেমন অভিনয় করছে ইত্যাদি। এরই মধ্যে হ্যান্ডবিল দেখে চমক। কলকাতায় পা রাখলেন স্টিফেন সাহেব। উপস্থিত হলেন স্টার থিয়েটারে। সাহেব সাজ-সরঞ্জাম দেখে সবাই অবাক। ঝোলা থেকে যন্ত্র বের করে সাহেব বললেন, আমার এই যন্ত্রের মধ্যে লুকিয়ে আছে জ্যান্ত সব ছবি। নাটকের লোকগুলো হইহই করে উঠলো, সাহেব যন্ত্রটা চালাও। আমরা দেখতে চাই জীবন্ত ছবি। শুরু হলো বায়োস্কোপ, উত্তর কলকাতার স্টার থিয়েটারে। এই কলকাতায় আরও একজন উদ্যোগীর কথা মনে পড়ে। তিনি হলেন অধ্যাপক ফাদার লাঁফো। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ান। 

এদেশে চলচ্চিত্র প্রদর্শনের সাজসরঞ্জাম তিনিই প্রথমে আনেন। তখন প্রচার ঠিক হয়নি, তিনি কয়েকজন ছাত্রকে ডেকে জ্যান্ত ছবি দেখান। উদ্দেশ্য হলো চলচ্চিত্র সম্পর্কে অবহিত করা। এখানে প্রসঙ্গত বলা প্রয়োজন- এদেশে বায়োস্কোপ আনার পক্ষে প্রথম ফাদার লাঁফো তারপর স্টিভেন।

one year ago