Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Fiji

PM Modi: বিশ্বমঞ্চে মোদীর জয়জয়কার! ফিজি ও পাপুয়া নিউ গিনির সেরা সম্মানে সম্মানিত প্রধানমন্ত্রী

ফের একবার বিশ্বদরবারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জয়জয়কার। তাঁর জনপ্রিয়তা সারা বিশ্বে এখন একেবারে শীর্ষে বলেই মনে করা হচ্ছে। কারণ এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুটি দেশের উচ্চ সম্মানে ভূষিত করা হল। ফিজি (Figi) ও পাপুয়া নিউ গিনি (Papua New Guinea), এই দুই দেশের তরফে প্রধানমন্ত্রী মোদীকে বিশেষ সম্মান দেওয়া হল। ফিজির সর্বোচ্চ সম্মান 'কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি'-তে ভূষিত হলেন তিনি। এই সম্মান দিয়েছেন ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি রাবুকা। আবার পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রীও নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশের সফরে বেরিয়েছেন। রবিবার সন্ধ্যায় পাপুয়া নিউ গিনি পৌঁছেছেন তিনি। এরপর সোমবার FIPIC-এর তৃতীয় শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন। বৈঠকের পর অনেক দেশের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এই সময় ফিজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর দেশের সর্বোচ্চ সম্মান 'কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি'-তে সম্মানিত করেন। এরপর পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মান 'গ্র্যান্ড কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ লঘু'-তে সম্মানিত করেন।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলির মধ্যে ঐক্যের বার্তা এবং গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হিসাবে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি' সম্মানে পুরস্কৃত করা হয়েছে। জানা গিয়েছে, যাঁরা ফিজি নাগরিক নন, এমন খুব কম সংখ্যক মানুষকে এই সম্মানে সম্মানিত করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও বিশ্বের একাধিক দেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিক সম্মানে ভূষিত করা হয়েছে। আর এবারেও তাঁকে পুরষ্কৃত করায় বোঝাই যাচ্ছে যে, তাঁর জনপ্রিয়তা কতটা বৃদ্ধি পেয়েছে।

11 months ago