
ফের একবার বিশ্বদরবারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জয়জয়কার। তাঁর জনপ্রিয়তা সারা বিশ্বে এখন একেবারে শীর্ষে বলেই মনে করা হচ্ছে। কারণ এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুটি দেশের উচ্চ সম্মানে ভূষিত করা হল। ফিজি (Figi) ও পাপুয়া নিউ গিনি (Papua New Guinea), এই দুই দেশের তরফে প্রধানমন্ত্রী মোদীকে বিশেষ সম্মান দেওয়া হল। ফিজির সর্বোচ্চ সম্মান 'কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি'-তে ভূষিত হলেন তিনি। এই সম্মান দিয়েছেন ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি রাবুকা। আবার পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রীও নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন।
PM Narendra Modi has been conferred the highest honour of Fiji by the PM of Fiji: Companion of the Order of Fiji in recognition of his global leadership.
— ANI (@ANI) May 22, 2023
Only a handful of Non-Fijians have received this honour till date. pic.twitter.com/et71OYnL2k
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশের সফরে বেরিয়েছেন। রবিবার সন্ধ্যায় পাপুয়া নিউ গিনি পৌঁছেছেন তিনি। এরপর সোমবার FIPIC-এর তৃতীয় শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন। বৈঠকের পর অনেক দেশের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এই সময় ফিজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর দেশের সর্বোচ্চ সম্মান 'কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি'-তে সম্মানিত করেন। এরপর পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মান 'গ্র্যান্ড কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ লঘু'-তে সম্মানিত করেন।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলির মধ্যে ঐক্যের বার্তা এবং গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হিসাবে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি' সম্মানে পুরস্কৃত করা হয়েছে। জানা গিয়েছে, যাঁরা ফিজি নাগরিক নন, এমন খুব কম সংখ্যক মানুষকে এই সম্মানে সম্মানিত করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও বিশ্বের একাধিক দেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিক সম্মানে ভূষিত করা হয়েছে। আর এবারেও তাঁকে পুরষ্কৃত করায় বোঝাই যাচ্ছে যে, তাঁর জনপ্রিয়তা কতটা বৃদ্ধি পেয়েছে।