
দেবলীনা কুমার (Devlina Kumar) টলিউড (Tollywood) জগতের জনপ্রিয় মুখ। রাজনীতিক পিতার সুকন্যা, অন্যদিকে মহানায়ক উত্তম কুমারের নাতবৌ। নৃত্যশিল্পী হিসেবেই তাঁর পরিচিতি, কিন্তু বর্তমানে অভিনয় জগতেও পরিচিত মুখ হয়ে উঠেছেন। হামি, গোত্র, তীরন্দাজ শবর, মহালয়া এবং প্রাক্তনের মতো সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। সামাজিক মাধ্যমেও বেশ জনপ্রিয় দেবলীনা। নিজেকে রীতিমত মেইনটেইন করে চলেন তিনি। শরীর চর্চায়-ডায়েটে এখন তাঁকে টোনড ফিগারে দেখা গেলেও আগে কিন্তু তিনি এমন ছিলেন না। তাই জন্যেই শুনতে হয়েছিল কুমন্তব্য।
দেবলীনার বয়স যখন কম ছিল, সেসময় বেশ ওজনদার ছিলেন তিনি। তাঁর দিকে ধেয়ে এসেছিল নানা মন্তব্য। দেবলীনাকে দেখেই অবধারিত 'বাবাহ, কী গোলগাল'-এর মতো মন্তব্য ছুটে এসেছিল। কেউ বলেছিলেন, 'বয়সের থেকে অনেক বড় লাগে', কেউ বলেছিলেন ,'এত মোটা নাচতে অসুবিধা হয় না?' কেউ আবার একধাপ এগিয়ে দেবলীনাকে, তাঁর বাবার স্ত্রী হিসেবে ধরে নিয়েছিলেন। সেই দিন পেরিয়ে দেবলীনা এখন ছিপছিপে চেহারায় এসেছেন। কিন্তু আজও সেই বাক্যবাণ ছুটে আসে তাঁর দিকে।
বর্তমানে ছিপছিপে চেহারায় দেবলীনাকে দেখে অনেকে বলেন, 'শাকচুন্নির মতো', কেউ বলেন 'লালিত্ব কমে গিয়েছে', কেউ আবার বলেন 'একটু কম ওয়ার্কআউট করো তো!' সমাজের এই নির্মম বাক্য এবং বিচারক মানসিকতা নিয়ে দেবলীনা সরব হয়েছেন। এত এত রকম কথা শুনে অভিনেত্রী বুঝেছেন,'যা ইচ্ছে হয় তাই কর।' নিজের এত কথা সামাজিক মাধ্যমে শেয়ার করার পিছনে আরও একটি কারণ রয়েছে।
মুক্তি পেয়েছে অরিত্র মুখার্জী পরিচালিত এবং ঋতাভরী চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় অভিনীত সিনেমা 'ফাটাফাটি'। এই সিনেমা সমাজের প্রতি এক বার্তা তুলে ধরতে চাইছে। সজোরে বলতে চাইছে 'যাঁরা মোটা, তাঁদের জীবন মোটামুটি নয় ফাটাফাটি'। এই বার্তায় সামিল হতে চেয়েছেন দেবলীনা। সমাজের প্রতি বার্তা দিয়েছেন, 'ফাটাফাটি' সিনেমার প্রচারও করেছেন একইসঙ্গে।
ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) অভিনয়ে উত্তরণ টলিপাড়া থেকে। প্রথম অভিনয় করেছিলেন ছোটপর্দায়। কিন্তু যেভাবে তাঁর কেরিয়ারের গ্রাফ তরতরিয়ে উপরের দিকে উঠল, তেমন উদাহরণ বোধহয় টলিউডে খুব একটা দেখা যাবে না। ছোট পর্দা থেকে বড় পর্দা, টলিউড থেকে একেবারে বলিউডে চলে গেলেন তিনি। সিনেমা করলেন, ক্যাটরিনা কাইফের সঙ্গে বিজ্ঞপনের মুখ হলেন। তাই ঋতাভরীর পার্সোনালিটির ওজন যে আছে, তা বেশ বুঝেছে বলিউড জগতের সঙ্গে জড়িত ব্যক্তিত্বরা। ১২ মে আসতে চলেছে তাঁর সিনেমা 'ফাটাফাটি'(Fatafati)। তার জন্যই অভিনেত্রীর কাছে শুভেচ্ছা এল কত।
ঋতাভরীকে শুভেচ্ছা পাঠিয়েছেন সিনেমা সমালোচক তরণ আদর্শ। সিনেমার ট্রেলার নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি 'ফাটাফাটি'র পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন গায়ক স্বনন্দ কিরকিরে। এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন, অভিনেতা ইমরান হাশমি, অপারশক্তি খুরানা, পাভেল গুলাটি। শুভেচ্ছা জানিয়েছেন, গায়ক পলাশ সেন সহ আরও অনেকে।
হাতে গোনা কয়েকদিন তারপরেই কলকাতার সমস্ত সিনেমাহলে দেখা যাবে ,'ফাটাফাটি'। মুখ্য চরিত্রে অবশ্যই দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। ফ্যাশন রোগা-মোটা শারীরিক গঠনের বাইরে বেরিয়ে ভালো লাগার। এই ধারণা প্রতিষ্ঠা করতে উড়ান নেবে 'ফাটাফাটি'।
আগামী ১২ মে মুক্তি পেতে চলেছে উইন্ডোজ প্রযোজিত এবং অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত 'ফাটাফাটি (Fatafati)।' ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে। বিপরীতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার (Trailer)। আপাতভাবে মনে হবে বচস্পতি ও ফুল্লরার মধ্যবিত্ত সংসারে ঢুকে পড়েছেন। কিন্তু যথারীতি সমাজের গোঁড়া ধারনার বিরুদ্ধে ভাবনাকে সামান্য উসকে দিতে আসছেন পরিচালক।
ট্রেলার থেকে বোঝা যায় ফুল্লরা জামাকাপড় তৈরি করেন। কিন্তু তাঁর ধারনা, 'ফ্যাশন মানে মোটা কিংবা রোগা হওয়া নয়, ফ্যাশন মানে নিজেকে সুন্দর করে সাজানো।' তাই তিনি স্থুলদের হয়ে ফ্যাশনের প্রচার করতে চান। হতে চান ফ্যাশন ইনফ্লুয়েন্সার। কিন্তু তা-কী আর চাট্টিখানি কথা! সমাজে কোনও বার্তা প্রতিষ্ঠা করতে গেলে বাধা আসেই। তেমন বহু জটিলতার সম্মুখীন হতে হবে ফুল্লরাকে।
আমরা মোটা হতে পারি কিন্তু আমাদের জীবনটা মোটামুটি নয়, ফাটাফাটি!
— Windows Production (@WindowsNs) April 14, 2023
'ফাটাফাটি' নববর্ষ কাটুক সবার।
এই ১২ই মে বড় পর্দায় আসছে ফাটাফাটি।
'#Fatafati' #OfficialTrailerOutNow : https://t.co/fLNl8vSb7c@nanditawindows @shibumukherjee @ritabharipc @itsmeabir @Iamswastika @aritra_tombur pic.twitter.com/qeF5Z0rbtK
পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের আগে 'ব্রক্ষ্মা জানেন গোপন কম্মটি' পরিচালনা করেছিলেন। নারীদের হয়ে কথা বলেছিল সিনেমাটি। সেই ছবিতেও নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ঋতাভরী। বেশ প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী। 'ফাটাফাটি'-তে অভিনয় করার জন্য ২৫ কেজি ওজন বাড়িয়েছিলেন ঋতাভরী। এত পরিশ্রম কতটা প্রশংসা পায়, তা দেখা যাবে সিনেমা মুক্তি পেলে।
মুক্তির অপেক্ষায় ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত 'ফাটাফাটি'(Fatafati)। গৃহিনী থেকে প্লাস সাইজ মডেল হয়ে ওঠার গল্প বলবে এই সিনেমা। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমার একটি গান 'জানি অকারণ'। ছোট পর্দা থেকে অভিনয় শুরু করেছেন ঋতাভরী, অভিনয় করেছেন বড় পর্দাতেও। তবে চিরাচরিত ঋতাভরীকে তাঁর আসন্ন সিনেমায় একটু অন্যরকম লাগবে। অভিনেত্রীকে সাধারণত টোনড ফিগারেই দেখা যায়। তবে চরিত্রের প্রয়োজনে যে তিনি নিজের আমূল পরিববর্তন ঘটাতে পারেন, সেই প্রমাণ দেবে 'ফাটাফাটি'। কতটা সহজ ছিল এই পরিবর্তন? রবিবার নিজের ফেসবুক থেকে নিজেই লিখেছেন সে কথা।
ঋতাভরী লিখছেন,'রবিবার আমার সিনেমা ফাটাফাটির জানি অকারণ গানটি মুক্তি পেয়েছে। গানটি যেভাবে আপনারা গ্রহণ করেছেন তাতে আমি আপ্লুত। সিনেমার জন্য এই প্রথমবার আমি এত বড় শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে গেলাম।' অভিনেত্রী এরপর শারীরিক পরিবর্তনের জার্নি ভাগ করে নিয়েছেন। তিনি লিখেছেন,'আমার অস্ত্রোপচারের পর আমি ৬ মাস বিছানায় শয্যাশায়ী ছিলাম। ৭ কিলো ওজন বেড়ে গিয়েছিল। এরপর আমি দুটো সিনেমার জন্য আবারও পুরোনো চেহারায় যাওয়ার আয়োজন শুরু করি।'
এমনই এক মুহূর্তে 'ফাটাফাটি' সুযোগ এল ঋতাভরীর হাতে, কীভাবে বদলে গেল জীবনযাত্রা সে কথা লিখেছেন। ঋতাভরী লিখছেন, 'এরপর ফাটাফাটি আমার জীবনে এলো। সিনেমার কাহিনী সব বদলে দিল। আমি যখন চিত্রনাট্য শুনি তখন বুঝতে পারি XXL মডেলের চরিত্রকে যথাযথ করে তুলতে হলে আমাকে ১৫ থেকে ২০ কিলো ওজন বাড়াতে হবে।'
হাতে যে দুটি সিনেমা ছিল তার কী হল? ঋতাভরী নির্দ্বিধায় বাকি দুটি সিনেমা ছেড়ে দেন। কিন্তু এই সিদ্ধান্ত কতটা সঠিক? অভিনেত্রী লিখছেন, 'কিছু গল্পের জন্য যাবতীয় সবরকম সমস্যার মোকাবিলা করা যায়।' কিন্তু এই চিত্রনাট্য বেছে নেওয়ার পিছনে কোন ভাবনা কাজ করেছিল ঋতাভরীর? তিনি লিখেছেন 'আমি সবসময় যদি শেমিংয়ের বিরোধিতা করি। এমনকি আমার অস্ত্রোপচারের পর আমিও এর স্বাদ পেয়েছি। প্রতিনিয়ত যারা শেমিংয়ে সম্মুখীন হন, এমন অনেকের হয়ে কথা বলার সুযোগ পেয়েছি এই সিনেমায়।'