Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Fans

Shahrukh: ইদে রীতি মেনে ভক্তদের দেখা দিলেন কিং খান, নাড়লেন হাত!

প্রত্যেক বছর পবিত্র ইদের দিন মন্নতে 'দেবতা' দর্শন পান কিং খান ভক্তরা। ধর্ম মিশে যায় ভক্তদের ভিড়ে, শুধু একবার বাদশাকে দেখার আগ্রহ জমে হাজার হাজার চোখে। শনিবার সেই দিন। শাহরুখ খানের বাড়ির নিচে যথারীতি প্রচুর ভক্ত ভিড় জমিয়েছিল। তাঁদের নিরাশ করলেন না বাদশা। মন্নতের বিখ্যাত খাঁচার মতো ঘেরা ব্যালকনিতে দাঁড়িয়ে ভক্তদের দিকে হাত নাড়লেন কিং খান।

ইদের দিন শাহরুখ পরেছিলেন সাদা রঙের টিশার্ট, জিন্স, চোখে রোদ চশমা। ভক্তদের দিকে ছুঁড়ে দিয়েছেন চুমু, সালাম জানিয়েছেন। তাঁর বিখ্যাত পোজে দেখা দিয়েছেন ভক্তদের। ইদের দিন এ যেন ভক্তদের সবচেয়ে বড় উপহার। উচ্ছ্বসিত হয়ে তাঁরাও হাত নেড়েছেন শাহরুখের দিকে। প্রাণ ভরে দেখে নিয়েছেন, যতটুকু দেখা যায়। 

চলতি বছরেই মুক্তি পেয়েছে শাহরুখের 'পাঠান'। বলিউড সিনেমার রেকর্ড ভেঙে সারা বিশ্বে রেকর্ড ব্যবসা করেছে ছবিটি। তাঁর আসন্ন সিনেমা 'জওয়ান' মুক্তির অপেক্ষায়। ইতিমধ্যেই মুম্বইয়ের বিভিন্ন জায়গায় সিনেমার শ্যুটিংয়ের কাজ চলছে। সব মিলিয়ে এই বছর শাহরুখের সময় ভালোই যাচ্ছে।

one year ago
Arijit: এক্সপ্রেস ট্রেনে অরিজিৎ! ঈশ্বরকে দেখতে মোবাইল হাতে প্ল্যাটফর্মে ভিড়

কোনও এক ইন্টারভিউতে অরিজিৎ সিংকে (Arijit Singh) প্রশ্ন করা হয়েছিল, ভক্তরা বাস্তবে তাঁর দেখা কোথায় পাবে? উত্তরে অরিজিৎ বলেন, 'আমি তো এমনিই এখানে সেখানে ঘুরে বেড়াই। ভাগ্য ভালো থাকলে দেখা হয়ে যাবে।' অগুনতি ভক্তের গানের 'ঈশ্বর' অরিজিৎ সিং।

সত্যিই তাঁর দেখা ভক্তরা অপরিকল্পিতভাবেই পেয়েছেন। নাম-যশ-খ্যাতির চূড়ায় উঠে গেলে মানুষকে যেখানে দেখতে পাওয়া যায় না, অরিজিতের দেখা পাওয়া গিয়েছে সেখানে। কখনও জিয়াগঞ্জের মাঠ, কখনও ছেলেমেয়ের স্কুলের সামনে অপেক্ষারত পিতা হিসেবে। আবার কখনও মুর্শিদাবাদের রাস্তায় দেখা গিয়েছে তাঁকে স্কুটি চালিয়ে ঘুরে বেড়াতে। এবার দেখা গেল এক্সপ্রেস ট্রেনে।

৪ এপ্রিল শিলিগুড়িতে কনসার্ট রয়েছে অরিজিতের। সেই জন্যেই উত্তরবঙ্গে যাত্রা অরিজিতের। তবে প্লেনে বা গাড়িতে নয়। বৃহস্পতিবার রাতে নিউ জলপাইগুড়িতে একটি ট্রেন এসে থামে। দেখা যায়, হুডি ও মাস্ক পরে এক ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে ট্রেনের দরজার সামনে। নিজেকে লুকোনোর শত চেষ্টা করলেও ভক্তরা অরিজিৎকে চিনতে ভুল করেনি। তাঁকে দেখে প্ল্যাটফর্ম চত্বর ফেটে পড়ে উচ্ছাস-উল্লাসে। ক্যামেরা হাতে চলতি ট্রেনের সঙ্গে ছুটে গিয়েছে তাঁরা। নিজেদের ফোন বের করে সেই মুহূর্তবন্দী করেছে। সেই ভিডিও এখন সমাজমাধ্যমে ভাইরাল।  আবারও অরিজিতের প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া।

one year ago
Pathan: 'কিং খানের কামব্যাক মুভি!', পাঠান দেখতে কলকাতাজুড়ে শাহরুখ প্রেমীদের উন্মাদনা

পাঁচ বছর পর মুক্তি পেল শাহরুখ খানের ছবি। অগ্রিম টিকিট বুকিংয়ের নিরিখে ইতিমধ্যে বলিউডের অনেক তাবড় ছবিকে পিছনে ফেলেছে পাঠান। এবার ছবি মুক্তির প্রথমদিনেই কলকাতাজুড়ে শাহরুখ প্রেমীদের উন্মাদনা। হাজরা বসুশ্রী সিনেমা হলের অনুরাগীদের ব্যাপক ভিড়। শাহরুখ ফ্যান ক্লাবসের সদস্য থেকে শুরু করে অনুরাগীরা রীতিমতো উৎসব উদযাপন করছেন। পাঁচ বছর পর শাহরুখ খানের ছবি দেখতে পাবেন বড় পর্দায়। বেহালা শাহরুখ খান ফ্যানস ক্লাবের সদস্যরা এদিন ভিড় করেন দক্ষিণ কলকাতার এই প্রেক্ষাগৃহে।


এদিকে, পাঠান ছবি নিয়ে ইতিমধ্যে দেশজোড়া বিতর্ক। প্রজাতন্ত্র দিবসের একদিন আগে ছবি মুক্তি ঘিরে অনুগামীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতোন। অনুরাগীরা ফুলমালা নিয়ে হাজির বলিউডের 'বাদশাহ' শাহরুখ খানকে বড় পর্দায় বরণ করতে। 'উই লাভ শাহরুখ' স্লোগানে মুখরিত হাজরা চত্বর। ফার্স্ট ডে ফার্স্ট শো কিংবা সেকেন্ড শো দেখতে ভিড় জমান শাহরুখ ফ্যানরা। 

শাহরুখ কারও প্রথম প্রেম, অবার কেউ পাঠান সিনেমাকে ঘিরে সেলিব্রেশনের মুডে। কেক কাটিং থেকে শুরু করে মাথায় টিকা দেওয়া থেকে আরতি নিয়ে হাজির শাহরুখের ভক্তরা। এমনকি 'জব তক হে জান' ছবির শাহরুখের স্লোগানে মেতে উঠেন দর্শকরা। ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের টিকিট হাতে পেয়ে অনেকেই উচ্ছ্বসিত।

এদিকে, দক্ষিণ কলকাতায় যখন পাঠান ছবি ঘিরে অনুরাগীদের মধ্যে উন্মাদনা, তখন পিছিয়ে নেই শহরতলিও। বুধবার সকালে নাগেরবাজার মোড়ে জমায়েত হয়েছিলেন শাহরুখ খান ফ্যানস ক্লাবের সদস্যরা। শাহরুখের ছবি-ব্যানার নিয়ে বাদ্যযন্ত্রের তালে তাল মিলিয়ে একটা পদযাত্রা হয় সেখানে। নাগেরবাজার মোড়-ডায়মন্ড প্লাজা মলের সামনে এসে শেষ হয় তাঁদের র‍্যালি।

সেখানে শাহরুখের ছবিতে মালা পরিয়ে, আরতি করে ও দুধ দিয়ে স্নান করিয়ে পাঠান ছবির মুক্তি উপলক্ষে আনন্দে মাতেন 'ভক্ত'রা। এরপর ডায়মন্ড প্লাজা মলের পিভিআর হলে শাহরুখ অভিনীত পাঠান ছবি দেখতে প্রবেশ করে তাঁর। এই ছবি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে শাহরুখ, দীপিকা, জন অভিনীত এই ছবি নিয়ে উৎসাহের কোন ভাঁটা নেই। এদিন সকালের প্রথম শো দেখতে এসে দর্শকরা জানাযন, 'এটা শাহরুখ খানের কাম ব্যাক মুভি, বলিউডেরও কাম ব্যাক মুভি। তাই সবার এটা দেখা উচিত।'

one year ago