Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

FakePassport

CBI: ভুয়ো পাসপোর্ট মামলায় সিবিআইয়ের হাতে ধৃত আরও ২

ভিনদেশে পাড়ি দেওয়ার পাশাপাশি নিত্যদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি পাসপোর্টেও মিলেছে দুর্নীতির যোগ। সেই দুুর্নীতির তদন্তেই এবার অতি সক্রিয় সিবিআই। ভুয়ো পাসপোর্ট মামলায় সোমবার সকালেও ফের ২ জনকে গ্রেফতার করে সিবিআই। রাজ্যের একাধিক জায়গা সহ পড়শি রাজ্য সিকিম মিলিয়ে প্রায় ৫০ জায়গায় চিরুনী তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা। এমনকি সিবিআই হানা দিয়েছে একাধিক এজেন্টের বাড়িতেও। তদন্তে গ্যাংটকের পাসপোর্ট সেবা কেন্দ্রের সিনিয়র সুপারিটেন্ডেন্ট গৌতমকুমার সাহা সহ এক হোটেল এজেন্টকেও পাকড়াও করে সিবিআই। গত শুক্রবারের পর শনিবারও জারি ছিল তল্লাশি।

উলুবেড়িয়ার মহিশালীর বাসিন্দা পাসপোর্ট কর্মী শেখ সাহানুরের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআইয়ের ৪ সদস্যের প্রতিনিধিদল। অন্যদিকে নকশাল বাড়ির বাসিন্দা এজেন্ট বরুণ সিং রাঠোরের বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বরুণ বাবু ও তার স্ত্রীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই। প্রায় ১৬ ঘন্টা জেরার পর গ্রেফতার করা হয় বরুণ সিং রাঠোরকে।

সূত্রের খবর,  পাসপোর্ট দুর্নীতির ঘটনায় ইতিমধ্যেই সিবিআইয়ের জালে ধরা পড়েছে ৬ জন। তল্লাশি অভিযানে মোট ৪০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে সিবিআই।ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট বানানোর এই বিশাল কর্মকাণ্ডে সিবিআই এর তদন্তে উদ্ধার হয়েছে একাধিক তথ্য প্রমাণ। বাজেয়াপ্ত হয়েছে পাসপোর্ট, আধার কার্ড ভোটার কার্ড সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি।তদন্তের গতি বাড়াতে এবার ধৃতদের দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন  সিবিআইয়ের। দফায় এজেন্ট ও আধিকারিকদের জেরা আর একাধিক জায়গায় লাগাতার তল্লাশিতে আদৌ কি  পাসপোর্ট দুর্নীতির পর্দাফাঁস হবে? খোঁজ কি মিলবে দুর্নীতি কিংপিনের?  প্রশ্ন থেকেই যায়।

7 months ago
Delhi: দিল্লি পুলিসের জালে ডজনখানেক ভুয়ো পাসপোর্ট সহ দুই বাংলাদেশি

৭৬ তম স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে গোটা দেশ জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। রাত পোহালেই উৎসবের আনন্দে মেতে উঠবে দেশবাসী। আর শেষ মুহূর্তের নিরাপত্তা খতিয়ে দেখতে নেমে দিল্লি পুলিসের (Delhi Police) জালে ধরা পড়ল দুই বাংলাদেশি (Bangladeshi) নাগরিক। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডজনখানেক ভুয়ো পাসপোর্ট (Passport)। এমনকি বাংলাদেশের বিভিন্ন মন্ত্রকের জাল রাবার স্ট্যাম্পও পাওয়া গিয়েছে তাদের কাছ থেকে বলে অভিযোগ। রবিবার অভিযুক্তদের দিল্লির দ্বারকা এলাকা থেকে গ্রেফতার (Arrested) করা হয়েছে।

দ্বারকার ডেপুটি কমিশনার এম হর্ষবর্ধন জানিয়েছেন, ৭৬ তম স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে প্রতিবারের মতো তল্লাশি চলছিল। রামপাল চক এলাকাতে অভিযানের সময় একটি বাড়ি থেকে মহম্মদ মুস্তাফা এবং মহম্মদ হুসেন শেখ নামে দু’জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। তল্লাশি করে ১১টি ভুয়ো পাসপোস্ট-সহ বাংলাদেশের বিভিন্ন মন্ত্রক এবং নোটারির জাল রাবার স্ট্যাম্প বাজেয়াপ্ত করা হয়েছে। ওই পাসপোর্টগুলি বাংলাদেশের বিভিন্ন নাগরিকের নামে তৈরি করা হয়েছিল।

জাল স্ট্যাম্পগুলি তাঁদের কাছে কীভাবে এল? তা জানার চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিস। পাশাপাশি ধৃতরা এও দাবি করেছেন, তারা বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য আগত ব্যক্তিদের এজেন্ট হিসেবে কাজ করত। একথা কতটা সত্যি তাও খতিয়ে দেখছে দিল্লি পুলিস।

2 years ago