Breaking News
Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!      Jyotipriya: এসএসকেএম-এও নেই স্বস্তি! সিসিটিভি ক্যামেরার নজরাধীন রাখার নির্দেশ আদালতের      CBI: কোথাও বিধায়ক, কাউন্সিলর, কোথাও ব্যবসায়ীর বাড়িতে হানা, রাজ্যজুড়ে ফের সক্রিয় সিবিআই      Mamata Banerjee: 'অনেক বিধায়কের কোটি কোটি টাকা', বিজেপি বিধায়কদের চাঁচাছোলা আক্রমণ মমতার      Amit Shah: লোকসভার আগে বিজেপির শাহী সভা যেন প্রেস্টিজ ফাইট, সভার লাইভ আপডেট      Suvendu: অসম্মানজনক আচরণ! শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু      Fraud: সেনা কর্মীর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার, বৃদ্ধের ব্যাংক থেকে উধাও দেড় লক্ষ টাকা     

FahadAhmed

Swara Bhaskar: ধর্মের বেড়াজাল দিতে চান না রীতি-রেওয়াজে, সদ্যজাত মেয়েকে নিয়ে আনন্দে মাতলেন স্বরা-ফাহাদ

রাজনীতিক ফাহাদ আহমেদকে (Fahad Ahmed) বিয়ে করার পর অভিনেত্রী স্বরা ভাস্করের (Swara Bhaskar) জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। ৬ মাসের মধ্যে মা হয়েছেন তিনি। গত ২৩ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সদ্যজাতের নাম দিয়েছেন রাবিয়া রমা আহমেদ (Rabiyaa Rama Ahmed)। দেখতে দেখতে পৃথিবীতে ৬ দিন কাটিয়ে ফেলেছে সে। তাই স্বামী ও পরিবারকে নিয়ে মেয়ের 'ষঠি' উদযাপন করলেন তিনি। শুধু উৎসব নয় পরিবারে ধর্মীয় মেলবন্ধন বজায় রাখতে তৎপর তিনি। নিজের সামাজিক মাধ্যমেই তুলে ধরলেন মেয়ের ষষ্ঠী উদযাপনের তাৎপর্য।

অভিনেত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, বিয়ের পর থেকেই আমরা হিন্দু ও ইসলাম ধমের সাধারণ রীতি-রেওয়াজগুলো উদযাপন করছি। যাতে আমি আরও বেশি করে বিশ্বাস করেছি মানুষের মধ্যে যেকোনোওরকম বৈচিত্র থাকতে পারে, কিন্তু ভালোবাসার ভাষা সাধারণ। উত্তরপ্রদেশ ও বিহারে সন্তানের জন্মের ষষ্ঠ দিনটিকে উদযাপন করা হয়। যেখানে মা এবং সন্তান হলুদ রঙের পোশাক পরে এবং পিসি সন্তানের মা বাবার চোখে কাজল দেয় সন্তানকে কুনজর থেকে বাঁচাতে।'

View this post on Instagram

A post shared by Swara Bhasker (@reallyswara)

অভিনেত্রী এই অনুষ্ঠানে নিজেই গান গেয়েছেন। বিশেষ করে পুত্রসন্তানের আগমন উদযাপন করার জন্য 'সোহার' নাম একটি বিশেষ গান গাওয়া হয়। নিজের কন্যাসন্তানের জন্য সেই গান গেয়েছেন অভিনেত্রী। ভিডিওতে মেয়ে রাবিয়াকে কোলে নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে ফাহাদকে। পরিবার পরিজনেরও উপস্থিতি ছিল সেইসঙ্গে।

2 months ago
Swara: বিয়ের চারমাসের মধ্যে মা হতে চলেছেন স্বরা ভাস্কর! জল্পনা তুঙ্গে

বি-টাউনে কানাঘুষো, বলি অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar) নাকি মা হতে চলেছেন। আর এই খবরে সম্মতি জানিয়েছেন তাঁর স্বামী ফাহাদ আহমেদ (Fahad Ahmed)। বিয়ের পর থেকেই তাঁর অন্তঃসত্ত্বা (Pregnant) নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এবারে এই জল্পনা আরও উস্কে দিলেন এক টুইটার ব্যবহারকারী। তিনি টুইট করে জানিয়েছেন, স্বরা কিনা মা হতে চলেছেন। বিয়ের চারমাসের মাথায় তাঁর অন্তঃসত্ত্বার খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হচ্ছে স্বরাকে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বরা। প্রথমে কোর্ট ম্যারেজ করেই সবার তাক লাগিয়ে দেন তাঁরা। প্রথমে তাঁরা ছিমছাম বিয়ের অনুষ্ঠানেরই আয়োজন করে আইনি পদ্ধতিতে বিয়ে সারেন। পরে তাঁরা ধুমধাম আয়োজন করে নিজেদের ধর্ম অনুসারে বিয়ে করেন। আর সেই বিয়ের কিছুদিন যেতে না যেতেই তাঁর অন্তঃসত্ত্বার খবর ছড়িয়ে পড়ল চারিদিকে। ফলে এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। তবে এই খবরের বিশেষ কোনও সত্যতা নেই বলেই জানা যাচ্ছে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের তরফে। আবার এই খবর নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি স্বরা ও তাঁর স্বামী ফাহাদ।

6 months ago
Swara: আবার বিয়ে করছেন স্বরা ভাস্কর! দিল্লিতে চলতি মাসে সাত পাকে ঘুরবেন অভিনেত্রী

ফেব্রুয়ারিতেই সইসাবুদে বিয়ে সেরেছেন বলিউড অভিনেতা স্বরা ভাস্কর (Swara Vaskar Marriage)। বিয়ে করেছেন রাজনৈতিক কর্মী তথা সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে (Fahad Ahmed)।  দুই হৃদয়ের ভালবাসা পরিণতি পেয়েছে। তবে বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত কাকপক্ষীকে জানত না এই সুখবর। কিন্তু চলতি মাসেই সামাজিক বিয়ে (Social Marriage) সারছেন স্বরা। আর সেটাও ধুমাধাম করে। রীতিমতো সমাজমাধ্যমে বিয়ের প্রস্তুতি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। 

দিল্লিতে দিদার বাড়িতে সব আচার-রীতি মেনে ফাহাদের সঙ্গে সাত পাকে ঘুরবেন স্বরা। দিল্লিতে তাঁর দিদিমার বাড়িতে শুরু বিয়ের অনুষ্ঠান। আইনি বিয়ের সময় স্বরা-ফাহাদের পাশে ছিলেন দু'পক্ষের পরিজন ও বন্ধুবান্ধব। তবে বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেয় বলিউড।

এবার দিল্লিতে সামাজিক অনুষ্ঠানেও আমন্ত্রিতের তালিকায় থাকছেন যুগলের আত্মীয়-পরিজন ও বন্ধুরা। জানা গিয়েছে, ১২ মার্চ থেকে শুরু হতে চলেছে প্রাক-বিবাহ অনুষ্ঠান। ভিন্ন দুই ধর্মের মিলন ঘটেছে, তাই সেভাবেই সাযুজ্য রেখে চলছে বিয়ের প্রস্তুতি।

9 months ago