Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

FIFAWorldCup2022

Para: বিশ্বকাপ উন্মাদনা উত্তর কলকাতার ছোট পাড়ায়, দেখা মিলছে মেসি-মারাদোনা-রোনাল্ডোদের

হীরক বোস: ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2022) উন্মাদনায় ফুটছে শহর কলকাতা (Kolkata)। ব্রাজিলের দুরন্ত জয় যেন সেই উচ্ছ্বাসকে দ্বিগুণ করেছে। এদিকে, আবার রোনাল্ডো (Ronaldo) পাঁচ বিশ্বকাপেই গোল করে নজির গড়েছেন। তাই পর্তুগালেরও সাপোর্ট বাড়ছে। আর্জেন্টিনাকে (Argentina) নিয়ে বেশ চাপে মেসি ভক্তরা। এমনই সব বিষয় নিয়ে ফুটবল আড্ডা জমে উঠেছে উত্তর কলকাতার ফকির চক্রবর্তী লেনে। কাতার ফুটবল জ্বরের আঁচ এসে পড়েছে উত্তর কলকাতার এই বনেদি পাড়াতে। যেখানকার রাস্তা সেজেছে হলুদ-নীল আর নীল-সাদা রং-এ। বাড়ির দেওয়ালে মেসি-রোনাল্ডো-নেইমার থেকে মারাদোনার ছবি আঁকা। সঙ্গে রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগালের ফ্ল্যাগ। আর রয়েছে ১৯৩০ থেকে ২০১৮ পর্যন্ত প্রত্যেক চ্যাম্পিয়নদের ট্রফি হাতে পোষ্টার। 


দিশারি ক্লাবের ছেলেরা একমাস ধরে অক্লান্ত পরিশ্রম করে কাতারের ফ্যান জোন তুলে এনেছে কলকাতায়। ক্লাবে বসেই জায়েন্ট স্ক্রিনে দেখা হচ্ছে বিশ্বকাপের খেলা। আর চলছে মেসি, নেইমার, রোনাল্ডোদের নিয়ে কাটাছেঁড়া। ইতিমধ্যে বিশ্বকাপের মূলপর্বে অংশ গ্রহণ করা ৩২টি দেশ একটি করে ম্যাচ খেলে ফেলেছে। সমর্থকদের হতাশ করেছে আর্জেন্টিনা-জার্মানি। অপরদিকে সাম্বা ঝড়ে উড়ে গিয়েছে ছোট দেশ সার্বিয়া। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঘানার বিরুদ্ধে জয় পেয়েছে পর্তুগাল।


এই অবস্থায় আগামি দিনে রাউন্ড অফ ১৬-এ কোন সেরা ষোলো দল যায়, সেদিকে তাকিয়ে ক্রীড়া ফুটবল বিশ্ব।

one year ago
Aindrila: বিশ্বকাপ উদ্বোধনীর দিনে ঐন্দ্রিলার মৃত্যু! ফাইটার 'মিষ্টির' শোকে বিমর্ষ ফুটবলপ্রিয় হাওড়াও

প্রসূন গুপ্ত: হাওড়া ময়দানে আসার আগেই নজরে পড়লো বড় একটা ব্রাজিলের পতাকা। ইতিউতি রয়েছে আর্জেন্টিনাও, কিন্তু রবিবারের সন্ধ্যায় যেন নিষ্প্রভ হয়ে রইলো গঙ্গার পশ্চিমপাড় বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকা টিকিয়াপাড়া। রবিবারই ছিল কাতার বিশ্বকাপের উদ্বোধন। নজরকাড়া খেলার আগে মাঠের অনুষ্ঠান আর তারপর কাতার বনাম ইকুয়েডরের খেলা। কথা তো জানাই যে ফুটবল পাগল বাংলা মাতোয়ারা হবে এক রবিবার থেকে ফাইনালের রবিবার অবধি। সমস্ত উৎসাহে যেন জল ঢেলে দিলো অভিনেত্র্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যু।

তাঁর দু'বার ক্যান্সার আক্রমণ আচমকা হৃদরোগে আচ্ছন্ন হওয়া, খবরের কাগজ, টেলিভশন থেকে সোশাল মিডিয়াতে বেশ কিছুদিন ধরে ঐন্দ্রিলার অসুস্থতা নিয়েই খবর রাজ্যের মানুষকে হাওড়া বেসরকারি হাসপাতালের দিকেই টেনে নিয়েছিল। শেষ পর্যন্ত অনেকে লড়াই করে তাঁর বিশেষ বন্ধু তথা অভিনেতা সব্যসাচী চৌধুরী এবং শর্মা পরিবারকে একা করে চলেই গেলেন আদরের মিষ্টি। মিরাকেল হল না, ব্যর্থ শত প্রার্থনা।

সারা বাংলার মানুষ, বিশেষ করে যাঁরা এই খবরে নজর দিয়েছিলো তারা বিমর্ষ হয়ে গেলো ২৪ বছরের তরুণীর মৃত্যুতে। কিন্তু হাওড়ার অধিবাসীরা মনে গেঁথে রইল যে তাঁদের শহর থেকেই ২০ দিন যমে-মানুষে টানাটানির পর বিদায় নিলেন ঐন্দ্রিলা।

শহরে ঢুকেই সাধারণত মল্লিক ফটকের কাছে সর্বদা মানুষের ঢল দেখা যায়, রবিবার তাঁরাও অনুপস্থিত। হাসপাতাল থেকে ঐন্দ্রিলার নিথর দেহ বের করার সময় কয়েকশো মানুষের ভিড় দেখা গিয়েছিলো। কিন্তু সন্ধ্যা নামতেই বাড়িমুখী মানুষ।

পঞ্চাননতলায় সুবিশাল কার্তিকের মূর্তি নিয়ে ডিজে বাজিয়ে গঙ্গার দিকে যাচ্ছিলো কোনও এক ক্লাবের সদস্যরা। পথ মধ্যেই এলাকার প্রবীণ কিছু মানুষের অনুরোধ, ভাসান দাও কিন্তু বাজনাটা আজ বন্ধ থাকুক। সেই অনুরোধে কাজ হল, বন্ধ হলো ডিজে। কদমতলার মোড়ে আসতেই এই প্রতিবেদকের নজরে এলো একটি সাদাকালো ঐন্দ্রিলার ছবি, নিচে হাতে লেখা 'না ফেরার দেশে চলে গেলেন ঐন্দ্রিলা'। রবিবার ছিল অসংখ্য বিয়ের অনুষ্ঠান। কিন্তু সেভাবে কোথাও গাড়ির জটলা দেখা গেলো না। নয়া রাস্তার  এক পাশে একদল যুবক গভীর ভাবে কথা বলছিলো, কাছে যেতেই শুনি 'দু দুটো ক্যান্সার তার উপর এতগুলো হার্ট অ্যাটাক, নিতে পারলো না মেয়েটা।' বিধায়ক-চিকিৎসক রানা চট্টোপাধ্যায় জানালেন, চিকিৎসার ত্রুটি ছিল না। শেষ দিকে এতগুলো অ্যাটাক, তার উপর কোমাচ্ছন্ন, ফিরিয়ে আনার লড়াইটা কঠিন ছিল। ফেরার পথে মুসলিম অধুষ্যিত এলাকাতেও শোকের ছায়া। প্রশ্ন করতেই ইদ্রিস বলে এক যুবক বললো, টিভি সিরিয়াল দেখে, এমন হয়তো নামী তারকা ছিলেন না, কিন্তু এই কটা দিনে বড্ডো মায়া পরে গিয়েছিলো।

এদিকে, এবারের বিশ্বকাপ শেষ দেশের হয়ে খেলা মেসি-রোনাল্ডোর। এঁরাও বিদায় নেবে অনেক সমর্থককে কাঁদিয়ে। কিন্তু সেই কান্না কি সব্যসাচীর বেদনার থেকেও বড়? ঐন্দ্রিলার বাবা-মায়ের সন্তানহারার যন্ত্রণার থেকেও বড়। আগামীর প্রেম উপন্যাসের বাস্তব চরিত্র হয়ে থাকলেন সব্যসাচী এবং তাঁর প্রয়াত প্রেমিকা ঐন্দ্রিলা।


one year ago
WC: মাঠে নামার আগে কতটা প্রস্তুত ইংল্যান্ড-ইরান শিবির, কোন স্ট্রাটেজি মাঠে

আজকের খেলা: (ভারতীয় সময়)

ইংল্যান্ড বনাম ইরান   ৬ঃ৩০

সোমবার নিজেদের বিশ্বকাপ (World Cup 2022) অভিযান শুরু করেছে হ্যারি কেন, স্ট্যারলিন, পিকফোর্ডের মতো ইংলিশ তারকারা। খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইরানের (England-Iran) বিরুদ্ধে মাঠে নামছে ইংল্যান্ড। ২০১৮-র বিশ্বকাপে দুরন্ত দৌড় দেখা গিয়েছিল সাউথগেটের ছেলেদের। তবে এবার বিশ্বকাপের (Qatar World Cup 2022) প্রথম ম্যাচে মাঠে নামার আগে বেশ চাপে রয়েছেন ইংরেজ কোচ। কারন দলের সাম্প্রতিক খারাপ ফর্ম। শেষ পাঁচ ম্যাচে জয়ের মুখ দেখিনি ইংল্যান্ড। তার মধ্যে পাঁচ ম্যাচে মাত্র চার গোল করতে পেরেছেন ইংলিশ স্ট্রাইকাররা।

অপরদিকে, ফিফা ৱ্যাংকিংয়ে ২০ নম্বরে থাকা ইরান রয়েছে দুরন্ত ফর্মে। তৃতীয়বার বিশ্বকাপে কোয়ালিফাই করা ইরান তাদের শেষ ২২টা ম্যাচের মধ্যে মাত্র তিনটে ম্যাচে হারের মুখ দেখেছে। তবে শেষ দুবার বিশ্বকাপের গ্রুপ স্টেজ থেকে ছিটকে যাওয়া এশিয়া মহাদেশের এই দলটি চমক দিতে চাইছে। হট ফেভারিট ইংল্যান্ড প্রথমবার মুখোমুখি হচ্ছে ইরানের। তবে চোট আঘাত চিন্তায় রেখেছে ইংরেজদের। কেইল ওয়ালকার আর জমস ম্যাডিসন চোটের জন্য খেলতে পারবেন না প্রথম ম্যাচে। অন্যদিকে, চোট থাকলেও ইরানি স্ট্রাইকার সর্দার আমাউন নামছেন ইংল্যান্ড ম্যাচে।

ইরানের কোচ কার্লোস কাইরোস কাউন্টার অ্যাটাক ধর্মী ফুটবলের কথা মাথায় রেখে ৪-৫-১ ছকে দল সাজাচ্ছেন। অপরদিকে, ইংল্যান্ড কোচ সাউথগেট ৩-৪-৩ ছকে আক্রমনাত্মক ফুটবল খেলতে মাঠে নামছে।

one year ago


Football: বিশ্বকাপের এক সপ্তাহ আগে ফুটবলপ্রেমীদের বিশেষ বার্তা নেইমার-মেসির, জানুন কী

কাতার বিশ্বকাপ (Qatar World Cup) বিশ্বের একাধিক নামজাদা ফুটবলারের শেষ বিশ্বকাপ। সেই তালিকায় নাম রয়েছে ক্রিশচিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির (Messi-Ronaldo)। তবে তাৎপর্যপূর্ণ ভাবে এই বিশ্বকাপ শেষ বিশ্বকাপ (FIFA World Cup) হতে পারে নেইমারেরও। সম্প্রতি এই ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল ফুটবল তারকা। এক সাক্ষাৎকারে নেইমার বলেছেন, 'সম্ভবত এটাই আমার শেষ বিশ্বকাপ। পরেরটা নিয়ে ভাবছিই না। এ নিয়ে আমি বাবার সঙ্গেও কথা বলেছি।' ইতিমধ্যে তিন খানা বিশ্বকাপ খেলে ফেলা পিএসজি-র এই স্ট্রাইকারের যুক্তি, 'তিন খানা বিশ্বকাপ খেলা হয়ে গেল। এত বড় স্বপ্ন কোনও দিন দেখিনি। তাই ২০২৬-র পরিকল্পনাও করছি না।' জানা গিয়েছে অপর এক ব্রাজিলিয়ান স্টার তিতেও এই বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন।

এদিকে, আগামি রবিবার কাতার বিশ্বকাপের উদ্বোধনী। আর এই মেগা ইভেন্টের বাঁশি বাজার আগে বড়সড় মন্তব্য এলএম-১০ অর্থাৎ লিও মেসির। ২০০৬ থেকে শুরু করে কাতার বিশ্বকাপ মেসির পঞ্চম ফুটবল বিশ্বকাপ। তিনি জানান, যাবতীয় প্রচারের আলো থেকে তাঁকে এবং তাঁর দলকে যেন দুরে রাখে প্রচার মাধ্যম। মেসি বললেন, 'যদি চাপের কথা বলতেই হয়, তাহলে বলব যে আমি নিজেও সেসব জিনিস থেকে দুরে থাকতে চাই। তবে এই বিশ্বকাপ জয়ের ব্যাপারে আমরা যথেষ্ট প্রত্যাশী।'

এ প্রসঙ্গে উল্লেখ্য আন্তর্জাতিক ফুটবলে এখনও পর্যন্ত ৩৫ ম্যাচে অপরাজিত মেসি-ডি মারিয়ার আর্জেন্টিনা। এই বিশ্বকাপে ২২ নভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে নীল-সাদা জার্সি।


2 years ago