Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Examination

Behala: অনলাইন গেমে আসক্তি! উচ্চমাধ্যমিক পরীক্ষার দেওয়ার পর ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ২৯ ফেব্রুয়ারি। পরীক্ষা হয়ে যাওয়ার পর বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল গত সোমবার। বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। অবশেষে রেল কলোনির বন্ধ কোয়াটার থেকে উদ্ধার হয় ছাত্রের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে বেহালায়।  ইতিমধ্যে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে বেহালা থানার পুলিস।

পুলিস সূত্রে খবর, মৃত ছাত্রের নাম অংশুমান সিং(১৭)। এমপি বিলাস স্কুলের এবছরের উচ্চ মাধ্যমিকের ছাত্র। বাড়ি বেহালা পাঠকপাড়ায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে গত সোমবার বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল অংশুমান। মঙ্গলবারও অংশুমান বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অংশুমানের ফোনে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু কোনওরকম ভাবে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি যে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল সেই বন্ধুরাও কেউ ফোনে পাচ্ছিল না অংশুমানকে।

এরপরই পরিবারের লোকজন এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। বেহালা গোলশাপুর রেল কলোনির বদ্ধ বিল্ডিং গুলিতে খোঁজ করতে গিয়ে ৩৫ নম্বর বিল্ডিং-এর চার তলায় অংশুমানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকার মানুষজন। তড়িঘড়ি অংশুমানকে নামিয়ে নিয়ে যাওয়া বিদ্যাসাগর হাসপাতালে। সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে।

কীভাবে কী কারণে এই মৃত্যু পরিবারের লোকজন তা বুঝে উঠতে পারছেন না।  তবে পরিবারের লোকজনের বক্তব্য, অংশুমান অনলাইন গেম খেলায় আসক্ত ছিল। বেশ কয়েক মাস ধরে তার কয়েক লক্ষ টাকা দেনা হয়ে গিয়েছিল বন্ধু দের কাছে। পরিবারকে কিছুই জানায়নি। সোমবার অংশুমান-এর বন্ধু মারফত তাঁরা তা জানতে পারেন।

2 months ago
Maldah: মিলল না অ্য়াডমিড কার্ড, মানসিক অবসাদে আত্মহত্যার হুমকি উচ্চমাধ্য়মিক পরীক্ষার্থীর

চলতি মাসের ১৬ তারিখ থেকে শুরু হতে চলেছে এবছরের উচ্চমাধ্য়মিক পরীক্ষা। সেই উচ্চমাধ্যমিক পরীক্ষার অ্য়াডমিড কার্ড না পেয়ে অথৈ জলে এক পরীক্ষার্থী। অভিযোগ, স্কুলে পরীক্ষার ফর্ম ফিলাপ করা হলেও মেলেনি অ্য়াডমিড কার্ড। যা নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে ব্লক দপ্তরে অভিযোগ দায়ের করেছে ওই পরীক্ষার্থীর পরিবার। এমনকি মানসিক অবসাদে আত্মহত্যার হুমকি দিয়েছে ওই পরীক্ষার্থী। ঘটনাটি মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কনুয়া ভবানীপুরে। 

জানা গিয়েছে, কনুয়া ভবানীপুর হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী লিপি স্বর্ণকার। চলতি মাসের ১৬ তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে লিপিও। উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ডও পেয়ে গিয়েছিল। এমনকি টেস্ট পরীক্ষা দিয়েও ফলাফল ভালো হয়েছিল তার। পরবর্তীতে উচ্চমাধ্য়মিক পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করেছিল লিপি। কিন্তু স্কুলে প্রত্য়েককে অ্য়াডমিড কার্ড পেলেও পায়নি লিপি। 

এরপর প্রধান শিক্ষকের কাছে জানতে গেলে প্রধান শিক্ষক বলেন লিপি নাকি ফর্ম ফিলাপ করেনি। তারপর থেকেই চরম হতাশায় মানসিক অবসাদে ভুগছেন ওই পরীক্ষার্থী। তার অভিযোগ মানসিক অবসাদে যদি আত্মহত্যা করি তাহলে তার দায় থাকবে প্রধান শিক্ষকের। জীবনের দ্বিতীয়বার বড় পরীক্ষার আগে মেয়ের এই সমস্যায় ব্যাপক দুশ্চিন্তায় রয়েছে পরিবারের লোকেরাও। সমস্যা সমাধানের জন্য হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করেছেন তাঁরা। আবেদন করেছেন জেলা শাসককেও

3 months ago
Madhyamik: নেই বাসের দেখা, সমস্য়ার মুখে শিলিগুড়ির মাধ্য়মিক পরীক্ষার্থীরা

শুক্রবার থেকে শুরু হয়েছে মাধ্য়মিক পরীক্ষা। প্রাণের ঝুঁকি নিয়ে চার চাকা, পিকআপ ভ্য়ান ও ক্যান্টারে করে মাধ্যমিক পরীক্ষার সেন্টারে পৌঁছল ছাত্রছাত্রীরা। সিএন-এর ক্য়ামেরায় ধরা পড়ল সেই ছবি। শনিবার সকালে ফাঁসিদেওয়া ব্লকের মাদাতি হাইস্কুলে দূরদূরান্ত থেকে পরীক্ষা দিতে আসা ছাত্র-ছাত্রীদের দেখা গেল এমন অবস্থায়।

যেখানে দেখা গিয়েছে, গতকাল অর্থাৎ শুক্রবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর নির্দেশে পাহাড়ের স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দিতে যাতে অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে রুম হিটারের ব্যবস্থা করা হয়। এমনকি হাতির উপদ্রবে এলাকাগুলি থেকে বনদফতরের পক্ষ থেকে বাসের ব্যবস্থা করে ছাত্র-ছাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন পরীক্ষা সেন্টারে।

ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে চা বাগানের শ্রমিকের ছেলেমেয়েরা প্রাণের ঝুঁকি নিয়ে এই ঠান্ডার মধ্যে পিকআপ ভ্যান ও ক্যান্টারে করে পরীক্ষার সেন্টারে যেতে হচ্ছে। ছাত্র-ছাত্রীদের দাবি, যে কয়দিন মাধ্যমিক পরীক্ষা চলছে অন্তত সেই কয়েকদিন সরকারের পক্ষ থেকে যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা করে দেওয়া হলে খুব উপকৃত হত।

3 months ago


Madhyamik: আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, প্রশ্ন ফাঁস রুখতে থাকছে 'ইউনিক কোড'

শুক্রবার থেকে শুরু হল ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা। আগামী  ১২ ফেব্রুয়ারি সোমবার পরীক্ষা শেষ হবে। এ বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সকাল ১০ থেকে।  ৯ টা ৪৫ মিনিটের মধ্য়ে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যায়। আর পরীক্ষা শেষ হবে বেলা ১ টায়। 

এর আগেই পর্ষদ জানিয়ে দিয়েছে, এই মাধ্য়মিক পরীক্ষার সময় অনুযায়ী স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সকাল ৮ টার মধ্যে স্কুলে প্রবেশ করতে হবে। এছাড়া প্রশ্নপত্রের উপরে লেখা সিরিয়াল কোড অনুযায়ী পরীক্ষার্থীকে অ্যাটেনডেন্স সই করার সময় নির্দিষ্ট জায়গায় লিখতে হবে এবং উত্তরপত্রের উপরেও লিখতে হবে।

মাধ্য়মিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে পর্ষদের তরফ থেকে এবার আরও কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। পড়ুয়াদের প্রশ্নপত্রে থাকবে বিশেষ কোড প্রশ্নপত্রের ছবি তুলে পরীক্ষা শেষের আগেই তা ফাঁস করলে সেই কোড নম্বর দেখে বোঝা যাবে কোন পরীক্ষার্থী প্রশ্নপত্র ফাঁস করেছে। এছাড়াও সিসিটিভির উপর থাকছে কড়া নজরদারি।

পরীক্ষার জন্য় দুটি হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে। পর্ষদের কন্ট্রোল রুমের নম্বর: ০৩৩-২৩৫৯-২২৭৭, ২৩২১-৩৮৪৪ দু'ঘণ্টা এগিয়ে আনা হয়েছে মাধ্যমিক পরীক্ষার শুরুর সময়। ১৮ই জানুয়ারি হটাৎ মাধ্যমিক পরীক্ষার শুরুর সময় ২ ঘন্টা এগিয়ে আনার নোটিফিকেশন জারি করা হয় তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিলো।

3 months ago
Exam: পরীক্ষার তিন দিন আগেও অ্যাডমিট পায়নি বহু মাধ্যমিক পরীক্ষার্থী, প্রধান শিক্ষকদের আদালতে আসার নির্দেশ বিচারপতির

আর তিন দিন পরই ২রা ফেব্রুয়ারি শুরু হতে চলেছে ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষা। কিন্তু এখনও পরীক্ষার অ্যাডমিট কার্ড পায়নি বহু পড়ুয়া। আর তাই মোটা টাকার ব্যাগ হাতে করে প্রধান শিক্ষকদের মঙ্গলবার হাইকোর্টে আসতে নির্দেশ দিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি। সোমবার বাগুইআটি জ্যাংড়া আদর্শ বিদ্যালয় এবং অশোকনগরের সূর্য মৌলানা আজাদ উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু ছাত্র-ছাত্রী অ্যাডমিট কার্ড হাতে না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। এছাড়াও মুর্শিদাবাদের একটি হাইস্কুলের ৮ জন ছাত্রও অ্যাডমিট কার্ড না পাওয়ার অভিযোগ জানিয়ে হাইকোর্টে হাজির হয়।

বিষয়টি শুনেই প্রধান শিক্ষকদের উদ্দেশ্য করে বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, 'আগামীকাল মোটা টাকার ব্যাগ হাতে করে হাইকোর্টে আসতে হবে প্রধান শিক্ষকদের। না হলে পুলিস দিয়ে তাঁদের আদালতে আনাব। সেটা নিশ্চয়ই ভালো দেখাবে না।' এছাড়াও বিচারপতি বসু বলেন, 'বিপ্লব করার বেলায় এই প্রধান শিক্ষকদের জুড়ি মেলা ভার। অথচ ছাত্র-ছাত্রীদের বিষয়ে তাঁরা উদাসীন।'

যেসব মাধ্যমিক পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড হাতে না পাওয়ায়, হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, সেই সব স্কুলের প্রধান শিক্ষকদের মঙ্গলবার আদালতে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়টি মোটেই ভালো ভাবে নিচ্ছে না হাইকোর্ট। পড়ুয়াদের সমস্ত অভিযোগ শুনে এদিন পর্ষদের কাছে ওই ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড না পাওয়ার কারণ জানতে চান বিচারপতি বসু। পর্ষদের আইনজীবী জানান, স্কুলের তরফে সঠিক নথি না দেওয়ায় পর্ষদ অ্যাডমিট কার্ড ইস্যু করেনি। এতেই চটে যান বিচারপতি। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ওই ৩ স্কুলের প্রধান শিক্ষকদের এজলাসে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এই মামলাগুলোর শুনানি রয়েছে বলে হাইকোর্ট সূত্রে খবর।

প্রসঙ্গত, এর আগেও একইভাবে নির্ধারিত সময়ে ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু না করায় মালদহের একটি স্কুলকে মোটা টাকা জরিমানা করেছিলেন বিচারপতি বসু। প্রধান শিক্ষকের পকেট থেকেই জরিমানার অর্থ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু এমনটাই হাইকোর্ট সূত্রে খবর।

3 months ago


Mumbai: স্টেশনে কলেজ ছাত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার ভজন গায়ক

রেল স্টেশনে এক ১৯ বছরেরে কলেজ ছাত্রীকে হেনস্থার অভিযোগ। অভিযোগ উঠেছে এক ভজন গায়কের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) বোরিভলি স্টেশনে (Borivali railway station)। অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করেছে রেলপুলিস। জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম দীপক পূজারি। একাধিক ভোজপুরী অ্যালবামে গানও করেছেন অভিযুক্ত। অভিযুক্ত দীপককে পালঘর জেলার বিরার থেকে গ্রেফতার করা হয়। 

নির্যাতিতা ওই ভজন গায়কের বিরুদ্ধে বোরিভলি রেল পুলিসের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ২৬ মার্চ ওই ছাত্রী ট্রেনে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। সেই সময় বোরিভলি স্টেশনে ভিড় দেখে তাঁকে বেশ উত্ত্যক্ত করেন অভিযুক্ত। এমনকি ছাত্রীটিকে বারবার তাঁর বাড়ির ঠিকানাও জিজ্ঞাসা করতে থাকেন। বিরক্ত হয়ে ছাত্রী চিৎকার করলে একটি ট্রেনে করে পালিয়ে যান অভিযুক্ত।    

পুলিস সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেফতার করে রেলপুলিস। এমনকি ছাত্রীকে উত্ত্যক্ত করার কথাও স্বীকার করেছেন ওই গায়ক, দাবি পুলিসের।

one year ago