Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

EthicsCommittee

Mahua Moitra: 'বস্ত্রহরণ শুরু করেছে, মহাভারতের যুদ্ধ দেখতে পাবেন,' সংসদে ঢোকার মুখে হুঙ্কার মহুয়ার

মেজাজই যেন আসল রাজা। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটির তৈরি করা রিপোর্ট শুক্রবারই পেশ হতে চলেছে সংসদে। এদিনই বাতিল হয়ে যেতে তাঁর সাংসদ পদ। কিন্তু লোকসভায় ঢোকার আগে একেবারে ফুরফুরে মেজাজেই দেখা গেল তাঁকে। একগাল হাসি, কাজী নজরুল ইসলামের কবিতা ও রীতিমতো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হুঙ্কার শোনা গেল তাঁর মহুয়া মৈত্রের কণ্ঠে।

লোকসভায় ঢোকার মুখে কাজী নজরুল ইসলামকে উদ্ধৃত করে মহুয়া বলেন, “অসত্যের কাছে কভু নত নাহি কর শির/ ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর।’’ তৃণমূল সাংসদের হুঙ্কার, “মা দুর্গা এসে গেছে, এবার দেখা যাক কী হয়!” এরপর বলেন,‘‘এঁরা বস্ত্রহরণ শুরু করেছে। এ বার আপনারা মহাভারতের যুদ্ধ দেখতে পাবেন।’’

লোকসভার এথিক্স কমিটি যে রিপোর্ট দিয়েছে, তাতে দাবি করা হয়েছে, মহুয়া মৈত্র যা করেছেন, তা কঠোর শাস্তিযোগ্য়। টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার মতো গুরুতর অভিযোগ উঠেছে এই তৃণমূল সাংসদের বিরুদ্ধে। ৫০০ পাতার রিপোর্টে তাঁর সাংসদ পদ খারিজের সুপারিশ করেছে এথিক্স কমিটি। লোকসভার পোর্টালে প্রত্যেক সাংসদের আলাদা লগইন ও পাসওয়ার্ড থাকে। এথিক্স কমিটি রিপোর্টে উল্লেখ, 'সেই লগইন ও পাসওয়ার্ড শেয়ার করেছিলেন মহুয়া। এরপরই দেশের বাইরে থেকে পোর্টালে লগইন করা হয়'। কমিটির মতে, 'স্রেফ অনৈতিক নয়, এই কাজ সংসদের অবমাননা'।  তাই কমিটির সুপারিশ, সাংসদ মহুয়া মৈত্রর সতেরো-তম লোকসভার সদস্য়পদ বাতিল করা হোক।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের দাবি আধ ঘণ্টার মধ্যে মহুয়ার বিষয়টি নিষ্পত্তি করা হোক। তবে তৃণমূলের দাবি, ওই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে।

5 months ago
Abhishek: 'মহুয়া নিজের লড়াই লড়তে সক্ষম', মহুয়া বিতর্কে প্রথম মুখ খুললেন অভিষেক

'টাকা নিয়ে প্রশ্ন' কাণ্ডে তোলপাড় দেশ। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ উঠলে একের পর এক বিপদে পড়ছেন তিনি। এবারে সাংসদ পদ খারিজ করারও প্রস্তাব দেওয়া হয়েছে। এরই মাঝে আজ অর্থাৎ বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁকে ইডি তলব করে। হাজিরা দেওয়ার পর সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তিনি প্রথমবার মহুয়া বিতর্কে মুখ খুললেন। তিনি বললেন, 'আমার মনে হয় মহুয়া নিজেই নিজের লড়াই লড়ার জন্য যথেষ্ট।'

বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দেওয়ার পর সাংবাদিকদের সামনে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পর এথিক্স কমিটি ও মহুয়াকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি এথিক্স কমিটির ভূমিকা নিয়েই প্রশ্ন তোলেন। তাঁর দাবি, বিজেপি নেতাদের বিরুদ্ধে ওঠে অভিযোগ নিয়ে এতটা তৎপরতা দেখায় না এথিক্স কমিটি, যতটা মহুয়াকে নিয়ে তারা তৎপর। তিনি বলেন, 'এথিক্স কমিটিতে অনেকগুলি অভিযোগ পড়ে রয়েছে। আপনারা দেখেছেন, নতুন সংসদ ভবনে বিজেপি সাংসদ রমেশ বিদুরি কুকথা বলে কী করে সংসদের গরিমা নষ্ট করেছেন। বিজেপির এমন বহু সাংসদ রয়েছেন যাদের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশের শুনানি বকেয়া রয়েছে। কিন্তু যদি কেউ সরকারের বিরোধিতা করে, সরকারকে প্রশ্ন করতে চায়, আদানির অপকর্ম নিয়ে প্রশ্ন করতে চায় তাহলে কী করে তাঁকে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয়।'

অভিষেক আরও বলেন, 'মহুয়া মৈত্র নিজের লড়াই লড়তে সক্ষম। আমাকেও চার বছর ধরে ডেকে পাঠাচ্ছে বিভিন্ন তদন্তকারী সংস্থা। নতুন নতুন মামলায় আমার নাম জুড়ে দেওয়া হচ্ছে। এটা প্রতিহিংসার রাজনীতি ছাড়া আর কিছু নয়।'

6 months ago
Mahua: সাংসদ পদ খারিজ করা হবে মহুয়ার, ৫০০ পাতার রিপোর্ট এথিক্স কমিটির!

আরও বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। আজ অর্থাৎ বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠকে বসার কথা রয়েছে। তার আগেই বুধবার সন্ধ্যায় একটি খবর প্রকাশ্যে আসে যে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করার প্রস্তাব দেওয়া হয়েছে। মহুয়া মৈত্র 'অনৈতিক ও খুব আপত্তিকর' কাজ করেছে অভিযোগ তুলে তাঁকে শাস্তি দেওয়ার সুপারিশ আসছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে।

বুধবারই বিজেপি সাংসদ বিস্ফোরক দাবি করেন যে, লোকপাল মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এর পরই তাঁর সাংসদ পদ খারিজ করার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ৯ নভেম্বর, বৃহস্পতিবার লোকসভার এথিক্স কমিটির বৈঠকে বসার কথা রয়েছে। মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটি কী পদক্ষেপ করার ভাবনা-চিন্তা করছেন, সে বিষয়ে বৈঠকের আগেই এই খবর প্রকাশ্যে আসে। কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এথিক্স কমিটি ৫০০ পাতার একটি রিপোর্ট দিয়েছে। যেখানে বলা হয়েছে, মহুয়া মৈত্র 'অনৈতিক, অপরাধমূলক ও খুব আপত্তিকর' কাজ করেছেন এবং তাঁকে শাস্তি দেওয়া উচিত।

6 months ago


Mahua: অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন মহুয়া! পাল্টা অভিযোগ এথিক্স কমিটির

'টাকা নিয়ে প্রশ্ন' কাণ্ডে লোকসভার এথিক্স কমিটি (LokSabha Ethics Committee) ২ নভেম্বর তলব করেছিল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। ফলে বৃহস্পতিবার হাজিরা দেন তিনি। কিন্তু তাঁকে ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে এই অভিযোগ তুলে এথিক্স কমিটির বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন তিনি। কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে রীতিমত ক্ষোভ উগরে দেন তিনি। কিন্তু মহুয়ার ব্যবহারেও পাল্টা সরব হয়েছেন এথিক্স কমিটির চেয়ারম্য়ান বিনোদ সোনকর। মহুয়া অভব্য আচরণ করেছেন দাবি কমিটির। তাই তাঁর এমন আচরণেই আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে এথিক্স কমিটি, সূত্রের খবর।

বৃহস্পতিবার মহুয়া মৈত্র এথিক্স কমিটির বৈঠক ছেড়ে বেরিয়ে আসায় কমিটি তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে বলে জানা গিয়েছে। মহুয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি এথিক্স কমিটির সদস্য এবং চেয়ারম্যানের বিরুদ্ধে অসংসদীয় শব্দ প্রয়োগ করেছেন। যা কমিটির জন্য অত্যন্ত অবমাননাকর। এছাড়াও এথিক্স কমিটির স্পষ্ট অভিযোগ, মহুয়া মৈত্র তদন্তে অসহযোগিতা করেছেন। তাই এই মামলায় তৈরি করা হতে পারে পূর্ণাঙ্গ তদন্ত কমিটি। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বা প্রাক্তন কোনও সিবিআই প্রধানের নেতৃত্বে ও একাধিক সাইবার বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করে তৈরি করা হতে পারে এই কমিটি। তবে আজই সিদ্ধান্ত নেওয়া হবে না। আগামীদিনে কমিটির সদস্যরা সবাই মিলে বসবে এবং আলোচনা করে যৌথ ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।

7 months ago
Mahua: ২ নভেম্বরই হাজিরা দেবেন মহুয়া মৈত্র! এথিক্স কমিটির চেয়ারম্যানকে চিঠি দিয়ে কী জানালেন তিনি

২ নভেম্বরই লোকসভার এথিক্স কমিটির (Ethics Committee) সামনে হাজিরা দেবেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। মঙ্গলবার লোকসভার (Lok Sabha) এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকরকে চিঠি দিয়ে জানিয়েছেন মহুয়া মৈত্র। তিনি জানিয়েছেন, ২ নভেম্বর সকাল ১১ টার মধ্যেই হাজিরা দেবেন তিনি। তবে সেই চিঠিতে এথিক্স কমিটির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশও করেছেন। চিঠিতে কমিটিকে উদ্দেশ্য করে কিছু 'আক্রমণাত্মক’ বক্তব্যও পেশ করেছেন তৃণমূল সাংসদ।

জানা গিয়েছে, মহুয়া মৈত্র এথিক্স কমিটির চেয়ারম্যানকে যে চিঠি দিয়েছেন, সেখানে তিনি তীব্র কটাক্ষ করে লিখেছেন, লোকসভার এথিক্স কমিটি গত দু’বছর ধরে একটিও বৈঠক করেনি। কিন্তু এই ক্ষেত্রে কমিটি এত দ্রুততা দেখাচ্ছে। তিনি বিশেষ কাজে ব্যস্ত থাকবেন জানানোর পরেও এথিক্স কমিটি যেভাবে ২ নভেম্বরেই তাঁর হাজিরার ক্ষেত্রে জোর করেন তাতে তিনি 'অবাক' হয়েছেন। চিঠিতে মহুয়া আরও জানিয়েছেন, তিনি ব্যবসায়ী হিরানন্দানি ও অ্যাডভোকেট জয় অনন্তকে এথিক্স কমিটির সামনে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করতে চান। এছাড়াও তিনি বলেছেন, এথিক্স কমিটি কোনও ফৌজদারি বিষয়ে তদন্ত করতে পারে না। তার জন্য আলাদা সংস্থা রয়েছে। অবশেষে মহুয়া মৈত্র জানিয়েছেন, ২ নভেম্বর সংসদের এথিক্স কমিটির সামনে হাজিরা দেবেন তিনি। কিন্তু এই বিষয়ের তিনি তীব্র প্রতিবাদও জানিয়েছেন।

7 months ago


Mahua: ধোপে টিকল না মহুয়ার মৈত্রর আবেদন! ২ নভেম্বর ফের তলব করল এথিক্স কমিটি

সংসদের (Parliament) এথিক্স কমিটির (Ethics Committee) কাছে আর্জি ছিল ৫ নভেম্বরের পর যেন মহুয়া মৈত্রকে (Mahua Moitra) ডাকা হয়। কিন্তু সেই আবেদন পুরোপুরি শুনল না এথিক্স কমিটি। কারণ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ফের তলব করল সংসদের এথিক্স কমিটি। টাকার বিনিময়ে প্রশ্ন করার ইস্যুতে তৃণমূল কংগ্রেস সাংসদকে ৩১ অক্টোবর এথিক্স কমিটি তলব করেছিল। কিন্তু সেসময় যেতে পারবেন না বলে জানিয়েছিলেন মহুয়া মৈত্র। এবারে তাঁর আবেদনের পরও ৫ নভেম্বরের আগেই ফের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল।

লোকসভার এথিক্স কমিটির চিঠিতে জানানো হয়েছে, আগামী ২ নভেম্বর সকাল ১১টায় মহুয়াকে সংসদের এথিক্স কমিটির ঘরে হাজিরা দিতে হবে। এর আগে মহুয়া মৈত্রকে ৩১ অক্টোবর তলব করেছিল লোকসভার এথিক্স কমিটি। সেসম মহুয়াও চিঠি দিয়ে জানিয়ে দেন যে, তাঁর পূর্ব নির্ধারিত সরকারি ও রাজনৈতিক কর্মসূচী রয়েছে। আগামী ৫ নভেম্বরের পরে যেদিন সময় দেবেন সেদিন যাবেন। ফলে হাজিরা দেওয়ার জন্য বেশ কিছুটা সময় চেয়ে নেন তিনি। তবে মহুয়ার চাওয়া সেই সময়ের আগেই তাঁকে আবার তলব করা হল। কিন্তু সময় কিছুটা বাড়িয়ে দিলেও ২ নভেম্বরই তাঁকে তলব করল এথিক্স কমিটি।

7 months ago
Mahua Moitra: এথিক্স কমিটির সমনে সাড়া দেবেন না মহুয়া মৈত্র! চিঠি দিয়ে কী জানালেন সাংসদ

টাকা নিয়ে প্রশ্ন কাণ্ডে এল নয়া মোড়। বড় ফ্যাঁসাদে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। লোকসভার (Loksabha) এথিক্স কমিটি (Ethics Committee) তলব করে তাঁকে। আগামী ৩১ অক্টোবর তাঁকে হাজিরা দিতে বলা হয়। কিন্তু এথিক্স কমিটির সামনে ৩১ অক্টোবর হাজির হতে পারবেন না তিনি। এমনটাই জানালেন তিনি।

লোকসভার এথিক্স কমিটির তলবে সাড়া দেবেন না মহুয়া মৈত্র। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার যে মারাত্মক অভিযোগ উঠেছিল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য লোকসভার এথিক্স কমিটি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদের জন্য ৩১ অক্টোবর সশরীরে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু শুক্রবার মহুয়া মৈত্র জানিয়ে দিলেন, তিনি ওই দিনে হাজিরা দিতে পারবেন না। তিনি জানিয়েছেন, তাঁর পূর্ব নির্ধারিত সরকারি ও রাজনৈতিক কর্মসূচী আছে। আগামী ৫ নভেম্বরের পরে যেদিন সময় দেবেন সেদিন যাবেন।  

সংসদের এথিক্স কমিটির চেয়ারম্যানকে চিঠি দিয়ে মহুয়া মৈত্র জানিয়েছেন, 'আমাকে গতকাল সন্ধে ৭.২০-এ ইমেল করে সমনের কথা জানানো হয়। তার আগে সংবাদমাধ্যমে সমনের কথা ঘোষণা করে দেন এথিক্স কমিটির চেয়ারম্যান। ৪ নভেম্বর পর্যন্ত আমার সংসদীয় এলাকায় পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় দিল্লিতে থাকা সম্ভব নয়।'

7 months ago
Mahua Moitra: এবারে এথিক্স কমিটির তলব মহুয়াকে, কবে হাজিরা তৃণমূল সাংসদের

'টাকা নিয়ে প্রশ্ন' কাণ্ডে এবারে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) তলব করল এথিক্স কমিটি। আগামী ৩১ অক্টোবর মহুয়া মৈত্রকে ডেকে পাঠালো সংসদের এথিক্স কমিটি। সেদিনই আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন মহুয়া।

২৬ অক্টোবর, বৃহস্পতিবার লোকসভার এথিক্স কমিটির শুনানি শুরু হয়। দুপুর ১২ টায় সংসদ ভবনে শুরু হয় এথিক্স কমিটির প্রথম বৈঠক। প্রথম দিনই ডাকা হয় প্রধান দুই অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় অনন্তকে। দুজনকেই নিজেদের অভিযোগের স্বপক্ষে সাক্ষ্যপ্রমাণ নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছিল এথিক্স কমিটির সামনে। এদিন নিশিকান্ত এবং জয় অনন্ত হাজিরা দিলে তাঁদের বয়ান রেকর্ড করা হয় ও এদিনই অভিযুক্ত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকেও তলব করা হয়। ৩১ অক্টোবর, মঙ্গলবার দুপুর ১২ টার মধ্যে সংসদের এথিক্স কমিটির সামনে হাজির হয়ে নিজের সমর্থনে বক্তব্য রাখবেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র।

7 months ago