Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

England

England: স্ট্রোকসের ব্যাটে ভর করে অবশেষে জয় এল ইংল্যান্ডের

টানা ৬ ম্যাচ হারের পর বিশ্বকাপে অবশেষে জয়ের মুখ দেখল গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বুধবার পুনের মাঠে নেদারল্যান্ডসকে তাঁরা হারাল ১৬০ রানে। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩৩৯ রান করে ইংল্যান্ড। ৮৪ বলে ১০৮ রান করেন বেনস্টোকস।

বিশ্বকাপের ইউরোপিয়ান ডার্বিতে ইংরেজদের রান তাড়া করতে নেমে ১৭৯ রানে শেষ নেদারল্যান্ডস। দুই ইংরেজ স্পিনারের হাতে এদিন পতন হয় ডাচদের। ৪২ রানে ৩ উইকেট মঈন আলীর, ৫৪ রানে ৩ উইকেট আদিল রশীদের।

6 months ago
Australia: অস্ট্রেলিয়ার কাছে ৩৩ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ইংল্যান্ডের

জাম্পা জাদুতে বিশ্বকাপ থেকে বিদায় ইংল্যান্ডের। ভারতের মাটিতে হাফ ডজন ম্যাচ হেরে দ্বিতীয় দল হিসাবে ছিটকে গেল গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শনিবার আমেদাবাদে অস্ট্রেলিয়ার ২৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে, ইংল্যান্ড গুটিয়ে গেল ২৫৩ রানে। ৩৩ রানে জিতে নকআউটের পথে আরও একধাপ এগিয়ে গেল গত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২১ রান দিয়ে তিন উইকেট অ্যাডাম জাম্পার।

এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২৮৬ রান করে অস্ট্রেলিয়া। শুরুটা ভাল না হলেও, স্মিথ, লাবুশেনরা ধীরে ধীরে নিজেদের ভিত মজবুত করেন। এরমধ্যে ৮৩ বলে ৭১ রান করে আউট হন লাবুশেন। ইংল্যান্ডের হয়ে ৪৪ রান দিয়ে চারটি উইকেট নেন ক্রিস ওকস।

মনে হয়েছিল অস্ট্রেলিয়ার এই রান এদিন তুলে ফেলবেন জস বাটলাররা। কিন্তু সেই ব্যাটিংই এই ম্যাচে ডোবাল ইংরেজদের। এই ম্যাচে রান করেও ইংল্যান্ডকে জেতাতে পারলেন না বিগ বেন। ৯০ বলে ৬৪ রান করে স্টোকস। জাম্পা ছাড়া অস্ট্রেলিয়ার তিন পেসারই দুটি করে উইকেট নিয়েছেন। 

6 months ago
India: ব্রিটিশ বধ করে বিশ্বকাপে পয়েন্ট তালিকায় শীর্ষে ভারত

ভারতীয় বোলিংয়ের পঞ্চপাণ্ডবের দাপটে চূর্ণ ইংরেজ দর্প। সিপাহি বিদ্রোহের লখনউয়ে ব্রিটিশ বধ করে বিশ্বকাপের ছয়ে-ছয় করল রোহিতের ভারত। সেইসঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে, কার্যত এগিয়ে গেল সেমিফাইনালের দিকে। ভারতের ২৩০ রানের জবাবে ১২৯ রানে শেষ ইংল্যান্ড। ম্যাচে রান উইকেট শামির, তিন উইকেট বুমরার। ম্যাচের সেরা ভারত অধিনায়ক রোহিত শর্মা।

২০ বছর আগে অধিনায়ক সৌরভের ভাণ্ডারে ছিল ২৯০ রানের রসদ। সেই ম্যাচে ভয়ঙ্কর একাই ছয় উইকেট নিয়ে ভয়ঙ্কর হয়েছিলেন আশিস নেহরা। বিশ বছর পর রোহিতের পুঁজি ছিল মাত্র ২২৯ রানের। তাতেই একনার বাইশ গজে কামাল করে দিলেন বুমরা, শামি, কুলদীপ ও জাডেজা। সিরাজ একটু ফ্যাকাশে লাগল। তবুও একদিকে আটকে রেখেছিলেন তিনি। 

ঝটকা শুরু করে ছিলেন বুমরা। মালান, রুটকে ফেরান একই ওভারে। তারপর শামির শিকার স্টোকস, বেয়ারস্ট্রো এবং মইন আলি। তবে ম্যাচের সেরা ডেলিভারি এদিন বের হল কুলদীপের হাত থেকে। যে বলে আউট হলেই ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার

7 months ago


India: ভারত-ইংল্যান্ড যুদ্ধ, দেখুন প্রতি মুহুর্তের লাইভ আপডেট

লখনউয়ের একানা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করছে ভারত। রবিবার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেন জস বাটলার। টানা পাঁচ ম্যাচ হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে ইংল্যান্ড। সম্মানের লড়াইয়ে আজ জিততে চান বাটলাররা।‌ 

7 months ago
India কুড়ি বছর পর বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর সুযোগ, পারবে রোহিত ব্রিগেড!

কথা বার্তা শেষ। রবিবাসরীয় নবাবের শহর লখনউয়ে আজ বিশ্বকাপে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ। রোহিতদের মাঠে নামার আগে ঘুরে ফিরে ফের চলে আসছে একজনের নাম। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। যাঁর নেতৃত্বে বিশ্বকাপের মঞ্চে শেষবার ইংল্যান্ডকে হারিয়েছিল টিম ইন্ডিয়া। এরপর সেই বিশ বছরের গল্প।

যাই হোক, এই ম্যাচ খেলতে নামার আগে লোকেশ রাহুল জানিয়ে গেলেন দুটি কথা। এক, হার্দিককে পাওয়ার কোনও সম্ভাবনা নেই। আর দুই, যেমন চলছে, তেমনই চলবে। ফলে স্পষ্ট হল না, এই ম্যাচে অশ্বিন না শামি, কে থাকবেন প্রথম একাদশে ?

কারণ, ইংল্যান্ড ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে লোকেশ রাহুলের ইঙ্গিত, তাঁদের হাতে সূর্য কুমার আছেন। যিনি যথেষ্ঠ ভাল ক্রিকেটার। হার্দিক অভাব ঠের পাওয়া গেল, রাহুল যে ভাবে সূর্যর জন্য ব্যাট ধরলেন, তাতে এই ম্যাচে হয়তো মাঠে থাকতে পারেন স্কাই হাই। তাহলে বসছে কে ? লখনউয়ে টসের আগে এটাই এখন বড় প্রশ্ন।

কারণ, মুম্বই নয় রোহিতদের টার্গেট খুব স্পষ্ট। এই ইংল্যান্ডকে হারিয়েই সেমিফাইনাল কার্যত সিল করতে চায় টিম ইন্ডিয়া। এই ম্যাচ খেলতে নামার আগে হারের হ্যাটট্রিক করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই এই সুযোগ মোটেই হাতছাড়া করতে চাইবেন না রোহিত শর্মা। আর তাই ইংরেজদের উপর চাপ বাড়াতে বিরাটের টোটকা, রুটের রিভার্স স্কুপ ইংল্যান্ডকে ফিরিয়ে দিতে চান তিনি। 

7 months ago


Srilanka: শ্রীলঙ্কার কাছেও লজ্জার হার ইংল্যান্ডের

চিন্নাস্বামীতে শ্রীলঙ্কার কাছে হার ইংল্যান্ডের। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। শ্রীলঙ্কার দুর্দান্ত বোলিংয়ের সামনে ৩৩.২ ওভার খেলে ১৫৬ মাত্র রান তুলে আউট হয়ে যায় জস বাটলারের দল। এরপর ব্যাট  করতে নেমে মাত্র ২৫ ওভার ৪ বলে ১৬০ রান তুলে নেয় শ্রীলঙ্কা।

চলতি বিশ্বকাপে খুব একটা ভালো ফল করতে পারেনি ইংল্যান্ড। এখনও পর্যন্ত মোট ৫টি ম্যাচ খেলে ১টি তে জিতেছে বাটলারের দল। নিউজিল্যান্ডের কাছে হেরেই বিশ্বকাপের টুর্নামেন্ট শুরু করেছিল তারা। এছাড়াও আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছিল তাদের। শুধুমাত্র বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে জিতেছিল ইংল্যান্ড।

7 months ago
England: ১২ বছর পর ওয়াংখেড়েতে বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ইংল্যান্ড

২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির ব্যাটে ছয়। বিশ্বকাপ ভারতের। ওয়াংখেড়ের সঙ্গে কতশত স্মৃতি জড়িয়ে ক্রিকেটবিশ্বের। সেই স্টেডিয়ামে ১২ বছর পর এবার ফিরছে বিশ্বকাপের লড়াই। দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড। গ্রুপ লিগের এই ম্যাচে কে নায়ক হবেন! ইংল্যান্ড টিমে ফিরছেন বেন স্টোকস। তাঁর উপস্থিতি মনোবল বাড়াচ্ছে ব্রিটিশ ব্রিগেডের।  

বিশ্বকাপে অঘটনের শিকার দুই টিমই। ইংল্যান্ড হেরেছে আফগানিস্তানের বিরুদ্ধে। এদিকে দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের বিরুদ্ধে হেরেছে। প্রায় এক সপ্তাহ পর মুখোমুখি দুই দল। জয়ের জন্য ঝাঁপাবে দুই টিমই। দলের সঙ্গে যোগ দিচ্ছেন বেন স্টোকস। ম্যাচের আগের দিন একথা জানিয়ে দিলেন অধিনায়ক জস বাটলার।

জানা গিয়েছে, বৃহস্পতিবার টিমের সঙ্গে জমিয়ে অনুশীলন করেছেন বেন স্টোকস। তাঁর মতো অলরাউন্ডার থাকলে, যে কোনও দলের আত্মবিশ্বাস বাড়ে। ফিল্ডে তাঁর উপস্থিতিতেই প্রতিপক্ষ সমীহ করে চলে। বাটলার জানান, স্টোকস টিমে ফেরায় তিনি খুব খুশি। স্টোকসের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা টিমের ফোকাস আরও বাড়াবে।

7 months ago
WC: বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় জয় নিউজিল্যান্ডের

প্রথম ম্যাচেই গত বিশ্বকাপ ফাইনালের বদলা। ইংল্যান্ডকে ৮২ বল বাকি থাকতেই ৯ উইকেটে হারাল নিউজিল্যান্ড। সেঞ্চুরি করলেন ডেভন কনওয়ে ও রচিন রবীন্দ্র। ৩৬.২ ওভারেই আহমেদাবাদে খেলা শেষ করে ফিরল কিউয়িরা।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দারুণ পারফরম্যান্স কিউয়ি ব্যাটসম্যানদের। এদিন প্রথম ম্যাচে ছিলেন না অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেন টম লাথাম। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ইংল্যান্ডকে ২৮২ রানে আটকে দেন তাঁরা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে ফেরেন উইল ইয়ং। কিন্তু ক্রিজে দাঁড়িয়ে যান ডেভন কনওয়ে ও রচিন রবীন্দ্র। কনওয়ের ব্যাট থেকে আসে ১৫২ রানের ইনিংস। রচিন রবীন্দ্র করেন ৯৬ বলে ১২৩ রান।

আগামী সোমবার ফের নামছে নিউজিল্যান্ড। তাঁদের প্রতিপক্ষ নেদারল্যান্ড। মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে নামবে ইংল্যান্ড।

7 months ago


World Cup: ১৯ শের ফাইনালিস্টদের ম্যাচ দিয়েই শুরু ২৩শের বিশ্বযুদ্ধ

গত বিশ্বকাপের দুই ফাইনালিস্টের ম্যাচ দিয়েই শুরু তেইশের বিশ্বকাপ।  আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই শুরু হতে চলেছে ক্রিকেটের মহাযজ্ঞ, ক্রিকেট বিশ্বে উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। সূত্রের খবর, এবছর বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। এদিন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

২০১৯ সালে বিশ্বকাপ ফাইনালে এই দুটো দলই খেলতে নেমেছিল। যদিও ভারতবাসী মুখিয়ে রয়েছে ১৪ তারিখের জন্য। ওইদিন ওই স্টেডিয়ামে খেলতে নামবে ভারত বনাম পাকিস্তান। ২০২৩-এর বিশ্বকাপে মোট ১০টি দেশ অংশগ্রহণ করেছে এবং আজ অর্থাৎ পাঁচই নভেম্বর থেকে 19 টি রাজ্যের মোট দশটি মাঠে 48 টি খেলা অনুষ্ঠিত হবে।

ওদিকে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছে নিউজিল্যান্ড। সূত্রের খবর, টসে জিতে প্রথমে বল করার সিধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। পাশাপাশি প্রথম ম্যাচে খেলছেন না নিউজিল্যান্ডের বিখ্যাত প্লেয়ার উইলিয়ামসন।

7 months ago
India: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত

আজ বিশ্বকাপ অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। প্রস্তুতি ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড। এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের পর রীতিমতো আশাবাদী রোহিত ব্রিগেড।

উল্লেখ্য, গত বৃহস্পতিবারই বিশ্বকাপের জন্য চূড়ান্ত ১৫ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। আহত অক্ষর পটেলের জায়গায় দলে এসেছেন অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন। প্রাথমিক দলের বাকি ১৪ জনই আছেন চূড়ান্ত দলে।

গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবার উপমহাদেশের মাটিতেও  খেতাবের দাবিদার। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স দেখে মত বদলেছে ক্রিকেটপ্রেমীদের। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে, ভারত কতটা নিজেদের শক্তি দেখাতে পারে, তার দিকে নজর থাকবে ক্রিকেটবিশ্বের।

8 months ago


Jawan: ভারতে 'জওয়ান' ঝড়, সেই সিনেমা দেখেই টিকিটের অর্থ ফেরত চাইলেন ইংল্যান্ডবাসী

ভারতে এখন কি চলছে? একেবারে স্পষ্ট কথায় বললে, শাহরুখের 'জওয়ান' (jawan)। গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছিল শাহরুখ অভিনীত সিনেমাটি। এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সারা বিশ্বে ৬০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সিনেমাটি। কিং খানের ভক্তরা তো সিনেমার প্রশংসা করেছেন, তাঁর সমালোচকরাও শাহরুখের প্রশংসা করতে বাধ্য হয়েছেন। দেশজুড়ে আপাতত চর্চার বিষয় হয়ে রয়েছে সিনেমাটি। কিন্তু একেবারে বিপরীত চিত্র দেখা গেল ইংল্যান্ডে। 'জওয়ান' দেখে দর্শকেরা রীতিমত টিকিটের অর্থ ফেরত চাইলেন।

সম্প্রতি ইংল্যান্ডের এক ভ্লগারের ভিডিও থেকে বিষয়টি প্রকাশ্যে এসেছে।  ইংল্যান্ডে শাহরুখ ভক্ত কম নেই। তাই সেখানে বড় পর্দায় 'জওয়ান' মুক্তি পেতেই, তাঁরা হামলে পড়েছিলেন সিনেমাহলে। টিকিট কেটে, সিনেমাহলে গিয়ে বসলেন।  নির্ধারিত সময়ে সিনেমা শুরুও হল। কিন্তু পর্দায় যা দেখলেন, তাতে মন খারাপ হয়ে গিয়েছে দর্শকদের। একইসঙ্গে তাঁরা এর বিরক্ত হয়ে যান, যে হল থেকে বেরিয়ে টিকিটের অর্থ দাবি করেন।

'জওয়ান'এর মতো সিনেমা ভক্তরা যা পছন্দ করেননি তা কিন্তু নয়। সিনেমা শুরুর সময় দর্শকদের আগ্রহ ছিল কিন্তু বিরতির সময়েই বিপত্তি ঘটে। দর্শকেরা দেখতে পান, 'ইন্টারভেল'-এর জায়গায় পর্দায় লেখা 'দি এন্ড'। অচিরেই বুঝতে পারেন, তাঁরা আসলে সিনেমার প্রথম পর্বই দেখেননি। যা দেখেছেন তা সিনেমার দ্বিতীয় পর্ব। অবশেষে ব্যর্থ মনোরথ হয়ে বাড়ি ফেরেন ইংল্যান্ডবাসী কিং খান ভক্তরা।

8 months ago
Stokes: অবসর ভেঙে ফের মাঠে ফিরছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক স্ট্রোকস

বিশ্বকাপ জয়ের নায়ককে আবার ফিরিয়ে আনতে সফল হল ইংল্যান্ড। একদিনের ক্রিকেটে অবসর ভেঙে ফের মাঠে ফিরছেন বেন স্টোকস। খেলবেন ভারতের মাটিতে বিশ্বকাপও। তার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দেখা যাবে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে।

চার বছর আগে বিগ বেনের বিক্রমে লডর্সের মাটিতে ঐতিহাসিক ভাবে বিশ্বকাপ জিতেছিল ইয়ন মর্গ্যানের ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্টোকসের সেই লড়াই এখন রঙিন প্রতিটি ব্রিটিশের মনে। কিন্তু হঠাৎ করেই নিজেকে ৫০ ওভারের ক্রিকেট থেকে সরিয়ে নিয়েছিলেন স্টোকস। দাবি করেছিলেন, তিনি মোটর গাড়ি নন।

ব্রিটিশ মিডিয়া দাবি করে সম্প্রতি ইংল্যান্ডের একদিনের অধিনায়ক জস বাটলারকে একদিনের ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন স্টোকস। সেই মতো, বিশ্বকাপের আগে অবসর ভাঙিয়ে ফিরিয়ে আনা হল বিগ বেনকে।

9 months ago
Ashes: অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টে ক্যাঙ্গারু বাহিনীর কাছে ২ উইকেটে হার ইংল্যান্ডের

কাজে আসল না বাজবল তত্ত্ব। অ্যাসেজে (Ashes) প্রথম টেস্টে হার ইংল্যান্ডের (England)। দুই উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন অজিরা (Ausies)। সোমবারে খেলার পর দু'পক্ষের কাছেই জেতার সুযোগ ছিল। কিন্তু শেষ হাসি হাসল অস্ট্রেলিয়া। ৮ উইকেটে ২৮২ রান তুলে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া।

বৃষ্টির জন্য টেস্টের পঞ্চম দিন মধ্যাহ্নভোজের পর খেলা শুরু হয়। পঞ্চম দিনের খেলায় প্রথম থেকেই অস্ট্রেলিয়াকে চাপে রেখেছিলেন ইংল্যান্ডের বোলাররা। কিন্তু, তার মধ্যেই রান ধরে রেখেছিলেন খোয়াজা-ক্যারি জুটি। কিন্তু, খোয়াজা আউট হতেই ফের চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তখন অস্ট্রেলিয়ার জিততে বাকি ৭২ রান। আর ইংল্যাণ্ডের তিন উইকেট। ম্যাচ প্রায় নিজেদের হাতের মুঠোয় করেই নিয়েছিলেন স্টোকসরা। কিন্তু, স্টোকসের ক্যাচ মিস, অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের পাল্টা আক্রমণ জয় এনে দিল অস্ট্রেলিয়াকে।

11 months ago


Cricket: প্রথম একাদশে এখনও ধোঁয়াশা, ঘাসের পিচে কি ভারত এক্সট্রা পেসারের দিকে ঝুকবে!

আর কোনও কথা নয়। এবার যুদ্ধ। বুধবার থেকে ইংল্যান্ডের (England) ওভালে বিশ্ব টেস্টের ফাইনালে মুখোমুখি হবে ভারত (India) ও অস্ট্রেলিয়া (Australia)। ম্যাচ শুরুর আগে নিজের প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা রেখে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পিচের চরিত্র দেখেই ঠিক হবে তাঁর প্রথম একাদশ। যে পরিমাণ ঘাস এখনও পিচের উপর আছে, তা দেখে জোরে বোলার খেলানোর দিকেই হয়তো ঝুঁকতে পারে ভারত। সেক্ষেত্রে শামি-সিরাজের সঙ্গে দলে আসতে পারেন শার্দুলও। রোহিতের দাবি, সবটাই নির্ভর করছে বুধবারের আবহাওয়ার উপরেই।

অনেক প্রাক্তনই এই ম্যাচে ভারতকে এগিয়ে রাখছেন। বিশেষ করে রিকি পন্টিং, গ্রেগ চ্যাপেলদের দাবি, ধারে ভারে ভারতের ব্যাটিং শক্তি অনেক এগিয়ে। অস্বীকার করার কোনও জায়গা নেই বিরাট কোহলি, শুভমন গিলদের ফর্ম এই ব্যাপারে কথা বলছে। ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি সময় কাটিয়ে এই ম্যাচ খেলবে চেতেশ্বর পূজারা। সুযোগের অপেক্ষায় রয়েছেন অজিঙ্কা রাহানে। তাঁর নেতৃত্বে ভারত শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছে।

এই পরিস্থিতিতে রোহিত জানিয়েছেন, কম্বিনেশন ঠিক কী হবে, তা বুধবারের আবহাওয়া দেখেই ঠিক হবে। তবে যা ইঙ্গিত চার পেসার নিয়েই মাঠে নামতে পারে ভারত। কারণ, ওভালের বাইশগজের ঘাসের যা বহর, তাতে শামি-সিরাজদের উৎসাহ দিতে পারে।

11 months ago
Cancer: ক্যানসারের অস্ত্রোপচারে হারিয়েছিলেন বাকশক্তি, মেয়েকে দেখে কথা ফুটল তরুণীর

বেশিরভাগ ক্যানসার (Cancer) রোগীই আত্মবিশ্বাসের অভাবে ভোগেন। সেইরকমই এক ঘটনা ঘটেছে। তবে এবার ক্যানসারের চিকিৎসা করাতে গিয়ে কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল এক তরুণীর। ক্যানসারের চতুর্থ পর্যায়ের চিকিৎসার সময় অস্ত্রোপচারের করে জিভের ৯০ শতাংশ বাদ গিয়েছিল ইংল্যান্ডের (England) এক তরুণীর। তারপর থেকে কথা বন্ধ। জানা গিয়েছে, ৩৭ বছর বয়সি জেমা উইকসের ছ’বছর ধরে জিভে এক ধরনের অস্বস্তি হচ্ছিল। জিভের উপরে সাদা ক্ষত দেখে তাঁর সন্দেহ হয়। পরে এই ঘটনায় চিকিৎসক (Doctor) জানায়, ওই মহিলার জিভে ও গলায় ক্যানসার হয়েছিল। এমনকি অস্ত্রোপচার করে জিভের একাংশ কেটে বাদ দিতেও হয়েছিল ওই মহিলার। 

এই চিকিৎসকরা জানান, অস্ত্রোপচারের পর পরই কথা বলার শক্তি হারিয়ে ফেলেন তরুণী। তবে চিকিৎসকদের চেষ্টায় তরুণীর বাহু থেকে টিস্যু নিয়ে নতুন জিভ তৈরি করে ফের অস্ত্রোপচার করা হয়। সেই অস্ত্রোপচারের পরেও তরুণীকে কোনও কথা দেখেন না চিকিৎসকরা। কিন্তু মেয়ে ও বরকে দেখে আবার কথা ফুটল ওই মহিলার মুখে।

স্বর ফিরে আসার পর এক সাক্ষাৎকারে জেমা বলেন, ‘‘আমি নিজেই আমার স্বর চিনতে পারি না। তবে ধীরে ধীরে উন্নতি করার চেষ্টা করছি। অস্ত্রোপচারের পর পর লোকে আমার কথা বুঝত না, তবে এখন লোকে আমার কথা বুঝতে পারে।’’

one year ago