Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

ElectionCommissionerSelection

RajyaSabha: নির্বাচন কমিশনার নিয়োগের প্রক্রিয়ায় থাকবেন না প্রধান বিচারপতি, নয়া আইন কেন্দ্রে!

রাজ্যসভায় (RajyaSabha) পেশ করা হল আরও এক বিল। এবার থেকে প্রধান নির্বাচন কমিশনার (Election Commissioner) ও নির্বাচন কমিশনারের নিয়োগের ক্ষেত্রে তিন সদস্যের প্যানেলে থাকবে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (Chief Justice)। এবারে এই বিষয়েই লোকসভায় পেশ করা হল বিল। অর্থাৎ আজ সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পেশ করা হল 'নির্বাশন কমিশনার বিল ২০২৩'। এই বিল পাশ হয়ে গেলেই এটি আইনে পরিণত হবে।

গত মার্চ মাসেই সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল যে, মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বাছাই করার ক্ষেত্রে একটি প্যানেল গঠন করা হবে। আর সেই প্যানেলে থাকবে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও প্রধান বিচারপতি। কিন্তু এবারে সেটিই পরিবর্তিত হয়ে গেল। রাজ্য়সভায় এই বিলের প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনারদের নাম সুপারিশ করবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত একটি প্যানেল। সেই সুপারিশ মেনে রাষ্ট্রপতি তাঁদের নিয়োগ করবেন।

বিলে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পাশাপাশি থাকবে প্রধানমন্ত্রীর মনোনীত মন্ত্রী ও লোকসভার বিরোধী দলনেতা। মোট তিনজন সদস্যের প্যানেল হবে এটি। তবে এই প্রস্তাবে বিরোধীরা এই প্রতিবাদ করেছে। এছাড়াও এই বিল পাশ হয়ে আইন হলে পরবর্তীতে বিচারব্যবস্থা ও দেশের সরকারের মধ্যে সংঘাতের আশঙ্কা বাড়তে পারে বলে আশঙ্কা।

9 months ago