Breaking News
BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!      Jyotipriya: এসএসকেএম-এও নেই স্বস্তি! সিসিটিভি ক্যামেরার নজরাধীন রাখার নির্দেশ আদালতের      CBI: কোথাও বিধায়ক, কাউন্সিলর, কোথাও ব্যবসায়ীর বাড়িতে হানা, রাজ্যজুড়ে ফের সক্রিয় সিবিআই      Mamata Banerjee: 'অনেক বিধায়কের কোটি কোটি টাকা', বিজেপি বিধায়কদের চাঁচাছোলা আক্রমণ মমতার      Amit Shah: লোকসভার আগে বিজেপির শাহী সভা যেন প্রেস্টিজ ফাইট, সভার লাইভ আপডেট     

Election

BJP: উত্তরের বিজয়রথ আটকে গেলো মিজোরামে

প্রসূন গুপ্ত: উত্তর ভারতের গোবলয়ে বিহার, ঝাড়খণ্ড বাদ দিয়ে বাকি সমস্ত রাজ্যে এখন শুধুই গেরুয়া রং। রবিবাসরীয় সারাদিন বিজেপির কেটেছে জয়ের আনন্দে। যদিও ব্যতিক্রম তেলেঙ্গানা থাকলেও লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসকে পর্যদস্তু করে বিজেপি ছিনিয়ে নিয়েছিল রাজস্থান এবং ছত্রিশগড়। যদিও ৫ বছর আগে অবধি মধ্যপ্রদেশ ও ছত্রিশগড় দীর্ঘদিন ধরে তাদেরই কব্জায় ছিল। কিন্তু ২০১৮-র বিধানসভা নির্বাচনে এই দুই রাজ্যের ক্ষমতা হারায় বিজেপি। পরে অবিশ্যি মধ্যপ্রদেশ তারা দখল করে নেয়। রাজস্থানে প্রতি ৫ বছর অন্তর শাসন বদলালেও অন্য দুই রাজ্য কিন্তু বিজেপির ছিল একসময়ে। যাই হোক না কেন সমর সংগ্রামে কংগ্রেসকে পরাজিত করে এখন তিন রাজ্যের ক্ষমতায় বিজেপি। এটা প্রমাণ হয়ে গিয়েছে  গুজরাত সহ গোবলয়ে তারা অপ্রতিরোধ্য। কংগ্রেসের সান্তনা পুরস্কার একমাত্র তেলেঙ্গানা। এরই মধ্যে আরও একটি রাজ্যে ভোট হয়েছিল। মিজোরাম। উত্তরপূর্ব ভারতে প্রতিটি রাজ্যই ছিল বিজেপি অথবা তাদের এনডিএ জোট সঙ্গীদের হাতেই। সকলের অপেক্ষা ছিল মিজোরাম কি ফের এনডিএর হাতে যাচ্ছে?

এতদিন মিজোরামে ক্ষমতায় ছিল মিজো ন্যাশনাল ফ্রন্ট সঙ্গী বিজেপি। এবারের ভোটে পরাস্থ হলো তারা। ৪০ আসন বিশিষ্ট মিজোরাম উত্তর-পূর্ব ভারতের এক প্রান্তে থাকা মনিপুরের পাশেই। সোমবার ছিল এই ছোট্ট রাজ্যের ভোট গণনা। সকাল থেকেই গণনায় এগিয়ে ছিল সরকারি দল এমএনএফ কিন্তু বেলা গড়াতে দেখা গেলো তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জেডপিএম বা জোরাম পিউপলস মুভমেন্ট তাদের পিছনে ফেলতে শুরু করে। শেষ পর্যন্ত ফলাফল হয়,

এমএনএফ - ১০ 

বিজেপি - ২ 

জেডপিএম - ২৭ 

কংগ্রেস - ১ 

কাজেই একক সংখ্যাগরিষ্ঠ হয়ে তারাই সরকার গড়তে চলেছে। অবিশ্যি এনডিএর পরাজয়ের অন্যতম কারণ মনিপুরের রক্তাক্ত জাতপাত গোষ্ঠীদ্বন্দ্বের পরিণাম  মুখ্যমন্ত্রীর অন্যতম দাবিদার লালুভুওমা ইতিমধ্যেই রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গড়ার দাবি জানিয়েছেন। এই সপ্তাহেই নতুন সরকার শপথ নেবে বলেই খবর।এই জেডিপিএম দলটির বয়স মাত্র ৫ বছর এবং অনেকটা আপ পার্টির ধাঁচের দল।

7 hours ago
Mizoram: ভোটগণনা শুরু মিজোরামে, এগিয়ে রয়েছে জেডপিএম

ভোটগণনা শুরু হয়ে গিয়েছে মিজোরামে। গণনার শুরুতেই এগিয়ে রয়েছে প্রধান বিরোধী জ়োরাম পিপলস‌্ মুভমেন্ট, জেডপিএম। এমএনএফ-কে পিছনে ফেলে দিয়েছেন তাঁরা। অন্যদিকে কংগ্রেস এগিয়ে রয়েছে ৫ আসনে। প্রাথমিক ট্রেন্ড অন্তত সেরকমই বলছে।

বেশিরভাগ সমীক্ষা বলছে, এবার মিজোরামে সরকার গঠনের ক্ষেত্রে পাল্লা ভারী জেডপিএমের দিকেই। কিন্তু, ইতিহাস বলছে, প্রতি দশবছরে মিজোরামে সরকার পাল্টায়। সেক্ষেত্রে, এমএনএফ-এর সবে ৫ বছর হয়েছে। তাহলে, চিরাচরিত ধারা বজায় রেখে এবারও সিংহাসন নিজেদের দখল রাখতে পারবে, এমএনএফ ? তার উত্তর মিলবে ভোটের ফল প্রকাশের পরই।

৪০ আসনের বিধানসভা। তার মধ্যে ৩৩টি আসনে গণনা শুরু হয়েছে। প্রাথমিক ট্রেন্ডে ১৭টি আসনে এগিয়ে রয়েছে জেডপিএম। এমএনএফ এগিয়ে রয়েছে ১১টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৫টি আসনে।

14 hours ago
Shakib: বাংলাদেশের সংসদ নির্বাচনে লড়াই করবেন শাকিব, কোন দলের হয়ে লড়বেন ক্রিকেট তারকা!

বাংলাদেশের সংসদ নির্বাচনে লড়াই করবেন শাকিব আল হাসান। বাংলাদেশের শাসক দল আওয়ামী লিগের হয়ে লড়াই করবেন শাকিব। নিজের ঘরের আসন মাগুরা-১ থেকে নির্বাচনে লড়বেন শাকিব। আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে নির্বাচন।

গত ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে আঙুলে চোট পান শাকিব। কবে জাতীয় দলে ফিরবেন, তা এখনও অনিশ্চিত। মঙ্গলবার থেকে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর শুরু। ওয়ানডে থেকে নেতৃত্ব ছাড়লেও বাংলাদেশের টি-টোয়েন্টি টিমের অধিনায়ক শাকিবই। ২৭ ডিসেম্বর থেকে শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি -টোয়েন্টি সিরিজ। ওই সময় নির্বাচনের প্রচারও জোরকদমে চলবে। তাই শাকিব কি করবেন, তা নিয়ে ধন্দ সব মহলেই।

এর আগে বাংলাদেশের অধিনায়ক মাশরাফে মোর্তাজা নির্বাচনে লড়াই করে সাংসদ হয়েছিলেন। সেই পথেই এগোলেন শাকিব। এবারও টিকিট পেয়েছেন মোর্তাজা। পাশাপাশি জনপ্রিয় অভিনেতা ফিরদৌসকেও প্রার্থী করা হয়েছে।

a week ago


TMC: বাংলাদেশের সাধারণ নির্বাচনে এবার নতুন চমক, স্বীকৃতি পেল নতুন দল তৃণমূল

বাংলাদেশেও এবার তৃণমূল। আগামী বছরের সাত জানুয়ারি হবে দেশের সাধারণ নির্বাচন। তার আগে সামনে এল নতুন এই রাজনৈতিক দল। যার নাম তৃণমূল বিএনপি। যেখানে যোগ দিয়েছেন শাসক-বিরোধী উভয়পক্ষের নেতা, কর্মীরা।

২০১৫ সালে প্রথমবার খালেদা জিয়ার বিএনপি ভেঙে বাইরে চলে আসেন সমশের মবিন চৌধুরী এবং তৈমুর আলম খন্দকার। দেশের সাধারণ নির্বাচনের আগে তাঁদের এই দলকে রাজনৈতিক স্বীকৃতি দেওয়া হয়েছে।

এই  সপ্তাহ থেকে ভোটে মনোনয়ন পাওয়ার জন্য ইচ্ছুকদের আবেদন গ্রহণ শুরু করেছে তৃণমূল বিএনপি। ইতিমধ্যেই আওয়ামী লিগ, বিএনপি এবং জাতীয় পার্টির প্রাক্তন সাংসদ নতুন দলে যোগ দিয়েছেন। এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে বেশ কিছু অরাজনৈতিক সংগঠনও। 

a week ago
Rahul Gandhi: ভোটের দিনই এক্স-এ প্রচার! রাহুলের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিজেপির

আজ, শনিবার রাজস্থান বিধানসভা নির্বাচন (Rajasthan Assembly Election 2023)। কড়া নিরাপত্তা বলয়ে শুরু হয়েছে ভোটগ্রহণ। কিন্তু তার মাঝেই জাতীয় নির্বাচন কমিশনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে চিঠি দিয়ে অভিযোগ দায়ের করল কেন্দ্রীয় বিজেপি। জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া নিয়ম লঙ্ঘন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ভোটের দিনই প্রচার করে ভারতের নির্বাচন বিধি ভঙ্গ করার অভিযোগে তাঁর এক্স অ্যাকাউন্টও সাসপেন্ড করারও দাবি বিজেপির।

রাহুল গান্ধীর এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। জানা গিয়েছে, ভোট শুরুর ঠিক আগে এক্স প্ল্য়াটফর্মে একটি পোস্টে রাজস্থানে দলের জনমুখী প্রকল্প ঘোষণার কথা তুলে ধরে রাজস্থানের ভোটারদের সরাসরি কংগ্রেসকে ভোট দেওয়ার কথা লেখেন সাংসদ রাহুল গান্ধী। ভারতের নির্বাচন বিধি ভঙ্গ করে পোস্ট করেছেন বলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।


বিজেপি অভিযোগ করেছে, রাজস্থান নির্বাচনের প্রচারপর্বের জন্য যে সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন, তা লঙ্ঘন করেই আজ তাঁর দলের হয়ে প্রচার করা হয়েছে। তাই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১ লঙ্ঘনের অভিযোগে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিজেপি।

a week ago


Election: গেহলট বনাম বিজেপি, কড়া নিরাপত্তায় ভোট শুরু রাজস্থানে

কড়া নিরাপত্তার মধ্যেই ভোট শুরু হল ২০০ আসনের রাজস্থানে। প্রতি পাঁচ বছর অন্তর এই রাজ্যে পালাবদলের দস্তুর। তাই রাজনৈতিক মহল, এবারও তাকিয়ে মরুরাজ্যের দিকে। লোকসভা ভোটের আগে এই রাজ্য চ্যালেঞ্জ বিজেপির কাছে। চ্যালেঞ্জ কংগ্রেসের কাছেও। পাঁচ বছর আগে ১০০ আসন জিতে জয়পুরে মসনদের বসেছিলেন কংগ্রেসের বর্ষীয়ান অশোক গেহলট। এবার তাঁর দিকেই তাকিয়ে দিল্লি।

২০০ আসনের মধ্যে কংগ্রেসের প্রার্থী ১৯৮ জন। বিজেপি এবার প্রার্থী দিয়েছে ১৯৯ আসনে। ভোটের আগে বেশ কিছু জনমত সমীক্ষায় পালাবদলের ইঙ্গিত দেওয়া হয়েছে। ঝালরাপাটন কেন্দ্রে বিজেপির মুখ বসুন্ধরা রাজে। এছাড়া বেশ কয়েক সাংসদকেও বিধানসভার ময়দানে নামিয়েছে বিজেপি। তাঁদের মধ্যে রয়েছেন অলিম্পিক পদকজয়ী জয়পুর গ্রামীণ কেন্দ্রের সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর।

গত বছর হিমাচলে ক্ষমতায় থেকেও ক্ষমতা ধরে রাখতে পারেনি বিজেপি। এবার রাজস্থানে কংগ্রেসের ভাগ্য সেইদিকে বাঁক খাবে ? ডিসেম্বর মাসের তিন তারিখ ইভিএমের বাক্স খুললে সেটা বোঝা যাবে। তার আগে কড়া নিরাপত্তায় ভোট চলছে রাজস্থানে।

a week ago
Rajiva Sinha: আদালত অবমাননা মামলায় হাজিরা রাজীব সিনহার, উত্তর দিতে আরও সময় দিল হাইকোর্ট

আদালত অবমাননা মামলায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে উত্তর দেওয়ার আরও সময় দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীদের করা মামলায় আদালত অবমাননার অভিযোগ ওঠে রাজীব সিনহার (Rajiv Sinha) বিরুদ্ধে। আদালতের নির্দেশ না মেনে অবমাননা করা হয়েছে বলেই পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। সেই কারণেই তাঁর বিরুদ্ধে রুল জারি হয় ও আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়। আজ অর্থাৎ শুক্রবার এই মামলার শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতির টি এস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ আদালত অবমাননার রুলের উত্তর দিতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দিল রাজীবকে।

আজ অর্থাৎ শুক্রবার সকাল ১০টা নাগাদ আদালতে সশরীরে হাজিরা দেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। রাজ্য নির্বাচন কমিশনারকে ২৪শে নভেম্বর সশরীরে হাজিরা দিয়ে আদালত অবমাননার বিষয়টি ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কিন্তু এদিন অর্থাৎ শুনানির দিন রুলের উত্তর দেওয়ার জন্য সময়ের আর্জি জানালে প্রধান বিচারপতির বেঞ্চ তাঁকে সময় দেয়। এছাড়াও জানানো হয়েছে, হলফনামার মাধ্যমে তাঁকে দিতে হবে উত্তর।

এদিন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রুলের উত্তর দিতে আরও সময় দেওয়া হল নির্বাচন কমিশনারকে। ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হল কমিশনারকে। তার মধ্যে তাঁকে উত্তর দিতে হবে। ৮ জানুয়ারির মধ্যে শুনানি শেষ করতে হবে। ওই দিন এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে ডিভিশন বেঞ্চ। তবে প্রয়োজনে ফের তাঁকে হাইকোর্টে ডাকা হতে পারে এমনটাই জানিয়েছে হাইকোর্ট।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে আদালতের একাধিক নির্দেশ অবমাননা করেছেন, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বিরুদ্ধে এমনটা দাবি করেই আদালতে অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী নেতারা আদালত অবমাননা করা হয়েছে বলেই পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।

2 weeks ago
High Court: ভোট পরবর্তী ক্ষতিপূরণ মামলায় ৫ বিচারপতির বেঞ্চ গঠন হাইকোর্টের

২০২১-এর পরবর্তী হিংসার স্মৃতি এখনও দগদগে রাজ্যবাসীর মনে। যা নিয়ে জল গড়ায় আদালত পর্যন্ত। সেই মামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু সেই নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ। ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় আদালত অবমাননার অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানির জন্য পাঁচ বিচারপতির বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্ট।

রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল। ওই মামলা শুনবে নতুন বৃহত্তর বেঞ্চে। এই বেঞ্চে হাইকোর্টের দুই প্রবীণ বিচারপতিকে যুক্ত করা হয়েছে। নতুন বৃহত্তর বেঞ্চে থাকবেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি চিত্তরঞ্জন দাশ, বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী। ক্ষতিপূরণ না মেলা পর্যন্ত আইনি লড়াই চলবে জানিয়ে দেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

২০২১ সালে বিধানসভা নির্বাচন পরে ‘ভোট পরবর্তী হিংসা’র অভিযোগ তুলে হাইকোর্টে একগুচ্ছ জনস্বার্থ মামলা দায়ের হয়। ওই বছর ১৯ অগস্ট ওই মামলাগুলিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ। একই সঙ্গে আদালত জানিয়েছিল, ভোট পরবর্তী হিংসা’র ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে। যদিও আদালতের নির্দেশ মানা হচ্ছে না বলে অভিযোগ উঠে। ফের আদালতের দ্বারস্থ হন মামলাকারীরা। সেই মামলাতেই নতুন বেঞ্চ গঠন কলকাতা হাইকোর্টের।

2 weeks ago


Camping: লোকসভা ভোটের আগে সরকারি প্রকল্পের প্রচারে চা-বলয়ে বিশেষ শিবির তৃণমূলের

দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই রণকৌশল সাজাচ্ছে ঘাসফুল শিবির। এবার তৃণমূল নেতৃত্ব বিশেষ ভাবে জোর দিচ্ছে উত্তরবঙ্গের চা বলয়ে। কারণ, বিধানসভা, পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গে ব্যাপক সাফল্য পেলেও লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে ঘাসফুল শিবিরের। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে খালি হাতেই ফিরতে হয়েছে বাংলার শাসকদলকে। এই ট্রেন্ড বদলাতে এবার মরিয়া তৃণমূল নেতৃত্ব। ঘাসফুল শিবির বিশেষ করে জোর দিচ্ছে উত্তরবঙ্গের চা বলয়ে। সেই লক্ষ্যে উত্তরবঙ্গের সব চা-বাগানে বিশেষ শিবির করবে বাংলার শাসকদল। সেখানে লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোটারদের সামনে তুলে ধরা হবে। থাকবেন দলের শীর্ষ নেতারা।

উত্তরবঙ্গে তৃণমূলের ভিত বরাবরই নড়বড়ে। দক্ষিণবঙ্গে বিগত বেশ কয়েকটি লোকসভা নির্বাচনে ঘাসফুল শিবির হৈ হৈ করে জিতে গেলেও উত্তরবঙ্গে তাঁদের হোঁচট খেতে হয়েছে। আর গত লোকসভা নির্বাচনে তো উত্তরবঙ্গে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তবে বিধানসভা, পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করেছে ঘাসফুল শিবির। আর তাই আসন্ন লোকসভা ভোটকে নিয়ে আশায় বুক বাঁধছে বাংলার শাসকদল। এ নিয়ে বেশ কিছু কর্মসূচিও তাঁরা নিয়েছে। কিন্তু এত কিছুর পরেও তাঁদের এই প্রয়াস কি ফলপ্রসু হবে ? নাকি গত লোকসভা ভোটের মতো উত্তরবঙ্গে মুখ পুড়বে বাংলার শাসকদলের ?  উত্তর মিলবে লোকসভা ভোটের ফলে।

2 weeks ago
Election: এগারোশো কোম্পানির চেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী লোকসভায়! ইঙ্গিত জাতীয় নির্বাচন কমিশনের

শেষ বিধানসভা নির্বাচনে রাজ্যে এসেছিল প্রায় এগারোশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আসন্ন লোকসভা নির্বাচনে তার থেকেও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে এই রাজ্যে, এমনটাই ইঙ্গিত জাতীয় নির্বাচন কমিশনের। কারণ, জাতীয় নির্বাচন কমিশন ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত ঘটে যাওয়া সব নির্বাচনের তথ্য সংগ্রহ করে রেখেছে। যার ভিত্তিতেই কমিশনের এই ইঙ্গিত।

সম্প্রতি রাজ্যে শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন। আর তাতে যে ছবি ধরা পড়েছে তা গোটা দেশবাসীর কাছে দিনের আলোর মতো পরিস্কার হয়ে গিয়েছে। রাজ্য প্রশাসনের ভূমিকার নিরিখে জাতীয় নির্বাচন কমিশন এখন থেকেই কোমড় বাঁধতে শুরু করেছে। যাতে করে রাজ্যের মানুষ বাড়ি থেকে বেরিয়ে নিজের ভোট নিজেই দিতে পারেন স্বাধীনভাবে। আর তার জন্য যা যা করার দরকার এবার জাতীয় নির্বাচন কমিশন সেটা করার জন্য সবরকম পদক্ষেপ করতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে।

শেষ তিন বছরের উত্তেজনাপ্রবণ এলাকা থেকে শুরু করে সবকিছুই নিজেদের হাতের মুঠোয় রেখেছে কমিশন। এখন শুধু সময়ের অপেক্ষা লোকসভা নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার। তারপরেই কমিশন এবার যে ভূমিকা নিতে চলেছে তাতে অনেকেই একদিকে যেমন একই ঘটনার পুনরাবৃত্তি করতে বারবার ভাববেন, অন্যদিকে যাঁরা  চান নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে তাঁরা এবার স্বাচ্ছন্দে ভোট দিতে পারবেন। গোটা দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার পাশাপাশি পশ্চিমবঙ্গের উপর বিশেষভাবে নজরদারি করছে জাতীয় নির্বাচন কমিশন। সেই জায়গায় দাঁড়িয়ে আসন্ন লোকসভা নির্বাচনে জাতীয় নির্বাচন কমিশন সেই গণতন্ত্র কে ফিরিয়ে আনতে কতটা সক্ষম হয় সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন।

2 weeks ago


Chattisgarh: ভোট গ্রহণ শুরু হতেই মাওবাদী হামলা ছত্তিশগড়ে, আহত এক জওয়ান

আশঙ্কাই সত্যি হল। ভোটগ্রহণ পর্ব শুরু হতেই আইইডি বিস্ফোরণে কেঁপে উঠল ছত্তিশগড়। ঘটনায় জখম হয়েছেন এক সিয়ারপিএফ জওয়ান। ঘটনাটি ঘটেছে সুকমা জেলার এলমাগুন্ডা বুথ সংলগ্ন এলাকায়।

ছত্তিশগড়ের ৯০টি আসনের মধ্যে ২০টি আসনে ভোটগ্রহণ মঙ্গলবার। নির্বাচনের শুরু থেকেই মাওবাদী হামলা নিয়েই সবথেকে বেশি চিন্তায় রয়েছে প্রশাসন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। কিন্তু তারই মাঝে আইইডি বিস্ফোরণ হয় এদিন সকালে। ছত্তিশগড়ের পাশাপাশি মিজ়োরামেও ভোটগ্রহণ হচ্ছে। সেখানকার মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা ভোট দিতে গেলেও যান্ত্রিক ত্রুটি থাকার কারণে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ভোট শুরু হতেই টুইটে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিকে রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার জন্য নিজের এক্স হ্যান্ডেলে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাঁরা প্রথমবার ভোট দেবেন তাঁদের শুভেচ্ছাও জানিয়েছেন। পাশাপাশি এক্স হ্যান্ডেলে বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

4 weeks ago
Ration: আরও পাঁচ বছর বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

আগামী আরও পাঁচ বছর বিনামূল্যে রেশন (Ration) দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শনিবার ছত্তিশগড়ের দূর্গে গিয়ে তাঁর ঘোষণা, বিজেপি সরকার ঠিক করছে আগামী আরও পাঁচ বছর দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন বণ্টন করা হবে। মানুষের ভালবাসা তাঁকে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।

আগামী সপ্তাহে বিধানসভা ভোট ছত্তিশগড়ে। তার আগে শনিবার সে রাজ্যে প্রচারে গিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি জনতার উদ্দেশে বলেন, "আমি সিদ্ধান্ত নিয়েছি, বিজেপি সরকার দেশের ৮০ কোটির বেশি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প আরও ৫ বছর বাড়িয়ে দেবে। মানুষের ভালবাসা এবং আশীর্বাদ সব সময় আমাকে পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়।" তবে, রাজনৈতিক মহলের মতে, ছত্তিশগড়ে বিজেপির পালে হাওয়া টানতে প্রধানমন্ত্রীর এই কৌশল ঘোষণা। 

উল্লেখ্য, ২০২০ সালে কোভিড অতিমারির সময় মোদী সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা। এর অধীনেই মাথা পিছু ৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয়েছিল। সেই প্রকল্পকেই আগামী পাঁচ বছর চালু রাখার ঘোষণা শনিবার করেছেন প্রধানমন্ত্রী মোদী।

4 weeks ago
Kangana: একের পর এক ছবি ফ্লপ, তবে কি রাজনীতিতেই পদার্পণ করতে চলেছেন কঙ্গনা! জানালেন নিজেই

বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে বলিউড কুইন কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) ছবি 'তেজস' (Tejas)। এককথায় 'সুপারফ্লপ' এই ছবি। আর এরই মাঝে রাজনীতিতে পদার্পণ করার ইঙ্গিত দিলেন খোদ অভিনেত্রী। আর এই নিয়েই শুরু জল্পনা। শুক্রবার বিখ্যাত কৃষ্ণ মন্দির গুজরাতের দ্বারকাধীশে পুজো দিতে গিয়েছিলেন কঙ্গনা রানাউত। সেখানেই সাংবাদিক প্রশ্ন করেন যে তিনি আগামী লোকসভা ভোট লড়বেন কিনা। তখনই তিনি  বলেন, 'শ্রীকৃষ্ণের কৃপা হলে লড়ব।'

'তেজস' মুক্তির আগেও ভগবানের দর্শনে গিয়েছিলেন তিনি। এবার ছবি মুক্তি পাওয়ার পর সাফল্যের কামনা করেও মন্দির দর্শনে গিয়েছেন তিনি। আর সেখানে গিয়েই অন্য এক পেশার সঙ্গে জড়িত হওয়ার আভাস দিলেন তিনি। গুজরাতের দ্বারকাধীশে পুজো দিয়ে প্রার্থনা করেন মন ভরে। এর পর সেখানেই তাঁকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেন যে, লোকসভা ভোটে লড়বেন কি না তিনি, অভিনেত্রী উত্তর দেন, 'শ্রীকৃষ্ণের কৃপা হলে লড়ব।' একইসঙ্গে তিনি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের প্রশংসা করে বলেন, '৬০০ বছরের সংগ্রামের পর' অবশেষে তাঁরা অযোধ্যায় ঈশ্বর রামের মূর্তি স্থাপন করতে সক্ষম হচ্ছেন।

একদিকে একের পর এক ছবি ফ্লপ, তারই মধ্যে রাজনীতিতে প্রবেশ করার আভাস বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। তবে কি তিনি সত্যিই লোকসভা নির্বাচনে লড়বেন কিনা তা সময় আসলেই দেখা যাবে।

4 weeks ago


India Alliance: মধ্যপ্রদেশে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হতেই ফাটল ইন্ডিয়া জোটে!

মধ্যপ্রদেশ নির্বাচনের নির্ঘন্ট ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। এর মাঝেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। এদিকে ভোটের দিনক্ষণ সামনে আসতে ইন্ডিয়া জোটে ফাটল! টিকিট বণ্টন নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে দড়ি টানাটানি অব্যাহত। মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ১৭ নভেম্বর মধ্যপ্রদেশে ভোটগ্রহণ। ভোট গণনা হবে ৩রা ডিসেম্বর। লোকসভা নির্বাচনের আগেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন যেন ইণ্ডিয়া জোট ও বিজেপির কাছে সেমিফাইনাল।

মধ্যপ্রদেশে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির (এসপি) মধ্যে জোটের সম্ভাবনা ইতিমধ্যেই শেষ হয়েছে। কংগ্রেস মধ্যপ্রদেশ সহ তিনটি রাজ্যের প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। আসলে, মধ্যপ্রদেশের সাতটি আসনের মধ্যে যেগুলিতে সমাজবাদী পার্টি তাদের প্রার্থী দিয়েছে, কংগ্রেসও সেই আসনগুলির মধ্যে চারটিতে প্রার্থী দিয়েছে। এসপি আরও নয়জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। যে চারটি আসনে কংগ্রেস এবং সমাজবাদীপার্টি উভয়ই প্রার্থীর নাম ঘোষণা করেছে সেগুলি হল চিত্রাঙ্গী, মেহগাঁও, ভান্ডার এবং রাজনগর। গতবার চিত্রাঙ্গী ছাড়া তিনটি আসনেই জিতেছিল কংগ্রেস। ভোপাল এবং লখনউয়ের এসপি নেতৃত্বও ক্ষুব্ধ যে কংগ্রেসও ছতরপুর জেলার বিজাওয়ার থেকে প্রার্থী দিয়েছে, যেখানে ২০১৮ সালের নির্বাচনে সমাজবাদী পার্টি জিতেছিল। যদিও এই আসন থেকে এখনও প্রার্থী ঘোষণা করেনি অখিলেশের দল।

মধ্যপ্রদেশের সমাজবাদী পার্টি প্রধান রামায়ণ সিং প্যাটেল বলেছেন, কংগ্রেসের সঙ্গে জোটের সব সম্ভাবনা শেষ। কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আমাদের কিছু কথা হয়েছিল, কিন্তু সব শেষ হয়ে গেল রবিবার। আমরা নিজেরাই আসনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং আগামী বছরের নির্বাচনেও ভাল পারফর্ম করব। অখিলেশ যাদবের ঘনিষ্ঠ বলে মনে করা একজন প্রবীণ নেতাও কংগ্রেস সম্পর্কে একই রকম মন্তব্য করেছেন এবং অসন্তোষ প্রকাশ করেছেন। অখিলেশের ঘনিষ্ঠ এক এসপি নেতা একটি বড় অভিযোগ করেছেন এবং বলেছেন যে কংগ্রেস বিজেপিকে হারাতে চায় না। তিনি বলেছেন যে সমাজবাদী পার্টি কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছে, কিন্তু তারা বিজেপিকে হারাতে জোট গঠনে আগ্রহী নয়। মনে হচ্ছে বিজেপি নয়, এসপিকে হারানোই কংগ্রেসের লক্ষ্য।

তিনি বলেন, “মধ্যপ্রদেশে আমরা একাই নির্বাচনে লড়ব। কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা হয়েছিল এবং আমরা স্পষ্ট করে দিয়েছিলাম ১০ টি আসন আমাদের চাই। কিন্তু কংগ্রেস আরও কম আসন রফা করে। তারপর হঠাৎ করে আমাদের না জানিয়ে কীভাবে প্রার্থীপদ ঘোষণা করল কংগ্রেস”? সমাজবাদী পার্টির আরেক নেতা বলেছেন, যে দল মধ্যপ্রদেশের ৩০ থেকে ৩৫টি আসনে প্রার্থী দিতে চলেছে। বিজাওয়ার আসন নিয়েই চিন্তায় রয়েছে দল। ইতিমধ্যেই কংগ্রেস চরণ সিং যাদবকে সেই আসনের টিকিট দিয়েছে।

2 months ago
Assembly Election: ৪০০ টাকায় পাওয়া যাবে রান্নার গ্যাস, ভোটের মুখে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর!

এবারে রান্নার গ্যাস পাওয়া যাবে মাত্র ৪০০ টাকায়! এমনটাই ঘোষণা করা হল দেশেরই এক রাজ্যে। সূত্রের খবর, তেলেঙ্গানায় (Telangana) এমনটা ঘোষণা করেছেন খোদ সে রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrasekhar Rao)। চলতি বছরের নভেম্বরেই তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন (Assembly Election 2023), তার আগেই রান্নার গ্যাসের দাম ৪০০ টাকা করা হবে বলে ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, ৯৩ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা দেওয়ার ঘোষণাও করলেন তিনি।

আগামী মাসেই বিধানসভা নির্বাচন। ফলে জোরকদমে শাসক ও বিরোধী দল প্রচার শুরু হয়েছে। একদিকে বিরোধী দল বিজেপি যেমন দুর্নীতির অভিযোগ তুলে প্রচার শুরু করেছে, তেমনই মসনদ ধরে রাখতে জনদরদী প্রকল্পকেই হাতিয়ার করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

সূত্রের খবর, রবিবার বিকালে হাসনাবাদে নির্বাচনী প্রচারে গিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি দেন কেসিআর। সেখান থেকেই কে চন্দ্রশেখর রাও ঘোষণা করেন, বিআরএস পুনরায় সরকার গঠন করলে রাজ্যবাসীকে ৪০০ টাকায় গ্যাস সিলিন্ডার থেকে ৯৩ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা দেওয়া হবে। আবার রাজ্যের বিপিএল-ভুক্ত ৯৩ লক্ষ পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা করার প্রতিশ্রুতি দিয়েছেন কেসিআর। এছাড়াও তেলেঙ্গানার দলিত পরিবারদের ১০ লক্ষ টাকা দেওয়া হবে বলেও জানান তিনি।

2 months ago