Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

EktaKapoor

Ekta: বড়সড় আইনি জটিলতায় একতা কাপুর, প্রযোজকের বিরুদ্ধে কোর্টের গ্রেফতারি পরোয়ানা

বিহারের এক আদালতে (Bihar Court) বড়সড় আইনি জটিলতায় বলিউড প্রযোজক একতা কাপুর এবং তাঁর মা শোভা কাপুর। সম্প্রতি মা-মেয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বেগুসরাইয়ের আদালত। একতার প্রযোজনা সংস্থা বালাজি ফিল্মসের ব্যানারে তৈরি নতুন সিরিজে সেনা এবং তাঁদের পরিবারকে অসম্মান করেছেন। এই অভিযোগে একতা এবং শোভা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের।

জানা গিয়েছে, বিহারের বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী শম্ভু কুমারের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ কোর্টের। অভিযোগ, একতা তাঁর এক সিরিজ়ের মধ্যে জওয়ান পরিবারের অনুভূতিকে আঘাত করেছেন। বালাজির সেই ওয়েব সিরিজের বিষয় এবং একাধিক আপত্তিকর দৃশ্যের বিরোধিতা করে আদালতে দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন সেনাকর্মী শম্ভু।

তবে এই ঘটনার জন্য বেশ কয়েক বার ক্ষমাও চেয়েছেন একতা। কিন্তু তারপরেও কেন জারি করা হল গ্রেফতারি পরোয়ানা? জানা গিয়েছে, কোর্টের তলবে হাজিরা না দেওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি।

one year ago
Ekta: যুব সমাজকে কলুষিত করছেন! 'ট্রিপল এক্স' ওয়েব সিরিজ নিয়ে একতা কাপুরকে সুপ্রিম ভর্ৎসনা

সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার শিকার হলেন 'টেলিভিশন ক্যুইন' একতা কাপুর (Ekta Kapoor)। শুক্রবার প্রযোজক-পরিচালক একতা কাপুরের ওয়েব সিরিজ 'এক্স এক্স এক্স'(XXX)-এর বিষয়বস্তুকে তীব্র আপত্তিকর আখ্যা দিয়ে সমালোচনা করেন সুপ্রিম কোর্টের (Supreme Court) দুই বিচারপতি। এই সিরিজে অত্যন্ত আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে বলেও উল্লেখ করে শীর্ষ আদালতে। সম্প্রতি একতা এবং তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল বিহারের (Bihar) বেগুরসরাই আদালতের পক্ষ থেকে। এবং সেই মালমার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন 'বালাজি টেলি ফ্লিমস'এর মালকিন তথা জিতেন্দ্র কন্যা একতা কাপুর। সেই মামলার শুনানি হয় ১৪ অক্টোবর, শুক্রবার। আর সেখানেই আদালতের ভর্ৎসনার শিকার হন একতা।

সুপ্রিম কোর্টে বিচারপতি অজয় রস্তোগি এবং সিটি রবিকুমারের বেঞ্চে শুনানি হয় এই মামলার। সেখানে বিচারকদের মন্ত্যব্য, "আপনি দেশের যুব সমাজকে কলুষিত করছেন। এই সিরিজ সকলের জন্য উপলব্ধ। দর্শকদের কী বেছে নিতে বলছেন?" উল্লেখ্য, একতা কাপুরের প্রযোজনা সংস্থার একটি ওয়েব সিরিজ 'এক্স এক্স এক্স' সম্প্রচারিত হয় তাঁরই ওটিটি প্ল্যাটফর্ম 'অল্ট বালাজি'তে। 

আর সেখানে ভারতীয় সেনাবাহিনী ও তাঁদের পরিবার নিয়ে আপত্তিকর কিছু দৃশ্য দেখানো হয়েছিল বলে অভিযোগ। সেক্ষেত্রে সেনাবাহিনীর গরিমা এবং তাঁদের পরিবারের ভাবাবেগে তীব্র আঘাত লেগেছে বলে মনে করছেন ওয়াকিবহালমহলের একাংশ। এই ঘটনাকে কেন্দ্র করেই একতা কাপুর এবং তাঁর মায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 

যদিও এবিষয়ে একতা কাপুরের আইনজীবী মুকুল রোহতগি প্রথমে পাটনা হাইকোর্টে এবং পরে সুপ্রিম কোর্টে এই মামলার জন্য আবেদন জানান। আদালতে তিনি জানিয়েছেন, 'এই গোটা বিষয়টি সাবস্ক্রিপশন ভিত্তিক, তাই দর্শক নিজেদের মতো করেই এই শো দেখবেন কিনা তা বেছে নিতে পারবেন।' তবে শীর্ষ আদালত এবিষয়ে তিরস্কার করে জানিয়েছে, 'সাধারণ মানুষ ন্যায়ের আশায় আদালতে আসেন। এর আগেও এরকম বিষয় নিয়ে শীর্ষ আদালতের কাছে এসেছিলেন একতা কাপুর। কিন্তু প্রতিবার এরকম বরদাস্ত করা হবে না। পরের বার এরকম হলে উপযুক্ত জরিমানা ধার্য করা হবে।'

2 years ago
Ekta: খান ত্রয়ী নয়, বরং একতা কাপুর বলিউডের এই সুপারস্টারের সঙ্গে কাজ করতে চেয়েছেন, কে জানেন

তিন জনপ্রিয় ‘খান'-এর সঙ্গে কাজ করা বলিউডের বহু পরিচালকের কাছেই স্বপ্ন বলে মনে হতে পারে। কিন্তু একতা কাপুর বড় কিংবা ছোটপর্দার প্রযোযক হিসাবে খুবই জনপ্রিয়। তিনি চাইতেন অমিতাভকে নিয়ে সিনেমা করবেন। তাই গুডবাই সিনেমায় তাঁর এই স্বপ্নপূরন।

মঙ্গলবার শুভমুক্তি পেয়েছে 'গুডবাই' ছবির ট্রেলর। এই অনুষ্ঠানে একতা অমিতাভের প্রতি তাঁর ভাল লাগার কথা জানিয়েছেন। বলিউডের শাহেনশা বিগ বি। যে দিন থেকে তিনি সিনেমা প্রযোয়না শুরু করেন, সেদিন থেকেই একতা বিগ বি-কে নিয়ে কাজের স্বপ্ন দেখেন। এতদিনে পূর্ন হল তার এই আশা।

একতার প্রযোজনায় ‘গুডবাই’ ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা এবং রশ্মিকা মন্দানা। তামিলের ছবি ‘পুষ্পা’য় রশ্মিকার অভিনয় জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন মহলে। ভারতীয় সিনেমাপ্রেমীরা দক্ষিণের এই অভিনেত্রীকে এক ডাকে চেনে। বলিউডের শাহেনশা বিগ বি-র সঙ্গে অভিনয় করতে পেরে খুব খুশি।

এই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন আমিতাভ বচ্চন। ‘গুডবাই’-এর ট্রেলর লঞ্চের অনুষ্ঠানে অমিতাভের সামনেই একতা বলেন, 'বাবা জিতেন্দ্রর সঙ্গে তিনি বচ্চন বাড়ি যেতেন। অমিতজির বাড়িতে যখন যেতেন, তখন ওনার দিকে হাঁ করে তাকিয়ে থাকতেন জিতেন্দত কন্যা।' তারপরেই একতা ছোটবেলার সেই ভালো লাগার পাত্রর সঙ্গে কাজ করছেন একতা কাপুর। এই অভিজ্ঞতা তিনি সারাজীবনেও ভুলবেন না।

2 years ago