Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Egypt

Dengue: ডেঙ্গির মশা চিনবেন কীভাবে?

শহর ও রাজ্য জুড়ে ডেঙ্গির (Dengue) দাপট। ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়েছেন। মৃত্যুর হারও বেড়ে চলেছে। কিন্তু সতর্ক হবেন কীভাবে! কীভাবে চিনবেন ডেঙ্গি মশা (Dengue Mosquito)। প্রায় সবারই জানা, এডিস ইজিপ্টাই (Aedes Aegypti) নামে এক বিশেষ প্রজাতির মশা এই রোগের বাহক। জেনে নিন, কেমন দেখতে হয় এই মশা।

কেমন হয় ডেঙ্গি মশা? 

এডিস ইজিপ্টি মশা, অর্থাৎ ডেঙ্গির মশা গাঢ় কালো রঙের হয়। পায়ে থাকে সাদা সাদা দাগ। সাধারণ মশার থেকে আকারে ছোট হয় এডিস ইজিপ্টাই। দৈর্ঘ্য মাত্র ৪ থেকে ৭ মিলিমিটার। স্ত্রী মশারা পুরুষদের তুলনায় লম্বা হয়। এরা খুব বেশি উড়তে পারে না।

কখন দাপট বাড়ে ডেঙ্গি মশার?

ডেঙ্গির মশা বেশিরভাগই দিনের বেলায় কামড়ায়। দিনের বেলায় এই মশা সবথেকে বেশি সক্রিয় থাকে। সূর্য ওঠার দু'ঘণ্টা পর থেকেই দাপট বাড়ায় ডেঙ্গির মশা। ডেঙ্গির মশার বিপদ দিনেই বেশি বলে জানিয়েছে বিশেষজ্ঞ মহলও। সূর্যাস্তের এক ঘণ্টা আগে থেকেই ক্ষমতা কমে এই মশার। তাই দুপুরে সবচেয়ে বেশি ডেঙ্গির মশার উপদ্রব।

7 months ago
Modi: 'মিশর সফর ছিল ঐতিহাসিক', ইজিপ্ট ছাড়ার আগে মোদীর একাধিক চুক্তি প্রেসিডেন্টের সঙ্গে

দু'দিনের মিশর সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারত-মিশর (India-Egypt) দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করাই যে তাঁর এই সফরের উদ্দেশ্য ছিল, তা বোঝাই যাচ্ছে। রবিবার প্রধানমন্ত্রী মোদী ইজিপ্টের প্রেসিডেন্ট এল সিসির সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে একাধিক মউ ও চুক্তি স্বাক্ষর করা হয়েছে দু'দেশের পক্ষে। এগুলো দু'দেশের সম্পর্ক শক্তিশালী করার দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞমহল।

সূত্রের খবর অনুযায়ী, ইজিপ্টের প্রেসিডেন্ট এল সিসির সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক, নিরাপত্তা সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আবার তথ্যপ্রযুক্তি, কৃষি, বাণিজ্যের প্রচার, সংস্কৃতি, শিল্প নিয়ে মউ-চুক্তি স্বাক্ষর করেছেন মোদী। বিনয় কোয়াত্রার মতে, ভারত ও মিশরের মধ্যে 'কৌশলগত অংশীদারিত্ব' এর 'সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী' সহ চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অন্যদিকে মোদীর মিশর সফর সম্পর্কে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী টুইট করেছেন,'আমার মিশর সফর ছিল ঐতিহাসিক। এটি ভারত-মিশর সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং আমাদের দেশের এতে জনগণ উপকৃত হবে৷'

11 months ago
PM Modi: মোদীর মুকুটে ফের নয়া পালক! মিশরের সর্বোচ্চ সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী

ফের মোদীর (Narendra Modi) মুকুটে নয়া পালক। ফের এক দেশের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মিশরের (Egypt) সর্বোচ্চ সম্মান 'অর্ডার অফ দ্য নাইল'-এ (Order of the Nile) ভূষিত করা হয়েছে তাঁকে। মিশরের প্রেসিডেন্ট আবেদল আল ফট্টা এল সিসি (Abdel Fattah El-Sisi) রবিবার তাঁর হাতে এই সম্মান তুলে দিলেন। মার্কিন সফর শেষে দু'দিনের মিশর সফরে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়েই তিনি মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাডবাউলির সঙ্গে বৈঠক করেন। এরপর আজ সেদেশের রাষ্ট্রপতি এল সিসি মোদীর হাতে এই সম্মান তুলে দিলেন। প্রথম ভারতীয় হিসাবে তিনি এই সম্মান পেলেন।

শনিবার সন্ধ্যায় মিশরের কায়রোর বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিমান। তাঁকে স্বাগত জানানোর জন্য সেখানে উপস্থিত ছিলেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাডবাউলি। এরপর সেদিনই বৈঠক করেন তাঁর সঙ্গে। রবিবার রাষ্ট্রপতি এল সিসির সঙ্গেও বৈঠক করেন তিনি। ভারতের সঙ্গে একাধিক মউও সই করেন মিশরের রাষ্ট্রপতি। তারপরেই মোদীর হাতে তুলে দেওয়া হয় সেদেশের সর্বোচ্চ সম্মান। তাঁর গলায় পরিয়ে দেওয়া হয় মেডেল। সবাই করমর্দন করে তাঁকে অভিনন্দন জানান। 

11 months ago


Modi: 'ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে' গানে মোদিকে স্বাগত মিশরে

তিন দিনের মার্কিন সফর সেরে শনিবার পিরামিডের (Pyramid) দেশ মিশর (EGYPT) পৌঁছেছেন প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদী (Narendra Modi)। ২৬ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মিশরে পা রাখলেন। বিমানবন্দরে পা রাখতেই মোদীকে স্বাগত জানাতে আসেন স্বয়ং মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবাউলি। ভারতীয় পোশাকে প্রবাসী ভারতীয় মিশরবাসী 'ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে' গেয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এদিন কায়রো এয়ারপোর্টে সংবর্ধনা এবং 'গার্ড অফ অনার' পাওয়ার পর মোদীজি একটি ভারতীয় হোটেলেই প্রবাসীদের সঙ্গে আলাপচারিতা সারেন। খালি গলায় মহিলার দু'কলি গান বেজায় মনে ধরেছে স্বয়ং প্রধানমন্ত্রীর। মিশরে থাকলেও হিন্দি গানের রীতিমতো চর্চা করেন ভারতীয় বংশোদ্ভূত জিনা।

11 months ago
Egypt: মার্কিন সফর শেষে এবারে মিশরে মোদী, দু'দিনের সফরেও একগুচ্ছ কর্মসূচি প্রধানমন্ত্রীর

তিনদিনের মার্কিন (US) সফর শেষে এবারে মিশরে দু'দিনের সফর করতে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম মিশর (Egypt) সফরে গিয়েছেন তিনি। ফলে এই সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে কায়রো বিমানবন্দরে অবতরণ করে মোদীর বিমান। আজই রাত ৮টা ৪০ মিনিটে মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাডবাউলির (Mostafa Madbouly) সঙ্গে বৈঠক করবেন মোদী। বৈঠক শেষে মিশরে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি। উল্লেখ্য, ১৯৯৭ সালের পর এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী মিশর সফর করছেন।

২৪ জুন মিশরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফলে তাঁকে স্বাগত জানাতে কায়রো বিমান বন্দরে আগে থেকেই পৌঁছে গিয়েছিলেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাডবাউলি। মিশরেও প্রধানমন্ত্রী মোদীর একাধিক কর্মসূচি রয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, এদিন রাতেই মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাডবাউলির সঙ্গে বৈঠকে বসবেন মোদী। আলোচনা করবেন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে। এরপর তিনি সাক্ষাৎ সারবেন মিশরে বসবাসকারী প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে। রবিবার মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতেহ এল সিসির সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

11 months ago


Republic: ৭৪তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মিশরের রাষ্ট্রপতি, কর্তব্যপথে প্রথম কুচকাওয়াজ

৭৪তম প্রজাতন্ত্র দিবস (Republic Day) উদযাপনে অনেক কিছু প্রথমবার দেখল দেশ। প্রথমবার নতুন নামকরণে হওয়া কর্তব্য পথে কুচকাওয়াজ। এ বারই প্রথম প্রধান অতিথির আসনে মিশরের (Egypt President) কোনও রাষ্ট্রপ্রধানকে। পাশাপাশি ছিল মহিলা সেনার মোটরবাইকে কলাকৌশল। এবার প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠানে ছিল দেশি কামানের তোপধ্বনি, বিএসএফের (BSF) মহিলা উটবাহিনী। সবচেয়ে বেশি নজর কেড়েছে ভারতীয় নৌসেনার (Indian Navy) বিমান ইল্যুশিন আইএল-৩৮।

৬০-র সোভিয়েত জমানায় তৈরি এই যুদ্ধবিমান প্রায় সাড়ে চার দশক ধরে ভারতীয় নৌ সেনায় কর্মরত। সমুদ্রে নজরদারি এবং ডুবোজাহাজ ধ্বংসে পারদর্শী সোভিয়েত যুগের এই বিমান এবার ভারতীয় নৌসেনার অস্ত্রসম্ভার থেকে অবসর নিতে চলেছে।


এদিকে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতেহ এল-সিসির সঙ্গে এসেছে মিশরীয় সেনাবাহিনীর একটি দল। তাঁরাও অংশ নিয়েছে কর্তব্যপথের কুচকাওয়াজে। মূলত দিল্লির রাইসিনা হিলসের উপরে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত যে রাস্তার নাম রাজপথ, তা বদলে ‘কর্তব্যপথ’ করার কথা ঘোষণা করেছিলেন তিনি।


নতুন নামকরণের পর এই প্রথম বার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হল সেই পথে। এই কুচকাওয়াজে ছিল রেলরক্ষী বাহিনী, গড়ুর বাহিনী এবং বিভিন্ন রাজ্যের ট্যাবলো। বাংলার তরফে এবার দুর্গাপুজোকে প্রজাতন্ত্র ট্যাবলোয় পাঠানো হয়েছিল।

one year ago