Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Dumper

Accident: ডাম্পারের ধাক্কায় জখম সপ্তম শ্রেণীর ছাত্রী, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের

ডাম্পারের (Dumper) ধাক্কায় জখম এক ছাত্রী (Student)। ঘটনার জেরে পথ অবরোধের পাশাপাশি মাঝ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ (Demonstration) দেখান স্থানীয়রা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির (Siliguri) আমবাড়ি চেউলিবাড়ি পাকা রাস্তায়। ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে এনজেপি থানার পুলিস। এদিকে, ঘটনার পরই ওই ডাম্পার চালকের খোঁজ শুরু করেছে এনজেপি থানার পুলিস। ইতিমধ্যেই শুরু হয়েছে পুরো ঘটনার তদন্ত। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সপ্তম শ্রেণীর ওই ছাত্রী রিয়া রায় প্রাইভেট টিউশন থেকে আমবাড়ি চেউলিবাড়ি পাকা রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। অভিযোগ, সেই সময় একটি ডাম্পার আচমকাই ওই ছাত্রীকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় ওই কিশোরীকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। 

অন্যদিকে, ঘটনার পরই এলাকা ছেড়ে চম্পট দেয় ওই ডাম্পার চালক। ঘটনার প্রতিবাদে আমবাড়ি চেউলিবাড়ি পাকা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একইসঙ্গে ওই পথ দিয়ে চলাচলকারী ডাম্পারগুলি আটকে দেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, ডাম্পারের দৌরাত্ম্য ক্রমেই বাড়ছে। দ্রুত পুলিস প্রশাসনের পদক্ষেপ গ্রহণ করা উচিত।

11 months ago
Accident: বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় ভেঙে চুরমার দোকান, অল্পের জন্য প্রাণ রক্ষা ৩ জনের

বালি বোঝাই ডাম্পারের (Dumper) ধাক্কা দোকান ঘরে। রাজ্য সড়ক ছেড়ে একেবারে দোকান ঘরের উপর উঠল বালি বোঝাই ডাম্পার। অল্পের জন্য রক্ষা পেল দোকানের কাছে থাকা ৩জন। জানা গিয়েছে, ভেঙে চুরমার হয়ে গিয়েছে দোকানটি।। ঘটনাটি কেশিয়াড়িতে (Keshiary) ঘুঁটবনি এলাকার।

রবিবার মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে ঘুঁটবনি এলাকায় একটি দোকান ঘরে ধাক্কা মারে একটি বালি বোঝাই ডাম্পার। আর তারপরেই শুরু হয় রাজ্য সড়ক অবরোধ। যদিও রাতে কেশিয়াড়ি পুলিস ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দিলেও সকাল হতেই আবারও শুরু হয় অবরোধ। ফের সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় কেশিয়াড়ি পুলিস।

উল্লেখ্য, বালি ডাম্পারের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাবাসী। এলাকাবাসীর অভিযোগ, এই বালি গাড়ির দৌরাত্ম্যে প্রায় দুর্ঘটনা লেগে থাকে এলাকায়। প্রাণ যায় সাধারণ আম জনতার। কেশিয়াড়ির উপর দিয়ে প্রতিনিয়ত প্রায় শয়ে শয়ে যাতায়াত করে বালি বোঝাই গাড়ি। আর এর ফলে প্রায়শই ঘটে দুর্ঘটনা। অনেকবার পুলিসকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ পুলিসের। পুলিস এ বিষয়ে কোনও ব্যবস্থা নিক, দাবি এলাকাবাসীর।

one year ago