Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Dragged

Accident: বেপরোয়া গতির বলি, লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, হিঁচড়ে নিয়ে গেল ১৫০ মিটার

সাতসকালে গতির বলি এক বাইক আরোহী। অভিযোগ, মর্মান্তিক এই পথ দুর্ঘটনায়  বাইক আরোহীকে প্রায় ১৫০ মিটার হিঁচড়ে নিয়ে গেল লরি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার মাজুরিয়া মোড় সংলগ্ন এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে। পুলিস সূত্রে খবর, মৃতের নাম সঞ্জীব কর। বয়স আনুমানিক ৪৬ বছর।

মৃতের আত্মীয়রা জানিয়েছেন, বিষ্ণুপুর থানার ফুলবনি এলাকার বাসিন্দা সঞ্জীব কর সোমবার ভোরে মোটরবাইকে করে ইসকন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বিষ্ণুপুর যাচ্ছিলেন।বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের মাজুরিয়া মোড় সংলগ্ন এলাকায় বিষ্ণুপুর থেকে গরবেতার দিকে যাওয়া একটি চৌদ্দ চাকার লরি দ্রুত গতিতে এসে ধাক্কা মারে  বাইকটিতে।বাইকে থাকা দ্বিতীয় ব্যক্তি ছিটকে পড়ে ফুটপাতে এবং বাইক ও বাইক চালককে লরিটি সামনের চাকায় হিঁচড়ে নিয়ে যায় প্রায় দেড়শ মিটার। ঘটনাস্থলেই মৃত্যু হয় সঞ্জীবের। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিস। মৃত ব্যক্তিকে আনা হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিস।

6 months ago
Dragged: হাইওয়েতে ওভারটেক করায় গাড়িকে দু'কিলোমিটার হিঁচড়ে নিয়ে গেল ট্রাক, আহত ৪

আবারও প্রকাশ্যে রান অ্যান্ড ড্র্যাগের (Dragged) ঘটনা। দ্রুতগতিতে ছুটে চলেছে ট্রাক। আর তার সামনে নীল রঙের একটি গাড়ি হিঁচড়ে নিয়ে চলেছে। গাড়ির মধ্যে সেসময় ছিলেন দুই শিশু সন্তান সহ এক দম্পতি। জানা গিয়েছে, তাঁরা নয়ডার বাসিন্দা। প্রায় ২ কিলোমিটার গাড়িটিকে নিয়ে যাওয়ার পর অবশেষে পুলিসি তৎপরতায় প্রাণে বাঁচেন তাঁরা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে আগ্রা-মুম্বই হাইওয়েতে (Agra-Mumbai highway)। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে চালককে।

পুলিস সূত্রে খবর, ঘটনার দিন আগ্রা-মুম্বই হাইওয়ে ধরে মধ্যপ্রদেশের ঢোলপুরে যাচ্ছিলেন উত্তরপ্রদেশের নয়ডার অমরভূষণ জৈন, স্ত্রী কবিতা এবং তাঁদের দুই সন্তান। অমর সিকন্দপুর শহরের কাছে ট্রাকটিকে ওভারটেক করে। আর তখনই ট্রাকটি পিছন থেকে গাড়িটিকে ধাক্কা মারে। ট্রাকের সামনের অংশে গাড়িটি আটকে যায়। ওই অবস্থায় ট্রাকটি আরও গতি বাড়িয়ে এগোতে থাকে। গাড়ির ভিতর থেকে চিৎকার করতে থাকেন কবিতা ও তাঁদের দুই সন্তান। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে।

স্থানীয়রা চেষ্টা করেও ট্রাকটিকে থামাতে না পেরে পুলিসে খবর দেন। পুলিস এসে ট্রাকটিকে থামায়। গ্রেফতার করে ট্রাকচালককে। এরপর ওই দম্পতি ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিস। অমর ও সন্তানরা সামান্য চোট পেলেও, স্ত্রী কবিতা মাথায় গুরুতর চোট পেয়েছেন বলে জানা গিয়েছে।

8 months ago
UP: নাতিকে দু’কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে গেল ডাম্পার, মৃত্যু দাদু ও নাতির

আরও এক 'হিট অ্যান্ড ড্র্যাগ' এর ঘটনা প্রকাশ্যে এল। এবার ঘটনাটি ঘটেছে  উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মাহোবায়। জানা গিয়েছে, রবিবার সকালে নাতিকে স্কুটি করে নিয়ে বাজারে যাচ্ছিলেন দাদু। আচমকা পিছন থেকে একটি ডাম্পার এসে ধাক্কা মারে ওই স্কুটিতে। ছিটকে পড়েন বৃদ্ধ। ঘটনাস্থলেই মৃত্যু (Death) হয় তাঁর। কিন্তু ওই ৬ বছরের নাতি স্কুটার সহ ডাম্পারের নীচে আটকে যায়। ওই অবস্থায় ২ কিলোমিটার হিঁচড়ে নিয়ে যায় ডাম্পারটি। মৃত্যু হয়েছে শিশুটিরও। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

পুলিস সূত্রে খবর, মৃত ওই বৃদ্ধের বয়স ৬৭। ওই শিশু সাত্ত্বিক রবিবার সকালে দাদুর সঙ্গে কানপুর-সাগর হাইওয়ে এনএইচ ৮৬ দিয়ে স্কুটারে করে যাচ্ছিল। বাজারে ঢোকার ঠিক আগের মুহূর্তেই দ্রুত গতিতে আসা একটি ডাম্পার স্কুটারটিতে ধাক্কা মারে। স্কুটারটি ডাম্পারের তলায় আটকে যায়। স্থানীয়রা ডাম্পার চালককে থামার কথা বলেন। কিন্তু চালক গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করেন।

স্থানীয়রা ডাম্পারের পিছনে দৌড়ে চালকে আটক করে। এরপর থানায় খবর দেওয়া হয়। পুলিস আসার আগে চালককে ধরে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। এরপর পুলিসের হাতে তুলে দেন। পুলিস ঘটনাস্থলে এসে ডাম্পারের চাকার নীচে আটকে থাকা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, রাস্তায় এভাবে হিঁচড়ে ড্রাইভ করার ঘটনা সদ্য এর আগেও ঘটেছে। এরপরও সতর্ক হয়নি গাড়ির চালকরা। নতুন করে উঠে এসেছে এই ঘটনা।

one year ago