Breaking News
Senior Citizen: কেউ আতঙ্কে, কেউ আবার দিব্যি আছেন, শহর কলকাতায় কেমন আছেন একাকী বয়স্করা?      cctv: ঘুমের ব্যাঘাত হওয়ায় মারধর! সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার বৃদ্ধার পরিচারিকা      Mamata: 'বাংলায় বিনিয়োগ করলে...' দুবাইয়ের মঞ্চ থেকে বিনিয়কারীদের পথ দেখালেন মমতা      Parineeti-Raghav:শনিবার সকাল ১০টা বাজতেই শুরু হল পরিণীতি-রাঘবের বিয়ের অনুষ্ঠান      Manish: শর্ত সাপেক্ষে জামিন পেলেন অনুব্রতর হিসেব রক্ষক মনীশ কোঠারি      Summon: পুর-নিয়োগ দুর্নীতিতে আরও ৩৪ পুর-কর্মীকে তলব, চাপে মদনের পুরসভা কামারহাটি      Anubrata: পিছল ইডির করা মামলা, মেয়ের মত অনুব্রতরও পুজো কাটতে চলেছে তিহারে      Court: আদালতে কিছুটা স্বস্তি রাজ্যের, সমবায় দুর্নীতির তদন্ত সিবিআইয়ে আস্থা সার্কিট বেঞ্চের      Nipah virus: নিপা আতঙ্ক এবার বাংলাতেও, বেলেঘাটা আইডিতে ভর্তি কেরল ফেরত পরিযায়ী শ্রমিক      Abhishek: ফের আদালতে ধাক্কা অভিষেকের, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় মিলল না বাড়তি সময়     

Doha

Neeraj: রেকর্ড ব্রেক করলেন সোনার ছেলে নীরজ, কিন্তু স্বপ্নপূরণ অধরাই

যখন তিনি জ্যাভলিন ছুড়ছিলেন, তখন নীরজ, নীরজ (Niroj) চিৎকারে নিজে আচম্বিত হয়ে পড়েছিলেন, আত্মবিশ্বাস সঙ্গে ছিল, এত মানুষের ভালোবাসা ও ভরসার জোরেই হয়ত ডায়মন্ড লিগে জ্যাভলিন ছুড়ে ফের ইতিহাস লিখলেন তিনি। সোনার ছেলে নীরজ চোপড়া। শুক্রবার রেকর্ড ব্রেক করলেও এবারও তাঁর ৯০ মিটারের স্বপ্নপূরণ হল না। দোহায় তাঁর জ্যাভলিন (javelin throw) থামল ৮৮.৬৭ মিটার দূরত্ব অতিক্রম করে।

গতবছরও এই লিগে প্রথম পদক জিতেছিলেন নীরজ। সামনে এশিয়ান গেমস, তার আগে এই সাফল্য নিঃসন্দেহে নীরজকে বাড়তি অক্সিজেন জোগাবে তা বলার অপেক্ষা রাখে না। শুক্রবার দোহার সুহেম বিন হামাদ স্টেডিয়ামে প্রথমবার জ্যাভলিন ছুড়েই চমক দেন নীরজ। প্রথমবারেই তাঁর জ্যাভলিন চলে যায় ৮৮.৬৭ মিটার। ২০২২ সালে জুরিখের ডায়মন্ড লিগে সফলতা পেয়েছিলেন নীরজ।

শুক্রবার মোট ৬ বার জ্যাভলিন ছোড়েন। প্রথমবার সেটা যায় ৮৮.৬৭ মিটার। বাকিগুলো অতিক্রম করে যথাক্রমে ৮৬.০৪ মিটার, ৮৫.৪৭ মিটার, ৮৪.৩৭ মিটার ও ৮৬.৫২ মিটার। ম্যাচ শেষে সোনার ছেলে নীরজ বলেন, ‘ এখনও আমি নিজের সেরা ফর্মে পৌঁছতে পারিনি। তবে এই সোনা আমাকে আমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’

নীরজের এই সাফল্যে উদ্বেলিত গোটা দেশ। এই নিয়ে ম্যাচ শেষে নীরজ বলেন, ‘অনেক মানুষ আজ আমায় সমর্থন জানাতে গ্যালারিতে এসেছিলেন। তাঁদের আনন্দ দিতে পেরে আমি খুশি।’

5 months ago
Mika: সংগীতশিল্পী মিকার মুখে প্রধানমন্ত্রী মোদীর জয়গান, কী এমন ঘটল?

এবারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রশংসায় পঞ্চমুখ বিখ্যাত সংগীতশিল্পী মিকা সিং (Mika Singh)। বিদেশে গিয়েও ভারতীয় মুদ্রা ব্যবহার করতে পেরে বেজায় খুশি মিকা সিং। তাঁর মতে বিদেশের মাটিতে ভারতীয় রুপি ব্যবহার করার এই সুবিধা এসেছে মোদীর হাত ধরেই। তাই তিনি একটি ভিডিও-তে মোদীকে স্যালুট করেছেন।

বুধবার কাতারের দোহা এয়ারপোর্টে গিয়ে একটি বিলাসবহুল ব্র্যান্ডের দোকান থেকে শপিং করার পর সেখানে ভারতীয় মুদ্রা ব্যবহার করতে পারেন। এরপরেই তিনি ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে বলেছেন, 'আমি খুব গর্বিত যে দোহার বিমানবন্দরে লুই ভিতোঁ-এর শোরুমে কেনাকাটা করার পর ভারতীয় মুদ্রা ব্যবহার করতে পেরেছি। আপনারা যে কোনও রেস্তরাঁতেও ভারতীয় মুদ্রা ব্যবহার করতে পারবেন। ভারতীয় মুদ্রাকে ডলারের মতো ব্যবহার করার জন্য প্রধানমন্ত্রী মোদীকে আমার স্যালুট।'

মিকার এই ভিডিও দেখে নেটিজেনরাও বেশ আপ্লুত। এই বিষয়টি মিকা শেয়ার করেছেন ও প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন তাই মিকাকেও নেটিজেনরা ধন্যবাদ জানিয়েছেন। কেউ বলেছেন, 'ভারতীয় মুদ্রা ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে।'

উল্লেখ্য, কাতার ছাড়াও, দুবাই ডিউটি ​​ফ্রিও ভারতীয় মুদ্রায় অর্থপ্রদান গ্রহণ করা যাবে। নতুন নিয়মটি ১ জুলাই, ২০১৯ থেকে শুরু হয়েছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিক্রির সমস্ত পয়েন্টে ভারতীয় মুদ্রা গ্রহণ করা হবে। ২০২২ সালে, বিজনেস ইনসাইডার অনুযায়ী, ভারতীয় মুদ্রা ব্যবহার করা যাবে ভুটান, নেপাল, বাংলাদেশ, মালদ্বীপ ও জিম্বাবোয়েতেও। আবার আরবিআই ঘোষণা করেছে যে, জি-২০ দেশগুলির দর্শকদের ভারতে কেনাকাটা করার জন্য UPI পেমেন্ট করার অনুমতি দেওয়া হবে। গত মাসে, সরকার ঘোষণা করেছে, ১০ টি দেশের ভারতীয়রা ৩০ এপ্রিল থেকে UPI অ্যাক্সেস করতে সক্ষম হবে।

5 months ago
Landing: দোহাগামী ভারতীয় বিমানের পাকিস্তানে অবতরণ! তারপর আরও মর্মান্তিক

দিল্লি-দোহাগামী (Delhi to Doha) বিমানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এক যাত্রী। ইন্ডিগোর এক বিমানের এই ঘটনায় বিমানটিকে জরুরিভিত্তিতে পাকিস্তানের করাচি বিমানবন্দরে (Karachi Airport) অবতরণ করানো হয়। তাতেও শেষরক্ষা হয়নি, ওই যাত্রীকে বিমান থেকে নামাতেই চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃত মহিলাটি নাইজেরিয়ার এক নাগরিক। সোমবার দিল্লি থেকে দোহাগামী ইন্ডিগো বিমানে যাওয়ার হঠাৎ মাঝ আকাশে অসুস্থ (Mid Air Sickness) হয়ে পড়েন। তাঁর শারীরিক অসুস্থতার কারণে তড়িঘড়ি বিমানটিকে করাচি বিমানবন্দরে অবতরণ করানো হয়। চিকিৎসকদের দাবি, বিমানের মধ্যেই মৃত্যু হয়েছে ওই যাত্রীর। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে।  

 নাইজেরিয়ান ওই যাত্রীর মৃত্যুতে বিমানসংস্থার তরফে শোকবার্কা প্রকাশ করে বলা হয়েছে, তাঁর মৃত্যুতে সংস্থার সকলে গভীরভাবে শোকাহত। এমনকি তাঁর বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের সমবেদনাও জানানো হয়েছে। তবে বিমানে আটকে থাকা অন্য যাত্রীদের দ্রুত গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া যে তাদের দায়িত্ব, তাও জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ।

6 months ago


Japan: কাতারে ফের অঘটন! ২-১ গোলে জার্মানিকে হারালো জাপান

সৌদি আরবের পর এবার জাপান (Japan Beats Germany)। কাতারে জার্মানির বিরুদ্ধে সূর্যোদয় জাপ বাহিনীর। চলতি বিশ্বকাপে (Qatar World Cup 2022) ফের অঘটন এশিয়া দেশের হাত ধরে। মঙ্গলবার আর্জেন্টিনার বিরুদ্ধে আরব্য রজনী দেখেছিল ফুটবল বিশ্ব। এবার দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ২-১ গোলে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল জাপান। এদিন জার্মানির রক্ষণভাগের ফাঁকফোকর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জাপান। সামনে জার্মানির মতো মহাশক্তি থাকলেও গুটিয়ে থাকেননি জাপ ফুটবলাররা।

গোটা ম্যাচে চোখে চোখ রেখে জার্মানদের সঙ্গে লড়াই করলেন তাঁরা। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল জাপান, বরং ধীরে শুরু করেন মুলার-গোটজেরা। ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যেই জাপানের করা গোল অফসাইডের জন্য বাতিল হয়। এদিকে, সারা মাঠজুড়ে জাপান দৌড়চ্ছে দেখে নিজেদের খেলায় ফেরে জার্মানরা।

৩৩ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মানি। পেনাল্টি থেকে গোল করেন গুন্ডায়ান। এই গোলের জন্য পুরোপুরি দায়ী জাপানের গোলরক্ষক গোন্ডা। তিনিই বক্সের মধ্যে ফাউল করেন জার্মানির এক ফুটবলারকে। যদিও পুরো ম্যাচ আর সেভাবে কোনও ভুল করেননি এই গোলরক্ষক। বরং দুটি নিশ্চিত গোল বাঁচিয়েছেন নিজের শক্ত হাতে। অপরদিকে, দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে জার্মানি। প্রায় সারাক্ষণই বল ঘোরা ফেরা করেছে জাপানের অর্ধে। কিন্তু সেই আক্রমণকে গোলে রূপান্তরিত করতে পারেনি টমাস মুলাররা। উলটে দু'গোল হজম করে অঘটন ঘটিয়ে দেয় চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন।

10 months ago
World Cup: বিশ্বকাপের উদ্বোধনীতে ঐক্য-সাম্যের বার্তা, বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশ্বমাত কাতারের

কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) ঢাকে কাঠি। ৯৮-র ফ্রান্স বিশ্বকাপের ওলে ওলে থেকে ২০১০-র সাউথ আফ্রিকা বিশ্বকাপের ওয়াকা ওয়াকা। রিকি মার্টিন থেকে শাকিরা (Ricky Martin-Shakira), কাতার বিশ্বকাপের (World Cup 2022) উদ্বোধনী অনুষ্ঠানে ঘুরে ফিরে বেজেছে এদের থিম সং। বিশ্বকাপের আয়োজনের প্রস্তুতিপর্বে সাময়িক বিতর্কে জড়ালেও উদ্বোধনী অনুষ্ঠানে তাক লাগিয়ে দিল কাতার। দোহার (Doha) আল বায়াত স্টেডিয়ামের জাঁকজমক অনুষ্ঠান মঞ্চ থেকে দেওয়া হল ঐক্য-সাম্যের বার্তা। গোটা অনুষ্ঠানে এক বৃন্তে দুটি কুসুমের মতো ঘুরেফিরে এলো ঐক্য-সাম্য।

এবার বিশ্বকাপের প্রথম ম্যাচ ইকুয়েডর এবং কাতারের। তাই দুই দলের সমর্থকরা অনেক আগে থেকেই আল বায়াত স্টেডিয়ামে ভিড় জমান। রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে কাতারের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল-মাখতুমকে পুরোধা হিসেবে দেখা গিয়েছে। প্রথমে গানের অনুষ্ঠান, তারপরেই বিশ্বকাপে ঐক্যের বার্তা শোনান হলিউডি অভিনেতা মর্গান ফ্রিম্যান। তাঁর সঙ্গেই মঞ্চে প্রবেশ করে সে দেশের বিশেষভাবে সক্ষম ঘানেম আল-মুফতাহ।


সূচি মেনেই গাইলেন কোরিয় ব্যান্ড বিটিএস-এর প্রধান গায়ক জান কুক। তাঁর সঙ্গেই ছিলেন কাতারের গায়ক ফাহাদ আল-কুবায়সি। এমনকি এর আগের বিশ্বকাপে যে যে গানগুলি গাওয়া হয়েছিল, সেগুলি ফিরে এল। ১৯৯৮ বিশ্বকাপে রিকি মার্টিনের গাওয়া ‘ওলে, ওলে’ থেকে ২০১০ বিশ্বকাপে শাকিরার গাওয়া ‘ওয়াকা, ওয়াকা’, সবই শোনা গেল।

10 months ago


death ফের ডাম্পারের ধাক্কায় মৃত্যু

ফের ডাম্পার ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মোটরবাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে দোহালিয়া মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত দোহালিয়া বাইপাস মোড় সংলগ্ন কান্দি কাটোয়া রাজ্য সড়কের উপর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিস।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ডাম্পার ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটর বাইক আরোহী। এখনো পর্যন্ত মৃত ওই মোটরবাইক আরোহীর নাম পরিচয় জানা যায়নি। পুলিস মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য।

স্থানীয় এক বাসিন্দা বলেন, তাঁরা দুর্ঘটনা হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন ওই বাইক আরোহী পড়ে রয়েছে। ডাম্পারে থেঁতলে গেছে মাথা। ওই ডাম্পার ও ডাম্পার চালককে আটক করা হয়েছে।

দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় কান্দি থানার দোহালিয়া বাইপাস মোড় সংলগ্ন এলাকায়। কান্দি থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করে মৃত ওই মোটরবাইক আরোহীর নাম পরিচয় জানার চেষ্টা করছে।

প্রসঙ্গত, বুধবার রাতে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় পবিত্র রায় নামে এক যুবকের। জলপাইগুড়ি জেলার ৪৮ নং এশিয়ান হাইওয়ে দিয়ে ধূপগুড়ি থেকে একটা ডাম্পার গয়েরকাটার দিকে যাচ্ছিল। সেই সময় দুই বাইক আরোহী বেপোরোয়া গতিতে ডাম্পারটিকে ওভারটেক করতে গিয়ে পথের পাশে দাঁড়িয়ে থাকা যুবককে ধাক্কা মারলে সে ছিটকে গিয়ে ডাম্পারের নীচে পড়ে। এবং ডাম্পারের চাকায় পিষ্ট হয় ওই যুবক । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আহত হয় দুই বাইক আরোহীও। বারেবারেই ডাম্পারের কারণে ঘটছে দুর্ঘটনা। আরও একটু সচেতন থাকলে হয়তো এড়ানো যেত দুর্ঘটনা।

2 years ago