Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

DogAttack

Dog Attack: পিটবুলের কামড়ে ক্ষত বিক্ষত ৮ বছরের নাবালিকা, করুণ পরিণতি

কুকুরের (Dog Attack) আক্রমণে ফের গুরুতর জখম এক ৮ বছরের খুদে। ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttarpradesh) মিরাটের (Meerut)। ২৯ মে, সোমবার রাতে আচমকা এক পিটবুল প্রজাতির কুকুর কামড়ে দেয় এক ৮ বছরের নাবালিকাকে। এর আগেও একাধিকবার কুকুরের কামড়ে আহত হয়েছেন একাধিক ব্যক্তি। কিছুদিন আগেই খবরে এসেছিল, এক ডেলিভারি বয় পোষ্য কুকুরের ভয়ে তিনতলা থেকে ঝাঁপ দিয়েছেন। আর এবারে প্রকাশ্যে এল এক শিশুর উপর আক্রমণ করার খবর।

সূত্রের খবর, মিরাটের বৈষ্ণোদেবী কলোনিতে বর্ণিকা নামক আহত ওই শিশুর বাড়ি। ঘটনার দিন বর্ণিকা তার বোনের সঙ্গে বাড়ির কাছাকাছি সাইকেলে ঘুরছিল। আর সেসময় বর্ণিকার উপর ঝাপিয়ে পড়ে সেই পিটবুল কুকুরটি। এরপর তারা দুজনেই সাইকেল থেকে পড়ে যায়। বর্ণিকার বোন কুকুরটি দেখে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু বর্ণিকাকে সামনে পেয়ে তাকে কামড়ে দেয় কুকুরটি। এরপরই তার চিৎকারে আশেপাশে লোকজন জড়ো হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় এলাকার স্থানীয়রা পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছে। কিন্তু এখনও জানা যায়নি, সেই পিটবুলের মালিক কে। তবে তাঁকে খোঁজা শুরু করেছে পুলিস। তাঁর হদিশ পেতেই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিস।

11 months ago
Hyderabad: ডেলিভারি করতে এসেই কুকুরের তাড়া, বাঁচতে তিন তলা থেকে ঝাঁপ ডেলিভারি বয়ের, এরপর...

অনলাইনে অর্ডার করা জিনিস ডেলিভারি করতে এসেই ঘটে গেল এক বড় বিপদ। ডেলিভারি করতে গিয়ে পোষ্য কুকুরের (Dog Attack) তাড়া, আর তার থেকে বাঁচতেই তিনতলা থেকে ঝাঁপ দিলেন সেই ডেলিভারি বয়। ঘটনাটি হায়দরাবাদের (Hyderabad)। পোষ্য কুকুরের আক্রমণে ডেলিভারি বয়ের জখম হওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে চলতি বছরের জানুয়ারি মাসে। ইতিমধ্যেই সেই কুকুরের মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

পোষ্য রাখতে অনেকে যেমন পছন্দ করেন, তেমনি অনেকে আবার প্রাণীদের দেখে ভয়ও পান। ফলে দুটোই স্বাভাবিক ব্যাপার। কিন্তু হায়দরাবাদের ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে। জানা গিয়েছে, রবিবার হায়দরাবাদের পঞ্চবতী কলোনির শ্রীনিধি হাইটস অ্যাপার্টমেন্টের একজন অনলাইনে মাদুর অর্ডার করেছিলেন। সেই মাদুর দিতে গিয়ে যখন কলিং বেল বাজান ডেলিভারি বয়, তখন ঘর থেকে বেরিয়ে আসে ডোবারম্যান প্রজাতির এক পোষ্য কুকুর। এরপর অচেনা ব্যক্তিকে দেখে কুকুরটি চিৎকার করতে শুরু করে। তখন তার হাত থেকে বাঁচতে ডেলিভারি বয়টি তিনতলা থেকে ঝাঁপ দিয়ে দেন।

এই ঘটনার পরই সেখানে আশেপাশের লোকেরা ছুটে আসেন ও রাইদুরগাম থানার পুলিসও ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়। এরপর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। সেই পোষ্য কুকুরের মালিকের বিরুদ্ধে ভারতীয় পেনাল কোড ২৮৯-এর অধীনে অভিযোগ দায়ের করা হয়েছে। আবার তেলঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়নের তরফে দাবি করা হয়েছে, সেই পোষ্য কুকুরের মালিককেই ডেলিভারি বয়ের সমস্ত রকমের চিকিৎসার খরচ দিতে হবে।

12 months ago
Jhargram: পাগল কুকুরের আক্রমণে আহত ৭ জন, আতঙ্কে ঘরবন্দি এলাকাবাসী

জঙ্গলমহলে হাতির পর এবার কুকুরের হামলার (Dog Attack) আতঙ্ক। পাগল কুকুরের হামলায় গুরুতর (injured) জখম ৭ জন। ঝাড়গ্রাম (Jhargram) জেলার বেলিয়াবেড়া থানার মহাপাল আম্বি এলাকার ঘটনা। জানা গিয়েছে, শনিবার দুপুরে এক শিশুকে কামড়ায় পাগলা কুকুরটি। তারপরে ওই শিশুকে বাঁচাতে গিয়ে কুকুরের হামলার শিকার হন দুই জন। ইতিমধ্যেই কুকুরের কামড়ে আহতদের স্থানীয় তপসিয়া গ্রামীণ হাসপাতাল ও গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনকি বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে ঝাড়গ্রাম হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোখের নিমিষে পাগল কুকুরটি রাস্তায় চলাচল করা ছোট বাচ্চা থেকে বয়স্ক সবার উপরেই ঝাঁপিয়ে পড়ছে। কারোর গলা লক্ষ্য করে কুকুরটি ঝাঁপ দিয়ে বুকে কামড়ে দিচ্ছে। কারোর বা হাতে কিংবা পায়ে কামড় দিয়ে দ্রুত গতিতে জঙ্গলে পালিয়ে যাচ্ছে। স্থানীয়দের দাবি, বনদফতর ও প্রশাসনের তরফ থেকে অবিলম্বে এই পাগল কুকুরটিকে আটক করে নিয়ে যাওয়া হোক। তবে একটি কুকুর নাকি একাধিক কুকুর তাঁদের উপর আক্রমণ করছে তা নিয়ে এলাকাবাসী সংশয়ে রয়েছে। তাই গোটা বিষয়টিতে এখনই বনদফতরের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

one year ago


Dog: ময়নাগুড়ি শহরের একই ওয়ার্ডের ৪ জনকে কামড়! কুকুরের দৌরাত্ম্যে আতঙ্ক

পাগল কুকুরের কামড়ে (Dog Attack) আহত এক শিশু-সহ ৪ জন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি (Jalpaiguri) শহরের ১৫ নম্বর ওয়ার্ড এলাকায়। ইতিমধ্যেই আহতদের (Injured) চিকিৎসা শুরু হয়েছে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে, এমনকি দেওয়া হয়েছে ইনজেকশনও। ঘটনার জেরে আতঙ্কে এলাকাবাসী। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে হঠাৎ করেই একটি কুকুর ১৫ নম্বর ওয়ার্ডের লোকজনদের কামড়ানো শুরু করে।  

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে একটি শিশু কুয়োতে মুখ ধুতে গিয়েছিল। সেই সময়ই হঠাৎ করেই একটি কুকুর তার উপর ঝাঁপিয়ে পড়ে। এমনকি তার কোমরের নিচে কামড়েও দেয় কুকুরটি। তারপর শিশুটির চিত্কার শুনে বাড়ির লোকজন ছুটে এলে, কুকুরটি পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। একইভাবে আরও একজন লোক যিনি বাজার যাচ্ছিলেন তাঁকে কামড় দেয় কুকুরটি। এমনকি সেখান থেকেও দৌড়ে অন্যত্র চলে যায় কুকুরটি। বাজার থেকে বাড়ি আসছিলেন অপর এক বাসিন্দা। তিনি যখন সাইকেল নিয়ে আসছিলেন তখন রাস্তার মধ্যেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে ওই কুকুরটি। তখন তিনি রাস্তাতেই পড়ে যান। পড়ে যাওয়ার পরেই কুকুরটি তাঁকেও কামড়ে দেয়।   

স্থানীয়দের অভিযোগ, এই ওয়ার্ডের চারজনকে কামড়ানোর পাশাপাশি অন্য এলাকার এক ছাত্রী এই এলাকায় প্রাইভেট পড়তে এসেছিল তখন তাঁকেও কুকুরটি কামড়ে দেয়। স্থানীয়দের দাবি, ইতিমধ্যেই ওয়ার্ডের কাউন্সিলরকে ঘটনাটি জানানো হয়েছে। যাতে অতি শীঘ্রই এই পাগল কুকুরটিকে এলাকা থেকে নিয়ে যাওয়া হয়। 

one year ago
Attack: পথকুকুরদের আক্রমণ থেকে শিশুকে রক্ষা মায়ের, ভাইরাল ভিডিও

ফের শিশুর উপর পথকুকুরদের (Dog Attack) আক্রমণ। তবে এই ঘটনার কোনও খারাপ পরিণতি হয়নি। শিশুটিকে কুকুরদের হাত থেকে রক্ষা করেছেন তার মা। ঘটনাটি ঘটেছে নাগপুরে (Nagpur)। গোটা ঘটনাটি ধরা পড়েছে এলাকার সিসিটিভি (CCTV Camera) ক্যামেরায়। ফুটেজটি সমাজমাধ্যমেও ভাইরাল (Viral Video) হয়ে গিয়েছে।

ভিডিওটিতে দেখা গিয়েছে, মঙ্গলবার ৬ বছরের ওই শিশুকে দেখে পাঁচ থেকে ছ’টি কুকুর ছুটে আসে। ঘটনায় ভয় পেয়ে দৌড়াতে থাকে শিশুটিও। আর কিছু ক্ষণের মধ্যেই শিশুটিকে ধরে ফেলে কুকুরগুলি। তারপর শিশুটিকে ঘিরে ধরে কামড়াতে শুরু করে তারা। তবে শিশুটির চিত্কার শুনে তার মা ঢিল দিয়ে কুকুরগুলিকে মারেন। এমনকি ওই মহিলাকে আসতে দেখে কুকুরগুলিও পালিয়ে যায়। 

এর আগে ছত্তিশগড়েও একই ভাবে রাস্তার এক দল কুকুর আক্রমণ করেছিল এক শিশুকে। এমনকি পরে মৃত্যুও হয় শিশুটির। সম্প্রতি লখনউতেও ঠিক একই ঘটনা ঘটেছিল। 

one year ago


Dog: প্রাতঃকৃত্যে বেড়িয়ে কুকুরের হামলা, ছত্তিশগড়ে মৃত শিশু! তদন্তে পুলিস

ফের পথকুকুরের (Stray Dog) আক্রমণের (Attack) ঘটনা। মৃত্যু (Death) হল পাঁচ বছরের শিশুর (Child)। জানা গিয়েছে, ভোরবেলা প্রাতঃকৃত্য সারতে রাস্তায় বেড়িয়েছিল শিশুটি। সেসময় শিশুকে ঘিরে ধরে একদল পথকুকুর। এর ফলে তার মৃত্যু হয় বলে অভিযোগ। শরীরের মিলেছে আঘাতের চিহ্নও। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) কোরিয়া জেলার বৈকুণ্ঠপুরে।

পুলিস সূত্রে খবর, মৃত শিশুর নাম সুকান্তি। শুক্রবার সকাল ৬টা নাগাদ সে প্রাতঃকৃত্যের জন্য মার্গদর্শন স্কুল রোডের রাস্তায় বেড়িয়েছিল। তখনই শিশুটির উপর হামলা হয়। কুকুরের কামড়ে গুরুতর আহত হয়। পরে মৃত্যু হয় শিশুটির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। পুলিস জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কুকুরের কামড়েই শিশুটির মৃত্যু হয়েছে। তবে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে এলে এ বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিস।

উল্লেখ্য, পথকুকুরের আক্রমণে শিশুর মৃত্যুর ঘটনা এর আগেও ঘটেছে। একের পর এক শিশুর মৃত্যু কুকুরের আক্রমণে, তা সত্যি আতঙ্কের বিষয়।

one year ago
Lucknow: এক মাসের ব্যবধান, ঘটনাস্থল সেই লখনউ, পিটবুলের নৃশংসতায় ক্ষতবিক্ষত এবার তরুণী

ফের পিটবুল (Pitbull Dog) কুকুরের 'হিংস্র' আক্রমণের ঘটনা লখনউয়ে (Lucknow Incident)। এবার তার কামড়ে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মুন্নি নামে এক তরুণী। জানা গিয়েছে, হাঁটতে বেড়িয়ে এই ঘটনা ঘটায় বিনীত চিকারার পোষ্য পিটবুলটি। পুলিসকে অভিযুক্ত কুকুরের মালিক বিনীত জানিয়েছেন, যে মাঠে পোষ্যকে নিয়ে তিনি হাঁটছিলেন, সেই মাঠেই হাঁটছিলেন পেশায় পরিচারিকা মুন্নি। কোনওভাবে পিটবুলটির গলার চেন ঢিলে হয়ে যাওয়ায় সে ওই তরুণীর উপর ঝাঁপিয়ে পড়ে।

প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে মুহূর্তে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে ওই তরুণীর শরীর। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আক্রান্ত মুন্নি।  স্থানীয় সূত্রে খবর, পিটবুলটির মালিকের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে থানায়। জানা গিয়েছে, যে আবাসনের ঘটনা, সেখানে রান্নার কাজ করতেন মুন্নি।

তবে পুলিসের সন্দেহ, বিনীত তাঁর কুকুরকে মুন্নির দিকে লেলিয়ে দিতে পারে। তদন্তে সেদিক খতিয়ে দেখছে তাঁরা। তার জন্য মুন্নির বয়ান রেকর্ড জরুরি বলে মনে করছেন পুলিসকর্তারা।

জাতীয় এক সংবাদসংস্থাকে লখনউ পুলিসের কর্তা প্রীতপাল সিংহ সঙ্গওয়ান বলেছেন, 'আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। আইন অনুযায়ী দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।' এদিকে গত জুলাইয়ে লখনউয়ের এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকার উপর হামলা চালিয়েছিল পোষ্য পিটবুল। হাসপাতালে নিয়ে গেলেও ওই বৃদ্ধাকে বাঁচানো যায়নি। সেই ঘটনার একমাসের মধ্যেই ফের পিটবুলের নৃশংসতার শিকার এক তরুণী, ঘটনাস্থল সেই লখনউ শহর।

যদিও প্রথম আক্রমণের ঘটনায় অভিযুক্ত পিটবুলকে তার মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে লখনউ পুরসভা। মৃতার ছেলে অমিত ত্রিপাঠী, তাঁর আদরের পিটবুলকে নিজের কাছে রাখার আবেদন জানিয়েছিলেন। সেই মতো লখনউ পুরসভা কিছু শর্ত প্রয়োগ করে মালিকের কাছে ফিরিয়ে দেয় তাঁর পোষ্যকে। অমিত কুকুরের যত্ন নেবেন বলে লিখিত সম্মতি দেন। এর পরই এলএমসি আধিকারিকরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন দেখার মুন্নিকে আক্রমণে অভিযুক্ত পিটবুলের ভবিষ্যৎ কী?

2 years ago