Breaking News
ED: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষকের বাড়িতে ইডি হানা!      Ragging: যাদবপুরে ফের র‍্যাগিংয়ের অভিযোগ! প্রথম বর্ষের ছাত্রকে ফোন করে দেওয়া হত হুমকি...      Film Festival: শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে 'বাদশা' নয় ভাইজান      SSKM: বেড নেই এসএসকেএম-এ! দেড় বছরের শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে      BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!     

Dog

Dog: অমানবিক! খাবারে বিষ মিশিয়ে ১৪টি কুকুরছানাকে ‘খুন’ শিলিগুড়িতে

এনআরএস কাণ্ডের ছায়া এবার শিলিগুড়িতে। ২০১৯ সালে  কলকাতার সরকারি হাসপাতালে ১৬টি কুকুরছানাকে নৃশংস হত্যায় নাম জড়িয়েছিল দুই নার্সিং ছাত্রীর। সেই ঘটনা নিয়ে হইচই কম হয়নি। প্রায় বছর তিনেক পর আবারও একই ঘটনার অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে। অভিযোগ, শনিবার রাতে শিলিগুড়ি পুরনিগমের ১৮নম্বর ওয়ার্ডের সুভাষপল্লিতে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ১৪টি কুকুরছানাকে ‘খুন’ করেছে দুষ্কৃতিরা। কে বা কারা এই কাজ করল, তা এখনও স্পষ্ট নয়। পুলিস বিষয়টি খতিয়ে দেখছে।

জানা গিয়েছে,  সুভাষপল্লিতে সম্প্রতি একটি পথকুকুর ১৫টি সন্তানের জন্ম দেয়। স্থানীয় বেশ কয়েকজন তাদের দেখভাল করতেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত ঠিকঠাকই ছিল তারা। রাতের দিকে একের পর এক ১০টি পথকুকুরের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার রেশ কাটতে না কাটতেই একই এলাকা থেকে আরও একাধিক কুকুর ছানার দেহ উদ্ধার হয়।

স্থানীয়রাই শিলিগুড়ি থানায় খবর দেন। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছন। শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পথে নামে পশু প্রেমী সংগঠন। পুলিস দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে। কে বা কারা অমানবিক কাজ করল, তা জানার চেষ্টা চলছে।

2 weeks ago
Ridhi Dogra: 'জওয়ান' সিনেমায় নয়নতারার চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন রিধি ডোগরা!

সারা বিশ্বের বক্স অফিসে হাজার কোটি টাকা উপার্জন করে ফেলেছে শাহরুখ খান অভিনীত সিনেমা 'জওয়ান' (Jawan)। হিন্দি সিনেমার ইতিহাসে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে 'জওয়ান'। শাহরুখ (Shahrukh Khan) ভক্তরা তো বটেই সমালোচকরাও সিনেমাটির প্রশংসা করতে বাধ্য হয়েছেন। চিত্রনাট্যের বিষয় খুব পছন্দ হয়েছে সকলের। এই ছবির হিরো যদি শাহরুখ হয়, তবে তাঁকে শক্তিদায়িনী মহিলা চরিত্ররা। এই চরিত্রগুলিরই একটিতে অভিনয় করেছেন রিধি ডোগরা (Ridhi Dogra)।

ছবিতে আজাদ-এর (সিনেমায় ছেলে শাহরুখ-এর চরিত্র) সৎ মা 'কাবেরী'-এর ভূমিকায় অভিনয় করেছেন রিধি ডোগরা। স্বল্প পরিসরেও নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন অভিনেত্রী। সিনেমা মুক্তি পাওয়ার পর একাধিক সাক্ষাৎকারের সম্মুখীন হন রিধি। তেমনই এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়, সিনেমায় এত চরিত্র থাকতে কেন বয়ষ্ক মহিলার চরিত্রে অভিনয় করলেন তিনি?

উত্তরে রিধি বলেন, তিনি আসলে 'কাবেরী'-এর চরিত্রটি করতে চাননি। চেয়েছিলেন অন্য একটি চরিত্রে অভিনয় করতে। রিধি বলেন, 'আমি সিনেমার সেটে বসে মাঝেমধ্যেই ভাবতাম আমি যদি নয়নতারার চরিত্রে অভিনয় করতে পারতাম। এই কারণে নয় যে আমি নয়নতারার থেকে ভালো অভিনয় করতাম। তবে আমি চরিত্রটিকে নিজের সেরাটুকু দেওয়ার চেষ্টা করতাম।'

2 months ago
Baruipur: পাড়ার কুকুরকে বাঁচাতে গিয়ে আহত প্রতিবাদী পরিবার, বারুইপুর থানায় লিখিত অভিযোগ

কয়েকজন উন্মত্ত যুবকের হাত থেকে পাড়ার কুকুরদের বাঁচাতে গিয়ে আক্রান্ত বারুইপুরের নড়িদানা এলাকার এক পরিবার। রবিবার রাতের এই ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছে। বারুইপুর থানায় এই ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের এখনও গ্রেফতার করা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, পাড়ার কুকুরদের দেখভাল করেন এলাকার মণ্ডল পরিবার। অভিযোগ কয়েকজন যুবক পাড়ার একটি কুকুরের উপরের অত্যাচার করে। তার প্রতিবাদ করেন কার্তিক মণ্ডল। পাল্টা তাঁকে মারধোর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত হয় কার্তিকের পরিবার।

অভিযোগ মণ্ডল পরিবারের উপর হামলা করে প্রায় ১৫ থেকে ২০ জন যুবক। যারা প্রত্যেকেই মদ খেয়ে ছিল। আক্রান্ত পরিবারকে বাঁচাতে গিয়ে হামলার মুখে পড়েন বেশ কয়েকজন প্রতিবেশীরাও। ওই হামলায় কার্তিকের ছেলে অভিষেক মণ্ডলের মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। একাধিক ব্যক্তির বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবকরা।

3 months ago


Siliguri: মর্মান্তিক! আবারও জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক

জাতীয় সড়কে (National Highway) নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্য়ু হল এক বাইক আরোহীর। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে বাগডোগরা থানা এলাকায়। অভিযোগ, বিনা হেলমেটে বাইক চালানোর জেরেই এই দুর্ঘটনা। পুলিস সূত্রে খবর, মৃত যুবকের নাম পঙ্কজ বিশ্বাস, ফাঁসিদেওয়ার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে বাগডোগরা থানার পুলিস এসে মৃতদেহটিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। 

জানা গিয়েছে, এদিন সকালে হাসখোয়া জাতীয় সড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন ওই যুবক। সেই সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর পড়ে যান বাইক আরোহী। অতিরিক্ত রক্তপাত হওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অপরদিকে পুলিস বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায়শই জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে থাকে। তবে বেশিরভাগ সময়ই দেখা গিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে কিংবা বেপরোয়া গতির কারণেই পথ দুর্ঘটনাগুলি ঘটেছে। যেভাবে প্রতিনিয়ত পথ দুর্ঘটনায় মানুষের প্রাণ চলে যাচ্ছে, তার পরেও যদি মানুষ সতর্ক না হয়, তাহলে এই পথ দুর্ঘটনা ক্রমশ বাড়তে থাকবে। 

4 months ago
Wood: বন দফতরের কর্মীদের অভিযানে উদ্ধার গাড়ি ভর্তি সেগুন কাঠ, গ্রেফতার গাড়ির চালক

বন দফতরের প্রচেষ্ঠায় সেগুন কাঠ পাচারের আগেই গ্রেফতার করা হল গাড়ি সহ গাড়ি চালককে। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার করেছেন বাগডোগরা বনদফতরের কর্মীরা। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাসের ৩১ তম জাতীয় সড়কে। গাড়ির ভিতরে থাকা বাজেয়াপ্ত সেগুন কাঠের বাজার মূল্য ৫০ লক্ষ টাকার বেশি।

জানা গিয়েছে, অসম থেকে বিহারের উদ্দেশ্যে ছয় চাকা ডাক পার্সেল কন্টেনার গাড়িটি নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় বাগডোগরা বনদফতরের  কর্মীদের কাছে গোপন সূত্রে খবর এলে তাঁরা গাড়ির পিছু নেন। গাড়িটিকে আটকানোর জন্য জাতীয় সড়কে ব্যারিকেট বানিয়ে ফাঁদ পেতেছিলেন বন দফতরের কর্মীরা। কিন্তু সেই ব্যারিকেট ভেঙে পালিয়ে যেতে সক্ষম হয় ওই গাড়িচালক। অবশেষে টোল প্লাজা ব্যারিকেট ভেঙে পালানোর সময় বিধান নগরের পুলিসের মদতে গাড়িটিকে আটক করতে সক্ষম হয় ঘোষপুকুর বনদফতরের কর্মীরা। 

এরপর গাড়ির ভিতরে থাকা সেগুন কাঠ সহ গাড়িটিকে আটক করে বাগডোগরা বনদফতরে নিয়ে আসা হয়। পাশাপাশি গাড়ি চালককে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছে। তবে দিনের বেলায় ডার্ক পার্সেলের গাড়িতে করে এইভাবে সেগুন কাঠ পাচারের সঙ্গে স্থানীয় কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছেন ঘোষপুকুর বনদফতরের কর্মীরা।

4 months ago


Dog: পোষ্য কুকুরদের মধ্যে ঝগড়া গড়াল মালিকদের মধ্যে, গুলিবিদ্ধ ২, আহত ৬

পোষ্য কুকুরদের (Dog) ঝগড়া ছড়াল মালিকদের মধ্যে। বিবাদ এতটাই চরম পর্যায়ে পৌঁছয় গুলি চালানো শুরু করলেন এক ব্যক্তি। গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ২ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬ জন। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে (Indore)। এই ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে মূল অভিযুক্তকে।

জানা গিয়েছে, অভিযুক্ত রাজপাল রাজাওয়াত তাঁর পোষ্য কুকুরকে নিযে হাঁটতে বেরিয়েছিলেন। তখনই তাঁর এক প্রতিবেশীও তাঁর পোষ্যকে নিয়ে বেরিয়েছিলেন। হঠাৎ দুই পোষ্য কুকুরের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়। এই নিয়ে দুই প্রতিবেশীর মধ্যেও তর্কাতর্কি শুরু হয়। কিছুক্ষণের মধ্যে লোকজন জড়ো হয়ে যায়। অভিযোগ এরপর, রাজপাল রাজাওয়াতের ককুরটিকে আঘাত করেছিলেন অপর ব্যক্তি। বচসা আরও তুঙ্গে ওঠে। রাজপাল ঘরে ঢুকে নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক বের করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন।

ঘটনাস্থলেই গুলি লেগে দুই যুবকের মৃত্যু হয়। পুলিশ এসে আটক করে রাজপালকে। জানা গিয়েছে, নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করেন তিনি। রাজপালের বন্দুকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। গুলি চালানোর ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

4 months ago
Ola Electric: গলায় ঝুলছে আইডি কার্ড, ওলা ইলেকট্রিকের নতুন কর্মী কুকুর 'বিজলি'!

দু'চাকার গাড়ির কোম্পানি ওলা ইলেকট্রিক (Ola Electric)। এবারে এই কোম্পানিতে কর্মী হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এক কুকুরকে। অবাক হচ্ছেন তো? তবে এমনটাই ঘটেছে। ওলা ইলেকট্রিকের সিইও ভাবিশ আগরওয়াল (Bhavish Aggarwal) নিজেই সেই চারপেয়ে প্রাণীর নাম ও তার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন টুইটারে। তিনি জানিয়েছেন, তাঁর সংস্থার নতুন কর্মীর নাম বিজলি (Bijlee)। রয়েছে তার আইডি কার্ডও।

সম্প্রতি ওলা ইলেকট্রিকের সিইও ভাবিশ আগরওয়াল টুইটারে কুকুরটির ছবি পোস্ট করে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে, এই বিজলি এখন থেকে তাঁদের সংস্থার নতুন কর্মী। কুকুরের প্রতি এমন ভালোবাসা দেখে নেটিজেনরা তাঁর প্রশংসা করছেন। মনে করা হচ্ছে, কুকুরটির নাম বিজলি রাখা হয়েছে কারণ বিজলি নামের অর্থ বিদ্যুৎ। আর এই সংস্থায় ইলেকট্রিক স্কুটার তৈরি করা হয়, ফলে তার সঙ্গে সামঞ্জস্য রেখেই  হয়তো এই নামকরণ। তবে এই কুকুরের শুধু নামই নেই, এর আইডি কার্ডও রয়েছে। সেখানে এমপ্লয়ি কোডে লেখা রয়েছে 440V ও রক্তের গ্রুপে লেখা PAW+ve। জানা গিয়েছে, এই কুকুরের আইডি কার্ডে বেঙ্গালুরুর অফিসের ঠিকানা দেওয়া হয়েছে। অর্থাৎ বিজলি কোরামাঙ্গালার শাখার কর্মী।

ওলা ইলেকট্রিকের সিইও-এর এই পোস্টে বহু মানুষ কমেন্ট করেছেন ও এই পদক্ষেপের জন্য প্রশংসা করেছেন। বিশেষ করে কুকুরপ্রেমীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ইতিমধ্যেই এই পোস্টটিতে ১লক্ষের বেশি লাইক এসেছে। ফলে বিজলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

4 months ago
Bird: পাচারের আগে কাঞ্চনকন্য়া এক্সপ্রেস রেলের বগি থেকে উদ্ধার এক হাজারেরও বেশি পাখি

পাচারের আগেই উদ্ধার (Rescue) খাঁচা ভর্তি পাখি (Bird)। ঘটনায় আটক তিন অভিযুক্ত। বাগডোগরা রেল স্টেশনে কাঞ্চনকন্য়া এক্সপ্রেস রেলের বগি থেকে উদ্ধার হয় ওই খাঁচা ভর্তি পাখিগুলি। পুলিস সূত্রে খবর, প্রায় এক হাজারেরও বেশি পাখি খাঁচা বন্দি অবস্থায় উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগডোগরা বনদফতরের কর্মীরা।  

জানা গিয়েছে, সোমবার গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরা বনদফতরের কর্মীরা ও রেল পুলিস বাগডোগরা স্টেশনে কাঞ্চনকন্য়া এক্সপ্রেস ট্রেনটির জেনারেল কামড়ায় হানা দেয়। ট্রেনের জেনারেল কামরার বাথরুমের ভিতর থেকে খাঁচা ভর্তি প্রায় এক হাজারেরও বেশি পাখি উদ্ধার করে।

এই পাখিগুলি বিক্রির উদ্দেশ্যে শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই এই পাখিগুলি যারা নিয়ে যাচ্ছিল তাদের মধ্যে থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনি ব্যবস্থার আশ্বাস দেওয়া হয় বাগডোগরা বনদফতরের রেঞ্জার সমিরণ রাজের তরফে।

4 months ago


Human Dog: স্বপ্নপূরণ! ইচ্ছে ছিল পশু হওয়ার, ফলে ১৬ লক্ষ টাকা খরচ করে হলেন 'কুকুর'

মানুষের অনেক রকমের স্বপ্ন বা শখ থাকে। কারোর এলাহি বাড়ি বানানোর ইচ্ছা থাকে, আবার কারো গাড়ি কেনার শখ থেকে থাকে। আবার বাড়ি-গাড়ি ছাড়াও মানুষের আরও স্বপ্ন থাকে। কিন্তু কারো যদি স্বপ্ন হয়, কুকুর হওয়ার, তবে কেমন হয় বলেন তো? অবাক হচ্ছেন? তবে এমনটাই হয়েছে এক ব্যক্তির সঙ্গে। জাপানের (Japan) এক যুবকের স্বপ্ন কুকুর (Dog) হওয়ার। চার পায়ে হেঁটে, অন্য কুকুরদের সঙ্গে থেকে কেমন লাগে, সেই অনুভূতিই তিনি নিজে উপভোগ করতে চান। ফলে তিনি তাই করেছেন। তাঁর স্বপ্নপূরণ করতে তিনি হয়েছেন 'কুকুর'। তবে তাঁর জন্য তাঁকে খরচ করতে হয়েছে প্রায় ২০ হাজার ডলার যা ভারতীয় অর্থে ১৬ লক্ষের বেশি।

জানা গিয়েছে, জাপানের সেই ব্যক্তির নাম টোকো। তিনি তাঁর কুকুর হওয়ার স্বপ্ন সত্যি করতে এক ফ্যাশন ডিজাইনারের কাছে যান। আর সেখানেই অবিকল কুকুরের মত দেখতে পোশাক বানিয়ে দেওয়া হয়। সেই পোশাক এমন ভাবেই তৈরি করা হয়েছে যে, তা দেখে বোঝাই যাবে না যে, এটি কোনও কুকুর নয়, একজন মানুষ।

এক ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, টোকো কুকুরের পোশাক পরে হুবহু কুকুর সেজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আবার আশেপাশের কুকুরদের সঙ্গে মেলামেশাও করছেন। আর টোকোর এমন কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া। এমনও যে কারোর শখ হতে পারে তা টোকোকে না দেখলে জানাই যেত না। তবে জাপানের এই যুবকের শখপূরণ গতবছরেই হয়েছে। কিন্তু ফের তাঁর এই কাণ্ড বর্তমানে ভাইরাল হচ্ছে।

4 months ago
Dog: পথ কুকুরের তান্ডব আরামবাগে, কামড়ে-আঁচড়ে জখম ৭ জন

এবার পথ কুকুরদের জন্য (Dog) আতঙ্ক ছড়াল হুগলির (Hooghly) আরামবাগে। বুধবার, আরামবাগ থানার সামনে এক মহিলা পুলিস কর্মী সহ সাত জনকে একটি কুকুর কামড় (Bite) দেয়। কুকুরের কামড়ে আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে হঠাৎ করেই একটি কুকুর আরামবাগ থানার সামনে ঘোরাঘুরি করতে থাকে। সেই সময় রাস্তার পথ চলতি মানুষ ও থানার পুলিস কর্মীদের দেখে তেড়ে যায় কুকুরটি। বেশ কয়েকজনকে কামড়ও বসিয়ে দেয় ওই কুকুরটি। কুকুরের কামড়ে জখম হয় সাত জন। তাঁদের মধ্যে একজন মহিলা পুলিস কর্মীও রয়েছে। জানা গিয়েছে, ওই পুলিসকর্মী থানা থেকে বাইরে বেরিয়ে ছিলেন। তখনই ওই কুকুরটি দেখে ছুটে গিয়ে কামড় দেয় ওই মহিলা পুলিস কর্মীকে। পাশাপাশি রাস্তার পথ চলতি মানুষদের দেখে ছুটে যায় কুকুরটি। কামড় দেয় আরও ছয় জন পথ চলতি মানুষকেও। 

কুকুরের কামড় থেকে বাঁচতে এখন রাস্তায় লাঠি হাতে বেরোতে হচ্ছে সাধারণ মানুষকে। যদিও ওই কুকুরটিকে ধরতে পারেনি কেউ। বর্তমানে কুকুরের কামড়ে জখমরা আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

4 months ago


Aadhaar: কুকুরদেরও পরিচয়পত্র! মুম্বইয়ের কুকুরদের গলায় ঝুলিয়ে দেওয়া হল 'আধারাকার্ড'

এতদিন ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে মানুষের প্রয়োজন হত ভোটার কার্ড, আধার কার্ডের (Aadhaar Card)। কিন্তু এবারে আর শুধু মানুষ নয়, 'আধার কার্ড' দেওয়া হবে কুকুরদেরও (Dog)। অবাক লাগছে তো? তবে এটাই সত্যি। মুম্বইয়ের বিমানবন্দরের (Mumbai Airport) বাইরে রাস্তার কিছু কুকুরদের গলায় পরিয়ে দেওয়া হয়েছে আধার কার্ড। এই উদ্যোগ নেওয়া হয়েছে এক পশুপ্রেমী সংগঠনের তরফে। কুকুরদের গলায় আধারকার্ড দেওয়ায় এবার থেকে তারাও পেল পরিচয়পত্র।

জানা গিয়েছে, ১৫ জুলাই, শনিবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের বাইরে ২০ টি কুকুরকে চিহ্নিত করে তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে আধার কার্ড। সেগুলোতে কিউআর কোড রয়েছে, যা স্ক্যান করলেই জানা যাবে তার নাম, কোন প্রজাতির সেই কুকুরটি ও তাকে কী কী ভ্যাকসিন দেওয়া হয়েছে। সেদিন কুকুরদের গলায় শুধুমাত্র সেই কিউআর কোডই ঝোলানো হয়নি, তাদের ভ্যাকসিনও দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এই অভিনব উদ্যোগের পিছনে রয়েছেন অক্ষয় রিদলান নামের এক ব্যক্তি, যিনি পেশায় ইঞ্জিনিয়ার। তিনি জানিয়েছেন, এই উদ্যোগের নাম pawfriend.in। তিনি বলেন, 'শনিবার সকাল সাড়ে ৮ টা থেকে বিমানবন্দরের বাইরের ২০ টি কুকুরকে চিহ্নিত করা হয় ও তাদের ভ্যাকসিন দেওয়া হয়। এই কিউআর কোডের মাধ্যমে কোনও হারানো কুকুরকেও খুঁজে পাওয়া যাবে।' জানা গিয়েছে, প্রথম ধাপে ২০ টি কুকুরকে এই কার্ড পরানো হলেও ধীরে ধীরে শহরের সমস্ত কুকুরদের ক্ষেত্রেই এমনটাই করা হবে।

5 months ago
Dog: বাঁকুড়ায় একদল লোক হঠাৎ কুকুর ধরে নিয়ে যাচ্ছে! স্থানীয়রা বাধা দিলে সত্য সামনে এল

পথকুকুর (Dog) নিয়ে সমস্যা কম বেশি সব জায়গাতেই রয়েছে। তবে বাঁকুড়ায় (Bankura) পথকুকুরের বাড়বাড়ন্ত অতিমাত্রায়। কুকুরের তান্ডবে অতিষ্ঠ সাধারণ মানুষ। রাস্তায় বেরোলেই প্রায়শই কুকুরের আক্রমণের মুখে পড়তে হচ্ছে পথচারী মানুষকে। এই কারণে পথ কুকুরগুলিকে জাল ভরে ধরে নিয়ে যাচ্ছে একদল লোক। শহরজুড়ে শোরগোল পড়েছে এই ঘটনায়। শুক্রবার, ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মাচানতলায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাঁকুড়া সদর থানার পুলিস। 

বাঁকুড়া শহরে বিশেষ আকারের নেটের মাধ্যমে ব্যপক হারে পথকুকুর ধরে একদল লোক নিয়ে যাচ্ছে। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করতে গেলে তাঁদের সঙ্গে রীতিমত বচসা শুরু হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। শেষপর্যন্ত জানা গিয়েছে, প্রশাসনের নির্দেশ অনুযায়ী বাঁকুড়া শহরজুড়ে শুরু হয়েছে কুকুর ধরার অভিযান। কারণ কুকুরদের জন্মনিয়ন্ত্রণের ব্যবস্থা করা ও ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছে বাঁকুড়া জেলা প্রশাসন। 

সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে শুধুমাত্র বাঁকুড়া শহরেই পথ কুকুরের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। স্থানীয়দের দাবি, জেলা প্রশাসনের এই উদ্যোগ সম্পর্কে আগে সাধারণ মানুষের মধ্যে প্রচার চালানো উচিৎ ছিল। 

প্রশাসনের দাবী, অন্য রাজ্যে এই মডেল সফলতা পাওয়ায় বাঁকুড়া শহরের ক্ষেত্রেও কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত এই উদ্যোগের সিধান্ত নেওয়ায় প্রচার চালানো সম্ভব হয়নি। 

5 months ago
Dog: জলে পড়ে যেত শিশু, সেসময় বাড়ির পোষ্য কুকুরটির কাণ্ড দেখলে অবাক হবেন

সারা বিশ্বে অনেক কুকুরপ্রেমী (Dogs) রয়েছেন। গৃহপালিত পশুদের মধ্যে কুকুর অনেকেই পছন্দ করেন। তবে একটি বিশেষ কারণ রয়েছে কুকুরদের প্রতি মানুষের ভালোবাসার। কুকুর বিশ্বস্ত। প্রশিক্ষণপ্রাপ্ত পশুরা কাছের মানুষদের বিপদ দেখলেই সাহায্য করতে ছোটে। ঠিক তেমন ঘটনাই ঘটল আবারও। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, দুই শিশু বাড়ির সামনে ছোট্ট বাগানে বল নিয়ে খেলছে। এমন সময় তাদের বল পড়ে যায় পাশের জলের ফোয়ারায়।

দুই শিশুরই বয়স কম। এক শিশু এই ঘটনার পর দৌঁড়ে যায় বাড়ির লোক ডাকতে। আরেকটি শিশু জলের ফোয়ারার দিকে ঝুঁকে সেই বল তোলার চেষ্টা করে। আরেকটু হলেই হয়তো শিশুটি ওই জলে পড়ে যেতে পারত। কিন্তু সেই মুহূর্তেই তাকে বাঁচিয়ে নেয় বাড়ির পোষ্য কুকুরটি। সে দৌঁড়ে গিয়ে বাচ্চাটির জামা টেনে সরিয়ে নিয়ে আসে পিছনের দিকে।

যে বলটি ফোয়ারায় পরে গিয়েছে, সেটিকে জল থেকে বের করার উপায়ও বের করে কুকুরটি। পাশে রাখা ফোয়ারা পরিষ্কার করার একটি জাল লাগানো হাতল নিয়ে আসে। তারপর সেটি দিয়েই জলে পড়ে যাওয়া বলটিকে উদ্ধার করে কুকুরটি। এই ভিডিও বর্তমানে ভাইরাল নেট দুনিয়ায়।

6 months ago


Train: রেললাইনে জখম অবস্থায় পড়ে থাকা ব্য়ক্তিকে উদ্ধার করল আরপিএফ ও পুলিস

জখম অবস্থায় রেললাইনের (Railway line) উপর পড়ে রয়েছেন এক ব্য়ক্তি। আরপিএফ (RPF) ও পুলিসের সহায়তায় জখম ব্যক্তিকে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে বাগডোগরার (Bagdogra) রেললাইনে। জানা গিয়েছে, জখম ব্য়ক্তির নাম পুতুল মণ্ডল, বাগডোগরার প্রমোদ নগরের বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

জানা গিয়েছে, রবিবার গভীর রাতে আর পি এফ-এর নজরে আসে জখম অবস্থায় এক ব্যক্তি রেললাইনে পড়ে রয়েছেন। খবর দেওয়া হয় বাগডোগরা থানার পুলিসকে। এরপর আরপিএফ ও পুলিসের সহায়তায় জখম ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। রেললাইনে পড়ে থাকার জেরে আটকে পড়েছিল একটি ট্রেন। জখম ব্যক্তিকে রেল লাইনের উপর থেকে সরিয়ে নেওয়ার পর ফের স্বাভাবিক হয় ট্রেন চলাচল। তবে ওই ব্যক্তি এত রাতে কী করে ট্রেন লাইনে এলো, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিস। 


6 months ago
Fire: খড় বোঝাই পিকআপ ভ্যানে আগুন, পুড়ে ছাই কয়েক হাজার টাকার খড়

খড় বোঝাই পিকআপ ভ্যানে (Pickup van) অগ্নিকাণ্ড (Fire)। আগুন লেগে প্রায় কয়েক হাজার টাকার খড় পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে বাগডোগরার (Bagdogra) খান্না হোটেল সংলগ্ন ৩১নং জাতীয় সড়কে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

জানা গিয়েছে, বাগডোগরার খান্না হোটেল সংলগ্ন ৩১নং জাতীয় সড়কে হঠাৎ খড় বোঝাই পিকআপ ভ্যানে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্টসার্কিট থেকে পিক‌আপ ভ্যানে কোনও কারণে এই আগুন লেগেছে। খবর দেওয়া হয় পুলিসকে। খবর পেয়ে তড়িঘড়ি বাগডোগরা থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে দমকলকে খবর দেয়। খবর পেয়ে ব্যাঙডুবি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে এই আগুন লাগল তা সঠিক ভাবে জানতে তদন্ত শুরু করেছে পুলিস। 

6 months ago